Array
(
[0] => Array
(
[name] => {:en}Gangatia Zamindar Bari{:}{:bn}গাংগাটিয়া জমিদার বাড়ি{:}
[post_id] => 5054
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/gangatia-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Gangatia-Jomidar-Bari-LonelyTraveler2-300x225.jpg
[post_content] => {:en}
This Zamindar Bari (জমিদার বাড়ী) is currently known as Manob Babur Bari (মানব বাবুর বাড়ী) as the current owner's name is Manab Babu (মানব বাবু) who is the last descendent of the Gangatia Zamindar (গাংগাটিয়া জমিদার). Manob Babu (মানব বাবু) has fisheries project near from his house. You can also visit the project with its owner if he is available.
According to the Manob Babu (মানব বাবু), they are the possible smallest Zamindar (জমিদার) from the Bangladesh. Their forefathers came here from India, a Brahmin family (very strictly following Brahmin). During the war of 1971, the Pakistani armies and their Bangladeshi allies have done lot of damage to their house. Right now he is living there with his wife and sister. Neither he nor his brothers (all his brothers are passed away) have any children.
Gangatia Zamindar Bari (গাংগাটিয়া জমিদার বাড়ী) is mainly a small house that is having an array of Roman styled columns at the front. The architecture and the style of the building from the front side is amazingly beautiful. Very few travelers use to visit here. This Zamindar Bari (জমিদার বাড়ী) is a small one, but it has a massive boundary. The front door is also decorated and stylish. (গাংগাটিয়া জমিদার বাড়ী).
{:}{:bn}
গাংগাটিয়ার জমিদারের সর্বশেষ বংশধর মানব বাবু বসবাস করার কারনে বর্তমানে এই জমিদার বাড়িটি মানব বাবুর বাড়ি নামে পরিচিত। জমিদার বাড়ির কাছেই মানব বাবু মাছ চাষ করেন। আপনি চাইলে তার সাথেই মাছের খামার ঘুরে দেখতে পারবেন।
মানব বাবুর ভাষ্যমতে তারা হলেন এদেশের সবচেয়ে ছোট জমিদার পরিবার। তারা হলেন ব্রাহ্মণ গোত্রের এবং তাঁদের পূর্বসূরীরা এখানে ভারত থেকে এসেছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জমিদার বাড়িটির ব্যপক ক্ষতিসাধন করে। বর্তমানে মানব বাবু এখানে তার স্ত্রী ও বোনকে নিয়ে বাস করছেন। মানব বাবু এবং তাঁর পরলোকগত কোন ভাইয়েরই কোন সন্তান নেই।
গাংগাটিয়া জমিদার বাড়ির সম্মুখভাগে রোমান স্থাপত্যের কলাম রয়েছে। সামনে থেকে এই জমিদার বাড়িটির স্থাপত্যশৈলী এক কথায় অসাধারণ। এখানে খুব কম পর্যটক বেড়াতে আসেন। ছোট এই জমিদার বাড়িটি বিশাল এলাকার উপর অবস্থিত। জমিদার বাড়ির সম্মুখ দরজাটি নকশায় পরিপূর্ণ।
বাংলাদেশের বেশীরভাগ হিন্দু জমিদার বাড়ি বেশ নাজুক অবস্থায় রয়েছে। বেশীরভাগ হিন্দু জমিদার ধর্মীয় অস্থিরতা এবং অন্যান্য প্রতিকুল পরিস্থিতির কারনে এদেশ ত্যাগ করতে বাধ্য হন। তবে, স্থানীয়দের বন্ধুত্বসুলভ আচরণ এবং সার্বিক সহযোগিতায় এখনও কিছু হিন্দু জমিদার পরিবার গর্বের সাথে বসবাস করছে।
{:}
)
[1] => Array
(
[name] => Maynamati War Cemetery
[post_id] => 1365
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/maynamati-war-cemetery/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Comilla-War-Cemetery-011-300x225.jpg
[post_content] =>
The Maynamati War Cemetery (alternatively: Comilla War Cemetery) is a war cemetery and a memorial in in Comilla, Bangladesh for Second World War graves from nearby areas during the war. The cemetery contains 736 Commonwealth burials of the Second World War. It was established and maintained by the Commonwealth War Graves Commission (CWGC), to pay tribute to those who sacrificed their lives in World War II. It is situated in the Comilla Cantonment area.
Before the war Maynamati was a hamlet of a few dozen huts, but during the war a large military camp was established there. Several ordnance depots and a number of military hospitals, both British and Indian, were in the area, including Nos. 14 and 150 British General Hospitals; and the majority of the burials in Maynamati War Cemetery were from the various hospitals. Graves from isolated places in the surrounding country, and some from as far afield as Burma, were moved into the cemetery by the Army Graves Service and later on by the Commission; and it was found necessary to transfer also graves from small cemeteries at Dacca, Faridpur, Paksay, Saidpur, Santahan and Sirajgany, where they could not be maintained.
The cemetery was started by the Army and laid out by the garrison engineer. It is dominated by a small flat-topped hill crowned with indigenous flowering and evergreen trees. Between the entrance and this hill lie the Christian graves, and on the far side of it are the Muslim graves. On a terrace about half-way up the hill, facing the entrance, stands the Cross of Sacrifice, and on the other side a shelter looks over the Muslim graves to a tree-framed view of the countryside beyond.
)
[2] => Array
(
[name] => {:en}Pailgaon Zamindar Bari{:}{:bn}পাইলগাঁও জমিদারবাড়ী{:}
[post_id] => 22961
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/pailgaon-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/11/P_20151014_130750_1_p-300x169.jpg
[post_content] => {:en}
Pailgaon Zamindar Bari is one of the remarkable old structures of Jagannathpur in Sunamganj. This 300 years old palace was established on 5.5 acres of land.
The last person of this Zamindar family was Brajendra Narayan Chowdhury. He was a famous politician at that time and a member of the congress of Sylhet too at that time.
The place is situated near the bank of Kushiara river in Sunamganj District. It is at Pailgaon Union under Jagannathpur Upazila.
History of this place: Thousand years ago, decedents of Pal Dynasty lived here. As time goes, "Das" family took their place. Pir Mohammad Badsha (Muslim Rulers) gave them the title - "Chowdhury". Ram and Sreeram were two descendants of this bloodline. One of their descendants Madhab Ram gained much popularity in his locality at that time. He did a lot of social welfare.
Their descendants Brojnath had two sons. Their named were Roshomoy Chowdhury and Sukhumoy Chowdhury. The place is locally known by the name after of Zamindar Roshomoy Chowdhury. The last ruler of the family was famous Brajendra Narayan Chowdhury.
{:}{:bn}প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদারবাড়ী। প্রায় সাড়ে ৫ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত তিন শত বছরেরও বেশী পুরানো এ জমিদার বাড়ীটি এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের নিদর্শন ।এ জমিদার পরিবারের শেষ জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধু রী ছিলেন প্র খ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি ছিলেন সিলেট বিভাগের কংগ্রেস সভাপতি এবং আসাম আইন পরিষদের সদস্য। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জগন্নাথপুর উপজেলার অধীন ৯ নম্বার পাইলগাও ইউনিয়নের পাইলগাও গ্রামে ঐতিহ্যবাহি এ জমিদারীর অবস্থান। জমিদার বাড়ী দক্ষিণ দিকে সিলেটের কুশিয়ারা নদী বহমান। প্রখ্যাত ঐতিহাসিক অচ্যূতচরণ চৌধুরী পাইলগাও জমিদার বংশের রসময় বা রাসমোহন চৌধুরী হতে প্রাপ্ত সূত্রেলিখেছেন যে; পাইলগাওয়ে বহুপূর্বকালে পাল বংশীয় লোক বসবাস করত। এ গোষ্টিয় পদ্মলোচন নামক ব্যক্তির এক কন্যার নাম ছিল রোহিণী। কোন এক কারণে রাঢ দেশের মঙ্গলকোট হতে আগত গৌতম গোত্রীয় কানাইলাল ধর রোহিণীকে বিবাহ করত গৃহ-জামাতা হয়ে এখানেই বসবাস শুরুকরেন। কানাইলাল ধরের আট পুরুষ পরে বালক দাস নামের এক ব্যক্তির উদ্ভব হয়। এ বালক দাস থেকে এ বংশ বিস্তৃত হয়। বালক দাসের কয়েক পুরুষ পর উমানন্দ ধর ওরফে বিনোদ রায় দিল-ীর মোহাম্মদ শাহ বাদশা কর্তৃ ক চৌধুরী সনদ প্রাপ্তহন। বিনোদ রায়ের মাধব রাম ও শ্রীরাম নামে দুই পুত্রের জন্মহয়। তার মধ্যেমাধব রামজনহিতকর কর্মপালনে নিজ গ্রাম পাইলগাঁও এ এক বিরাট দীঘি খনন করে সুনাম অর্জন করেন। তার দেয়া উক্তদীঘি আজও ঐ অঞ্চলে মাধব রামের তালাব হিসেবে পরিচিতহচ্ছে। মাধব রামের দুই পুত্র মদনরাম ও মোহনরাম । উক্ত মোহনরামের ঘরে দুর্লভরাম, রামজীবন, হুলাসরাম ও যোগজীবন নামে চার পুত্রের জন্ম হয়। এই চার ভাই দশসনা বন্দোবস্তের সময় কিসমত আতুয়াজানের ১থেকে ৪ নং তালুকের যতাক্রমে বন্দোবস্তগ্রহন করে তালুকদার নাম ধারণ করে। এদের মধ্যে হুলাসরাম বানিয়াচং রাজ্যের দেওয়ানি কার্যালয়ে উচ্চ পদের কর্মচারীনিযুক্ত হন। হুলাসরাম চৌধুরী বানিয়াচং রাজ্যের রাজা দেওযান উমেদ রাজারঅনুগ্রহে আতুয়াজান পরগণায় কিছু ভূমি দান প্রাপ্তহন। হুলাসরামের প্রাপ্তভূমির কিছু কিছু চাষযোগ্যও কিছু ভূমি চাষ অযোগ্যছিল। পরবর্তিতে হুলাসরাম চাষ অযোগ্য ভূমিগুলোকে চাষযোগ্যকরে তুললে এগুলোই এক বিরাট জমিদারীতে পরিণত হয়ে উঠে। হুলাস রামের ভাতুষ্পুত্রবিজয়নারায়ণের একমাত্রপুত্রব্র জনাথ চৌধুরীজমিদারি বর্ধিত করে এক প্রভাবশালী জমিদারে পরিণত হন। ব্রজনাথ চৌধুরীর দুইপুত্ররসময় ও সুখময় চৌধুরী। রসময় চৌধুরীর পুত্র ব্রজেন্দ্রনারায়নই ছিলেন এবংশের শেষ জমিদার।{:}
)
[3] => Array
(
[name] => Niyogi House
[post_id] => 16728
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/niyogi-house/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/niyogee-house-8-300x200.jpg
[post_content] =>
The Niyogi House (নিয়গি বাড়ি) is located at Pukur Para (পুকুর পাড়া) of Singair Upazila. It is a old house built by Ganesh Chandra Niyogi more than 100 years ago. The household comprises of three structures, the principal and largest one is in severe ruins. Not only has the entire roof fallen down, anything that once formed this roof has now disappeared. The large arched doors and windows including their frames too are not to be found anywhere. It had a spacious corridor running the length of the building inside.
Another large building, though too in a dilapidated state is currently being used as the hostel of the local college. The smallest structure that once served as the kitchen has been renovated and is currently being used as accommodation by the Head of the Department of Economics of the same institution. He was there to proudly show us around the premises.
Within the inner compound of the buildings, there is an old well, which shows more waste than water some fifteen feet below. Date inscribed there 1334 Falgun (ফালগুণ) on the wall of this well, declaring this to be at least 87 years old.
)
)