ধর্মসাগর

Type: হ্রদ
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

কুমিল্লা শহরে প্রায় ৯.৩৮ হেক্টর জমির উপর অবস্থিত একটি বিশাল পুকুর অথবা দীঘির নাম হলো ধর্মসাগর। স্থানীয়দের পানির চাহিদা মেটাতে ত্রিপুরার মহারাজ ধর্মমানিক্ক্যা (১৭১৪-১৭৩) এই দিঘীটি খনন করান। প্রথমদিকে দীঘির মাঝে একটি দ্বীপ ছিল। বর্তমানে ধর্মসাগরের পূর্ব তীরে কুমিল্লা স্টেডিয়াম এবং কুমিল্লা জেলা স্কুল অবস্থিত।

অন্যদিকে ধর্মসাগরের উত্তরে কুমিল্লা মিউনিসিপাল পার্ক, রানী কুঠির এবং কাজী নজরুল ইসলাম মেমোরিয়াল হল এবং দক্ষিন পূর্বে রাজ দেবী মাতৃসদন এবং একটি শিশু পরিচর্যা কেন্দ্র অবস্থিত। ঐতিহাসিক এসব স্থাপনার কারনে ধর্মসাগর একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে রুপান্তরিত হয়েছে। শীতকালে ধর্মসাগরে অতিথি পাখি এসে থাকে।


How to go

কুমিল্লায় পৌছানোর একাধিক উপায় রয়েছে। ঢাকা থেকে কুমিল্লায় চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ এশিয়া লাইন, প্রিন্স, তিশা, রয়্যাল, প্রাইম ইত্যাদি। এসব বাসে প্রায় ২৫০/-টাকা ভাড়ায় ২ ঘণ্টা থেকে ৩ ঘণ্টায় কুমিল্লায় পৌঁছে যাবেন। এছাড়া ঢাকা থেকে ট্রেনে করেও কুমিল্লায় যেতে পারবেন। বাসগুলো কুমিল্লা শহরে গিয়ে থামে। কুমিল্লা শহরে পৌঁছে রিকশায় করে ধর্মসাগরে যেতে পারবেন।

How To Reach: কুমিল্লা জেলা

Comilla has excellent transport and communication system. Comilla and Dhaka are linked by both road and railway. There is also an airport in the district, but it is not currently being used.

The road distance of Comilla from Dhaka is 97 kilometers. You can take a bus from Dhaka to reach Comilla. Some of the bus services are listed below for your assistance:
1. Upakule Royal
Komolapur Bus stand
Contact: 01981-002 932, 01981-002 942
2. Tisha
Sayedabad
Contact: 01731-217 322
3. BRTC
Komolapur Bus stand
Contact: 01770-493 775
4. Prime Service
Hatchel Road
Contact: 02-9554496
Buses leave from Dhaka every fifteen minutes starting from 6:15am until 8pm.

Where to Stay

Some of the hotels/motels in Comilla are listed below for your assistance.
1. Ashik Residential Resthouse
Address: 186 Nazrul Avenue, Comilla
Contact: 68781

2. Hotel Abedin
Address: Station Road, Comilla
Contact: 76014

3. Hotel Noorjahan
Address: Dhaka-Chittagong Road, Comilla
Contact: 68737

4. Hotel Sonali
Address: Kandirpar Circle, Comilla
Contact: 63188

Things to do

১। ছবি তুলতে পারেন।
২। শীতকালে এখানে আগত অতিথি পাখিদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

Eating Facilities

কুমিল্লায় খাওয়ার জন্য বেশকিছু হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। কুমিল্লায় কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন

Map

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat