Array
(
[0] => Array
(
[name] => {:en}House of Poet Jasim Uddin{:}{:bn}কবি জসীমউদ্দিনের বাড়ী{:}
[post_id] => 5865
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/house-of-poet-jasim-uddin/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/House_of_Poet_Jasimuddin-Pervez21181-300x225.jpg
[post_content] => {:en}
Jasim Uddin is the famous poet from Bangladesh, especially for his dedication to write poems about the folklore culture. He is the only poet from the country whose poems depicts the beauty of the villages and people of villages. The house of our beloved poet is situated by the river "Kumar". The river itself is an enchanting for its beauty and environment. Inside the house premise, you'll find the grave of the poet (actually a family grave for poet's family).
To enter inside the house premise, you'll require 5 taka per person. Inside the premise, you can see some used objects of the poet, for example camera, plates, bed, chair, some photos etc. You'll find lots of quotes from the poet (some from speech, some from poem, and some from story). You'll love to read those from there. Especially the ones those were at your text book during your childhood education.
At the outside of the house premise, it’s a nice picnic spot. Lots of visitors used to come to this place to pass the afternoon. The river, and the field beside the river is lovely for enjoying the beauty of the sunset. The large field beside the river is now a playing ground for the local people. They used to pass their afternoon using playing football or other local plays there. It’s also a lovely scene where kids are playing. For visitors, there are benches to sit, under sheds.
During the 1st January to 18th January, there used to be a Mela (Fair) at this ground by the name of the Poet. But the Mela unofficially used to extend for another 2 days. So the total duration is 20 days.
{:}{:bn}
আমাদের লোকসংস্কৃতির উপর কবিতা রচনার জন্য কবি জসীমউদ্দিন খ্যাতি অর্জন করেন। বাংলাদেশে তিনিই একমাত্র কবি যার কবিতায় এদেশের গ্রামের সৌন্দর্য এবং গ্রামের মানুষের জীবনযাত্রা নিখুতভাবে উঠে এসেছে।
আমাদের সকলের প্রিয় এই কবির বাসভবন কুমার নদীর তীরে অবস্থিত। চমৎকার সৌন্দর্য এবং তার চারপাশের মনোরম পরিবেশের কারনে এই নদীটির আলাদা খ্যাতি আছে। বাসার অভ্যন্তরে পারিবারিক কবরস্থানে কবির কবর রয়েছে। কবি জসীমউদ্দিনের বাসায় ঢুকতে আপনাকে পাঁচ টাকা প্রবেশমূল্য দিতে হবে। এখানে আপনি কবির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন যেমনঃ ক্যামেরা, প্লেট, চেয়ার, খাট, কিছু ছবি ইত্যাদি।
এছাড়া এখানে বিভিন্ন ভাষণ, কবিতা এবং গল্প থেকে কবির নিজস্ব উক্তি দেখতে পাবেন। এসব উক্তির কিছু কিছু আমরা আমাদের পাঠ্য পুস্তকে পড়ে এসেছি তাই এসব পড়ে আপনি আপনার ছেলেবেলায় হারিয়ে যাবেন। কবির বাসার বাইরে একটি চমৎকার পিকনিক স্পট রয়েছে যেখানে বিকালবেলা মানুষজনের সমাগম ঘটে। এখানকার নদী এবং ধানক্ষেত ঘেরা পরিবেশে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন।
এখানে নদীর পাশেই অবস্থিত বিশাল মাঠটিতে স্থানীয়রা খেলাধুলা করে থাকে। ছোট বাচ্চাদের ছোটাছুটি দেখে হয়তো আপনি শৈশবে হারিয়ে যাবেন। দর্শনার্থীদের বসার জন্য মাঠের পাশে পৃথক শেডের ব্যবস্থা রয়েছে। প্রতিবছর জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ১৮ তারিখ এই মাঠে কবির নামে একটি মেলার আয়োজন করা হয়ে থাকে। তবে স্থানীয়দের অনুরোধে মেলার মেয়াদ দুইদিন বৃদ্ধি করা হয়ে থাকে।
{:}
)
[1] => Array
(
[name] => Bangladesh Military Museum
[post_id] => 11193
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/bangladesh-military-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/Bangladesh_Military_Museum1-300x225.jpg
[post_content] => After the liberation war in 1971, a complete military force was established by the Bangladeshi Government. To let people know about the glorious history of Bangladesh Military forces, the military museum was open in 2004. It is located in Bijoy Sharani under the Sher-e-Bangla nagar thana area. It is situated beside the Novo Theater. It is open for all and no ticket money is needed.
The time schedule of this Bangladesh Military Museum: From Saturday to Thursday:10 AM- 6 PM, Friday: 3-6 PM, Wednesday: Off.
Bangladesh Military Museum is closed on Government holidays without 16th December and 26th March.
Inside the hall there are two large rooms and in the outside ground you will see 26 different models tanks and others armored vehicles.
)
[2] => Array
(
[name] => Varendra Research Museum
[post_id] => 3022
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/varendra-research-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/varendraresearchmuseumrajshahi15-300x225.jpg
[post_content] => Varendra Museum (Bengali:
বরেন্দ্র জাদুঘর) is a museum, research center and popular visitor attraction located at the heart ofRajshahi town and maintained by Rajshahi University in Bangladesh. It is considered the oldest museum in Bangladesh. Varendra museum was the first museum to be established in East Bengal in 1910. The museum started out as the collection for Varendra Anushandan Samiti or Varendra Investigation Society got its current name in 1919. The Rajahs of Rajshahi and Natore, notably prince Sharat Kumar Ray, donated their personal collections to Varendra Museum. Varendra refers to an ancient janapada roughly corresponding to modern northern Bangladesh.
)
[3] => Array
(
[name] => {:en}MAG Osmani Museum{:}{:bn}ওসমানী জাদুঘর{:}
[post_id] => 4406
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/mag-osmani-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Osmani-Museum-Dr.Syed-Zaghlul-Ali31-300x169.jpg
[post_content] => {:en}
MAG Osmani Museum is a museum in Sylhet, Bangladesh. The ancestors’ home of Bangabir General Muhammad Ataul Gani Osmani, the Commander-in-Chief of Bangladesh Forces (12 April 1971 - 7 April 1972) has been transformed into today’s famous “Osmani Museum”. It is situated at the heart (Dhopa Dighir Par) of the Sylhet City Corporation area in renowned Sylhet Division of Bangladesh.
It is about 12 km from the Sylhet Osmani International Airport and 3 km from the Sylhet Railway Station. Maintained and organized by the Bangladesh National Museum, this museum has been established to pay rich tribute to the great hero of Bangladesh for his outstanding accomplishments. This will surely act as a stimulus to the future generations. The foundation stone was laid on 16 February 1985 and it was inaugurated on 4 March 1987 by the then president of Bangladesh H M Ershad.
‘Nur Manzil’ is by and large a tin shade building having few rooms and other amenities including an exquisite piazza in the front. One has to cross few meters from the main gate to reach the Museum. A huge portrait of the General, placed in the center of the entrance hall greets the visitors. Receptionist welcomes the guests. One has to write name and address in the register placed in the reception. A befitting sitting place is also available in the lobby.
This historic museum comprises three galleries, where personal belongings of General Osmani and a good number of historical photographs are preserved befittingly. On both western and eastern side of the building there exist two small rooms, where Assistant Keeper and Care Taker’s office are situated.
{:}{:bn}মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক (১২ এপ্রিল ১৯৭১-৭ এপ্রিল ১৯৭২) বঙ্গবীর জেনারেল মুহাম্মাদ আতাউল গনি ওসমানীর পৈতৃক নিবাসটিকে বর্তমানে ‘ওসমানী জাদুঘর’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই জাদুঘরটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কিলোমিটার এবং সিলেট রেলওয়ে স্টেশন থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জেনারেল ওসমানীর মহান অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। এই জাদুঘরটির রক্ষনাবেক্ষনের করছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। ১৯৮৫ সালের ১৬ই ফেব্রুয়ারি এই জাদুঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ১৯৮৭ সালের ৪ঠা মার্চ এই জাদুঘরটি উদ্বোধন করেন। এই জাদুঘরটি নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরনা জোগাবে।
‘নুর মঞ্জিল’ হলো কয়েকটি কক্ষ সমৃদ্ধ একটি টিনশেড ভবন যেটির সামনে রয়েছে একটি চমৎকার চত্বর। জাদুঘরে পৌছাতে হলে আপনাকে মূল ফটক থেকে কয়েক মিটার অতিক্রম করতে হবে। জাদুঘরে ঢোকার মুখেই অভ্যর্থনাকারীদের পাশাপাশি জেনারেল ওসমানীর একটি বিশাল প্রতিকৃতি আপনাকে স্বাগত জানাবে। আপনাকে অভ্যর্থনা কক্ষে রক্ষিত রেজিস্টারে আপনার নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। জাদুঘরের লবিতে বসার সুব্যাবস্থা রয়েছে। এই জাদুঘরের তিনটি গ্যালারীতে জেনারেল ওসমানীর ব্যবহার করা জিনিসপত্র ছাড়াও বেশকিছু ঐতিহাসিক ছবি যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। জাদুঘর ভবনের পশ্চিম এবং পূর্ব প্রান্তে জাদুঘরের তত্ত্বাবধায়ক এবং সহযোগী তত্ত্বাবধায়কের কক্ষ অবস্থিত।{:}
)
)