Array
(
[0] => Array
(
[name] => Harisachandra Pat or Rajbari
[post_id] => 6261
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/harisachandra-pat-or-rajbari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/offroadbangladeshlogo2-300x178.png
[post_content] =>
Ancient Harisachandra pat or Rajbari is located at Khutamara union in Jaldhaka Upazila of Nilphamari district. It is situated south side the river Charal Kata. Now it all ruins. There is an Elevation. On the Elevation are 5 black stone. People says that of that area those stone some time Sink and Arm in the soil. Many people says that it is a grave or building of the king. Beside this Elevation there are more two Elevation. In the north side of this pat or Rajbari there has two pond name Duyo-Suyo. Which carry the memory of two princes Anuda and Padun.
)
[1] => Array
(
[name] => {:en}Korotia Zamindar Bari and Mosque{:}{:bn} করটিয়া জমিদার বাড়ি ও মসজিদ {:}
[post_id] => 5300
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/korotia-zamindar-bari-and-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Karatia-Zamindar-BariRokia-Mahal-BD-explorer1-300x192.jpg
[post_content] => {:en}
Korotia Zamindar Bari (করটিয়া জমিদার বাড়ি) is located at the Korotia of Tangail (করটিয়া, টাঙ্গাইল). The famous Zamindar (জমিদার) of Tangail, Wajed Ali Khan Panni (ওয়াজেদ আলী খান পান্নি) built that palace beside the Putia River (পুটিয়া নদী) at Korotia (করটিয়া). The whole Zamindar palace premise having 1000m x 500m dimension comprises of lot of old buildings and ponds.
The main gate of the building is currently locked and no outsiders are entertained to have an entry. So if you go there, make sure you can have an entry, or you have to return from there without visiting that archaic building. According to the local people, the palace is open for public at 1st and 12th boishak (বৈশাখ) of Bengali calendar, and the two Eid days.
Near the Zamindar Bari (জমিদার বাড়ি) an old mosque is available. The mosque is having eight domes in two rows. First row is having five equal sized smaller domes and the second one is having three domes where middle one is the largest. At the eastern side of the mosque, a 15 feet tall minaret is available with old stairs. I don't know the exact built date of the mosque. If you know, you can share as a comment at below.
{:}{:bn}
টাঙ্গাইলের করটিয়ায় পুটিয়া নদীর পাশে ওয়াজেদ আলী খান পন্নী এই বিখ্যাত জমিদারবাড়িটি নির্মাণ করেন। ১০০০ মিটার x ৫০০ মিটার এলাকায় অবস্থিত জমিদারবাড়ির আশেপাশে বেশকিছু প্রাচীন ভবন ও পুকুর রয়েছে।
জমিদারবাড়ির মূল ফটকটি বর্তমানে তালাবদ্ধ রাখা হয় এবং বাইরের কাউকে এখানে ঢুকতে দেওয়া হয়না। তাই এই জমিদারবাড়িটি দেখতে গেলে নিশ্চিত করে যাওয়া উচিত যে আপনি ভিতরে ঢুকতে পারবেন। অন্যথায় এই ঐতিহাসিক স্থাপনাটি আপনাকে না দেখেই ফিরতে হবে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে, বাংলা বৈশাখ মাসের এক এবং বারো তারিখে ছাড়াও দুই ঈদের দিন জমিদারবাড়িটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
জমিদারবাড়ির কাছেই রয়েছে একটি প্রাচীন মসজিদ। মসজিদটিতে দুই সারিতে আটটি গম্বুজ রয়েছে। প্রথম সারিতে পাঁচটি একই আকারের ছোট গম্বুজ রয়েছে এবং দ্বিতীয় সারির তিনটি গম্বুজের মধ্যে মাঝেরটি আকারে বড়। মসজিদের পূর্বদিকে পুরাতন সিঁড়ি বিশিষ্ট একটি ১৫ ফুট উঁচু মিনার রয়েছে। মসজিদটির নির্মাণের সময় সম্পর্কে জানা যায়নি।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Boktnagar Zamindar Bari and Mosque{:}{:bn}বক্তনগর জমিদার বাড়ী ও মসজিদ{:}
[post_id] => 5541
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/boktnagar-zamindar-bari-and-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/boktonogor-jomidar-bari-bandura-11-300x225.jpg
[post_content] => {:en}
Beside the bank of the Ichhamoti river (ইছামতি নদী), you'll find an old house that is currently abandoned. No inscription was found about the house. From the architecture of the old house, you can only guess that it was a house of a wealthy man who could have been a Zamindar (জমিদার) or a rich merchant. Boktnogor/Boktonogor(বকতনগর/বক্তনগর) is a place located near the Shikari Para(শিকারী পারা) after Bandura bazaar(বান্দুরা বাজার).
This well-built edifice has lot of rooms inside. Front side of the house is still firm, but damaged at the back sides. Still now a days the house has a lot of open spaces around including ponds. At the south-west corner of the mansion, another edifice is available. This one is an old mosque. Again it is unsure about the builder of the mosque.
If the owner of the mosque and the house is the same person, then the owner must be a Muslim. The village name is Boktnagar (বক্তনগর) which should came from Bokht Nogor (বখত নগর). Possibly someone lived there named Bokht (বখত) and sounds a Muslim name, but all are predictions.
The mosque is a small one having three domes at the top. Middle one is a bit larger compare to other twos. Just above the main gate, and inscription is found written in Arabic. The mosque has a pond at the southern side and a graveyard at the eastern side.
{:}{:bn}
ইছামতি নদীর তীরে একটি পরিত্যাক্ত ভবন দেখতে পাবেন তবে কোন শিলালিপি না থাকায় এই ভবনটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে, ভবনের স্থাপত্যশৈলী দেখে বোঝা যায় এটি ছিল একটি জমিদার বাড়ি। এই ভবনটির অভ্যন্তরে বেশকয়েকটি কক্ষ রয়েছে। জমিদারবাড়ির সামনের দিকটি এখনও মজবুত থাকলেও পেছনের দিকটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
এখনও ভবনটির চারপাশে একটি পুকুরসহ বেশকিছু খালি জায়গা রয়েছে। জমিদারবাড়ির দক্ষিন-পশ্চিম কোনায় একটি প্রাচীন মসজিদ রয়েছে। মসজিদটির নির্মাণের ব্যাপারেও কিছু জানা যায়নি। যদি জমিদারবাড়ি এবং মসজিদের মালিক একই ব্যাক্তি হয়ে থাকেন তবে ধরে নেওয়া যায় যে তিনি ছিলেন একজন মুসলিম। ধারনা করা হয়ে থাকে যে গ্রামতির নাম বক্তনগর হয়েছে বখতনগর শব্দ থেকে। এমনও হতে পারে যে, বখত নামক কোন মুসলিম ব্যাক্তির নামে গ্রামটির নামকরণ করা হয়েছে।
এখানে অবস্থিত মসজিদটি ছোট এবং তিনগম্বুজ বিশিষ্ট। তবে মাঝখানের গম্বুজটি অন্য দুটি গম্বুজের চেয়ে বড়। মসজিদের মূল প্রবেশ পথের উপরে আরবীতে লেখা শিলালিপি দেখা যায়। মসজিদের দক্ষিনে একটি পুকুর এবং পূর্বদিকে একটি কবরস্থান রয়েছে।
{:}
)
[3] => Array
(
[name] => Murapara Zamindar Palace
[post_id] => 11665
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/murapara-zamindar-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/657103711-300x227.jpg
[post_content] =>
Murapara Zamindar Palace was built during 1890 by Ramratan Banarjee. He was a trusted person of a British Indigo Planter during the British Colonial period. At that time when the indigo planter left the country after the death of his daughter, he gifted plenty of gold and money to Ramratan. Using those, he built this mammoth palace. During the war 1971, many ornate portion of the palace was plundered by people. We came to know that there were two statues of lions at the gate of the palace boundary, and both of them stolen that time. After the war, this palace was used as a refuge camp for the non-bengali people & local people established a college using the building.
This building was renovated several times, and now a days, it just lost all it's heritage. But still you can visit the palace for your weekend or any other holidays. There are two large ponds loacted at the palace premise. One at the front side and another one at the back side. You can take your sit at the bench made from stone (once upon a time, now no stone existing, only brick) to get some fresh air. In addition there is an old temple available inside the palace premise. It’s just in front of the pond . This palace is just beside the highway, and after that you can easily see the river Shitalakkhya (শীতলক্ষ্যা).
)
)