




Brief
পরিকুণ্ড ঝর্ণা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতের নিকটে অবস্থিত। যারা ইতিমধ্যেই মাধবকুণ্ডের জলপ্রপাত দেখতে গিয়েছেন তাদের অনেকেরই জানা নেই যে মাধবকুণ্ড ইকো পার্কের অভ্যন্তরে আরেকটি ঝর্ণা রয়েছে। মাধবকুণ্ড জলপ্রপাতের ঠিক আগেই অবস্থিত পরিকুণ্ড ঝর্ণাটি তাই অনেকের কাছেই অচেনা। বর্ষাকাল ছাড়া অন্যান্য মৌসুমে এই ঝর্ণাটি শুকিয়ে যায়।
পরিকুণ্ড ঝর্ণা খুঁজে পেতে অসুবিধা হলে পার্কের অভ্যন্তরে কাউকে জিজ্ঞেস করুন, তারাই আপনাকে পথ চিনিয়ে দেবে। এই ঝর্ণায় পৌছাতে হলে আপনাকে প্রবাহিত পানির ওপর দিয়ে অমসৃণ পথে হাঁটতে হবে তাই এসময় আপনার জামা কাপড় ভিজতে বাধ্য। এছাড়া পিচ্ছিল পথে চলার সময় আপনাকে সাবধানে পা ফেলতে হবে অন্যথায় যেকোন মুহূর্তে পিছলে পড়ে আপনি আঘাত পেতে পারেন।
অনেকে মনে করেন যে এখানকার নীরবতার কারনে এই ঝর্ণাটি মাধবকুণ্ডের মূল জলপ্রপাতের চেয়ে বেশি সুন্দর। অজ্ঞতার কারনে এখানে মানুষজন খুব একটা না আশায় এই নীরবতা বজায় থাকে (মাধবকুণ্ডের জলপ্রপাতটি পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে)। প্রায় ১৫০ মিটার উঁচু এই ঝর্ণাটি নীচ থেকে উপরে বেশ খাড়া হওয়ায় এটিকে মাধবকুণ্ডের জলপ্রপাতের চাইতে উঁচু মনে হয়। এই ঝর্ণায় পানির পরিমান ও গভীরতা কম হলেও পাথরের ওপর পানি পরার পর অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় আর এ কারনেই এই ঝর্ণার সৌন্দর্য বহুগুন বেড়ে যায়।
How to go
এই ঝর্ণাটি মাধবকুণ্ডের জলপ্রপাতের কাছে অবস্থিত হওয়ায় মাধবকুণ্ড ইকো পার্ক ও জলপ্রপাতে কিভাবে যাবেন দেখে নিন। তবে মাধবকুণ্ডের জলপ্রপাত দেখতে যাওয়ার পূর্বে পরিকুণ্ড ঝর্ণা দেখে নিতে পারেন। মাধবকুণ্ডের জলপ্রপাতের যাবার পথে বামদিকে একটি শিব মন্দির পরবে। এই পথের ঠিক উল্টো দিকে একটি সিঁড়ি গিয়ে মিলেছে মাধবকুণ্ডের জলপ্রপাত থেকে সৃষ্ট একটি খালে। পরিকুণ্ড ঝর্ণায় যেতে হলে আপনাকে এই খালের রাস্তা দিয়ে ১০ মিনিট থেকে ১৫ মিনিট হাঁটতে হবে।
তবে, পরিকুণ্ড ঝর্ণা খুঁজে পেতে অসুবিধা হলে আপনি ইকো পার্কের অভ্যন্তরে কাউকে জিজ্ঞেস করলেই ঝর্ণায় যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। পরিকুণ্ড ঝর্ণায় পৌছানোর পথটি পাথরের হওয়াতে বেশ পিচ্ছিল তাই আপনাকে সাবধানে পা ফেলতে হবে।
How To Reach: মৌলভীবাজার জেলা
You can reach to Moulvibazar from Dhaka only via bus directly. If you want to travel by train, you need to get off at Sreemangal station. Then you need to take a local bus or CNG to reach Moulvibazar. In case, you would like to fly to Moulvibazar, you have to reach sylhet first, then you can take a direct bus to Moulvibazar.
1. Hanif Paribahan
Arambagh: 01713-402671
Sayedabad: 01713-402673
2. Shyamoli Paribahan
Arambagh Counter, Dhaka. Phone-7102291, 0193626023
Sayedabad Counter, Dhaka. Phone-0171-8075541, 7511019, 7550071
3. Mamun Enterprise
First tip – 7:30am, last tip – 12:30am (bus in every 1 hour)
Sayadabad -01718438732, Jonopath mor-0191777061,
Fakirapul- 0191287467
You will find the above bus operators from Malibag Rail-gate, Razarbag or Sayedabad bus stand. These services are available from 6:30 am to 11:30 pm.
There are four train services from Dhaka to Sylhet. You can ride on these trains and get off at Sreemangal Station to head to Moulvibazar. They are Joyontika, Parabat and Upoban depart at morning, noon and evening. There is a new train named Kalini depart at afternoon from Dhaka. It takes 7-8 hours to reach sylhet. The ticket price to Sreemangal is around 225 for shovon-chair & it gets up to 512 taka for 1st class AC.
Where to Stay
Moulvibazar has several good quality hotels in the town. There are some resorts too. Sreemangal, the nearby Upazila also has number of 5 star resorts around it. The list of hotels in Moulvibazar are given below:
1. Hotel Sonargaon
Address: Sreemangal Road, Moulvibazar Sadar
Phone: 0861-64607
2. Parjatan Rest House
Address: Kusumbagh, Moulvibazar Sadar
Phone:0861-52350
3. Sheraton Plaza
Address: Kusumbagh, Moulvibazar Sadar
Phone: 0861-52020
4. Hotel Helal
Address: Saifur Rahman Road, Moulvibazar.
Contact: 0861-52535
5. Grand Sultan Tea Resort and Golf
Address: Radhanagar, Sreemangal, Moulvibazar
Phone: +8801730793552-9
Email: reservations@grandsultanresort.com
6. Hotel Rezia
Contact no: 01716-086463
Array
(
[0] => Array
(
[name] => Kasing Waterfall
[post_id] => 22477
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/kasing-waterfall/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/10/toiduchhori-jhorna-kasing-toidu-1-300x225.jpg
[post_content] => After enjoying the second step/lower falls of bewitching Toiduchara Waterfall (তৈদুছড়ি ঝরনা), you can pass through an adventurous cliff and reach at the first step/upper falls of the Toiduchara Waterfall. This is known as Toiduchhori Jhorna-2 (তৈদুছড়ি ঝরনা-২) to us, and Kasing Jhorna (কাসিং ঝরনা) to the local Tripura (ত্রিপুরা) tribe.
The height of this waterfall is slight bigger than the previous one. But to my judgement, previous one was more delicate than this one. Water of this Kasing Jhorna falls over a 'stair like' place beneath the waterfall and splashs all around. It was over 4:00 at the afternoon when we were wandering around the waterfall.
)
[1] => Array
(
[name] => Remakri Waterfall
[post_id] => 1416
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/remakri-waterfall/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/offroadbangladeshlogo2-300x178.png
[post_content] =>
Remakri Waterfall is located in Thanchi Upazila of Bandarban.
Travel from Bandarban to Thanchi: After reaching Bandarban you have to go to Thanchi upazila by bus from Bandarban. To reach Amaikum waterfall you have to make a trip from Bandarban to thanchi by "ChanderGari" (public jeep) or a private vehicle. The distance between Bandarban to Thanchi is about 79 km.
Way to go Amiakum-Route: Bandorban>thanchi>Bording para>Simplampi para >Thandiy para >Bollong Para > sat bahikum>Nakiongmuk>Amiakum waterfall
Travel from Thanchi to Remakri: You need to hire a Tour guide.You must enter your full name, address and contact number at the Army camp of Remakri, Bandarban before hiring a tour guide. There is a tour guide committee and that tour guide committee will select an experienced tour guide for you. This tour guide will stay for 2 days with you during the journey to reach the particular tour spot till you come back to Remakri. For the first day the tour guide will charge 600/= Taka (BDT) and for the second day onwards the tour guide will charge 500/= Taka (BDT) for each day (exclude his food and accommodation). You need to hire a Boat for the adventurous journey of Thanchi to Remakri.
)
[2] => Array
(
[name] => {:en}Madhabkunda Waterfall and Eco Park{:}{:bn}মাধবকুণ্ড ইকোপার্ক এবং জলপ্রপাত{:}
[post_id] => 3997
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/madhabkunda-waterfall-and-eco-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Madhabkunda_waterfall_Muhammad-Noman1-300x225.jpg
[post_content] => {:en}
Madhabkunda Waterfall and Eco Park is situated in Barlekha Upazila in Moulvibazar District of Sylhet Division. It is one of the largest waterfalls in Bangladesh. The waterfall is a popular tourist spot in Bangladesh. Big boulders, surrounding forest, and the adjoining streams attract many tourists for picnic parties and day trips. The 267 hectors Madhabkunda Eco Park (est. 2001) is located at Madhabkunda under Moulvibazar District. This area was declared as Eco Park with a view to conserve the Madhabkunda waterfall and surrounding biodiversity. The Madhabkunda Waterfall is the most attractive site of this Eco Park which is about 200 ft. (61 m) high. A section of ‘Khasia’ tribe lives in the forest villages of this area. They are engaged in some agro-economic activities in the forestland.
{:}{:bn}বাংলাদেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত হল সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড ঝর্ণাটি। বড় পাথরখণ্ড, চারপাশের বনভুমি এবং অঝোর ধারায় বয়ে চলা জলধারার কারনে এই স্থানটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান যেখানে প্রতিবছর প্রচুর পর্যটক বেড়াতে ও পিকনিক করতে আসেন।
মাধবকুণ্ড জলপ্রপাত এবং তৎসংলগ্ন জীব বৈচিত্র্যকে রক্ষার জন্য ২০০১ সালে প্রতিষ্ঠিত ২৬৭ একর আয়তনের মাধবকুণ্ড ইকো পার্কটি মৌলভীবাজার জেলার অধীন মাধবকুণ্ডে অবস্থিত। প্রায় ২০০ ফুট (৬১) মিটার উঁচু জলপ্রপাতটি এই ইকো পার্কের মূল আকর্ষণ। এখানকার গ্রামে খাসিয়া সম্প্রদায়ের আদিবাসীরা বসবাস করে এবং বনভুমিতে কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত করে।{:}
)
[3] => Array
(
[name] => {:en}Shuvolong Waterfall{:}{:bn}শুভলং ঝর্ণা{:}
[post_id] => 1239
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/shuvolong-waterfalls/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Shuvolong_Waterfall-Photo-By-Mirza-Salman-Hossain-Beg1-300x225.jpg
[post_content] => {:en}
Shuvolong Waterfall is a beautiful waterfall in Rangamati. The only available path to reach at the waterfall is through the lake. People visit there by boat. It is a famous place with the tourists for the waterfall, high hills and the natuarl surrounding it offers. This waterfall is just before the Shubholong Bazar. So that Shuvolong is easily accessible by speed boat or motor boats from Rangamati.
[We need more detail information of this spot. If you have more information and photos, please be advised to add and share in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
বিশ্বের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী বাংলাদেশে বেশকিছু পর্যটন স্পট রয়েছে যার মধ্যে চট্রগ্রাম বিভাগে অবস্থিত রাঙ্গামাটি জেলা অন্যতম। রাঙ্গামাটির অন্যতম আকর্ষণীয় স্থান হল শুভলং ঝর্ণা। শুধুমাত্র জলপথে এই ঝর্ণায় যাওয়া যায় তাই পর্যটকেরা এখানে আসতে নৌকা ব্যবহার করে থাকে। শুভলং বাজার থেকে মাত্র ৫ মিনিটে এই ঝর্ণায় পৌছাতে পারবেন। চারপাশে পাহাড় ও ঝর্ণার সমন্বয়ে পর্যটকদের জন্য প্রকৃতির এক অপরূপ লীলাভূমি বলা চলে এই স্থানটিকে।
{:}
)
)