চিত্রা রিসোর্ট

Type: অবকাশ যাপন কেন্দ্র
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

দক্ষিনবঙ্গের অন্যতম সুন্দর চিত্রা রিসোর্টটি খুলনা বিভাগের নড়াইল জেলায় বড় বাদুরার পরই চিত্রা নদীর তীরে অবস্থিত। শীতকালে এই রিসোর্টে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। এই রিসোর্টে রয়েছে বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড এবং নানা আয়োজন।

খুলনা বিভাগে অবস্থিত নড়াইল জেলার উত্তরে মাগুরা জেলা, দক্ষিনে খুলনা জেলা, পূর্বে ফরিদপুর জেলা এবং গোপালগঞ্জ জেলা এবং পশ্চিমে যশোর জেলা অবস্থিত। নড়াইল জেলার প্রধান নদীগুলোর মধ্যে রয়েছেঃ মধুমতি নদী, নবগঙ্গা নদী, ভৈরব নদী, চিত্রা নদী, এবং কাজলা নদী। ঢাকা থেকে সড়কপথে বাসে করে প্রায় ৫ ঘণ্টায় আপনি নড়াইলে পৌছাতে পারবেন। সড়কের অবস্থা খুবই ভাল হওয়ায় যাত্রাপথে আপনার মোটেও কষ্ট হবে না বরং আপনি পুরো যাত্রাপথই উপভোগ করবেন। ঢাকা ছাড়াও খুলনা অথবা রাজশাহী থেকেও আপনি নড়াইলে আসতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে।


How to go

নড়াইলে পৌঁছে আপনি রিকশা অথবা ভ্যানে করে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারবেন। তবে সবকিছু ভালভাবে দেখার জন্য আপনি পায়ে হাঁটতেও পারেন। চিত্রা রিসোর্ট নড়াইল শহর থেকে খুব বেশি দূরে অবস্থিত নয়।

How To Reach: নড়াইল জেলা

Narail can be reached travelling by road from Dhaka. No direct flight and launch services are available to Narail. Therefore, taking a bus is the most preferable choice of transport to go to Narail. There are several bus services available from Dhaka to Narail. Some of them are listed below for your assistance:

1. Hanif Enterprise
Gabtoli Counter, Phone: 02-8011759

2. Eagle Paribahan
Gabtoli counter, Phone: 0449-4413673
Bus Fare: TK 350 (Approx.)

3. Saad Super Deluxe Paribahan
Gabtoli counter, 01727521414
Rate: TK 310 (Approx.)

Things to do

1. চিত্রা রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
2. চিত্রা নদীতে নৌকা ভ্রমন করতে পারেন।

Eating Facilities

নড়াইল জেলায় আপনি খাঁটি উপকরনে তৈরি নানা পদের খাবারের স্বাদ নিতে পারবেন। আপনি ভোজন রসিক হয়ে থাকলে নড়াইল আপনার জন্য আদর্শ স্থান। তবে, আপনি যদি ভোজন রসিক নাও হয়ে থাকেন তবে এই জেলায় কিছুদিন অবস্থান করলেই আপনি ভোজন রসিক হয়ে উঠবেন।

Map

More Stories

From Other Web

  • Situated like in an island, just other side of Narail town separated by Chitra River. A combination of luxury and natural beauty together which includes standard and deluxe lodging available, each offering a range of amenities, including air conditioning, television and wireless Internet connections. Facilities and services at the resort include souvenir shop, a restaurant and conference facilities. Numerous activities are offered, such as fishing, Jungle riding, billiard, tennis and River cruise.

  • Official Facebook Page

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat