Array
(
[0] => Array
(
[name] => {:en}Jainta Rajbari{:}{:bn}জৈন্তা রাজবাড়ি{:}
[post_id] => 4328
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/jainta-rajbari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Jainta-rajbari-alimabdul202-300x225.jpg
[post_content] => {:en}
The Jainta Rajbari and Kingdom extended from the east of the Shillong Plateau of present-day Meghalaya in north-east India, into the plains to the south, and north to the Barak River valley in Assam, India. It was annexed by the British East India Company in 1835.
The capital, Jaintiapur, now ruined, was located on the plains at the foot of the Jaintia Hills; it appears there may have been a summer capital at Nartiang in the Jaintia Hills, but little remains of it now apart from a Durga temple and a nearby site with many megalithic structures. Much of what is today the Sylhet region of Bangladesh was at one time under the jurisdiction of the Jaintia king.
The origin of the Jaintia kingdom is unknown, but the Jaintia people share a megalithic culture with the related Khasi people on the Shillong plateau which is of uncertain age, but their common oral history claims that they settled the region in the distant past. After the 17th century invasion by the Kachari king Satrudaman, the Jaintia kingdom came under increasing Kachari and Ahom political influence.
The British came into contact with the Jaintia kingdom upon receiving the Diwani of Bengal in 1765 (Gurdon 1914:xiv). Jaintiapur, currently in Bangladesh, was the capital. The kingdom extended from the hills into the plains north of the Barak River (Gait 1906:253). The quarries in their possession was the chief supplier of lime to the delta region of Bengal, but with the British, the contact was not very smooth, and they were attacked in 1774. Subsequently, the Jaintias were increasingly isolated from the plains via a system of forts as well as via a regulation of 1799 (Gurdon 1914:xiv-xv).
After the conclusion of the First Anglo-Burmese War, the British allowed the Jaintia king his rule north of the Surma River (Gait 1906:284). The kingdom was finally annexed on March 15, 1835 (Gait 1906:302). The king was handed over his property in Sylhet along with a monthly salary of Rs 500. The British administered the plain areas directly and the hill region indirectly via a system of fifteen dolois and four sardars. The fifteen administrators were free to adjudicate on all but the most heinous crimes.
The capital of Jainta Kingdom was in Jaintapur. It was the palace of Kings of Jainta. It is close to Jainta Bazar. Though the palace is damaged but tourist visit there for witnessing the history of Kings of Jainta. Jaintiapur is only 5 km from Jaflong, a scenic spot amidst tea gardens.
{:}{:bn}
জৈন্তা রাজ্য বিস্তৃত ছিল উত্তরপূর্ব ভারতের শিলং মালভূমির (বর্তমান মেঘালয়) পূর্বপ্রান্ত থেকে আসামের বারাক নদীর উপত্যকার দক্ষিন ও উত্তরপ্রান্ত পর্যন্ত। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮৩৫ সালে এই রাজ্যটি দখল করে নেয়। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এই রাজ্যের রাজধানী জৈন্তিয়াপুরের অবস্থান ছিল জৈন্তা পাহাড়ের পাদদেশে। ধারনা করা হয়ে থাকে যে জৈন্তা পাহাড়ের নারটিয়াং এ ছিল এই রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী। তবে এখানে একটি দুর্গা মন্দির এবং কিছু মধ্যযুগীয় স্থাপনা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বর্তমান বাংলাদেশের সিলেট অঞ্চলের বেশীরভাগ এলাকাই একসময় জৈন্তা রাজার অধীনে ছিল।
জৈন্তা রাজ্যের উৎপত্তি সম্পর্কে জানা না গেলেও এখানকার মানুষেরা শিলং মালভূমির খাসিয়া সম্প্রদায়ের মানুষদের সাথে মধ্যযুগীয় সংস্কৃতি পালন করত। তবে, ইতিহাস ঘেঁটে জানা যায় যে এসব মানুষেরা এই অঞ্চলে অনেক আগেই বসত গড়েছিল। ১৭শ শতাব্দীর পর কাচারির রাজা শত্রু দমনের অভিযানের পর জৈন্তা রাজ্যে কাচারি এবং আহম দের রাজনৈতিক প্রভাব স্পষ্ট হয়।
১৭৬৫ সালে (গুরদন ১৯১৪:xiv) বাংলার শাসনভার গ্রহনের পর ইংরেজরা জৈন্তা রাজ্যের প্রতি মনোনিবেশ করে এবং বর্তমান বাংলাদেশের জৈন্তাপুরকে এ রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করে। এই রাজ্যটি পাহাড় থেকে বারাক নদীর উত্তরে সমভূমি পর্যন্ত বিস্তৃত ছিল। (গাইট ১৯০৬:২৫৩)। এখানকার খনিগুলো থেকে বাংলায় চুনাপাথর সরবরাহ করা হলেও ১৭৭৪ সালে ইংরেজরা আক্রমনের শিকার হলে এই সরবরাহ ব্যবস্থা কঠিন হয়ে পড়ে। পরবর্তীতে দুর্গের মাধ্যমে এবং ১৭৯৯ সালে প্রণীত একটি রেগুলেশনের মাধ্যমে মূল ভূমি থেকে জৈন্তাদের পৃথক করে রাখা হয় (গুরদন ১৯১৪: xiv-xv)।
প্রথম অ্যাংলো-বার্মিজ যুদ্ধের সমাপ্তির পর ইংরেজরা জৈন্তা রাজাকে সুরমা নদীর উত্তর প্রান্ত শাসন করার অনুমতি প্রদান করে(গাইট ১৯০৬:২৮৪)। ১৮৩৫ সালের ১৫ই মার্চ ইংরেজরা এই রাজ্যটি পুরোপুরি দখল করে নেয় (গাইট ১৯০৬:৩০২)। জৈন্তা রাজাকে সিলেটে তাঁর সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয় এবং মাসিক ৫০০ রুপি বেতনের ব্যবস্থা করা হয়। পনেরোজন দলই এবং চারজন সর্দারের মাধ্যমে ইংরেজরা এখানকার সমভূমি সরাসরি শাসন করলেও পাহাড়ি এলাকায় ইংরেজ শাসন ছিল পরোক্ষ। এই পনেরো জন প্রশাসক বড় ধরনের অপরাধ ব্যাতিত সব অপরাধের বিচার করত।
জৈন্তা বাজারের কাছে অবস্থিত জৈন্তা রাজবাড়িতে জৈন্তা রাজারা বাস করতেন। ক্ষতিগ্রস্ত হলেও এই রাজবাড়িতে অনেক পর্যটক আসেন জৈন্তা রাজাদের ইতিহাস সম্পর্কে জানতে। চা বাগানে ঘেরা চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জৈন্তাপুর জাফলং থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Mohera Zamindar Bari{:}{:bn}মহেরা জমিদার বাড়ী{:}
[post_id] => 5309
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/mohera-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Ananda-Lodge-Mohera-Jomidar-Bari-13-300x225.jpg
[post_content] => {:en}
It is not sure but people believed that they have started their Zamindari somewhere around 1890. First Zamindar (জমিদার) was Kalichoron Shaha (কালিচরণ সাহা). Beside their Land Lordship, they have conducted trading related to Jute and Salt. They were the owner of huge land properties from different part of Bangladesh. During country division and war, most of them moved into India. Only very few are living at Tangail. Their attractive edifices are now become a tourist spot. Since they were rich, people says they have built those building before establishing their Zamindari (জমিদারী). Mohera Zamindar Bari has several main buildings. Each of those are presented below with short description.
Chowdhury Lodge (চৌধুরী লজ): After entering the Zamindar mansion premise through the main gate, Choudhury Lodge is the first building that you'll find. It’s a pink colored building having Roman/Greek styled pillars at the front side. The rich ornate building is having corrugated at the roof from inside.
Its a two stored building having a garden in front of it. This building is beautiful from the back side too. There is a playground for the kids available there.
Ananda Lodge (আনন্দ লজ): In my opinion, Ananda lodge is the most stylish building from the entire premise. This building has a touch of white and blue. It has eight columns in front of the building.
Most attractive part of the building is the small hanging balcony at second floor. It seems like someone like Juliet used to pass her afternoon there. This building has a lovely garden at front side.
Moharaj Lodge (মহারাজ লজ): This is a pink colored building having byzantine design. Similar to other buildings it has 6 columns at the front side. The stair in front of the building has a curved railing which just increased its beauty.
Similar to other buildings it is a two storied building having a garden at front. Behind the garden has a tennis court. The Moharaj Lodge and the Ananda Lodge are adjoining.
Kalichoron Lodge (কালিচরণ লজ): This building is built during the last portion of the Jomidari Era. Thats why this one is looking different than other three. It is having more rooms compare to any others from the premise.
Architecture of the building is somewhat similar to the colonial era buildings. The shape of the building is like the letter 'U' in English alphabet. During the noon-afternoon, you'll find a play of light and shadow for that shape from the inside of the building.
Other Edifices (অন্যান্য ভবন): Beside the attractive arhitectured buildings, the Zomidar premise has other buildings named as Kachari Bhobon(কাচারী ভবন), Nayeb Bhobon(নায়েব ভবন), Rani Bhobon(রানী মহল), etc. Also you'll find several large ponds around the premise. Those are named as Bishaka Shagor, Poshra Shagor, etc.
1. Kachari Bhobon(কাচারী ভবন)
2. Nayeb Bhobon(নায়েব ভবন)
{:}{:bn}
নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়রা বিশ্বাস করেন যে এই অঞ্চলে জমিদারী প্রথার আরম্ভ হয়েছিল ১৮৯০ সালের দিকে। কালীচরণ সাহা ছিলেন এখানকার প্রথম জমিদার। এখানকার জমিদাররা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমান ভুসম্পত্তির মালিক ছিল এবং জমিদারী করার পাশাপাশি তাঁরা এখানে পাট ও লবনের ব্যাবসাও করত। দেশ বিভাগ এবং স্বাধীনতা যুদ্ধের সময় বেশীরভাগ জমিদার ভারতে চলে যান তবে টাঙ্গাইলে কিছু জমিদার এখনও বাস করছে। তাঁদের আকর্ষণীয় প্রাসাদগুলো বর্তমানে পর্যটন স্পটে পরিনত হয়েছে। যেহেতো জমিদারেরা ধনী ছিলেন তাই স্থানীয়রা মনে করেন এসব জমিদারবাড়ি জমিদারী প্রথা চালু হওয়ার পূর্বেই নির্মাণ করা হয়েছিল।
মহেরা জমিদার বাড়িতে কয়েকটি ভবন রয়েছে। নিম্নে এসব ভবনের বর্ণনা প্রদান করা হলঃ
চৌধুরী লজঃ মূল ফটক দিয়ে জমিদারবাড়ির সীমানায় প্রবেশ করলে সর্বপ্রথম চৌধুরী লজ আপনার চোখে পরবে। গোলাপি রঙের এই ভবনের সামনের দিকে রোমানশৈলীতে নির্মিত পিলার রয়েছে। চমৎকার নকশাখচিত এই ভবনের ভেতরের ছাদটি ঢেউ খেলানো। দোতলা এই ভবনের সামনে বাগান রয়েছে এবং শিশুদের খেলার মাঠ রয়েছে। এছাড়া ভবনের পেছনদিকটাও বেশ দৃষ্টিনন্দন।
আনন্দ লজঃ আনন্দ লজকে বলা যেতে পারে এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন। সাদা ও নীল রঙের ছোঁয়াসমৃদ্ধ ভবনটির সামনে আটটি কলাম রয়েছে। এই ভবনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তিন তলার ঝুলন্ত বারান্দা। এছাড়া আনন্দ লজের সামনে একটি চমৎকার বাগান রয়েছে।
মহারাজ লজঃ বাইজেনটাইন শৈলীতে নির্মিত এই গোলাপি ভবনের সামনে ৬ টি কলাম রয়েছে। মহারাজ লজের সামনের সিঁড়ির বাঁকানো রেলিংটি ভবনের সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি করেছে। অন্যান্য ভবনের মত মহারাজ লজের সামনেও একটি বাগান আছে। ভবনের পেছনে একটি টেনিস কোর্ট আছে।
কালীচরণ লজঃ জমিদারীর শেষ পর্যায়ে নির্মিত হওয়ায় এই ভবনটি দেখতে অন্যান্য তিনটি ভবন থেকে আলাদা। অন্যান্য ভবনগুলোর চেয়ে কালীচরণ লজে কক্ষের সংখ্যাও বেশি। ইংরেজি ‘ইউ’ অক্ষরের আকারের এই ভবনটির স্থাপত্যশৈলী ইংরেজ আমলের অন্যান্য ভবনের মতই। কালীচরণ লজের এই আকারের জন্য বিকালবেলা ভবনের ভেতর থেকে চমৎকার আলো আধারির খেলা দেখা যায়।
অন্যান্য ভবনসমূহঃ উপরোক্ত আকর্ষণীয় স্থাপত্যশৈলীর ভবনগুলো ছাড়াও জমিদারবাড়ির সীমানায় রয়েছে বেশকিছু ভবন যেমনঃ কাচারি ভবন, নায়েব ভবন রানী মহল ইত্যাদি। এছাড়া এখানে বেশকিছু পুকুর আছে যেমনঃ বিশাকা সাগর, পশরা সাগর ইত্যাদি।
{:}
)
[2] => Array
(
[name] => Balapur Zamindar House
[post_id] => 17404
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/balapur-zamindar-house/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/Balapur-Zamindar-House-2-200x300.jpg
[post_content] =>
In different location of Narsingdi district there are a number of Archaeological sites which attract traveler and explorer to visit these places recurrently. Balapur Zamindar House (বালাপুর জমিদার বাড়ি) is one of the old palatial buildings in this district. If someone interested to visit the oldest buried civilization area in Bangladesh named as Wari-Bateshwar, then it would be better to take a glance at Balapur Zamindar House while moving there. It’s situated at Balapur village, Madhabdi Upazila of Narsingdi district.
This Zamindar House was built by local Zamindar named 'Nobin Chandra Saha' in 1906. It is also known as Zamindar Kali Babur Bari (কালী বাবুর বাড়ি). It’s a complex of buildings scattered in a particular zone. Basically, most of the buildings are three storied and some are one or two storied. Dept. of Archaeology in Bangladesh doesn’t announced it as a protected site yet. So like many others old houses in Bangladesh it is on the way of ruining.
No matter how decorative and ornamented this house is, it’s almost abandoned and some people who living in this house are so called ancestor of Zamindari estate at Balapur. Some local people are selling all the floor tiles made by white stone desperately.
But, Still today this beautiful palace standing with its own identity and spreading the essence of colonial palatial architecture in Bengal. If proper steps being taken this structure can be preserved & conserved for the future exhibiotion.
)
[3] => Array
(
[name] => Pakutia Zamindar Bari
[post_id] => 8891
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/pakutia-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/Pakutia-Jomidar-Bari-011-300x225.jpg
[post_content] =>
Pakutia Zamindar Bari resides under the administration of Nagarpur of Tangail district. This Zamindar Bari complex comprises of three main buildings. Out of these three, one is much larger compared to other two’s. The larger one is using as a Degree college these days and also the college authority holds the ownership of other two edifices as well. But they have rented Pakutia Zamindar Bari to other organization.
Initially the Zamindari was established by the hand of Ramkrishna Shaha Mondol at the early of 19th century. He has two sons named Radha Gobinda and Brindaban Chandra. Radha Gobinda didn't have any children but Brindaban Chandra had three. They are Brojendro Mohon, Upendra Mohon and Jogendra Mohon. Childless Radha Gobinda adopted the second son of his brother and later gave his whole property to him.
These three brothers later built three separate buildings for them in 1915 (almost 100 years from now). Each of the buildings are having extreme artwork & design, stylish columns, and small statues. Each inches of the building is having a delicate design that impresses everyone even these days. Top of the building is having a lovely sculpture type architecture that is rich in design, concept, and artwork (more if I consider the building period) in this modern days. Apart from these, there are several large ponds located at the backyard of the building.
This Zamindar family was friendly towards the villagers. They have established a school during 1916 named as Brindaban Chandra Radha Gobinda School (in short B.C.R.G. School) for their father and uncle. They have left this country during the 1947 separation. Later in 1967, the government established B.C.R.G Degree College on these buildings to commemorate the friendly Zamindar family.
Apart from the Zamindar Bari, the premise now has a temple which probably used by the families who lived here. Also there is an open theater available that was used to arrange the local play or drama known as Jatra/Pala (যাত্রা/পালা).
)
)