হরিপুর জমিদারবাড়ি

Type: প্রাসাদ
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

দানকৃত সম্পত্তি এই হরিপুর জমিদারবাড়ি কেউ কেউ রাজবাড়ি হিসেবেও বলে থাকে। দেশের বিভিন্ন অংশ থেকে অনেকে এই জমিদারবাড়িটি দেখতে আসেন। হরিপুর গ্রামের পশ্চিমদিকে তিতাস নদীর পাড়ে অবস্থিত তিনতলা জমিদারবাড়িটিকে বাইরে থেকে দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না। একটি বিশাল বারান্দা অতিক্রম করে মূল ভবনটি আপনার চোখে পরবে। জমিদারবাড়িটির স্থাপত্যশৈলী যতটা না চমৎকার তার চাইতে নয়নাভিরাম জমিদারবাড়িটির দেয়ালের কারুকাজ। জমিদারবাড়ির প্রকৃত দরজাগুলো এখন আর নেই। বর্তমানে এখানে প্রায় ৩০টি পরিবার বাস করে। বলা হয়ে থাকে প্রায় ১৭৫ বছর পূর্বে ইংরেজ শাসনামলে জমিদার গৌরি প্রসাদ রায় চৌধুরী এবং কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেছিলেন। কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরীর মৃত্যুর পর হরিপদ রায় চৌধুরী এবং শান্তি রায় চৌধুরী এই জমিদারবাড়িটির উত্তরাধিকার প্রাপ্ত হন। অতঃপর তাঁদের কাছ থেকে জমিদার বাড়িটির উত্তরাধিকার চলে যায় উপেন্দ্র রায় চৌধুরী এবং হরেন্দ্র রায় চৌধুরীর কাছে। জমিদারবাড়িটি কখনোই মেরামত না করায় দিন দিন এটি তার জৌলুস ও আবেদন হারাচ্ছে।


How to go

ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বাসে অথবা ট্রেনে করে পৌছাতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছে আপনাকে নাসিরনগর জেলা সদর থেকে ১৪-১৫ কিলোমিটার দূরে হরিপুর ইউনিয়নে যেতে হবে।

How To Reach: ঠাকুরগাঁও জেলা

Thakurgaon and Dhal are only linked by road. There are many bus companies offering services from Dhaka to Thakurgaon. Some of them have been listed below for your assistance.

1. Hanif Enterprise
Shamoli Ring Road
Contact: 02-9130384, 01727-291142
Bus fare ranges from BDT 550 to 600

2. Nabil Paribahan
Asad Gate
Contact: 02-8127949
Bus fare ranges from BDT 550 to 600

3. Babul Enterprise
Shamoli Ring Road
Contact: 01716-932122
Bus fare ranges from BDT 350 to 400

4. Keya Paribahan
Kalyanpur
Contact: 01711-118402
Bus fare ranges from BDT 350 to 400

N.B.: Bus fares are subject to vary.

Where to Stay

There are few hotels and rest houses in Thakurgaon that you may consider staying in. However, the standard of the accommodation is likely to be moderately low. Some of the places you can stay in are listed below for your assistance:

1. Thakurgaon circuit house
Contact: 0561-53400

2. Hotel Salam International
Contact: 0561-52246

3. Hotel Prime International
Contact: 0561-53505

4. Hotel Shahjalal
Contact: 0561-53669

Things to do

১। জমিদারবাড়ি থেকে তিতাস নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন।
২। জমিদার বাড়িতে রক্ষিত বিভিন্ন ব্যবহার্য সামগ্রী দেখতে পারেন।
৩। ছবি তুলতে পারেন।

Eating Facilities

আপনাকে আশেপাশে খাওয়ার হোটেল অথবা রেস্টুরেন্ট খুঁজে নিতে হবে। এছাড়া আপনি সাথে করে খাবার নিয়েও যেতে পারেন।

Map

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat