রংপুর বিভাগ
আকর্ষণ সমূহ
তথ্য
২০১০ সালের ২৫শে জানুয়ারি বাংলাদেশের ৭ম বিভাগ হিসেবে ঘোষণা করা হয় রংপুরকে। পূর্ণ বিভাগের মর্যাদা লাভ করার পূর্বে রাজশাহী বিভাগের অন্তর্গত ছিল রংপুর। রংপুর বিভাগে অধীনে আটটি জেলা রয়েছে এবং এই জেলাগুলোর অধীনে ৫৮টি উপজেলা রয়েছে। বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ রংপুরের জনসংখ্যা প্রায় ১ কোটি ৬০ লাখ। নতুন এই বিভাগটির প্রধান শহরগুলোর মধ্যে রয়েছেঃ রংপুর, সৈয়দপুর এবং দিনাজপুর। রংপুরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছেঃ কারমাইকেল কলেজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিক্যাল কলেজ, রংপুর ক্যাডেট কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। রংপুর শহরের রয়েছে নিজস্ব পরিচিতি এবং ঐতিহাসিক গুরুত্ব। ১৫৭৫ সালে সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ রংপুরের কিছু অংশ দখল করেন। ১৬৮৬ সালে রংপুর সম্পূর্ণভাবে মুঘল সাম্রাজ্যের অধীনে চলে আসে। কুড়িগ্রামের মুঘলবাসা এবং মুঘলহাট এখনও এই অঞ্চলে মুঘল শাসনের স্মৃতি বহন করে চলেছে। মুঘল শাসনামলে রংপুরের একাংশ ছিল ঘোড়াঘাটের সরকারের অধীনে এবং অপর অংশটি ছিল পিনজারার সরকারের অধীনে। রিয়াজ-উস-সালাতিনে রংপুর ঘোড়াঘাটের উদ্ধৃতি পাওয়া যায়। ইংরেজ শাসনের শুরুর দিকে ফকির সন্ন্যাসী বিদ্রোহ এবং কৃষক বিদ্রোহ রংপুরে সংঘটিত হয়েছিল।
Where to stay How to go