Array
(
[0] => Array
(
[name] => {:en}Mohera Zamindar Bari{:}{:bn}মহেরা জমিদার বাড়ী{:}
[post_id] => 5309
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/mohera-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Ananda-Lodge-Mohera-Jomidar-Bari-13-300x225.jpg
[post_content] => {:en}
It is not sure but people believed that they have started their Zamindari somewhere around 1890. First Zamindar (জমিদার) was Kalichoron Shaha (কালিচরণ সাহা). Beside their Land Lordship, they have conducted trading related to Jute and Salt. They were the owner of huge land properties from different part of Bangladesh. During country division and war, most of them moved into India. Only very few are living at Tangail. Their attractive edifices are now become a tourist spot. Since they were rich, people says they have built those building before establishing their Zamindari (জমিদারী). Mohera Zamindar Bari has several main buildings. Each of those are presented below with short description.
Chowdhury Lodge (চৌধুরী লজ): After entering the Zamindar mansion premise through the main gate, Choudhury Lodge is the first building that you'll find. It’s a pink colored building having Roman/Greek styled pillars at the front side. The rich ornate building is having corrugated at the roof from inside.
Its a two stored building having a garden in front of it. This building is beautiful from the back side too. There is a playground for the kids available there.
Ananda Lodge (আনন্দ লজ): In my opinion, Ananda lodge is the most stylish building from the entire premise. This building has a touch of white and blue. It has eight columns in front of the building.
Most attractive part of the building is the small hanging balcony at second floor. It seems like someone like Juliet used to pass her afternoon there. This building has a lovely garden at front side.
Moharaj Lodge (মহারাজ লজ): This is a pink colored building having byzantine design. Similar to other buildings it has 6 columns at the front side. The stair in front of the building has a curved railing which just increased its beauty.
Similar to other buildings it is a two storied building having a garden at front. Behind the garden has a tennis court. The Moharaj Lodge and the Ananda Lodge are adjoining.
Kalichoron Lodge (কালিচরণ লজ): This building is built during the last portion of the Jomidari Era. Thats why this one is looking different than other three. It is having more rooms compare to any others from the premise.
Architecture of the building is somewhat similar to the colonial era buildings. The shape of the building is like the letter 'U' in English alphabet. During the noon-afternoon, you'll find a play of light and shadow for that shape from the inside of the building.
Other Edifices (অন্যান্য ভবন): Beside the attractive arhitectured buildings, the Zomidar premise has other buildings named as Kachari Bhobon(কাচারী ভবন), Nayeb Bhobon(নায়েব ভবন), Rani Bhobon(রানী মহল), etc. Also you'll find several large ponds around the premise. Those are named as Bishaka Shagor, Poshra Shagor, etc.
1. Kachari Bhobon(কাচারী ভবন)
2. Nayeb Bhobon(নায়েব ভবন)
{:}{:bn}
নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়রা বিশ্বাস করেন যে এই অঞ্চলে জমিদারী প্রথার আরম্ভ হয়েছিল ১৮৯০ সালের দিকে। কালীচরণ সাহা ছিলেন এখানকার প্রথম জমিদার। এখানকার জমিদাররা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমান ভুসম্পত্তির মালিক ছিল এবং জমিদারী করার পাশাপাশি তাঁরা এখানে পাট ও লবনের ব্যাবসাও করত। দেশ বিভাগ এবং স্বাধীনতা যুদ্ধের সময় বেশীরভাগ জমিদার ভারতে চলে যান তবে টাঙ্গাইলে কিছু জমিদার এখনও বাস করছে। তাঁদের আকর্ষণীয় প্রাসাদগুলো বর্তমানে পর্যটন স্পটে পরিনত হয়েছে। যেহেতো জমিদারেরা ধনী ছিলেন তাই স্থানীয়রা মনে করেন এসব জমিদারবাড়ি জমিদারী প্রথা চালু হওয়ার পূর্বেই নির্মাণ করা হয়েছিল।
মহেরা জমিদার বাড়িতে কয়েকটি ভবন রয়েছে। নিম্নে এসব ভবনের বর্ণনা প্রদান করা হলঃ
চৌধুরী লজঃ মূল ফটক দিয়ে জমিদারবাড়ির সীমানায় প্রবেশ করলে সর্বপ্রথম চৌধুরী লজ আপনার চোখে পরবে। গোলাপি রঙের এই ভবনের সামনের দিকে রোমানশৈলীতে নির্মিত পিলার রয়েছে। চমৎকার নকশাখচিত এই ভবনের ভেতরের ছাদটি ঢেউ খেলানো। দোতলা এই ভবনের সামনে বাগান রয়েছে এবং শিশুদের খেলার মাঠ রয়েছে। এছাড়া ভবনের পেছনদিকটাও বেশ দৃষ্টিনন্দন।
আনন্দ লজঃ আনন্দ লজকে বলা যেতে পারে এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন। সাদা ও নীল রঙের ছোঁয়াসমৃদ্ধ ভবনটির সামনে আটটি কলাম রয়েছে। এই ভবনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তিন তলার ঝুলন্ত বারান্দা। এছাড়া আনন্দ লজের সামনে একটি চমৎকার বাগান রয়েছে।
মহারাজ লজঃ বাইজেনটাইন শৈলীতে নির্মিত এই গোলাপি ভবনের সামনে ৬ টি কলাম রয়েছে। মহারাজ লজের সামনের সিঁড়ির বাঁকানো রেলিংটি ভবনের সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি করেছে। অন্যান্য ভবনের মত মহারাজ লজের সামনেও একটি বাগান আছে। ভবনের পেছনে একটি টেনিস কোর্ট আছে।
কালীচরণ লজঃ জমিদারীর শেষ পর্যায়ে নির্মিত হওয়ায় এই ভবনটি দেখতে অন্যান্য তিনটি ভবন থেকে আলাদা। অন্যান্য ভবনগুলোর চেয়ে কালীচরণ লজে কক্ষের সংখ্যাও বেশি। ইংরেজি ‘ইউ’ অক্ষরের আকারের এই ভবনটির স্থাপত্যশৈলী ইংরেজ আমলের অন্যান্য ভবনের মতই। কালীচরণ লজের এই আকারের জন্য বিকালবেলা ভবনের ভেতর থেকে চমৎকার আলো আধারির খেলা দেখা যায়।
অন্যান্য ভবনসমূহঃ উপরোক্ত আকর্ষণীয় স্থাপত্যশৈলীর ভবনগুলো ছাড়াও জমিদারবাড়ির সীমানায় রয়েছে বেশকিছু ভবন যেমনঃ কাচারি ভবন, নায়েব ভবন রানী মহল ইত্যাদি। এছাড়া এখানে বেশকিছু পুকুর আছে যেমনঃ বিশাকা সাগর, পশরা সাগর ইত্যাদি।
{:}
)
[1] => Array
(
[name] => Nawab Faizunnesa Chowdhurani and Nawab Bari
[post_id] => 5531
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/nawab-faizunnesa-chowdhurani-and-nawab-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Choudhurani-Nawab-Faizunnesa11-201x300.jpg
[post_content] =>
Nawab Faizunnesa Choudhurani (1834–1903) was Zamindar of Homnabad-Pashchimgaon Estate in present-day Comilla District, Bangladesh. She is most famous for her campaign for female education and other social issues. In appreciation of her social work, in 1889 Queen Victoria awarded Faizunnesa the title of "Nawab", making her the first female Nawab in South Asia.
Early life and background: Nawab Faizunnesa Chowdhurani was born in 1834 in the village of Pashchimgaon under Laksham in the district of Comilla. Her father was Ahmed Ali Chowdhury, a descendent of the Mughal emperors and zamindar of Homnabad-Pashchimgaon estate. Faizunnessa was raised in a conservative Muslim family, where the women would maintain a strict purdah system. She received no formal education but she educated herself in her library during leisure time. She was proficient in Arabic, Persian, Sanskrit and Bengali language. In 1860, Faizunnesa was married to a distant cousin and neighboring Zamindar, Muhammad Gazi, becoming his second wife. But the couple became separated for an unknown reason and Faizunnesa began to live with her paternal family.
Career and philanthropy: After her mother's death in 1883, Faizunnesa inherited her property and became Zamindar of Pashchimgaon. She became increasingly involved in social work after becoming Zamindar. In 1873, Faizunnesa Choudhurani established a high school for girls in Comilla, which is one of the earliest female schools privately established in Indian subcontinent, which is now called Nawab Faizunnesa Government Girls' High School. She also founded a school at Pashchimgaon that was later upgraded to a college and now named as Nawab Faizunnesa Degree College.
In 1893, Faizunnesa established a charitable dispensary in her village for women in purdah, particularly destitute women. She also built a hospital for women, Faizunnesa Zenana Hospital in Comilla. In addition, she built mosques and contributed towards the development of roads and ponds. Faizunnesa patronized different newspapers and periodicals, including Bandhab, Dhaka Prakash, Musalman Bandhu, Sudhakar, and Islam Pracharak. Before her death in 1903 she donated her entire property to the nation.
)
[2] => Array
(
[name] => {:en}Rose Garden Palace{:}{:bn}রোজ গার্ডেন প্যালেস{:}
[post_id] => 1529
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/rose-garden-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/rose-garden-1-300x225.jpg
[post_content] => {:en}
The Rose Garden Palace was built by a Hindu Zamindar Hrikesh Das in the late 19th century. Around that time jalsas (parties) held at Baldha Garden were an important part of the social life of the city's wealthier Hindu residents. The story goes that Hrishikesh, a Zamindar of lower caste background, being insulted on this account by someone at one of the jalsas at Baldha Garden, decided to create his own garden to outshine that of Baldha. Here he staged jalsas of his own. The centerpiece of the garden is an elegant pavilion. However, this was not created as a residence, but rather a setting for entertainment such as musical performances (although subsequent owners did use it as a house). This extravagant lifestyle caused Hrikesh to go bankrupt and he was forced to sell the property.
The palace was bought by Khan Bahadur Kazi Abdur Rashid from Hrikesh in 1936 and renamed the building Rashid Manzil. His eldest son Kazi Mohammed Bashir (Humayun) who carried his name and fame until this generation.
The building, which remains a private property to date, has been renovated by its owners keeping the original character fully maintained. At present it is owned by Qazi Abdur Raqib, Barrister, who has leased it out to the Bengal Motion Picture Studios Limited.
The building has Corinthian columns and has eight apartments including a central hall on its ground floor. The upper floor has a further five apartments including a large dance hall in the middle. In the front yard, there was a fountain originally, the structure of which still remains. There are several classical marble statues in the garden, although the rosegarden that gave the mansion its name does not exist anymore.
The lodge contains on the ground floor eight apartments including a central hall whilst the upper floor has a further five apartments including a large dance hall measuring in the middle. At the back of the building to the east there is a veranda triple-arched entrance porch which leads to a staircase for the upper storey. Originally there was an ornamental fountain in the garden and a number of classical marble statue.
{:}{:bn}
১৯ শতকের শেষের দিকে হিন্দু জমিদার হৃষিকেস দাস রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন। সেসময়, বলধা গার্ডেনে অনুষ্ঠিত হওয়া জলসাগুলো শহরের বিত্তবান হিন্দুদের সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বলধা গার্ডেনের এমনই এক জলসায় হৃষিকেস দাস নামক এক নিম্নবর্ণের জমিদারকে অপমান করা হয় এবং এর ফলে তিনি নিজেই বাগানবাড়ি স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেন। হৃষিকেস দাস তাঁর নিজস্ব বাগানবাড়িতে জলসার আয়োজন করতেন। তাঁর বাগানের মূল আকর্ষণ ছিল একটি নয়নাভিরাম সাজঘর। তবে বাগানবাড়িটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল (যদিও পরবর্তী মালিকরা এটি বসবাসের জন্যেও ব্যবহার করতেন)। বিলাসবহুল জীবনযাপনের কারনে হৃষিকেস দাস দেউলিয়া হয়ে যান এবং ফলশ্রুতিতে তাঁকে তাঁর সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছিল।
১৯৩৬ সালে খান বাহাদুর কাজী আব্দুর রশিদ এই প্রাসাদটি হৃষিকেস দাসের কাছ থেকে কিনে নেন এবং প্রাসাদটির নামকরণ করেন রশিদ মঞ্জিল। তাঁর বড় ছেলে কাজী মোহাম্মদ বশির (হুমায়ুন) আজ অবধি তাঁদের নাম ও খ্যাতিকে ধরে রেখেছেন।
আজ অবধি ব্যাক্তিগত সম্পত্তি এই ভবনটির মূল আবেদন ধরে রেখে ভবনটিকে রক্ষনাবেক্ষন করা হচ্ছে। বর্তমানে এই প্রাসাদটির মালিক ব্যারিস্টার কাজী আব্দুর রকিব প্রাসাদটি বেঙ্গল মোশন পিকচার স্টুডিও লিমিটেডের কাছে ভাড়া দিয়েছেন।
প্রাসাদটির নীচতলায় একটি হলরুম ছাড়াও করিনথিয়ান কলাম এবং আটটি কক্ষ রয়েছে। প্রাসাদের উপর তলার মাঝে নৃত্য করার জন্য হল ছাড়াও আরও পাঁচটি কক্ষ রয়েছে। প্রাসাদের সামনে একটি ঝর্ণা ছিল যেটির চিহ্ন আজও বিদ্যমান। প্রাসাদের বাগানে কয়েকটি মার্বেলের তৈরি মূর্তি রয়েছে যদিও স্থানটির নামকরণ যে গোলাপ বাগানের জন্য করা হয়েছে সেই গোলাপ বাগানটি এখন আর নেই।
প্রাসাদের পিছনে পূর্বদিকে একটি বারান্দা আছে যেখানে প্রবেশের জন্য ধনুকাকৃতির তিনস্তর বিশিষ্ট একটি প্রবেশপথ রয়েছে যেটি দিয়ে উপরে ওঠার সিঁড়িতে যাওয়া যায়।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Baliati Palace{:}{:bn}বালিয়াটি জমিদার বাড়ি{:}
[post_id] => 2507
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/baliati-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Baliati-Palace-by-Tanvir-and-Asraful-Alam-300x225.jpg
[post_content] => {:en}
The great Baliati Palace (বালিয়াটি জমিদার বাড়ি) is located at the Saturia Upazila of Manikganj(সাটুরিয়া, মানিকগঞ্জ) district, in the village of Baliati. This historic building is about 200 years of old. A river named Gazikhali(গাজীখালী নদী) which is demised interim of the time, flowed at the northern side of the palace.
The palace is situated on a lush and sprawling premise, approximately 16000 square meter. There are possibly 200 rooms available inside the premise. Back side of the palace has a pond having four ghats(ঘাট). Other side of the pond has a series of sanitary lavatory.
The story starts more than hundred and fifty years ago when the Baliati Zamindars were still a force to be reckoned with in Bangladesh, situated about 35 miles northwest of Dhaka and 5 miles east of Manikgonj district headquarters. The palaces used to be also known as “Dosh-ani-Zaminder bari” due to inheritance of a portion of the main complex from Roy Chand by the well wishers of his first wife among the Zaminders. Kishorilal Roy Chowdhury and Roybahadur Harendra Kumer Roy Chowdhury realized soon enough the necessity of knowledge which compelled them to establish the Jagarnath College and K.L Jubily High school. The Baliati Zaminderbari originally consisted of five similar but separate blocks. The south façade of grand palace presents an attractive frontage of about 400 feet of the extant four blocks of the palace, the two central blocks are two-storied and the other two terminal ones are three-storied. The lofty encircling walls of the imposing Zaminderbari complex are punctuated by three superb gateways, identical in their architectural features. This remarkable complex has been acquired by the Bangladesh archeological department and has been given a new name “Baliati Palace” as a protected cultural property.In exploring the expressiveness of this marvelous structure with time, culture and mood, the attached twelve snaps tell the story by dividing it into three constituent parts. First part expresses the thematic preamble of time and prestige, and style. The second part sequentially put expedition of the underlying interior in the picture capturing architectural details, vista and shape and shadow. Last part tells the present story of the exterior in light of the surrounding at present. In short, the justification of making this sequential development to bring the whole story inside out from it’s behind theme to the present.
{:}{:bn}
রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫ মাইল উত্তরপশ্চিমে এবং মানিকগঞ্জ জেলা সদর থেকে ৫ মাইল পূর্বে সাটুরিয়া উপজেলায় বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত। বালিয়াটি গ্রামে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি প্রায় ২০০ বছর পুরাতন। এই জমিদারবাড়িটির উত্তরে একসময় গাজীখালী নদী প্রবাহিত হত। ১৬০০০ বর্গমিটার আয়তনের বিশাল এই জমিদারবাড়িটিতে প্রায় ২০০টি কক্ষ রয়েছে। জমিদারবাড়ির পেছনে অবস্থিত পুকুরের এক প্রান্তে চারটি ঘাট আছে এবং অপর প্রান্তে বেশকিছু শৌচাগার রয়েছে।
জমিদারবাড়ির একটি অংশ রায় চাঁদের কাছ থেকে অন্যান্য জমিদারদের প্রথম স্ত্রীদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির কারনে এই প্রাসাদটি ‘দশ-আনি-জমিদারবাড়ি’ নামে পরিচিত ছিল। জমিদার কিশোরিলাল চৌধুরী এবং রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী এই অঞ্চলের মানুষের মধ্যে জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং এই কারনে জগন্নাথ কলেজ এবং কে এল জুবিলী হাইস্কুল প্রতিষ্ঠা করেন। মূল জমিদারবাড়িতে পাঁচটি একই রকম কিন্তু ভিন্ন ভাগ ছিল। জমিদারবাড়ির দক্ষিনে বর্তমানে স্থায়ী ৪টি আকর্ষণীয় অংশ অবস্থিত। এগুলোর মধ্যে মাঝের দুটি অংশ হল দোতলা এবং পাশের বাকি তিনটি অংশ তিনতলা। জমিদারবাড়িকে ঘিরে থাকা সুউচ্চ প্রাচীরে তিনটি চমৎকার স্থাপত্যশৈলীর ফটক রয়েছে। বর্তমানে ‘বালিয়াতি প্রাসাদ’ নামকরণ করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদফতর এই জমিদারবাড়িটির অধিগ্রহন করে দেখাশোনা করছে। সময় এবং সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে জমিদারবাড়িটিকে তিনভাগে ভাগ করা হয়েছে বারোটি অধ্যায়ের মাধ্যমে। প্রথমভাগে সময়, শৈলী এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। দ্বিতীয়ভাগে জমিদারবাড়ির স্থাপত্যশৈলীর বিস্তারিত বিবরন ক্রমঅনুযায়ী বর্ণনা করা হয়েছে। শেষভাগে বর্তমান প্রেক্ষাপটে জমিদারবাড়ির গুরুত্বকে ফুটিয়ে তোলা হয়েছে। এক কথায় বলা যায় প্রথম থেকে বর্তমান পর্যন্ত এই জমিদারবাড়ির ইতিহাস চমৎকারভাবে ক্রমঅনুযায়ী বর্ণনা করা হয়েছে।
{:}
)
)