Where to Stay
There are many hotels available in Chittagong. Some of them have been mentioned below for your help.
1. Hotel Golden Inn
Address: 336 Station Rd Chittagong
Contact: 611 004
2. Asian SR Hotel
Address: 291 Station Rd Chittagong
Contact: 031-2850346-8, 01711-889555
3. Hotel Park
Address: 627, DT road, Kadamtoli Chittagong
Contact: 01819-388011
4. Hotel Landmark
Address: 3072, Sheikh Mujhibar Road, Agrabad, Chittagong
Contact: 031-813598/727299
5. Hotel Dream International Ltd
Station Road, Chittagong, Bangladesh
01829-440044
6. Hotel Azad
Enayet Bazar, Chittagong, Bangladesh
7. Hotel Mishka
Station Road, Chittagong 4000, Bangladesh
8. Motel Shaikat
Station Road, Chittagong, Bangladesh
Array
(
[0] => Array
(
[name] => {:en}Bisanakandi{:}{:bn}বিছানাকান্দি{:}
[post_id] => 7828
[post_link] => http://offroadbangladesh.com/places/bisanakandi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/10410793_10205865808218505_7613722895639363442_n-300x188.jpg
[post_content] => {:en}
Bisanakandi is situated at Bangladesh-India border in Sylhet. It is a landscape beauty among gardens and hills. Bichanakandi is a village situated in Rustompur Union under Guainghat Upazilla. This is where many layers of the Khasi mountain meet at a single point from both sides. Flowing from above is a high fall. Adding to its charm are dark clouds hugging the mountain in the rainy season. And flowing underneath towards Bholaganj is a branch of the Piyain. Along the stream flowing from high up in the mountain come huge boulders that are deposited and mined in Bisanakandi.
Much like Jaflong, Bichnakandi is mostly a quarry. Winter is not a suitable time to visit Bisnakandi due to mechanized mining and stone-laden boats and lorries. The absence of such nuisance makes the rainy season the perfect time to visit the beautiful Bisanakandi that coalesces the charms of high mountains, sinuous rivers, graceful falls and dancing clouds.
Source:
Visit Sylhet{:}{:bn}
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তম ইউনিয়নে বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত একটি গ্রামের নাম বিছানাকান্দি। বাগান এবং পাহাড়ের নজরকাড়া সৌন্দর্যের মাঝে অবস্থিত প্রকৃতির এই অপরূপ লীলাভূমির উভয় প্রান্ত থেকে খাসি পাহাড় এসে যুক্ত হয়েছে। এখানে ঝর্ণার পাশাপাশি বর্ষাকালে কালো মেঘ পাহাড়গুলোকে আচ্ছাদিত করে ফেলে। এছাড়া এখানে ভোলাগঞ্জ অভিমুখে বয়ে গিয়েছে পিইয়াইন নদীর একটি শাখা। পাহাড়ি ঢলের সাথে বয়ে আসা বিশাল পাথরখণ্ডগুলো বিছানাকান্দিতে এসে পড়ে এবং পরবর্তীতে এই পাথরখণ্ডগুলোকে এখানেই ভাঙ্গা হয়।
জাফলং এর মত বিছানাকান্দিও একটি খনি এলাকা। পাথর বোঝাই নৌকা, ট্রাকের আনাগোনা এবং পাথর উত্তোলনের কারনে শীতকাল বিছানাকান্দিতে আসার জন্য একেবারেই উপযুক্ত সময় নয়। তবে, বর্ষাকালে এখানে পাথর উত্তোলনের ফলে সৃষ্ট দূষণ না থাকায় আপনি এখানে এসে উঁচু পাহাড়, শান্ত নদী, মায়াবি ঝর্ণার সৌন্দর্যের পাশাপাশি রোদ ও মেঘের লুকোচুরি উপভোগ করতে পারবেন।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Nilgiri{:}{:bn}নীলগিরি{:}
[post_id] => 1024
[post_link] => http://offroadbangladesh.com/places/nilgiri/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Bandarban_Nilgiri1-300x199.jpg
[post_content] => {:en}
Nilgiri is one of the tallest peaks and a beautiful tourist spot in Bangladesh. It is about 3500 feet high and situated at Thanci Thana. Close to this spot you can see Moro villages. Their colorful culture and life style might be an unexplored experience for you. In rainy season a spectacular scenery is created here, the whole spot is covered with the blanket of clouds. It is a nice place for campfire in rainy season. Most attractive time of the day is the dawn. It is better to stay during 7-18 dates of a lunar month to enjoy the moonlit night. You can also enjoy the artful course of Sangu River. Niligiri is managed by Army brigade of Bandarban.
{:}{:bn}
বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড় এবং অপূর্ব পর্যটন স্পট হল নীলগিরি। থানচি থানায় অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি প্রায় ৩৫০০ ফুট উঁচুতে অবস্থিত। নীলগিরির কাছেই উপজাতি মোরো সম্প্রদায়ের একটি গ্রাম রয়েছে। এখানে গিয়ে তাঁদের রঙ্গিন সংস্কৃতি এবং জীবনযাত্রা প্রত্যক্ষ করা আপনার জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে পারে। বর্ষাকালে পুরো এলাকা মেঘে ঢেকে গেলে এখানে এক অপরূপ দৃশ্যের অবতারনা হয়। এসময় এখানে ক্যাম্প ফায়ারের আয়োজন করতে পারেন। ভোরবেলা হচ্ছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় সময়। পূর্ণিমা উপভোগের জন্য চন্দ্রমাসের ৭ থাকে ১৮ তারিখের মধ্যে এখানে আসা সবচেয়ে ভাল। নীলগিরি থেকে আপনি সাঙ্গু নদীর গতিপথ প্রত্যক্ষ করতে পারবেন। বান্দরবানের সেনাবাহিনীর ব্রিগেড নীলগিরির সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছে।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Tahjingdong{:}{:bn}তাজিংডং{:}
[post_id] => 5352
[post_link] => http://offroadbangladesh.com/places/tahjingdong/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Peak-of-Tajingdong1-300x225.jpg
[post_content] => {:en}
Tahjingdong is believed to be the tallest mountain of Bangladesh. According to the local tribal language Tahjing means Great & Dong means Hill and thus the name Tahjingdong or Great Hill. The highest peak of this mountain is around 4,300 ft. above sea level. Thousands of tourist gather each year in Ruma Upazila to recompense a stopover of Tahjingdong. There are several different Tribal communities living on the areas surrounding the mountains whose unique cultures and living styles revolve around nature and the simple way of life.
Once upon a time, the journey to Tahjingdong was thought to be a tough and a difficult one to make, but today a lot of tourists take part in this journey for the sake of adventure and its amazing beauty. The scenic beauty of this place is not just restricted to the mountain and is spread far and wide all along the way to Tahjingdong. However, for the duration of the rainy season it’s a real hardship to climb it. Also, particularly in the winter season, lots of tourists endeavor to conquer it on foot as an adventure. At present one, can reach close to the Keokradong by Chander Gari (Jeep) which when translated to English means 'The Moon Car'. The remaining path has to be accomplished on foot. For those having experience in trekking, will find it quite an easy journey to make and for those who do not, it might be a little difficult at first but the surrounding heavenly scenery along with the fresh clean air of the mountain side will certainly make it a truly enjoyable experience that one would not forget easily. And finally, let us not forget the view from the top, standing among the clouds and looking over at the world stretching below you, paradise on earth.
{:}{:bn}
বাংলাদেশের সর্বচ্চ পাহাড়ের নাম তাজিংডং। স্থানীয় ভাষায় তাজিং অর্থ বিশাল এবং ডং অর্থ পাহাড় একত্রে যার অর্থ দাড়ায় বিশাল পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৩০০ ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ে হাজার হাজার পর্যটক বেড়াতে এসে থাকেন। এখানে তাজিংডং ছাড়াও রয়েছে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় যাদের সংস্কৃতি এবং জীবন বৈচিত্র্য প্রকৃতির সাথে সম্পৃক্ত। একসময় তাজিংডং এ পৌঁছানো দুরুহ হলেও বর্তমানে প্রচুর পর্যটক প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য এখানে এসে থাকেন। শুধু তাজিংডং এ নয় প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে আছে এর আশেপাশেও। বর্ষাকালে এখানকার সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায় না। তবে, শীতকালে অনেক পর্যটক এখানকার সৌন্দর্য উপভোগ করতে পায়ে হেঁটে এসে থাকেন। তবে, বর্তমানে চান্দের গাড়িতে করে আপনি তাজিংডং এর কাছাকাছি পৌছাতে পারবেন। তবে, বাকি পথ আপনাকে পায়ে হেঁটে অতিক্রম করতে হবে। শীতকালে এখানে আসলে আপনাকে গরম কাপড় পরিধান করতে হবে। তাজিংডং এ পৌঁছানোর পথে হাঁটার অনন্য অভিজ্ঞতা আপনার মনে থাকবে বহুদিন।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Nilachal{:}{:bn}নীলাচল{:}
[post_id] => 1390
[post_link] => http://offroadbangladesh.com/places/nilachal/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/DSC_0200-300x199.jpg
[post_content] => {:en}
Nilachal is a beautiful tourist place to Meghla Parjatan Complex, also known as tiger hill. It is maintained by district administration. Nilachal is special for spectacular view from the hill apex and taking photos.It is the nearest tourist spot from Bandarban, situated at Tiger para. It stands 2000 feet above sea level and 5 kilometer away from the Bandarban town. Total glance of Bandarban town and a vast photographic hillside can be seen from here.
[This spot needs more detail. If you have more information on its background, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
মেঘলার কাছে অবস্থিত আরেকটি অপূর্ব স্থানের নাম নীলাচল। টাইগার হিল নামে পরিচিত এই স্থানের তদারকি করে জেলা প্রশাসন। সমুদ্রের ২০০০ ফুট উঁচুতে অবস্থিত নীলাচল বান্দরবান শহর থেকে ৫ কিলোমিটার দূরে টাইগারপাড়ায় অবস্থিত। এই পর্যটন কেন্দ্রটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ছবি তোলার আদর্শ স্থান। নীলাচল থেকে বান্দরবানকে পাখির চোখে দেখা ছাড়াও ছবির মত সুন্দর পাহাড়ও চোখে পরবে আপনার। বর্ষাকালে এখানে আসলে আপনি মেঘের মধ্যে দিয়ে হাঁটার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এছাড়া নীলাচল থেকে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি রাতের বেলা চাঁদের চিরসবুজ আলোকেও উপভোগ করতে পারবেন। শীতের সকালে নীলাচল থাকে কুয়াশায় ঢাকা। এখানে আসার পথে আপনি উপজাতীয়দের গ্রামে গিয়ে তাদের জীবনযাত্রা প্রত্যক্ষ করতে পারেন।
{:}
)
)