




Brief
বাংলাদেশের বগুড়া জেলার সবচেয়ে প্রাচীন হাইস্কুল হচ্ছে বগুড়া জেলা স্কুল। এটি দেশের প্রথম সারির অন্যতম একটি স্কুল। এখানে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। সরকারি স্কুল হওয়ার পূর্বে এটি একটি বেসরকারি ইংরেজি মধ্যম স্কুল ছিল।
১৮৫৩ সালে বগুড়া জেলা স্কুল প্রতিষ্ঠা করা হয়। বাবু ভগবতি চরণ ঘোষ ছিলেন এটির প্রথম প্রধান শিক্ষক। সরকারি স্কুল হওয়ার পূর্বে এটি একটি বেসরকারি স্কুল ছিল। তৎকালীন ম্যাজিসট্রেট এবং কালেক্টর জনাব রাসেল এবং ডেপুটি কালেকটর বাবু এস মুখারজির প্রচেষ্টায় স্কুলটি সরকারি ব্যাবস্থাপনার অধীনে আসে। ২০০৫ সালে স্কুলটি এটির ১৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
ইংরেজ শাসনামলে বগুড়া জেলা স্কুল ছিল বগুড়া জেলায় দ্বিতীয় সরকারি উচ্চ বিদ্যালয়। বাবু ভগবতি চরণ ঘোষকে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করা হয় এবং তিনি এই পদে ছয় বছর স্থায়ী ছিলেন। দর্শন ভিত্তিক অনেক লেখনীর প্রনেতা বগুড়ার সন্তান বাবু কিশোরী লাল রায় এই স্কুলের প্রথমদিকের ছাত্র ছিলেন। তাঁর বই সত্যের জন্য মুক্ত অনুসন্ধানে তিনি লিখেছিলেন “১৮৫৩ সালে এখানে একটি সরকারি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করা হয়ে যেখান থেকে আমি এনত্ট্রেন্স পরিক্ষায় উত্তীর্ণ হই।এই স্কুলের প্রথম এবং সর্বকালের সেরা প্রধান শিক্ষকের মতে আমার অগ্রগতি ছিল উল্লেখকরার মত দ্রুত। আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে বলতে চাই যে বাবু ভগবতি চরণ ঘোষের শিক্ষায় আমি সাড়ে চার বছরের মধ্যেই ইংরেজি ভাষা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করি। আমি সবসময় ভগবতি বাবুকে পৃথিবীতে আমার সর্বশ্রেষ্ঠ হিতকারী হিসেবে মনে করি এবং সবসময়ই করে যাবো”।
ভগবতি বাবুর সময়ে এখানে চারজন শিক্ষক ছিল। ন্যাশনাল স্কুল কমিটি অনুযায়ী আদালতের সাথে সম্পৃক্ত কর্মকর্তা, কর্মচারীদের পুত্র ও আত্মীয় স্বজনরা মূলত স্কুলটি প্রতিষ্ঠা করে। ১৮৫৯ সালে ভগবতি বাবুর পর এ সি মুখারজি স্কুলটির প্রধান শিক্ষক নিযুক্ত হন। তাঁর সময়ে ১৮৬২ সালে দুই জন ছাত্র দ্বিতীয় বিভাগে এবং একজন বৃত্তিসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। এ সময় থেকেই বাংলা ও ইংরেজি স্কুলে ছাত্রদের নৈপুণ্যের কারনে বই পুরস্কার দেওয়ার রীতি চলে আসছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় একশতর অধিক টাকা আতশবাজির জন্য ব্যয় করা হত। ১৮৫৯-৬০ সালে উত্তর পূর্ব এলাকা এবং আসামের স্কুল পরিদর্শক জনাব ডব্লিউ রবিনসন পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করতেন। তিনি আনন্দ দেওয়ার জন্যে জাদুর লন্ঠনের মাধ্যমে জাদুর আয়োজন করতেন এবং প্রকৃতির অনেক শিক্ষণীয় ঘটনা যেমন গ্রহ এবং নক্ষত্রের ঘূর্ণি, সূর্য এবং চন্দ্রগ্রহন, ঘূর্ণিঝড়, ইত্যাদি প্রদর্শন করতেন। ১৮৮১ থেকে ১৮৮৫ সাল পর্যন্ত ইট দিয়ে একটি স্কুল ভবন নির্মাণ করা হয়।
১৮৭৩-৭৪ সালে স্কুলে ছয়জন শিক্ষক, একজন পণ্ডিত এবং একজন মৌলভি ছিলেন। ১৮৬০-৬১ সালে স্কুলে ৮৫ জন ছাত্র ছিল। ১৯০৭-০৮ সালে ছাত্র সংখ্যা ছিল ৩৬৩ যাদের মধ্যে হিন্দু ছিলেন ২১৮ জন আর মুসলমান ছিলেন ১৪৫ জন।
স্কুলটিতে এখন ৫২জন অনুষদ সদস্য এবং ৪০০০ ছাত্র আছে। অনুষদ সদস্যরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং ছাত্র হিসেবে ভর্তিচ্ছুকরা দেশের শীর্ষস্থানীয় স্কুল থেকে এসে থাকেন যাদের নির্বাচিত হওয়ার জন্যে রীতিমত প্রতিযোগিতামূলক পরিক্ষায় উত্তীর্ণ হতে হয়।
Array
(
[0] => Array
(
[name] => Rajshahi University
[post_id] => 1145
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/rajshahi-university/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Rajshahi_University1611-300x225.jpg
[post_content] =>
University of Rajshahi or Rajshahi University (Bengali: রাজশাহী বিশ্ববিদ্যালয় Raajshaahi Bish-shobid-daloy) is a public university located in Rajshahi, a city in north-western Bangladesh. University of Rajshahi was established in 1953, the second university to be established in what was then East Pakistan.
The university's forty-seven departments are organized into nine faculties. Rajshahi University is located in a 753 acres (3 km2) campus in Motihar, 3 kilometres (2 mi) from the Rajshahi city center. With 25,000 students and close to 1000 academic staff, it is one of the largest universities in Bangladesh. In addition to hosting programs in the Engineering, arts, sciences,agriculture, social sciences, business studies and medical sciences, the university houses a number of institutes of higher studies. This is the premier university in Bangladesh to have online subscription of world renowned journals. The first proposal to establish a university came in 1917, when Calcutta University created the Sadler Commission to assess the university system in Bengal. However, the recommendations of the report had no immediate consequences.
Following the Partition of India in 1947, what is now Bangladesh became East Pakistan. University of Dhaka, established in 1921, was the only university in East Pakistan at the time. Demand for a university in the northern part of East Pakistan gained momentum when two universities were established in West Pakistan without the establishment of any in the east. Students of Rajshahi Collegewere at the forefront of the movement demanding a new university. Finally, Rajshahi was selected as the home for the second university in East Pakistan and the Rajshahi University Act of 1953 (East Bengal Act XV of 1953) was passed by the East Pakistan provincial Assembly on 31 March 1953. Itrat Hossain Zuberi, the Principal of Rajshahi College was appointed the first Vice-Chancellor of the university. Initially, the university was housed in temporary locations, such as the local Circuit House and Bara Kuthi, an 18th-centuryDutch establishment. B B Hindu Academy, a local school, housed the library, teachers' lounge and the medical centre of the university. The university started out with 20 professors, 161 students (of which 5 were female) and six departments—Bengali, English, History, Law, Philosophy and Economics. In 1964, the offices moved to the permanent campus.
After independence, a new act regarding the administration of the university came into being—the Rajshahi University Act of 1973. The post-independence years saw the university grow steadily in student enrollment and size of the academic staff. However, the 1980s were turbulent years for the university, as the students agitated with other institutions of the country against the military rule of Hossain Muhammad Ershad. Since early 1990s, the university have seen relative calm and lowering of session backlogs, though active student politics remains a contentious issue to date.
)
[1] => Array
(
[name] => Moharaja JN High School and College
[post_id] => 17542
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/moharaja-jn-high-school-and-college/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/Moharaja-JN-SchoolCollege-300x225.jpg
[post_content] =>
Natore Moharaja JN High School and College is the oldest institution located at Bongojol (বঙ্গজল) area in Natore Sadar Upazila. This institution was established in 1884 as a high school by Maharaja Jagadindranath Roy (1868-1926) in his ruling era. Later on, it has been declared as a college. It is a boys’ school.
)
[2] => Array
(
[name] => St Francis Xavier Girls High School
[post_id] => 7407
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/st-francis-xaviers-girls-high-school/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/St-Francis-Xaviers-Girls-High-School1-300x240.jpg
[post_content] =>
St Francis Xavier Girls High School is one of the best school for the girls of Old Dhaka. This school is located just beside the Gregory's school. Since it is a girl’s school, the entry may not be entertained by the school authority.
As this school remains close at Saturday as weekend, so you can take a chance to visit the school on holiday. This school was built at 1912 under the same board of the Gregory's school, but later on the board is separated, and now controlling by a different authority.
There are two main building inside the school premise. One is “U” shaped. Half of that building used for the kindergarten students, and rest of it for the school's girls as for hostel. The classroom building is “L” shaped and this one was built at 1993. This white colored white shaped building looks nice, and it has a basketball ground in front of it.
There is a small garden inside the school premise. You can easily find a statue of mother Merry who is holding the earth. This garden is profound with several flower plants and small fruit trees. Also at the other end of the ground, you will find a flat labyrinth which is nicely decorated.
The playground for the students is a bit smaller. Also one corner of the playground contains several instruments for the kids, like the seesaw, slipper etc. There is a small two stored building inside the school premise which almost looks like the brother house of the Gregory's school. It is actually used to keep the exam papers and other stuffs; just like a kind of store house.
)
[3] => Array
(
[name] => National University
[post_id] => 3106
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/national-university/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/National-University-by-A-Zaman-300x225.jpg
[post_content] => National University was established in 1992 by an Act of Parliament as an affiliating University of the country to impart graduate and post-graduate level education to the students through its affiliated colleges and professional institutions throughout the country. For that matter the University has been playing the most significant role in providing opportunities for higher education among the students coming from rural and semi-rural background at an affordable means since its inception. Gazipur campus is also a Centre of Excellence with a focus on higher research and learning at the post-graduate level leading to M. Phil and Ph.D.
)
)