বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট

Type: গবেষণা কেন্দ্র
Contributed By: Nayeem ,Khurshid Sihab,Md Masood
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

উন্নত বৈশিষ্ট্যসহ বিভিন্ন জাতের ধান উদ্ভাবন এবং বিভিন্ন পরিবেশে এসব ধান চাষের প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ১৯৭০ সালে গাজীপুরের জয়দেবপুরে বিআরআরআই প্রতিষ্ঠা করা হয়। এই ইন্সটিটিউটের প্রধান একজন মহাপরিচালক। জয়দেবপুরে সদর দফতর এবং প্রধান কেন্দ্র ছাড়াও বরিশাল, ভাঙ্গা, খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, হবিগঞ্জ, কুমিল্লা এবং সোনাগাজীতে এই ইন্সটিটিউটের নয়টি আঞ্চলিক কেন্দ্র আছে। ১৮ টি গবেষণা বিভাগ বিভিন্ন বিষয়ের দেখাশোনা করে থাকে। এগুলো হলঃ গাছের বংশবৃদ্ধি, বীজ এবং জেনেটিক রিসোর্স, ধানের মান এবং পুষ্টি, এগ্রোনোমি, মাটি বিজ্ঞান, সেচ এবং পানি ব্যবস্থাপনা, উদ্ভিদের শারিরবৃত্য, পতঙ্গতত্ত্ব, উদ্ভিদ প্যাথলজি, ধান চাষের ব্যবস্থা, কৃষি পরিসংখ্যান, কৃষি অর্থনীতি, খামার ব্যবস্থাপনা, খামারের যন্ত্রপাতি এবং চাষ পরবর্তী প্রযুক্তি, ওয়ার্কশপের যন্ত্রপাতি এবং রক্ষনাবেক্ষন, এবং গবেষণা ও প্রশিক্ষন। এছাড়া সাতটি বিভাগে গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। এসবের মধ্যে আছেঃ বৈচিত্র্যময় উদ্ভাবন, শস্য-মাটি-পানির ব্যবস্থাপনা, কিটপতঙ্গের ব্যবস্থাপনা, ধান ভিত্তিক কৃষি ব্যবস্থা, খামার যান্ত্রিকীকরন, সামাজিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণ, এবং প্রযুক্তি স্থানান্তর।

প্রতিষ্ঠার পর থেকে বিআরআরআই এর প্রধান অর্জনগুলোর মধ্যে আছে ৬৫ টি উন্নত (এমভি ধান) এবং আধুনিক জাতের ধানের সাথে চারটি হাইব্রিড প্রজাতির ধানের উদ্ভাবন যেগুলো বিভিন্ন পরিবেশের সাথে মানিয়ে নিতে সক্ষম। এসকল প্রজাতির মধ্যে তেরো জাতের ধান বোরো এবং আউশ মৌসুমে, সাত জাতের ধান বোরো মৌসুমে, পাঁচ জাতের ধান আউশ মৌসুমে এবং বারো জাতের ধান চাষ করা যায় আমন মৌসুমে। যথাযথ ব্যবস্থাপনা এবং মাটির সহনীয় অবস্থা বজায় থাকলে এসব জাত থেকে বোরো মৌসুমে প্রতি হেক্টরে পাঁচ থেকে ছয় মেট্রিকটন, আউশ মৌসুমে তিন থেকে চার মেট্রিকটন এবং আমন মৌসুমে চার থেকে পাঁচ মেট্রিকটন ধান উৎপাদন করা সম্ভব।

গবেষণা শুরু করার পরপর বিআরআরআই সেমি ডোয়ারফ ফটো পিরিয়ড সহনীয় জাতের উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (আইআরআরআই)কে অনুসরণ করে। সময়ের সাথে সাথে বিআরআরআই এর বিজ্ঞানীরা অধিক ফলনের জন্য আইআরআরআই প্রদত্ত খাটো চারার ব্যবহারের ধারনা থেকে সরে আসে এবং কৃষকদের সামাজিক ও অর্থনৈতিক চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় কৃষি বান্ধব পরিবেশের সাথে মানিয়ে নিতে মাঝারি উচ্চতার স্বল্প আয়ুর ধানগাছ উদ্ভাবন করে যেগুলোর ফটো পিরিয়ড স্পর্শকাতরতা সামান্যই।

বিআরআরআই উদ্ভাবিত এমভি ধানগুলো বর্তমানে বাংলাদেশের ৯০% বোরো (শীতকালীন ধান) এলাকা, ২৫%-৩০% আউশ (গ্রীষ্মকালীন ধান) এবং ৫০%-৫৫% আমন (বর্ষাকালীন ধান) এলাকায় চাষ হচ্ছে। এসকল ধানের প্রজাতিগুলো দেশের মোট ধান চাষের ৫৬% এলাকায় চাষ হচ্ছে এবং দেশের বার্ষিক ৭৪% চাল উৎপাদন এসব ধান থেকেই হয়ে থাকে। দেশে বার্ষিক চালের উৎপাদন ১৯৭২-৭৩ সালের ৯.৯৩ মিলিয়ন মেট্রিকটন থেকে বর্তমানের প্রায় ৩৪ মিলিয়ন মেট্রিকটনে বৃদ্ধি করার পেছনে বিআরআরআই এর আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবিত এমভি ধানগুলো প্রধান ভুমিকা পালন করেছে।

বিআরআরআই এর শস্য বিজ্ঞানীরা স্বাদ, পুষ্টিগুন, উৎপাদনের ক্ষমতা, রান্নার মানের উপর ভিত্তি করে নিয়মিতভাবে শস্যদানার গুনাগুন পরিক্ষা নিরীক্ষা করে থাকে। এতে করে কৃষকরা একদিকে যেমন প্রত্যাশা অনুযায়ী মান সম্পন্ন শস্য পাচ্ছে অন্যদিকে ভিন্ন ধরনের শস্যও উৎপাদিত হচ্ছে।
বর্তমানে জয়দেবপুরের সদর দফতরে এবং ৯ টি আঞ্চলিক কেন্দ্রে বিআরআরআই এর ১৩৪ জন বিজ্ঞানী এবং ৩৪৪ জন কর্মকর্তা ও কর্মচারী কাজ করছে। বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার সাথে বিআরআরআই এর গবেষণা কার্যক্রম বিনিময় কর্মসূচি রয়েছে।


How to go

BRRI or Bangladesh Rice Research Institute is an agricultural research institute in Bangladesh, located in Gazipur. From Dhaka you will take DHAKA PORIBOHON bus for Joydebpur bus stand and then take a rickshaw van to reach the BRRI. Or you can use reserve motor vehicle from Dhaka to Joydebpur.

How To Reach: গাজীপুর জেলা

Dhaka-Tongi diversion road has connected Gazipur with Dhaka , and also Tongi – Kaligonj diversion road. There are 7 railway stations in the Gazipur district. They are: Rajendrapur, Sripur, Dhirasrom, Joydevpur, Tongi, satkhamair and Pubail.

Gazipur Town is connected through the City Bus. Pubail has city service Mohakhali to Narshingdi; called PPL(Pubail Paribahan Ltd.). And Dhaka to Kaligonj; this name is KTL, Adshy and other bus.

Ajmeree—Nondon Park – Sadarghat

Provati-Bonoshri:
1. Gulistan-Kaliakoir
2. Gulistan-Kapashia
3. Gulistan-Shripur,
4. Gulistan-Trimohony

Salsabil—Jatrabari-Konabari
Rahbar—Loharpool-Mouchak
Anabil—Jatrabari-Chourasta
Trans Silva—Jatrabari-Gazipur
Gazipur Paribahan ltd.–Dhaka-Gazipur
Dhaka Paribahan ltd.–Motijhiil-Gazipur
VIP 27.– Chowrasta -Azimpur
Balaka Paribahan.–Shibbari Bazar -Sodrorghat

There are available buses 24 hours a day. It is easy to go Gazipur from Dhaka.
Anik Bus & Winner bus
From Azimpur to Tongi, Hossain Market

Train is also available from Komlapur railway station dhaka to Gazipur. Gazipur is an industrial area of Bangladesh. There are 7 railway stations in the Gazipur district. From Mohakhali any bus to go Gazipur bus stand (you can use CNG or Taxi also).

Where to Stay

The hotel management is very good here. You can get different types of hotels here. If you want less priced hotel then you will get it & if you want good hotels then there is also no problem. Some of the hotels name is included here-

1. Happy Day Inn, Cell#01191004801-4
2. Nokkhottrobari Resort, Cell#5752573
3. Pushpadum Resort, Cell#0175002777
4. Rangamati Waterfront, Cell#01712817770 / 01811414074

Things to do

১। এই ইন্সটিটিউটের চমৎকার পরিবেশ উপভোগ করতে পারেন।
২। গবেষণার কাজে ব্যবহার করা ধানের ক্ষেতগুলো দেখতে পারেন।
৩। গবেষণার কলাকৌশল সম্পর্কে জানতে পারেন।

Eating Facilities

Map

More Stories

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat