Array
(
[0] => Array
(
[name] => Mahajampur Ahamad Shah Mosque
[post_id] => 11558
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/mahajampur-ahamad-shah-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/DSC067441-300x169.jpg
[post_content] =>
Mahajampur was an ancient Muslim ruled region. This region is situated few miles north to Sonargaon town area. There is a Mosque found here, named Mahajampur Ahamad Shah Mosque, which was built around in 16th C.E. The style of bricks engraving and placement of dome charms the visitors. There are so many Scholars who had described the location and beauty of this mosque at different time in various writing. Among them, ‘Parvin Hasan & A.K.M. Zakaria’ described its beauty in their writing.
Many ancient evidences of human settlement has been found along with this Mosque & Mazar structure. Archaeologist found a big quantity of ancient bricks wherever they conducted excavation in that region. Two inscriptions being discovered from this Mosque. From one of those inscriptions we came to know about Sultan Shams Uddin Ahmad Shah (1432-1436 AD), which make it named after by his name. But, it has been said that someone named Firoz khan built that Mosque.
This is a six domed Mosque, which is built following the stylistic beauty of Baba Adam Shahid Mosque. Domes over the roof are bearing the evidences of Sultani Architecture of Bengal. It contains various design and decorations which is certainly something needs to be observed meticulously.
)
[1] => Array
(
[name] => {:en}Bagha Mosque{:}{:bn}বাঘা মসজিদ{:}
[post_id] => 2983
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/bagha-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/bagha-mosque-shameem-bakhshi1-300x226.jpg
[post_content] => {:en}
Bagha mosque was constructed on a western embankment of a large pond surrounded by brick and walls of 48.77sq meter. It is one of the major tourist attractions of Rajshahi. In reference to the inscription on top of the mosque it may be conclude that the mosque was constructed by Sultan Nusrat Shah in 1932 A.D. Initially its roof was over 10 domes but later those disintegrated. The mosque was constructed with brick and stone plinth. An earthquake in 1897 destroyed all the domes.
{:}{:bn}
বাঘা মসজিদ নির্মাণ করা হয়েছিল একটি বিশাল পুকুরের পশ্চিম তীরে যেটি ছিল ইট এবং দেয়ালে ঘেরা এবং এলাকাটির আয়তন ছিল ৪৮.৭৭ বর্গ মিটার। এটি রাজশাহীর অন্যতম পর্যটন আকর্ষণ। মসজিদের শিলালিপি থেকে জানা যায় যে খ্রিষ্টপূর্ব ১৯৩২ সালে সুলতান নুসরাত শাহ মসজিদটি নির্মাণ করেন। শুরুর দিকে মসজিদের ছাদে ১০ টির অধিক গম্বুজ থাকলেও পরবর্তীতে তা ধ্বংস হয়ে যায়। মসজিদটি ইট ও পাথর দিয়ে নির্মাণ করা হয়। ১৮৯৭ সালের ভুমিকম্পে সবকটি গম্বুজ ধ্বংস প্রাপ্ত হয়।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Baba Adam Shahid Mosque{:}{:bn}বাবা আদমের মসজিদ এবং দরগা {:}
[post_id] => 7979
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/baba-adam-shahi-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/baba-adam-300x169.jpg
[post_content] => {:en}
Baba Adam Shahid Mosque (বাবা আদম শহীদ মসজিদ) is an archaeologically significant mosque situated in Munshiganj District.
Baba Adam's Mosque shows all the decorative and architectural characteristics of the sultanate architecture of Bengal. This mosque, in fact, bears the mature form of the sultanate mosque style of this region (Bangladesh).
It is a six-domed mosque. An inscription, fixed above the central doorway in the east, records 888 AH/1483 AD as the date of construction of the mosque. Malik Kafur built it during the reign of Sultan Fateh Shah. Baba Adam's Mosque is now protected monument under the Department of Archaeology, Bangladesh. It has been renovated and is in a comparatively good state of preservation. Besides the mosque there is a tomb known as Baba Adam's Mazar, where, according to a legend, baba adam shahid, who died in a holy war, was buried. It is difficult to ascertain the historicity of this tomb due to lack of authentic sources. There is a newly built small tomb structure situated on the south-east side of the courtyard of the mosque. Previously, there was no roof over the tomb.
The present tomb is square in plan (7.62m a side) and is undated and without any inscription tablet. The simple grave has no feature of architectural importance and the Department of Archaeology is not responsible for preserving it.
{:}{:bn}
বাবা আদমের মসজিদ এবং দরগা মুন্সীগঞ্জ জেলার রামপাল থানার রিকাবিবাজার ইউনিয়নের কাজী কসবা গ্রামে অবস্থিত। বহুগম্বুজবিশিষ্ট আয়াতক্ষেত্রাকার এই মসজিদটির ভেতরের অংশের আয়তন ১০.৩৫ মিটার গুণিতক ৬.৭৫ মিটার এবং বাইরের অংশের আয়তন ১৪.৩০ মিটার গুণিতক ১১.৪৫ মিটার। মসজিদটির দেয়ালের পুরুত্ব প্রায় ২ মিটার। বাবা আদম মসজিদের তিনটি সারিতে প্রবেশের জন্য মোট দুটি পথ রয়েছে। এই মসজিদের পশ্চিম দিকের দেয়ালের পেছনের অংশের তিনটি স্তর রয়েছে এবং মাঝখানের স্তরে নকশাকরা বহুখাঁজবিশিষ্ট খিলানের প্যানেল রয়েছে। মসজিদের ছাদে দুই সারিতে তিনটি করে মোট ছয়টি একই ধরনের গোলাকার গম্বুজ রয়েছে। বাবা আদম মসজিদে দুটি সরু স্তম্ভ রয়েছে যেগুলো কালো অগ্নিয়গিরিজাত শিলা দিয়ে নির্মিত। এই স্তম্ভগুলোর গোড়া অষ্টভুজাকার, ষোল পার্শ্বযুক্ত এবং শিকল ও ঘণ্টার আদলে নকশাকৃত। বাবা আদম মসজিদের মুসলিম আমল পূর্ববর্তী পাথরের পিলারগুলোর উপর মসজিদের সরু প্রজাতির খিলানগুলো দাড়িয়ে আছে যেখান থেকে ছয়টি গম্বুজের উদয় হয়েছে। মসজিদটি ইটের তৈরি হলেও এটির পিলার এবং আয়তাকার স্তম্ভগুলো পাথরের তৈরি।
সুলতানি আমলের বেশীরভাগ স্থাপনার মত এই মসজিদের কার্নিশ এবং ছাদ বক্ররেখা বেষ্টিত। মসজিদের পশ্চিম দিকের দেয়ালের মিহরাবের সাথে সমান্তরালভাবে পূর্বদিকে তিনটি চমৎকার বক্রাকার ফটক রয়েছে।
বাবা আদম মসজিদের খিলান ও ছাদের মধ্যকার স্থানে গোলাপের নকশা রয়েছে এবং ছাঁচের নকশায় প্রস্তুতকৃত কুলুঙ্গির সারি রয়েছে। মসজিদে সবকটি ফটক এবং মিহরাবে আয়াতক্ষেত্রাকার নকশা খোদাই করা আছে এবং উত্তর ও দক্ষিন দিকের দেয়ালে আয়াতক্ষেত্রাকার কুলুঙ্গি রয়েছে। মসজিদটিতে কোন মিনার নেই এবং মাঝখানের ফটকের দুই পাশেই বহু খাঁজবিশিষ্ট দুটি আয়াতক্ষেত্রাকার প্যানেল রয়েছে। ছোট পিলারসমূহের উপরে বাবা আদম মসজিদের খিলানগুলো দাড়িয়ে আছে যেগুলোতে টেরাকোটার চমৎকার ঝুলে থাকা ফুলের নকশা করা আছে। বাবা আদম মসজিদের বহিরাংশের মত নকশা সিরাজগঞ্জের শাহজাদপুর মসজিদের বহিরাংশেও দেখা যায়।
বাবা আদমের মসজিদের নকশা এবং স্থাপত্যশৈলীতে সেসময় বাংলায় সুলতানি আমলের স্থাপত্যশৈলীর চরিত্র দেখতে পাওয়া যায়। এই অঞ্চলের (বাংলাদেশের) মসজিদগুলোতে সুলতানি স্থাপত্যশৈলীর পূর্ণ রুপের মসজিদ ছাড়াও এখানে একটি দরগা রয়েছে যেটি বাবা আদমের মাজার নামে পরিচিত। লোককথায় আছে যে বাবা আদম শহিদ একটি ধর্মযুদ্ধে নিহত হবার পর তাঁকে এখানে দাফন করা হয়। নির্ভরযোগ্য সূত্রের অভাবে এই দরগার ইতিহাস সঠিকভাবে জানা যায়নি। মসজিদের উঠানের দক্ষিন-পূর্বদিকে একটি নবনির্মিত ছোট দরগা রয়েছে। পূর্বে দরগার উপর কোন ছাদ ছিল না। বর্তমানে অবস্থিত দরগাটি বর্গাকার (যার প্রতিটি বাহু ৭.৬২ মিটার এবং এটিতে কোন শিলালিপি নেই তাই কবে এটি নির্মিত হয়েছিল তারও কোন তারিখের উল্ল্যেখ নেই। দরগার পাশে অবস্থিত কবরটি অতি সাধারণ তাই এটির কোন স্থাপত্যশৈলীর দিক দিয়ে কবরটির কোন গুরুত্ব নেই আর তাই প্রত্নতাত্ত্বিক অধিদফতর কবরটি সংরক্ষণও করছে না।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Korapur Mia Bari Mosque{:}{:bn}কড়াপুর মিয়াবাড়ি মসজিদ{:}
[post_id] => 6625
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/korapur-mia-bari-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Mia-Bari-Mosque-Korarpur-Barisal-011-300x225.jpg
[post_content] => {:en}
Korapur Mia Bari Mosque (কড়াপুর মিয়াবাড়ি মসজিদ) is an old mosque from the Barisal district (বরিশাল জেলা). The mosque is located at the Mia Bari (মিয়া বাড়ি) of that area. It is believed that the mosque was built during 18th century. They have painted the mosque recently, and also doing some sort of restoration now. And thus it lost its antiquity entirely.
This mosque is built over a high plinth. Or, may be its better to call it a high basement instead of a plinth. Inside the basement it has several rooms at ground floor. These days it is being used as a resident for the student of nearby Madrasa (মাদ্রাসা). There is a wide stair available to reach at the mosque that is at the second floor.
It is a rectangular shaped mosque having three small sized domes at the top where the middle one is slightly larger than the other twos. The mosque has total eight minarets with four at front and four at the back side walls. Apart from these, there are several small minarets available in between. All the minarets and the upper portion of the mosque is highly decorated. At the eastern side of the mosque it has a very large water pond.
{:}{:bn}
বরিশাল সদরের উত্তর কড়াপুর গ্রামে এই মসজিদটি অবস্থিত। বরিশাল জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ হলো কড়াপুর মিয়াবাড়ি মসজিদ। মনে করা হয়ে থাকে ১৮শ শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়। সাম্প্রতিককালে কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি রঙ করা হয়েছে এবং বর্তমানে এটির মেরামত কার্যক্রম অব্যাহত আছে। এ কারনে এই মসজিদটির প্রাচীন বৈশিষ্ট্যগুলো পুরোপুরি বিলীন হয়ে গিয়েছে।
উঁচু বেসম্যাণ্টের উপর এই কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি নির্মাণ করা হয়েছে। নীচতলায় বেসম্যাণ্টের অভ্যন্তরে কয়েকটি কক্ষ রয়েছে যেগুলো মসজিদের নিকটে অবস্থিত মাদ্রাসার ছাত্রদের থাকার কাজে ব্যবহার করা হচ্ছে। মসজিদে প্রবেশ করার জন্য দোতলায় একটি প্রশস্ত সিঁড়ি রয়েছে।
আয়াতক্ষেত্রাকার এই মসজিদটির উপরিভাগে তিনটি ছোট আকারের গম্বুজ রয়েছে যেগুলোর মধ্যে মাঝখানের গম্বুজটি অন্য দুটি গম্বুজের চেয়ে আকারে কিছুটা বড়। কড়াপুর মিয়াবাড়ি মসজিদের সামনের দেয়ালে চারটি মিনার এবং পেছনের দেয়ালে চারটি মিনার সমেত মোট আটটি মিনার রয়েছে। এছাড়া সামনের এবং পেছনের দেয়ালের মধ্যবর্তী স্থানে কয়েকটি ছোট মিনার রয়েছে। মসজিদের উপরিভাগ এবং সবগুলো মিনারে ব্যাপকভাবে কারুকাজ করা হয়েছে। কড়াপুর মিয়াবাড়ি মসজিদের পূর্বদিকে একটি বিশালাকারের পুকুর রয়েছে।
{:}
)
)