প্রায় ৬ শতক ধরে স্থায়ী ষাটগম্বুজ মসজিদ দেশের বৃহত্তম ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে একটি। ভারতীয় উপমহাদেশের অধিবাসীরা এই মসজিদটির স্থাপত্যশৈলীর তারিফ করে থাকে। খান জাহান আলী এই মসজিদটি নির্মাণ করেছিলেন। চ্যাপ্টা ইট দিয়ে নির্মিত এই ষাটগম্বুজ মসজিদের দেয়ালগুলো অস্বাভাবিক রকমের পুরু। মসজিদের অভ্যন্তরে ৭৭টি নিচু গম্বুজ রয়েছে এবং প্রতি কোণায় একটি করে গম্বুজ রয়েছে। ষাটগম্বুজ মসজিদের অভ্যন্তরকে বেশকিছু সারির মাধ্যমে পৃথক করা হয়েছে যেগুলোর বেশিরভাগেই টেরাকোটার কাজ করা রয়েছে। দুর্গের সাথে সাদৃশ্য এই স্থাপনাটির নিকটে আরো তিনটি ছোট মসজিদ রয়েছে। এগুলো হলঃ পশ্চিম দিকে বিবি বেগনির মসজিদ, বিবির বেগনির মসজিদের আধ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত চুনাখোলা মসজিদ, এবং ষাট গম্বুজ মসজিদের আধ মাইল দক্ষিন পূর্বে অবস্থিত একগম্বুজ বিশিষ্ট সিঙ্গাইর মসজিদ।
খুলনা বিভাগের বাগেরহাট জেলায় ষাটগম্বুজ মসজিদ অবস্থিত। বাগেরহাটে বাসস্ট্যান্ড থেকে মাত্র ১০/-টাকা রিকশাভাড়ায় আপনি ষাটগম্বুজ মসজিদে পৌছাতে পারবেন। তবে, সময় স্বল্পতা না থাকলে বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটেই এই মসজিদে পৌছাতে পারবেন। বাসস্ট্যান্ড থেকে মাত্র ৫ কিলোমিটার পশ্চিমে হাঁটলেই আপনি দরগার দেখা পাবেন। দরগা থেকে ষাটগম্বুজ মসজিদ ২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
Bagerhat District is linked with Dhaka and other districts by road and Water. You can use any of those.
Many bus services are available from Dhaka to Bagerhat. Some of them are listed below for your assistance:
1. Meghna Paribahan
Sayedabad Terminal
Contact: 0171717388553
Fare: TK 350 (Approx.)
2. Shakura Paribahan
Gabtoli Terminal
Contact: 01711010450
Fare: TK 500 (Approx.)
3. Porjotok Paribahan
Sayadabad Terminal
Contact: 01711131078
Fare: TK 350 (Approx.)
4. Shohag Paribahan
Gabtoli Terminal
Contact: 01718679302
Fare: TK 380 (Approx.)
Every day, from 5pm to 7pm, three Launches and one streamer, drives from Dhaka Sadarghat to Hularhat in Pirojpur by turns. Once you reach Hularhat, you have to take a road transport, preferably a local bus or private car, which will drive you by Pirojpur to Bagerhat. Some of the launch services from Sadarghat, Dhaka to Hularhat, Pirojpur are listed below:
1. Al-Khaladi
2. Parbot
3. Farhana
4. Tipu
Starting time: 5pm
Reaching time: 9am
Rate:
Regular: TK 180
Cabin Single: TK 500
Cabin Double: TK 800
Presently, there are no flight services from Dhaka to Bagerhat. However, an airport in Bagerhat is currently under construction and therefore, Flights from Dhaka to Bagerhat may be available in the near future.
There are only a very few hotels in Bagerhat where you may consider staying in. Our recommendation is:
1. Momtaz Hotel
Area: Rail road Bagerhat
It has simple accommodation with limited facilities and moderately good service. However, the place is costly. There are few more comparable hotels nearby the same area.
2. Hotel Jalico
Jalil Tower 77, Lower Jessore Road, Khulna-9100,
Bangladesh.
Phone: +880-41-283962, 811883, 810933, 725912
Mobile: +880-175-743477
Fax: +880-41-724048
E-mail: jalickhotel@yahoo.com, info@hoteljalico.com
Website: www.hoteljalico.com
3. Hotel Al-Prince And Bar
Mongla Port, Bagerhat, khulna, Bangladesh
Phone 88-04658-482
ষাটগম্বুজ মসজিদের আশেপাশে আপনি আরো কয়েকটি ছোট মসজিদ ঘুরে দেখতে পারেন। এগুলো হলঃ ষাট গম্বুজ মসজিদের প্রায় ৫০০ মিটার পেছনে একটি বিশাল পুকুরের পরে অবস্থিত বিবি বেগনির মসজিদ যেখানে ফুলের নকশা করা রয়েছে, বিবি বেগনির মসজিদের ৫০০ মিটার পেছনে ধানক্ষেতে অবস্থিত চুনাখোলা মসজিদ এবং ষাট গম্বুজ মসজিদের সাথে সংলগ্ন মহাসড়কের পাশে অবস্থিত সিঙ্গাইর মসজিদ।
আপনাকে আশেপাশে খাবার হোটেল অথবা রেস্টুরেন্ট খুঁজে নিতে হবে। এখানে খাওয়ার জন্য বাসস্ট্যান্ড এবং দরগার কাছে কিছু ধাবা রয়েছে। তবে, এসব স্থানে খাওয়ার পূর্বে অবশ্যই খাবারের মান সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। এছাড়া, আপনি সাথে করে খাবার নিয়েও যেতে পারেন।
ষাটগম্বুজ মসজিদ এবং দরগার আশেপাশে কেনাকাটার জন্য টুপি, তসবিহ এবং ক্ষুদ্র অলংকার ছাড়া বেশিকিছু পাবেন না।
Questions, issues or concerns? I'd love to help you!