আলীকদম গুহা

Type: গুহা
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

আলীকদম গুহা লামার একটি অন্যতম ভ্রমণ স্থান। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ ফুট উঁচু। এই ভ্রমণ স্থানটি পর্যটন কর্পোরেশন আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে।


How to go

বিভিন্নভাবে বান্দরবানে পৌছানো যায়। সড়কপথে ঢাকা থেকে বান্দরবান শহরে পৌছাতে ৯ থেকে ১০ ঘণ্টা সময় লাগবে। ঢাকা থেকে বান্দরবানে বিভিন্ন বাস চলাচল করে যেমনঃ সাউদিয়া, এস আলম, শ্যামলী, ইউনিক ইত্যাদি। এসব বাসে চড়তে ভাড়া দিতে হবে প্রায় ৬৫০/- টাকার মত। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে, ট্রেনে অথবা আকাশ পথে পৌঁছে সেখান থেকে বান্দরবানে যাওয়া যায়। চট্টগ্রাম থেকে সড়কপথে বান্দরবানে যেতে ২ থেকে ৩ ঘণ্টা লাগবে। তবে, ঢাকা থেকে সরাসরি বান্দরবানে বাসে যাওয়াই শ্রেয়।
বান্দরবান সদর থেকে আলীকদম উপজেলার দূরত্ব ৭০ কিলোমিটার। আলীকদমের গুহাতে জীপ, চান্দের গাড়ী অথবা ব্যাক্তিগত গাড়িতে করে পৌছাতে পারবেন। এছাড়া সরাসরি ঢাকা-কক্সবাজার মহাসড়ক ধরেও আলীকদমের গুহাতে পৌছাতে পারবেন। প্রথমে আপনাকে চকরিয়াতে পৌছাতে হবে। ঢাকা অথবা চট্টগ্রাম থেকে চকরিয়ায় সড়কপথে বাসে করে যেতে পারবেন। চকরিয়া থেকে চান্দের গাড়ী রিজার্ভ করে অথবা স্থানীয় উপায়ে আলীকদমে যাওয়া যাবে।
আলীকদম বাজার অথবা পানবিবির বাজার থেকে আপনাকে প্রায় এক থেকে দুই ঘণ্টা হাঁটতে হবে। নদী, পাহাড় আর সবুজ ক্ষেতের অপরূপ সৌন্দর্যের মধ্যে হাটার কাজটি কষ্টসাধ্য মনে হবে না যদিও শেষের দিকে আপনার চলার পথটি একটু দুর্গম আর আপনাকে কিছু স্থানে পাহাড়ের গায়ে সৃষ্ট ফাটল ব্যবহার করে বেয়ে উঠতে হবে।

How To Reach: বান্দরবান জেলা

Dhaka and Bandarban are linked by road. There are direct bus services available from Dhaka to reach Bandarban.

Some of the bus services are listed below for your assistance:

1. S Alam services Ltd
Contact: 0341-62902

2. Shyamoli Paribahan
Contact: 0443-449934

3. Saudia Paribahan
Arambag, Contact: +88-02-7102465
Gabtoli, Contact: +88-02-8018445

There are no direct flight services available from Dhaka to Bandarban. However, you can travel to Chittagong by air and then take a bus or private car to reach Bandarban. Bangladesh Biman, United Airways, Regent Airways and Novo Air, all provide flight services to Chittagong.

Where to Stay

1. Hillside Resort
Address: Chimbuk road, Bandarban
Contact: 01730 045083, 02-988 6983

2. Hotel Greenhill
Address: Main Road, Bandarban-4600
Contact: +88 01856699910, +88 01856699911

3. Hotel Purabi
Address: V.I.P. Road, Bandarban Sadar, Bandarban
Contact: 01823-346383, 0361-62531

4. Hotel Paharika
Address: Main Road, Bandarban
Contact: 62155

5. (Resident)
Address: It is located in the South-West of Thanchi Bazar in Thanchi Sadar Upazila
Contact: 01819537753, 01818100435

6. Upazila Rest House
Owner/Manager: Mr. Kalhacing Marma, Chairman, Upazila Parisad
Address: Thanchi Bazar (close to the mosque), Thanchi Sadar Upazila

Things to do

বান্দরবানে বেড়াতে আসলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে তৈরি সামগ্রী কিনতে পারেন যেমনঃ গৃহস্থলীর কাজের জন্য বিভিন্ন হাতে তৈরি পণ্য, স্থানীয় আদিবাসীদের হাতে বোনা কাপড় ইত্যাদি।

Eating Facilities

এখানকার বাজারে অবস্থিত ছোট রেস্টুরেন্টে স্থানীয় উপায়ে তৈরি খাবার খেতে পারবেন।

Travel Tips

আলীকদমের গুহায় যেতে হলে যেসব দরকারি জিনিস সাথে রাখবেনঃ
• রেইন কোট, ছাতা
• হাটার জন্য স্নিকার
• সূর্য থেকে রক্ষা পেতে হ্যাট অথবা ক্যাপ
• সান বার্ন লোশন এবং পোকা তাড়ানোর স্প্রে
• বাইনোকুলার
• ক্যামেরা, ফিল্ম এবং চার্জার
• টুথপেস্ট ও টুথব্রাশ
• তোয়ালে
• সাবান
• প্রয়োজনীয় ঔষধ
• ফ্ল্যাশ লাইট এবং
• ভিন্নধর্মী জিনিস খুঁজে বের করতে আপনার এক জোড়া অনুসন্ধানী চোখ।

Map

More Stories

From Other Web

  • আলীকদমের এই গুহা আর সুড়ঙ্গ প্রাকৃতিক না কৃত্রিমভাবে মানুষের দ্বারা তৈরি, তা নিয়ে আছে নানা মুনির নানা মত। তবে জনশ্রুতি, অনেক কাল আগে এই অঞ্চলে আলী নামে একজন সুফি দরবেশ আসেন

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat