Array
(
[0] => Array
(
[name] => {:en}House of Poet Jasim Uddin{:}{:bn}কবি জসীমউদ্দিনের বাড়ী{:}
[post_id] => 5865
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/house-of-poet-jasim-uddin/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/House_of_Poet_Jasimuddin-Pervez21181-300x225.jpg
[post_content] => {:en}
Jasim Uddin is the famous poet from Bangladesh, especially for his dedication to write poems about the folklore culture. He is the only poet from the country whose poems depicts the beauty of the villages and people of villages. The house of our beloved poet is situated by the river "Kumar". The river itself is an enchanting for its beauty and environment. Inside the house premise, you'll find the grave of the poet (actually a family grave for poet's family).
To enter inside the house premise, you'll require 5 taka per person. Inside the premise, you can see some used objects of the poet, for example camera, plates, bed, chair, some photos etc. You'll find lots of quotes from the poet (some from speech, some from poem, and some from story). You'll love to read those from there. Especially the ones those were at your text book during your childhood education.
At the outside of the house premise, it’s a nice picnic spot. Lots of visitors used to come to this place to pass the afternoon. The river, and the field beside the river is lovely for enjoying the beauty of the sunset. The large field beside the river is now a playing ground for the local people. They used to pass their afternoon using playing football or other local plays there. It’s also a lovely scene where kids are playing. For visitors, there are benches to sit, under sheds.
During the 1st January to 18th January, there used to be a Mela (Fair) at this ground by the name of the Poet. But the Mela unofficially used to extend for another 2 days. So the total duration is 20 days.
{:}{:bn}
আমাদের লোকসংস্কৃতির উপর কবিতা রচনার জন্য কবি জসীমউদ্দিন খ্যাতি অর্জন করেন। বাংলাদেশে তিনিই একমাত্র কবি যার কবিতায় এদেশের গ্রামের সৌন্দর্য এবং গ্রামের মানুষের জীবনযাত্রা নিখুতভাবে উঠে এসেছে।
আমাদের সকলের প্রিয় এই কবির বাসভবন কুমার নদীর তীরে অবস্থিত। চমৎকার সৌন্দর্য এবং তার চারপাশের মনোরম পরিবেশের কারনে এই নদীটির আলাদা খ্যাতি আছে। বাসার অভ্যন্তরে পারিবারিক কবরস্থানে কবির কবর রয়েছে। কবি জসীমউদ্দিনের বাসায় ঢুকতে আপনাকে পাঁচ টাকা প্রবেশমূল্য দিতে হবে। এখানে আপনি কবির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন যেমনঃ ক্যামেরা, প্লেট, চেয়ার, খাট, কিছু ছবি ইত্যাদি।
এছাড়া এখানে বিভিন্ন ভাষণ, কবিতা এবং গল্প থেকে কবির নিজস্ব উক্তি দেখতে পাবেন। এসব উক্তির কিছু কিছু আমরা আমাদের পাঠ্য পুস্তকে পড়ে এসেছি তাই এসব পড়ে আপনি আপনার ছেলেবেলায় হারিয়ে যাবেন। কবির বাসার বাইরে একটি চমৎকার পিকনিক স্পট রয়েছে যেখানে বিকালবেলা মানুষজনের সমাগম ঘটে। এখানকার নদী এবং ধানক্ষেত ঘেরা পরিবেশে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন।
এখানে নদীর পাশেই অবস্থিত বিশাল মাঠটিতে স্থানীয়রা খেলাধুলা করে থাকে। ছোট বাচ্চাদের ছোটাছুটি দেখে হয়তো আপনি শৈশবে হারিয়ে যাবেন। দর্শনার্থীদের বসার জন্য মাঠের পাশে পৃথক শেডের ব্যবস্থা রয়েছে। প্রতিবছর জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ১৮ তারিখ এই মাঠে কবির নামে একটি মেলার আয়োজন করা হয়ে থাকে। তবে স্থানীয়দের অনুরোধে মেলার মেয়াদ দুইদিন বৃদ্ধি করা হয়ে থাকে।
{:}
)
[1] => Array
(
[name] => Mymensingh Museum
[post_id] => 22188
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/mymensingh-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/10/P_20151013_160427_1_p-169x300.jpg
[post_content] =>
Mymensingh Museum (ময়মনসিংহ জাদুঘর), formerly known as Momenshahi Museum (মোমেনশাহী জাদুঘর) is located at the bagan bari (garden house) of Zamindar Madan Babu at 17 Amrita (অমৃত) Babu Road, Mymensingh, Bangladesh. The museum, which began as an important regional institution for preservation of locally collected historical evidence, lacks proper preservation. Its objective is to preserve the rare and unique relics of local architecture, sculpture, metal works,utensils, handwritten scripts on paper and leaf, and commercial products. Collected from the palaces of Mymensingh District Zamindars, the museum's initial collection included 214 articles. They are housed in three rooms within the museum.
The museum was established in 1969 at the initiative of the-then Deputy Commissioner of Mymensingh. Initially run by the Mymensingh Municipality. The Department of Archaeology, Cultural Affairs Ministry took charge of the museum in 1989. By 1995, it was enlisted in the gazette.
The collection includes manuscripts and coins, though many are not on display due to insufficient showcase space. A peacock mummy comes from Mymensingh Medical College. Bamboo and cane items, preserved birds, photographs and pottery were damaged during a renovation in 1999–2001.
Several articles were collected from Zamindar palaces. The Muktagacha zamindar palace contribution includes a stone flower vase, a compass, antique clocks, Bakharee (an ornament), pottery, weaving machines, ornamental flower tub stands, candle stands, iron shelves and sports items. Statuary and sculptures include those of Saraswati, Vishnu, and a dragon.
Natural history items include a tiger head, two deer heads, and the head of a wild bull. Elephant heads, a sofa set, Italian statues, and a huge shade used during hunting come from the Gouripur(গৌরীপুর) zamindar palace. A rhinoceros hide and a table with a marble stone top were acquired from the Atharabari (আঠারোবাড়ি) zamindar palace .The museum contains many paintings of rural Bengal.
)
[2] => Array
(
[name] => Hason Raja Museum
[post_id] => 22939
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/hason-raja-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/11/DSC04660-300x200.jpg
[post_content] => {:en}
Hason Raja was born on 1854 in Sunamganj. His old house is situated at the bank of Surma River in the Tegharia area of Sunamganj Sadar. It is now been converted as a museum and a well known tourist place in the city.
Hason Raja was actually an aristocrat Zamindar. But he won a lot of people's heart by writing an enormous number of lyrics. After listening to his song, famous poet Rabindranath Tagore send him wishful letter. His tomb was situated in their family graveyard in Gazir Dorga area, Sunamganj where his mothers tomb was there too.
The museum is situated only 5 minutes walking distance from the Sunamganj city center traffic point. Today his used utensils and other accessories are kept in this place.
{:}{:bn}
হাসন রাজা (জন্ম ১৮৫৪ মৃত্যু ১৯২১ খ্রিঃ) সুনামগঞ্জ পৌরসভা এলাকার তেঘরিয়ায় সুরমা নদীর কূল ঘেষে দাঁড়িয়ে আছে হাসন রাজার স্মৃতি বিজড়িত বাড়ীটি। এ বাড়িটি একটি অন্যতম দর্শনীয় স্থান। হাসন রাজা মূলত ছিলেন একজন সম্ভ্রান্ত জমিদার। মরমী সাধক হাসন রাজা জীবনে অসংখ্যা গান রচনা করে আজ অবধি লোকপ্রিয়তার শীর্ষ অবস্থান করেছেন। কালোর্ত্তীণ এ সাধকের ব্যবহৃত কুর্তা, খড়ম, তরবারি, পাগড়ি, ঢাল, থালা, বই ও নিজের হাতের লেখা কবিতার ও গানের পান্ডুলিপি আজও বহু দর্শনার্থীদের আবেগ আপ্লুত করে। এই মরমী কবির রচিত গানে মুগ্ধ হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাসন রাজাকে পত্র মাধ্যমে অভিনন্দন ও প্রশংসা জানিয়েছিলেন।সুনামগঞ্জ পৌর এলাকাধীণ গাজীর দরগা নামক পারিবারিক কবরস্থানে প্রিয়তম মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শুয়ে আছেন মরমী কবি হাসন রাজা। হাসন রাজার মাজার দেখার জন্য প্রতি বৎসর বহু দর্শনার্থীর সমাগম হয়।
সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে গাড়ি যোগে ৫মিনিটে গন্তব্য স্থানে পৌঁছা যায়।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Bangladesh National Museum{:}{:bn}বাংলাদেশ জাতীয় জাদুঘর{:}
[post_id] => 4469
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/bangladesh-national-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/national-museum-Yazdi-Syed-Madakur-Mohammad1-300x225.jpg
[post_content] => {:en}
The Museum was established in 1913 is a four storied building with forty galleries under its 4 departments of natural history, History and Classical Art, Ethnography and decorative art and Contemporary art and World civilization.
The museum has a vast and elaborate collection of old coins, books on art, ivory and silver filigree works, images made with metal, many textiles including the famed Muslin fabric and Nakshi Kantha, arms and ammunitions from the Mughal time, series of painting and sculptures dating back to the Buddhist and Muslim period, handicrafts and models of the village and city life and most importantly- priceless articles of the liberation war of Bangladesh which signifies the backbone of the history of Bangladesh can be found there.
The ground floor consists of some old guns at the entrance and the hall where the people book their tickets or assemble to hear the history of the museum. The hall leads to a grand staircase. Beside the hall, there is a smaller room which also acts like the hall (it is also used by the guides to tell the visitors about the history) and a simple staircase.
{:}{:bn}
১৯১৩ সালে একটি চারতলা ভবনে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। এখানে প্রকৃতির ইতিহাস, বিশ্বসভ্যতা, মানবজাতির বিবর্তন, সমসাময়িক চিত্রকর্ম সহ বিভিন্ন বিভাগে মোট চল্লিশটি গ্যালারি রয়েছে।
জাদুঘরের বিশাল সংগ্রহের মধ্যে রয়েছেঃ প্রাচীনমুদ্রা, শিল্পকর্ম, রুপার গয়না, হাতিরদাঁত, নকশীকাঁথা ও বিখ্যাত মসলিন কাপড়, মুঘল আমলের অস্ত্র ও গোলাবারুদ, বৌদ্ধ এবং মুসলিম শাসনামলের চিত্রকর্ম এবং মূর্তি, বিষ্ণুমূর্তি, শহর এবং গ্রামের জীবনযাত্রার বিন্যাস, গ্রামবাংলার হাতেরকাজ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অমূল্য স্মারক ও দলিল সহ বহু মূল্যবান এবং দুর্লভ জিনিস।
জাদুঘরের মূল ভবনে প্রবেশের ঠিক আগেই (যেখানে দর্শনার্থীরা জাদুঘরের ইতিহাস শুনতে জড়ো হন) এবং প্রবেশের সাথে সাথে হলরুমে বেশকিছু প্রাচীন কামান চোখে পরবে। জাদুঘরে প্রবেশের পর হল রুম অতিক্রম করে বিভিন্ন তলায় যাওয়ার জন্য সিঁড়ি দেখতে পাবেন। জাদুঘরের বিভিন্ন গ্যালারির পাশাপাশি একটি ছোট কক্ষও রয়েছে যেখানে গাইডরা দর্শনার্থীদের ইতিহাস সম্পর্কে বর্ণনা করে থাকেন।
{:}
)
)