Array
(
[0] => Array
(
[name] => Baldah Garden
[post_id] => 7516
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/baldah-garden/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Baldah-Garden1-300x240.jpg
[post_content] => Baldah Garden is a botanical
garden which spans 3.15 acres (1.27 ha) of land located at Wari in the old part of the city of Dhaka, the capital of Bangladesh. It has a collection of 672 species of plants. The Baldah Garden is now managed as a satellite unit of the National Botanical Garden by the Department of Forestry.
Baldah Garden is one of the oldest
Botanical Gardens in Bangladesh. The garden is enriched with rare plant species collected from different parts of the world.
Baldah Garden is one of the oldest botanical gardens established in this part of Bengal. Narendra Narayan Roy Chaudhury, landlord of the Estate of Baldah, began creating it in 1909 and continued to add to it until his death in 1943.
)
[1] => Array
(
[name] => {:en}Niribili Picnic Spot{:}{:bn}নিরিবিলি পিকনিক স্পট{:}
[post_id] => 1974
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/niribili-picnic-spot/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Statue-of-Rabindranath-tagore-at-Niribili-Picnic-Spot-Lohagara-Narail-District-Greater-Jessore-1-300x225.jpg
[post_content] => {:en}
Niribili Picnic Spot is one of the most beautiful places in South Bengal. In winter season huge people gather here to enjoy picnic. Many rides and recreation facilities are available here.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় নিরিবিলি পিকনিক স্পট অবস্থিত। দক্ষিনবঙ্গের অন্যতম চমৎকার বিনোদন স্থান হল নিরিবিলি পিকনিক স্পট। এই পিকনিক স্পটটি গন্ডব গ্রাম থেকে ৫ কিলোমিটার দূরে নড়াইল জেলার লোহাগড়ায় অবস্থিত। শীতকালে এখানে অনেক মানুষ পিকনিক করতে আসেন। এখানে বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড এবং নানা আয়োজন।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Nuhash Polli{:}{:bn}নুহাশ পল্লী{:}
[post_id] => 3144
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/nuhash-polli/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Nuhash-Polli-by-Shameem-Bakhshi7-300x225.jpg
[post_content] => {:en}

Nuhash Polli was founded in 1997. Initially it covered 22 bigha of land. Now it covers around 40 bigha. Actor Dr. Ejaz helped procure the land. The heavenly 'village' was named after Nuhash, Humayun Ahmed and Gultekin Khan's (his first wife) son. Ahmed was very fond of music. He loved to live amidst nature and relished the date plantation, which he had set up inside Nuhash Polli.
Most paths in Pirozali (পিরুজালী) village, under Mirzapur union of Gazipur Sadar Upazila, are lined with thick Shal (শাল) forest. One path with its beautiful play of light and shadow, welcomes passers-by, leading them towards Nuhash Polli, 25 km from Gazipur Sadar. This was the heaven of Humayun Ahmed, a magician of words, who spent most of his time there after he started directing TV plays and films. Nuhash Polli was open to the public and visitors would traverse great distances to get a view of the picturesque estate.
There is a dighi (big pond) at the extreme north end of Nuhash Polli. A wooden bridge has been constructed over the pond. A tent was placed on an artificial island in the middle of the pond. Humayun Ahmed's wife, Meher Afroz Shaon, conceived a daughter who died before seeing the light of day. Ahmed called her Leelaboti, after whom the pond was named. Ahmed also wrote a multi-volume novel called “Leelaboti”.
A building called 'Bhutbilash' was constructed adjacent to the pond while Ahmed was receiving treatment in USA. The last time he visited Nuhash Polli, inaugurated 'Bhutbilash', hoping to behold a 'ghost', seated by the veranda of 'Bhutbilash' at midnight.
Nuhash Polli houses a large number of sculptures crafted by local sculptor Asaduzzaman Khan. Spectators cannot but be impressed by a sculpture, 'Ma O Shishu' (mother and child) at the entrance to Nuhash Polli. Ghost- shaped and frog-like sculptures have been made to amuse children. A tree house is a delight for children.
Ahmed enjoyed rainfall and moonlit nights. He created a room called “Brishti Bilash' from where he could observe the pattering rain. The green yard was always kept clean and tidy to indulge Ahmed's passion for watching the waxing and waning moon. The manager of Nuhash Polli, Bulbul, led a nine-member team in overseeing the overall management of the idyllic locale.
Whenever Humayun Ahmed travelled within and outside the country, he would collect various types of trees. About 300 species of medicinal and fruit trees can be found within the precincts of Nuhash Polli. The writer also had a tea plantation at Nuhash Polli, which still exists. Initially, Ahmed accompanied his guests while they wandered through the Nuhash Polli estate. He introduced the visitors to various species and would invite them to taste the leaves of a particular scented tree.
A swimming pool stands near the bedroom of the deceased writer. He would swim there at times with his dear ones. Once he swam with noted Indian litterateur Sunil Gangopadhyay. Nuhash Polli was Ahmed's favorite shooting spot for almost all the TV plays and films directed by him.

{:}{:bn}
গাজীপুরের পিরুজালী গ্রামের বেশীরভাগ পথই ঘন শালবনে আচ্ছাদিত। আলো আধারিতে ঢেকে থাকা এমনই একটি পথ আপনাকে নিয়ে যাবে গাজীপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত নুহাশপল্লীতে। কথার জাদুকর হুমায়ুন আহমেদের জন্য নুহাশপল্লী ছিল একটি স্বর্গ। টিভি নাটক এবং চলচ্চিত্র নির্মাণ শুরু করার পর তিনি তাঁর বেশীরভাগ সময় এখানেই কাটিয়েছেন। সকলের জন্য উন্মুক্ত নুহাশপল্লীতে আসলে ছবিরমত সুন্দর এই জায়গাটি ঘুরে দেখতে পারবেন।
১৯৮৭ সালে ২২ বিঘা জমির উপর স্থাপিত নুহাশপল্লীর বর্তমান আয়তন প্রায় ৪০ বিঘা। অভিনেতা ডাঃ ইজাজ এখানকার জমিটি কিনতে সহায়তা করেন। হুমায়ুন আহমেদ এবং তাঁর প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের একমাত্র পুত্র নুহাশের নামে নুহাশপল্লীর নামকরণ করা হয়েছে। গান এবং প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালবাসতেন হুমায়ুন আহমেদ।জীবদ্দশায় সর্বশেষ নুহাশ পল্লীতে আসার পর তিনি নুহাশ পল্লীতে হেঁটে বেড়িয়েছিলেন এবং একান্ত কিছু মুহূর্ত প্রকৃতির কাছে থেকে অতিবাহিত করেছিলেন।নুহাশ পল্লীর উত্তর প্রান্তে একটি বড় পুকর রয়েছে যেটির উপর একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। পুকুরের মাঝে কৃত্রিম দ্বীপ তৈরি করে একটি তাঁবু টানানো হত। হুমায়ুন আহমেদ ও তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওনের একটি কন্যা সন্তান পৃথিবীর আলো দেখার আগেই মারা যায়। হুমায়ুন আহমেদ তাঁর সেই কন্যার নাম দিয়েছিলেন লীলাবতি। এই পুকুরটির নামও রাখা হয়েছে লীলাবতি। হুমায়ুন আহমেদ লীলাবতি নামে একটি গ্রন্থও রচনা করেছেন।
হুমায়ুন আহমেদ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকার সময় এই পুকুরের পাশেই ‘ভুতবিলাস’ নামে একটি ভবন নির্মাণ করা হয়। জীবদ্দশায় সর্বশেষ নুহাশ পল্লীতে আসার পর হুমায়ুন আহমেদ ভুত বিলাসের উদ্বোধন করেছিলেন। তিনি মনে করতেন মধ্যরাতে ভুতবিলাসের বারান্দায় বসে থাকলে ভুতের দেখা পাওয়া যাবে।
স্থানীয় স্থপতি আসাদুজ্জামান খানের তৈরি করা বেশকিছু ভাস্কর্য রয়েছে নুহাশ পল্লীতে। এখানে প্রবেশের সময় ‘মা ও শিশু’ নামক ভাস্কর্যটি দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। শিশুদের আনন্দ দিতে এখানে ভুত এবং ব্যাঙের আকারের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এছাড়া এখানকার ট্রি হাউজটি শিশুদের আনন্দের অন্যতম উৎস।হুমায়ুন আহমেদ ভালবাসতেন বৃষ্টি এবং পূর্ণিমার রাত। বৃষ্টি দেখার জন্য তিনি ‘বৃষ্টি বিলাস’ নামে একটি কক্ষ নির্মাণ করেছিলেন। হুমায়ুন আহমেদ যেন চাঁদের ছায়া দেখতে পারেন এজন্য এখানকার সবুজ উঠান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হত। নুহাশ পল্লীর ম্যানেজার বুলবুল নয়জনের একটি দল নিয়ে এখানকার সবকিছু দেখাশোনা করেন।
হুমায়ুন আহমেদ যখনই দেশে ও বিদেশে ভ্রমন করতেন তিনি বিভিন্ন রকমের গাছ সংগ্রহ করতেন। নুহাশ পল্লীতে প্রায় ৩০০ প্রজাতির ফলের এবং ঔষধি গাছ রয়েছে। এছাড়া তিনি এখানে খেজুর গাছ এবং চা গাছ লাগিয়েছিলেন যা এখনও আছে।প্রথমদিকে হুমায়ুন আহমেদ নুহাশ পল্লীতে মেহমান নিয়ে আসতেন যারা নুহাশ পল্লী ঘুরে দেখত। তিনি অতিথিদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দিতেন এবং একটি বিশেষ সুগন্ধিযুক্ত গাছের পাতার স্বাদ গ্রহনের আমন্ত্রন জানাতেন।
বরেণ্য এই লেখকের শোবার ঘরের কাছেই রয়েছে একটি সুইমিংপুল। মাঝে মাঝে প্রিয়জনদের নিয়ে তিনি এখানে সাঁতার কাটতেন। একবার হুমায়ুন আহমেদ ভারতের প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় কে নিয়েও সাঁতার কেটেছিলেন। হুমায়ুন আহমেদের পরিচালিত বেশীরভাগ সফল নাটক ও সিনেমার শুটিং করা হয়েছিল এই নুহাশ পল্লীতেই।
{:}
)
[3] => Array
(
[name] => Bahadur Shah Park
[post_id] => 7386
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/bahadur-shah-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Bahadur-Shah-Park1-240x300.jpg
[post_content] =>
Bahadur Shah Park was known as Victoria Park initially. This is located at Lakkhibazar (laxmibazar or lokkhibazar) in old Dhaka. It has roads all-around of it. This is a small park and it may appear to you as a road circle to you.
The main history behind this park is, during the Sepoy's mutiny against British, hundreds of sepoys and their civil compatriots were publicly hanged, around the year 1857. Later on, at 1858, the Nawab Khwaja Abdul Ghani took an initiative to build a monument to commemorate the Sepoys.
This park was renowned as Victoria Park till 1947. But after that, it is renamed as Bahadur Shah Park after the name of "Bahadur Shah II", the last Mughal Emperor. But still now, local people used to call this park as Victoria Park. So keep this on your mind when you'll visit the place, otherwise you may find difficulties to locate the park.
)
)