নাজিমগড় গার্ডেন রিসোর্ট

Type: অবকাশ যাপন কেন্দ্র
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

নাজিমগড় গার্ডেন রিসোর্ট সিলেট সদর উপজেলার খাদিমনগরে অবস্থিত। প্রায় ছয় একর জমির উপর অবস্থিত নাজিমগড় গার্ডেন রিসোর্টকে পাহাড়ের কোলে অবস্থিত একটি ছবির মত সুন্দর দ্বীপ হিসেবে বললে মোটেও ভুল হবে না। এখানকার ভিলা এবং বাংলোগুলোতে রয়েছে পৃথক বারান্দাসহ দুজনের থাকার মত বিশ্বমানের পঞ্চাশটি কক্ষ। এখানকার ‘হিলটপ স্পা কমপ্লেক্সে’ বড়দের সুইমিংপুল, বাচ্চাদের সুইমিংপুলের পাশাপাশি রয়েছে সোয়ানা এবং মাসাজের সুব্যবস্থা। এখানকার ক্যাফে এবং রেস্টুরেন্টগুলোতে অভিজ্ঞ বাবুর্চিদের দিয়ে রান্না করানো হয়। এছাড়াও মিটিং ও কনফারেন্সের জন্য এখানে রয়েছে পৃথক কক্ষ।


How to go

এই রিসোর্টে যাওয়ার জন্য আপনাকে আগে সিলেটে আসতে হবে। সিলেট শহর থেকে ৮.৬ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টে আপনি সিএনজি অটোরিকশা, বাস অথবা প্রাইভেট কারে যেতে পারেবেন। যেহেতু এই রিসোর্টটি বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষন ইন্সটিটিউটের সামনে অবস্থিত তাই বাসে করে যেতে হলে আপনাকে তামাবিল অভিমুখী বাসে চড়তে হবে।

How To Reach: সিলেট জেলা

Three type of transportation mode is available towards Sylhet from Dhaka. You can get in there by bus, train or air.

1. Greenline Paribahan
9/2, Outer Circular Road, Rajarbag, Dhaka-1217. (BDT 850 Volvo, BDT 1100 Scania)

2. Shyamoli Paribahan

Arambagh Counter, Dhaka. Phone-7102291, 0193626023
Sayedabad Counter, Dhaka. Phone-0171-8075541, 7511019, 7550071

3. Hanif Paribahan, Dhaka offices

Panthapath: 0173-402670
Arambagh: 01713-402671
Sayedabad: 01713-402673

4. S Al Saudia

Address: Humayun Rashid Chattar, Sylhet
Mobile: 01712920909

5. Shohah Paribahan

Address: Shobhani Ghat, Sylhet
Phone: 0821-722299
Fare: Taka 1100

You will find the above bus operators from Malibag Rail-gate, Razarbag or Sayedabad bus stand. These services are available from 6:30 am to 11:30 pm.

Bangladesh Biman, NovoAir, United Airways and Regent Airways are the four operators who fly from Dhaka to sylhet. The ticket price starts from 3000 taka & it goes up to 8000 taka per pax. There are more than 10 flights every day from morning to evening.

The planes leaving Dhaka for Sylhet are

1. United Airlines
Departure from Dhaka-5:35PM on Friday: 2:20PM
Departure from Sylhet-6:45PM on Friday-3:30PM
(Schedule varies time to time)
Fair-One way BDT 3825- 6325

2. Regent Airways.
Departure from Dhaka-4:40PM
Departure from Sylhet-5:45PM
(Schedule varies time to time)
Fair-One fair ranges from BDT 4800-5700

3. Bangladesh Biman. Price of tickets ranges from BDT 3500-9940 (Single flight per day)

There are four train services from Dhaka to sylhet. They are Joyontika, Parabat and Upoban depart at morning, noon and evening. There is a new train named Kalini depart at afternoon from Dhaka. It takes 7-8 hours to reach sylhet.The ticket price is around 295 for shovon-chair & it gets 679 taka for 1st class AC.

Train Schedules:

1. Kalini Express– departure time from Dhaka-4:00PM, arrival time at Sylhet-10:30PM.Off day: Friday

2. Parabat Express– departure time from Dhaka-6:40AM, arrival time at Sylhet-1:35PM
Departure time from Sylhet-3:00PM, arrival time at Dhaka-10:30PM. Off day: Tuesday

3. Upaban Express– departure time from Dhaka-9:50PM, arrival time at Sylhet-5:30AM
Departure time from Sylhet-10:00PM, arrival time at Dhaka-5:30AM.
Off day: Wednesday in Dhaka, no off days in Sylhet

4. Joyntika Express– departure time from Dhaka-12:00PM, arrival time at Sylhet-7:50PM
Departure time from Sylhet-08:20AM, arrival time at Dhaka-4:00PM.
Off day: None
Fair of all these ranges according to compartments usually BDT 75-1018.

Things to do

এখানে ঘুরে বেড়ানোর জন্য এবং দেখার জন্য রয়েছে একাধিক স্থান। নাজিমগড় গার্ডেন রিসোর্ট থেকে ৩০ কিলোমিটার দূরে সারি নদীতে রয়েছে রিসোর্টের নিজস্ব বোট স্টেশন। রিসোর্টের তত্ত্বাবধানে পর্যটকদের গ্রীষ্মকালে স্পীডবোটে এবং পানির স্তর কমে গেলে ছোট নৌকায় লালাখালে বেড়াতে নিয়ে যাওয়া হয়। এছাড়া এখান থেকে আপনি লালাখাল, জাফলং, পান্থামুই গ্রাম, মাধবকুণ্ডের চা বাগান ও রেইন ফরেস্টসহ বিভিন্ন স্থানে বেড়াতে যেতে পারেন।

Eating Facilities

খাওয়ার জন্য এই রিসোর্টে রয়েছে বেশকিছু রেস্টুরেন্ট যেমনঃ গার্ডেন বিসট্র, হিলটপ, মাচাং, মেঘালয় লাউঞ্জ এবং পুল ক্যাফে।

Map

Reservation

More Stories

From Other Web

  • Nazimgarh Resorts, with its luxurious settings, is emerging as the premier hotel and resort destination of Bangladesh. Its different properties in the northeast district of Sylhet offer places to stay in garden

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat