Array
(
[0] => Array
(
[name] => Pal Bari
[post_id] => 8538
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/pal-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/PB-2-300x225.jpg
[post_content] =>
Pal Bari (পাল বাড়ি) is one of the renowned historical places in Munshiganj. According to the current inhabitants of the Pal House at Abdullahpur, Kamini Pal and Dwarkanath Pal, the eldest two sons of Tokani Prasad Pal, possibly one of the richest business persons of Bikrampur, established this house around the end of the 19th century.
They added a few more blocks to the house over the years, but lived within the compounds of their father's house, several miles away.
During the liberation war, many of their family members were brutally tortured and killed, prompting the entire clan to leave for Kolkata,India. A few years later Dwarkanath returned, to wind up his businesses here. Dwarkanath Pal, therefore chose to spend his last few years at this house. He decided to stay back in Munshiganj, but could not live in his own house. Many others had occupied most of that property.
)
[1] => Array
(
[name] => {:en}Mohera Zamindar Bari{:}{:bn}মহেরা জমিদার বাড়ী{:}
[post_id] => 5309
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/mohera-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Ananda-Lodge-Mohera-Jomidar-Bari-13-300x225.jpg
[post_content] => {:en}
It is not sure but people believed that they have started their Zamindari somewhere around 1890. First Zamindar (জমিদার) was Kalichoron Shaha (কালিচরণ সাহা). Beside their Land Lordship, they have conducted trading related to Jute and Salt. They were the owner of huge land properties from different part of Bangladesh. During country division and war, most of them moved into India. Only very few are living at Tangail. Their attractive edifices are now become a tourist spot. Since they were rich, people says they have built those building before establishing their Zamindari (জমিদারী). Mohera Zamindar Bari has several main buildings. Each of those are presented below with short description.
Chowdhury Lodge (চৌধুরী লজ): After entering the Zamindar mansion premise through the main gate, Choudhury Lodge is the first building that you'll find. It’s a pink colored building having Roman/Greek styled pillars at the front side. The rich ornate building is having corrugated at the roof from inside.
Its a two stored building having a garden in front of it. This building is beautiful from the back side too. There is a playground for the kids available there.
Ananda Lodge (আনন্দ লজ): In my opinion, Ananda lodge is the most stylish building from the entire premise. This building has a touch of white and blue. It has eight columns in front of the building.
Most attractive part of the building is the small hanging balcony at second floor. It seems like someone like Juliet used to pass her afternoon there. This building has a lovely garden at front side.
Moharaj Lodge (মহারাজ লজ): This is a pink colored building having byzantine design. Similar to other buildings it has 6 columns at the front side. The stair in front of the building has a curved railing which just increased its beauty.
Similar to other buildings it is a two storied building having a garden at front. Behind the garden has a tennis court. The Moharaj Lodge and the Ananda Lodge are adjoining.
Kalichoron Lodge (কালিচরণ লজ): This building is built during the last portion of the Jomidari Era. Thats why this one is looking different than other three. It is having more rooms compare to any others from the premise.
Architecture of the building is somewhat similar to the colonial era buildings. The shape of the building is like the letter 'U' in English alphabet. During the noon-afternoon, you'll find a play of light and shadow for that shape from the inside of the building.
Other Edifices (অন্যান্য ভবন): Beside the attractive arhitectured buildings, the Zomidar premise has other buildings named as Kachari Bhobon(কাচারী ভবন), Nayeb Bhobon(নায়েব ভবন), Rani Bhobon(রানী মহল), etc. Also you'll find several large ponds around the premise. Those are named as Bishaka Shagor, Poshra Shagor, etc.
1. Kachari Bhobon(কাচারী ভবন)
2. Nayeb Bhobon(নায়েব ভবন)
{:}{:bn}
নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়রা বিশ্বাস করেন যে এই অঞ্চলে জমিদারী প্রথার আরম্ভ হয়েছিল ১৮৯০ সালের দিকে। কালীচরণ সাহা ছিলেন এখানকার প্রথম জমিদার। এখানকার জমিদাররা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমান ভুসম্পত্তির মালিক ছিল এবং জমিদারী করার পাশাপাশি তাঁরা এখানে পাট ও লবনের ব্যাবসাও করত। দেশ বিভাগ এবং স্বাধীনতা যুদ্ধের সময় বেশীরভাগ জমিদার ভারতে চলে যান তবে টাঙ্গাইলে কিছু জমিদার এখনও বাস করছে। তাঁদের আকর্ষণীয় প্রাসাদগুলো বর্তমানে পর্যটন স্পটে পরিনত হয়েছে। যেহেতো জমিদারেরা ধনী ছিলেন তাই স্থানীয়রা মনে করেন এসব জমিদারবাড়ি জমিদারী প্রথা চালু হওয়ার পূর্বেই নির্মাণ করা হয়েছিল।
মহেরা জমিদার বাড়িতে কয়েকটি ভবন রয়েছে। নিম্নে এসব ভবনের বর্ণনা প্রদান করা হলঃ
চৌধুরী লজঃ মূল ফটক দিয়ে জমিদারবাড়ির সীমানায় প্রবেশ করলে সর্বপ্রথম চৌধুরী লজ আপনার চোখে পরবে। গোলাপি রঙের এই ভবনের সামনের দিকে রোমানশৈলীতে নির্মিত পিলার রয়েছে। চমৎকার নকশাখচিত এই ভবনের ভেতরের ছাদটি ঢেউ খেলানো। দোতলা এই ভবনের সামনে বাগান রয়েছে এবং শিশুদের খেলার মাঠ রয়েছে। এছাড়া ভবনের পেছনদিকটাও বেশ দৃষ্টিনন্দন।
আনন্দ লজঃ আনন্দ লজকে বলা যেতে পারে এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন। সাদা ও নীল রঙের ছোঁয়াসমৃদ্ধ ভবনটির সামনে আটটি কলাম রয়েছে। এই ভবনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তিন তলার ঝুলন্ত বারান্দা। এছাড়া আনন্দ লজের সামনে একটি চমৎকার বাগান রয়েছে।
মহারাজ লজঃ বাইজেনটাইন শৈলীতে নির্মিত এই গোলাপি ভবনের সামনে ৬ টি কলাম রয়েছে। মহারাজ লজের সামনের সিঁড়ির বাঁকানো রেলিংটি ভবনের সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি করেছে। অন্যান্য ভবনের মত মহারাজ লজের সামনেও একটি বাগান আছে। ভবনের পেছনে একটি টেনিস কোর্ট আছে।
কালীচরণ লজঃ জমিদারীর শেষ পর্যায়ে নির্মিত হওয়ায় এই ভবনটি দেখতে অন্যান্য তিনটি ভবন থেকে আলাদা। অন্যান্য ভবনগুলোর চেয়ে কালীচরণ লজে কক্ষের সংখ্যাও বেশি। ইংরেজি ‘ইউ’ অক্ষরের আকারের এই ভবনটির স্থাপত্যশৈলী ইংরেজ আমলের অন্যান্য ভবনের মতই। কালীচরণ লজের এই আকারের জন্য বিকালবেলা ভবনের ভেতর থেকে চমৎকার আলো আধারির খেলা দেখা যায়।
অন্যান্য ভবনসমূহঃ উপরোক্ত আকর্ষণীয় স্থাপত্যশৈলীর ভবনগুলো ছাড়াও জমিদারবাড়ির সীমানায় রয়েছে বেশকিছু ভবন যেমনঃ কাচারি ভবন, নায়েব ভবন রানী মহল ইত্যাদি। এছাড়া এখানে বেশকিছু পুকুর আছে যেমনঃ বিশাকা সাগর, পশরা সাগর ইত্যাদি।
{:}
)
[2] => Array
(
[name] => Vaggokul Zamindarbari and Adjacent Old Temple
[post_id] => 9535
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/vaggokul-zamindarbari-and-adjacent-old-temple/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/Vaggokul-Jomidarbari-1-300x169.jpg
[post_content] =>
Vaggokul Zamindarbari and Adjacent Old Temple has now turned into a RAB camp in Vaggokul, Munshiganj.
[We need more detail information of this spot. If you have more information and photos, please be advised to add and share in our website. Your name will be published as a Content Contributor]
)
[3] => Array
(
[name] => {:en}Dhanbari Nawab Manzil{:}{:bn}ধনবাড়ি নবাব মনজিল{:}
[post_id] => 5262
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/dhanbari-nawab-manzil/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/dhanbari-nawab-bai-Md.Rokanuzzaman1-300x240.jpg
[post_content] => {:en}
Dhanbari Nawab Manzil (ধনবাড়ি নবাব মনজিল) is locally known as Nawab Bari (নবাব বাড়ী). This is now owned by the descendants of Nawab Ali Chowdhury (নবাব আলী চৌধুরী). They have been taking a good care of this palace and also built several cottages inside the premise for the tourists for staying. This is the only heritage resort from our Bangladesh. This is also known as Dhanbari (ধনবাড়ী) Royal Resort. Inside the premise is very much neat and clean, adequate amount of stuffs and guards are around there to take care of everything.
Most of the Zamindar (জমিদার) mansions from Bangladesh were owned by the Hindu Zamindar (জমিদার). After the division of the country during 1947, and also later 1971, most of those powerful owners were coerced to leave the country, or cringed away to avoid the secular vandalism. Which results their mammoth mansions left unprotected. Later government has taken control of few of those buildings and used as their official purpose (which are still in a presentable state). But others are in total ruin by now a days for lack of care.
But this Nawab (নবাব) Palace is totally different from those. As it was owned by the Muslim landlords, they didn't have to leave the country or had nothing to fear. They were powerful during their ruling period. And yet still they are powerful on that region now a days. That's why this palace is still in a very good condition and has been taken proper care to maintain its state.
This palace was built by the Nawab Ali Chowdhury (নবাব আলী চৌধুরী) during 1919 to invite the British Lord Ronaldshay. He Came near Koyra (কয়ড়া) using the Steamer and had a reception with 30 elephants. [Reference: www.dctangail.gov.bd].
One of the decedents from the Nawab (নবাব) Family named Nawab Hasan Ali Chowdhury (নবাব হাসান আলী চৌধুরী) was the Industrial Minister during the reign of East Pakistan. Also he was a member of the Parliament during 1978. Later, after his death, his daughter Saiyeda Asheka Akbar (সৈয়দা আশেক আকবর) was the member of the Parliament during 1981. This information will give you an idea about their power and now you understand why the palace is still in a good condition.
You'll require to buy a ticket for 30 Taka to enter inside the palace premise. Each ticket is valid for 2 hours of visiting. The area is highly secured and the stuffs and guards around there are very much friendly. No unauthorized entries are entertained there. So no one will bother you while you are enjoying the surroundings.
{:}{:bn}
ধনবাড়ি নবাব মঞ্জিল স্থানীয়ভাবে নবাববাড়ি নামে পরিচিত। বর্তমানে নবাব আলী চৌধুরীর উত্তরসূরিরা এই রাজবাড়ির দেখাভাল করছেন এবং পর্যটকদের অবস্থানের জন্য তারা এখানে কয়েকটি কটেজও নির্মাণ করেছেন। বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী রিসোর্ট এটি। পরিষ্কার পরিচ্ছন্ন এই রাজবাড়িতে বেশ কয়েকজন কর্মচারী সবকিছুর দেখাশোনা করছে।
বাংলাদেশের বেশীরভাগ জমিদারবাড়ির মালিক ছিলেন হিন্দু জমিদারেরা। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর এদের মাঝে বেশীরভাগ প্রভাবশালী জমিদারেরাই দেশত্যাগ করতে বাধ্য হন অথবা ধর্মীয় গোঁড়ামির কারনে তাঁদের একঘরে করে দেওয়া হয়। এর ফলে এসব জমিদারবাড়ি অরক্ষিত অবস্থায় থেকে যায়। পরবর্তীতে কিছু জমিদারবাড়ি সরকার অধিগ্রহন করে তাঁদের দাপ্তরিক কাজে ব্যবহার করলেও বাদবাকি জমিদারবাড়িগুলো অযত্ন এবং অবহেলায় ধ্বংসের মুখে রয়েছে।
ধনবাড়ি নবাব মঞ্জিল অন্যান্য জমিদারবাড়ির চেয়ে ভিন্ন। মুসলিম জমিদার এই বাড়িটির মালিক হওয়াতে তাঁদের দেশত্যাগ করতে হয়নি। তাঁরা তাঁদের শাসনকালে যেমন ক্ষমতাধর ছিল তেমনি এখনও নিজ নিজ অঞ্চলে তাঁদের প্রভাব বিদ্যমান। আর এ কারনেই তাঁদের মালিকানার জমিদারবাড়িগুলোর অবস্থা এখনও বেশ ভাল এবং এসব জমিদারবাড়ির যথাযথ যত্ন ও রক্ষনাবেক্ষন করা হচ্ছে।
১৯১৯ সালে ইংরেজ লর্ড রোনাল্ডশ্যকে আমন্ত্রন জানাতে নবাব আলী চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেন। লর্ড রোনাল্ডশ্য স্টিমারে করে কয়ড়ার কাছে এসেছিলেন এবং তাঁকে ৩০টি হাতির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়েছিল। [সূত্র: www.dctangail.gov.bd];
নবাব পরিবারের একজন উত্তরসূরী নবাব হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্প মন্ত্রী ছিলেন। এছাড়া ১৯৭৮ সালে তিনি একজন সংসদ সদস্যও ছিলেন। নবাব হাসান আলী চৌধুরীর মৃত্যুর পর ১৯৮১ সালে তাঁর কন্যা সৈয়দা আশেক আকবর সংসদ সদস্য নির্বাচিত হন। উপরোক্ত তথ্য আপনাকে এই নবাব পরিবারের প্রভাব ও ক্ষমতা সম্পর্কে ধারনা দেবে এবং আপনি বুঝতে পারবেন আজও কিভাবে এই নবাবমঞ্জিল এতোটা ভাল অবস্থায় রয়েছে।
ধনবাড়ি নবাব মঞ্জিলে প্রবেশ করতে আপনাকে ৩০/- টাকা দামের টিকেট কাটতে হবে। প্রতিটি টিকেট নবাব মঞ্জিলে প্রবেশ করার দুই ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে। নবাব মঞ্জিলের নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর এবং এখানকার কর্মচারীরা বেশ সাহায্যপরায়ন। এখানে বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না তাই আপনি নির্বিঘ্নে নবাব মঞ্জিল ঘুরে দেখতে পারবেন।
{:}
)
)