Array
(
[0] => Array
(
[name] => {:en}Korapur Mia Bari Mosque{:}{:bn}কড়াপুর মিয়াবাড়ি মসজিদ{:}
[post_id] => 6625
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/korapur-mia-bari-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Mia-Bari-Mosque-Korarpur-Barisal-011-300x225.jpg
[post_content] => {:en}
Korapur Mia Bari Mosque (কড়াপুর মিয়াবাড়ি মসজিদ) is an old mosque from the Barisal district (বরিশাল জেলা). The mosque is located at the Mia Bari (মিয়া বাড়ি) of that area. It is believed that the mosque was built during 18th century. They have painted the mosque recently, and also doing some sort of restoration now. And thus it lost its antiquity entirely.
This mosque is built over a high plinth. Or, may be its better to call it a high basement instead of a plinth. Inside the basement it has several rooms at ground floor. These days it is being used as a resident for the student of nearby Madrasa (মাদ্রাসা). There is a wide stair available to reach at the mosque that is at the second floor.
It is a rectangular shaped mosque having three small sized domes at the top where the middle one is slightly larger than the other twos. The mosque has total eight minarets with four at front and four at the back side walls. Apart from these, there are several small minarets available in between. All the minarets and the upper portion of the mosque is highly decorated. At the eastern side of the mosque it has a very large water pond.
{:}{:bn}
বরিশাল সদরের উত্তর কড়াপুর গ্রামে এই মসজিদটি অবস্থিত। বরিশাল জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ হলো কড়াপুর মিয়াবাড়ি মসজিদ। মনে করা হয়ে থাকে ১৮শ শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়। সাম্প্রতিককালে কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি রঙ করা হয়েছে এবং বর্তমানে এটির মেরামত কার্যক্রম অব্যাহত আছে। এ কারনে এই মসজিদটির প্রাচীন বৈশিষ্ট্যগুলো পুরোপুরি বিলীন হয়ে গিয়েছে।
উঁচু বেসম্যাণ্টের উপর এই কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি নির্মাণ করা হয়েছে। নীচতলায় বেসম্যাণ্টের অভ্যন্তরে কয়েকটি কক্ষ রয়েছে যেগুলো মসজিদের নিকটে অবস্থিত মাদ্রাসার ছাত্রদের থাকার কাজে ব্যবহার করা হচ্ছে। মসজিদে প্রবেশ করার জন্য দোতলায় একটি প্রশস্ত সিঁড়ি রয়েছে।
আয়াতক্ষেত্রাকার এই মসজিদটির উপরিভাগে তিনটি ছোট আকারের গম্বুজ রয়েছে যেগুলোর মধ্যে মাঝখানের গম্বুজটি অন্য দুটি গম্বুজের চেয়ে আকারে কিছুটা বড়। কড়াপুর মিয়াবাড়ি মসজিদের সামনের দেয়ালে চারটি মিনার এবং পেছনের দেয়ালে চারটি মিনার সমেত মোট আটটি মিনার রয়েছে। এছাড়া সামনের এবং পেছনের দেয়ালের মধ্যবর্তী স্থানে কয়েকটি ছোট মিনার রয়েছে। মসজিদের উপরিভাগ এবং সবগুলো মিনারে ব্যাপকভাবে কারুকাজ করা হয়েছে। কড়াপুর মিয়াবাড়ি মসজিদের পূর্বদিকে একটি বিশালাকারের পুকুর রয়েছে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Tetulia Shahi Mosque{:}{:bn}তেতুলিয়া জামে মসজিদ{:}
[post_id] => 2028
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/tetulia-jami-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Tetulia-Shahi-Mosjid-satkhira-021-300x225.jpg
[post_content] => {:en}
Tetulia Shahi Mosque is also known as the Khan Bahadur Salamatullah Mosque. This mosque was found by Khan Bahadur Maulvi Qazi Salamatullah Khan, the then Zamindar (feudal-lord) from Qazi family of Tetulia. He was also the founder of the mansion named Salam Manzil (now in ruins) in the vicinity. The six-domed mosque was built similar to Mughal style in 1858-59. Their resembles were built by Tipu Sultan's descendants, as does the Salam Manzil, now in virtual decay.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}খান বাহাদুর সালামতউল্লাহ মসজিদ এবং তেতুলিয়া শাহী মসজিদ নামে পরিচিত তেতুলিয়া জামে মসজিদটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে অবস্থিত। তেতুলিয়ার কাজী পরিবারের জমিদার খান বাহাদুর মৌলভী কাজী সালামতউল্লাহ খান এই মসজিদটি নির্মাণ করেন। এছাড়া তিনি অত্র অঞ্চলে এক সময় অবস্থিত সালাম মঞ্জিলও প্রতিষ্ঠা করেন। ছয়গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্যশৈলীতে ১৮৫৮-৫৯ সালে নির্মাণ করা হয়। এই মসজিদটি এবং বর্তমানে ধ্বংসপ্রাপ্ত সালাম মঞ্জিলের সাথে টিপু সুলতানের উত্তরসূরিদের নির্মিত স্থাপনার মিল রয়েছে।{:}
)
[2] => Array
(
[name] => {:en}Shat Gombuj Mosque{:}{:bn}ষাটগম্বুজ মসজিদ{:}
[post_id] => 1610
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/shat-gumbuj-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Shaat-Gombuz-Mosjid-bagerhat-011-300x225.jpg
[post_content] => {:en}
The Shat Gombuj Mosque has existed for nearly for 6 centuries. It is also referred to as sixty Dome Mosque. It is one of the largest historical mosques in the Bangladesh. People in Indian subcontinent praise it for architectural beauty. Khan Jahan Ali built the Shat Gombuj Mosque. The walls are unusually thick, made from tapered brick. 77 low domes are located inside and one dome on every corner.
Many aisles serve as divisions in its interior. Most of its parts were decorated by terracotta. The structure looks like a fortress, three smaller mosques can be found near it. They are Bibi Begni’s Mosque, which is found on its western side; the Chunakhola Mosque, located half a mile northwest of Bibi Begni’s Mosque; and the Singar Mosque, which is a single-domed mosque like the Chunakhola, located nearly half a mile southeast of Shat Gombuj Mosque.
{:}{:bn}প্রায় ৬ শতক ধরে স্থায়ী ষাটগম্বুজ মসজিদ দেশের বৃহত্তম ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে একটি। ভারতীয় উপমহাদেশের অধিবাসীরা এই মসজিদটির স্থাপত্যশৈলীর তারিফ করে থাকে। খান জাহান আলী এই মসজিদটি নির্মাণ করেছিলেন। চ্যাপ্টা ইট দিয়ে নির্মিত এই ষাটগম্বুজ মসজিদের দেয়ালগুলো অস্বাভাবিক রকমের পুরু। মসজিদের অভ্যন্তরে ৭৭টি নিচু গম্বুজ রয়েছে এবং প্রতি কোণায় একটি করে গম্বুজ রয়েছে। ষাটগম্বুজ মসজিদের অভ্যন্তরকে বেশকিছু সারির মাধ্যমে পৃথক করা হয়েছে যেগুলোর বেশিরভাগেই টেরাকোটার কাজ করা রয়েছে। দুর্গের সাথে সাদৃশ্য এই স্থাপনাটির নিকটে আরো তিনটি ছোট মসজিদ রয়েছে। এগুলো হলঃ পশ্চিম দিকে বিবি বেগনির মসজিদ, বিবির বেগনির মসজিদের আধ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত চুনাখোলা মসজিদ, এবং ষাট গম্বুজ মসজিদের আধ মাইল দক্ষিন পূর্বে অবস্থিত একগম্বুজ বিশিষ্ট সিঙ্গাইর মসজিদ।{:}
)
[3] => Array
(
[name] => Nayabad Mosque
[post_id] => 1990
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/nayabad-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Nayabad-mosque1-300x211.png
[post_content] =>
Nayabad Mosque is located in the bank of the river Dhepa, just 1.5 km south-west of the infamous Kantaji Temple at Dinajpur in Bangladesh. The mosque is named after the village “Nayabad” in which it stands in the Police Station of Kaharole. According to an inscription found on the central doorway, it was constructed at 1793 AD in the reign of Mughal Emperor Shah Alam II. During that period, Raja Baidyanath, the last of the Dinajpur Royal family, was the Zaminder (feudal land owner).
Nayabad Mosque was erected at a time when the soil of Dinajpur had already been enriched with one of the most remarkable Navaratna temples, the Kantajew Temple in 1752 AD. The founding Royal family of Dinajpur was still prominent. According to local traditions, the mosque was built by Muslim architectural workers who had come to this place from the west to build Kantaji Temple. They had settled in Nayabad, a village near the temple, and had built the mosque for their own use. There is a grave of an unknown person in the premises of the mosque. Local people believe, this is the grave of Kalu Khan, the master architect of Kantaji Temple.
It is an oblong three-domed mosque with octagonal towers at the four corners. There are three arched entrances to enter the mosque. Among them, the central one is bigger than the flanking ones. These are equal in height and width. There is an arched window each on the south and north sides. Inside in the western wall there are three Mihrabs in line with the three entrances. The central Mihrab is bigger than the flanking ones which are of equal size. Three hemispherical domes cover the mosque, of which the central one is bigger than the side ones. Pendentives have been used in their phase of transition. The parapet and cornice are straight.
Terracotta plaques have been used in decoration of the mosque. At present there are about 104 terracotta plaques rectangular in shape, used in the surface decoration of the mosque walls. The platform of the mosque is enclosed by a low brick wall with only one access from the east. On either side of the mosque are to be seen a number of tombs each of found fixed over the central doorway of the mosque.
)
)