লোহাগড় মঠ

Type: তীর্থযাত্রার স্থান
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

প্রায় সাতশ বছর পুরাতন প্রাচীন লোহাগড় মঠ চাঁদপুর জেলার লোহাগড় গ্রামে ডাকাতিয়া নদীর পাশে অবস্থিত। লোহ এবং গহর নামে দুজন অত্যাচারী ভাই ছিলেন যাদের নামানুসারে এই গ্রামের নাম হয়ে যায় লোহাগড়।

মঠটি কে এবং কবে নির্মাণ করেছিলেন এ ব্যাপারে সন্দেহ রয়েছে। তবে, কিছু সূত্র থেকে জানা যায় যে ওই দুই ভাই এই মঠটি নির্মাণ করেছিলেন। শুরুতে এখানে পাশাপাশি পাঁচটি মঠ ছিল তবে বর্তমানে এখানে মাত্র তিনটি মঠ অবশিষ্ট রয়েছে।

সেসময় মানুষজন লোহ এবং গহর সহোদরকে নিয়ে ভীষণ আতঙ্কে থাকতো কারন এই দুই ভাই অনেক অত্যাচারী ছিলেন এবং তারা গ্রামের মানুষের কল্যাণের জন্য কখনোই কিছু করেননি। গ্রামের নারীদের ধর্ষণ করা ছিল তাদের নিত্যদিনের কাজ। মানুষজন এই দুই ভাইয়ের বাড়ির ধারেকাছে যেতে সাহস পেতো না। কথায় আছে লোহ এবং গহরের কাছে তাদের মা দুধ খেতে চেয়েছিল এবং এই অপরাধে তারা তাদের মাকে বাসার কাছে অবস্থিত পুকুরে ডুবিয়ে হত্যা করেছিল।

বর্তমানে টিকে থাকা তিনটি মঠ ভিন্ন ভিন্ন উচ্চতার। সবচেয়ে লম্বা মঠটি সবচেয়ে সুন্দর যেটির উপরিভাগে নিম্নভাগের চেয়ে অনেক বেশি নকশার কাজ রয়েছে। এই মঠটির উপরিভাগ দেখতে অনেকটা প্যাগোডার উপরিভাগের মত দেখতে। মঠটির উপরে কয়েকটি গর্ত রয়েছে যেখানে টিয়াপাখি বাস করে। মানুষজন মঠগুলোর কাছে খুব কম যাওয়ায় অনেক বছর এগুলো জঙ্গলে ঢেকে ছিল। মানুষজন মনে করতো মঠগুলোতে খারাপ আত্মার আনাগোনা রয়েছে এবং এসব খারাপ আত্মা মানুষকে নিয়ে যায় অথবা হত্যা করে আর এ কারনেই অনেক বছর মানুষজন একা এই মঠের কাছে যাওয়ার সাহস করেনি।


How to go

সকাল ৭টা থেকে আরম্ভ করে বিকাল পর্যন্ত এক ঘণ্টা বিরতিতে ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। আপনি এগুলোর যেকোনো একটি লঞ্চে করে সাড়ে তিন থেকে চার ঘণ্টায় চাঁদপুরে পৌছাতে পারবেন। চাঁদপুরে পৌঁছে যাওয়া এবং আসার জন্য একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে আধ ঘণ্টায় মঠে পৌঁছে যেতে পারবেন। সিএনজি অটোরিকশা চালককে বললেই চলবে যে আপনি লোহাগড় মঠে যেতে চান। তবে সিএনজি ভাড়া এখানে একটু বেশি তাই আপনাকে প্রায় ৪০০/- টাকা থেকে ৫০০/ টাকা ভাড়া দিতে হতে পারে। এছাড়া সিএনজি অটোরিকশাতে আপনি শেয়ার করেও যেতে পারেন এবং এতে করে অটোরিকশা প্রয়োজনমত বদল করতে পারবেন।

How To Reach: চাঁদপুর জেলা

There are several launches from Sadarghat, Dhaka to Bodortuni, Chandpur. Departure time are 02:00 am, 06:15 pm, 07:00 pm, 07:30 pm, 08:05 pm, 08:30 pm, and 08:45 pm.

Meghna Express, Sagarika Express and Chandpur comuter are there from 5:00 am to 11:00 am.

Where to Stay

There are quite a few small hotels in Chandpur but none of them are of great quality. However, some of the places to stay in the district have been listed below for your assistance.

1. Bhai Bhai Residential Hotel
Address: taltoli bus station, Chandpur

2. Hotel Sokina
Address: Notun Bazar, Chandpur

3. Hotel Atithi
Address: Maternity road, Chandpur

Eating Facilities

চাঁদপুরে কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন

Map

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat