বিশ্ববট

Type: বুনো
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামের উত্তর পশ্চিম দিকে বিশ্ববট অবস্থিত। এই গাছটি মল্লিকপুর (সুইতলা) বটগাছ নামে পরিচিত ছিল। গাছটির বিশালাকারের কারনে সবাই এটিকে বিশ্ববট নামে বলে থাকে। এশিয়াতে এখানকার মত বিশাল কোন বটগাছ নেই। নদীর তীরে অবস্থিত হওয়ায় মৃদু বাতাসে বটগাছটিকে দেখতে অপরূপ দেখায়।

মূল বটগাছটি থেকে আরম্ভ করে বর্তমান বটগাছটি প্রায় ৪৫টি প্রজন্ম ধরে ২.৩৩ হেক্টর এলাকার উপর বিস্তৃত হয়েছে। মূল বটগাছটি এখন আর নেই। বর্তমানে বটগাছটির ৩৪৫টি শিকড় ভুমিতে গেথে গিয়েছে এবং ৩৮টি শিকড় এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে। অনেকে মনে করেন কোন এক স্থানীয় কুমারের কুয়ার দেয়াল ঘেঁষে প্রায় ২০০ বছর থেকে ২৫০ বছর পূর্বে এই বটগাছটি জন্ম নিয়েছিল।


How to go

ঢাকা থেকে ঝিনাইদহের দূরত্ব প্রায় ২১০ কিলোমিটার। ঢাকার সাথে ঝিনাইদহের কোন রেল এবং নৌ সংযোগ নেই। এছাড়া আকাশপথে আপনি যশোর পর্যন্ত যেতে পারবেন।

How To Reach: ঝিনাইদহ জেলা

Jhenaidah is linked by road with Dhaka. You can take a bus from Dhaka to reach Jhenaidah. The road distance between Dhaka and Jhenaidah is 210 kilometers.

Some of the bus companies that provide service from Dhaka to Jhenaidah are listed below:

1. J R Paribahan
Contact: 01719818483
Fare: TK 450 (Approx.)

2. Dorshona dhila
Contact: 01711136983
Fare: TK 450 (Approx.)

3. Mamun Paribahan
Contact: 01915600364
Fare: TK 450 (Approx.)

4. Hanif Paribahan
Contact: 01712952972
Fare: TK 450 (Approx.)

There are no direct flights available from Dhaka to Jhenaidah. However, if you want to travel by air, you have to first come to Jessore by plane. From there, you will have to take a road transport to come to Jhenaidah district. The distance from Jessore to Jhenaidah is 45 kilometers.

Where to Stay

1. Hotel Zaman
Address: Jhenaidah Sadar (Post Office Circle)
Phone: 01711152954
Room-43, Bed-47
Double-08 (AC), Single-35
Distance: From Dhaka it is around 210 km away by road.

2. Khonika Rest House
Address: H. S. S. Road, Jhenaidah
Room-12, Bed-5

3. Srijoni Rest House
Manager/owner: Srijoni, NGO,
Address: Jhenaidah Sadar
Phone: 0451-62497
Room-12, Bed-54,
Single (AC)-01, Non AC VIP double-02, Normal-27, General-22.

Things to do

১। এখানাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
২। প্রতিবছর এখানকার বটগাছের নীচে অনুষ্ঠিত হওয়া মেলায় যেতে পারেন।

Eating Facilities

আপনাকে খাওয়ার জন্য আশেপাশে রেস্টুরেন্ট অথবা হোটেল খুঁজে নিতে হবে। এছাড়া আপনি সাথে করে খাবার নিয়েও যেতে পারেন।

Travel Tips

ঝিনাইদহ জেলায় চলাচলকারী বাসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Map

More Stories

From Other Web

  • বাংলাদেশের অন্যতম জনবহুল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ও জেলা সমূহের অন্যতম এই ঝিনাইদহ। ঝিনাইদহ এক সমৃদ্ধ জনপদ। মরমী কবি লালন শাহ্, পাগলা কানাই, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরপ্রতীক সিরাজুল ইসলাম, বিপ্লবী বীর বাঘাযতীন, গণিত শাস্ত্রবিদ কে.পি.বসু, কবি গোলাম মোস্তফা, বারো আউলিয়ার আর্শীবাদপুষ্ট বারোবাজার, গাজী-কালূ-চম্পাবতির উপাখ্যান, কুমার-কপোতাক্ষ, চিত্রা, বেগবতী, নবগঙ্গাঁ নদী আর খেজুর গুড়, কলা-পানের প্রাচুর্য মন্ডিত এই ঝিনাইদহের রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য।

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat