সভ্যতা থেকে আমরা ৩ দিন কাটাবো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অভ্যন্তরে। নানা ধরনের বন্যপ্রাণীতে (যেমনঃ চিত্রা হরিণ এবং রয়েল বেঙ্গল টাইগার) পরিপূর্ণ সুন্দরবনই হচ্ছে প্রকৃতিকে কাছ থেকে দেখার জন্য আদর্শ স্থান।
বিস্তারিত ভ্রমনবৃত্তান্ত:
প্রথম দিন :
- সকাল ৭টা-বিকাল ৪টা: রিজার্ভ করা বিলাসবহুল নৌযানে চড়ে খুলনা থেকে কটকায় গমন। প্রাতরাশ, মধ্যাহ্ন ভোজ এবং সান্ধ্যভোজন নৌযানেই অনুষ্ঠিত হবে।
- বিকাল ৮টা – রাত ৯টাঃ সান্ধ্যভোজনের পর নৌযানেই রাত্রিযাপন।
দ্বিতীয় দিন :
- সকাল ৭টা-দুপর ১২টা: প্রাতরাশ, কটকার দর্শনীয় স্থান পরিদর্শন।
- দুপুর ১২টা-সন্ধ্যা ৬টা: কটকা থেকে কচিখালীতে গমন। কচিখালীতে বার-বি-কিউ ডিনার।
তৃতীয় দিন:
- সকাল ৬টা-সকাল ১০টা: প্রাতরাশ, কচিয়াখালীর দর্শনীয় স্থান পরিদর্শন।
- সকাল ১০টা-সন্ধ্যা ৭টা: কচিয়াখালী থেকে খুলনায় আগমন।