ধরন্তি

Type: হাওড়
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

ব্যস্ত ঢাকা শহর থেকে মাত্র তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত অপূর্ব এক জলাভুমির নাম ধরন্তি। বর্ষাকাল এখানে বেড়াতে আসার উপযুক্ত সময়। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল-নাসিরনগর সড়কে ধরন্তি অবস্থিত। এখানে আসলে দেখতে পাবেন পথের দু ধার পানিতে পূর্ণ হয়ে রয়েছে। এখানে এসে আপনি শহরের যান্ত্রিক জীবনের সকল ক্লান্তি ও অবসাদকে ধুয়ে ফেলতে পারবেন। এই স্থানটি মূলত একটি পিকনিক স্পট। তাই সাপ্তাহিক ছুটির দিন বিকালবেলা এই স্থানটিতে জনসমাগম হয়ে থাকে। ধরন্তিতে পথের পাশে নৌকা ভ্রমনের জন্য নৌকা ভাড়া পাওয়া যায়। অন্যান্যদের সাথে অল্প খরচে নৌকা ভ্রমনের স্বাদ নিতে আপনিও এসব নৌকায় চড়তে পারেন।

ধরন্তির মূল সড়কটি কয়েক মাইল দীর্ঘ যেটির দু ধার পানিতে পরিপূর্ণ থাকে তাই পথের ধারের এসব স্থানে কোনো বাসাবাড়ি, গাছপালা ও রাস্তাঘাট নেই। সূর্যাস্তের পর ছিনতাইয়ের জন্য এই স্থানের কুখ্যাতিও রয়েছে তাই স্থানীয়রা সূর্যাস্তের পর আপনাকে এখানে অবস্থান করতে নিরুৎসাহিত করবে। আপনার দলে যে কজনই থাকুক না কেন ছিনতাইকারীরা প্রায় ১০ জন থেকে ১৫ জন মিলে সংঘবদ্ধভাবে ছিনতাই করে থাকে। তাই এখান সূর্যাস্তের পর অবস্থান না করাই শ্রেয়।


How to go

ধরন্তিতে পৌছানো বেশ সহজ। ঢাকা থেকে আপনাকে সরাইল বিশ্বরোডে নামতে হবে। এখান থেকে সিএনজি অটোরিকশা নাসিরনগরে নিয়মিত চলাচল করে। এসকল সিএনজি অটোরিকশার যেকোনো একটিতে করে প্রায় ৪০/- টাকা থেকে ৬০/- টাকা ভাড়ায় নাসিরনগরে যেতে পারবেন।
চারপাশে অথৈ পানি দেখতে পেলেই বুঝে যাবেন যে আপনি আপনার গন্তব্যে এসে গিয়েছেন। এখানে ভ্রমনকালে পথের পাশে সেতুর রেলিং এর উপর বসে কিছু সময় বিশ্রাম নিয়ে নিতে পারবেন। এরকম একটি সেতুর জিপিএস অবস্থান হল (২৪° ৭’২৪.২১”উ, ৯১° ৭’৫৯.১০”পু)। এখানে যে পাখিটি সচরাচর চোখে পড়ে তা হলো ফিঙ্গে। এছাড়া আপনি শিকারের প্রত্যাশায় চিলকেও পানির উপর উড়ে বেড়াতে দেখবেন।

How To Reach: ব্রাহ্মণবাড়িয়া জেলা

Brahmanbaria is a district under Chittagong division, located at the east central part of Bangladesh. The north of Brahmanbaria is bounded by Kishoreganj District and Habiganj District. On the south of Brahhmanbaria, resides the Comilla district. The district is confined by Habiganj District and the Tripura state of India on the east. On the west side, the district is bounded by the famous Meghna River, district of Kishoreganj, Narsingdi and Narayangonj.

Dhaka and Bahamanbaria is also linked by road. You can take a bus from Komlapur Bus Stand of Dhaka to get to the Brahmanbaria district. Some of the bus services are listed below for your assistance.

1. Shohag Paribahan
Contact: 04476000561

2. Tisha Paribahan
Contact: 01915-728745

3. Titash Paribahan
Contact: 01675-389776

Where to Stay

Some places of may consider staying in Brahmanbaria have been listed below for your assistance:

1. Nasirnagar Dak Bungalow
Address: Dak Bungalow Ghat, Nasirnagar, Brahmanbaria
Contact: 01743930663

2. Zilla Parishad Dak Bungalow
Address: Upazilla Parishad chattar, Shorail, Brahmanbaria
Contact: 0178178394

3. Hotel Ujanvati and Resort
Address: Ashuganj Sonarampur, near the ashuganj Police Station
Contact: 01711561158

4. Hotel Chandrima
Address: Station road, Brahmanbaria
Contact: 01720655842

5. Hotel Unichiya
Address: Station Road, Brahmanbaria
Contact: 01712529983

6. Hotel Rahman
Address: South Kali Bari Junction, Ghorkon road, Brahmanbaria
Contact: 01670-906113

Eating Facilities

ব্রাহ্মনবাড়িয়াতে কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন

Travel Tips

আপনার নিরাপত্তার স্বার্থে সূর্যাস্তের পর এখানে অবস্থান না করাই ভালো। এ সময় সড়ক ও নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

Map

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat