পরিকুণ্ড ঝর্ণা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতের নিকটে অবস্থিত। যারা ইতিমধ্যেই মাধবকুণ্ডের জলপ্রপাত দেখতে গিয়েছেন তাদের অনেকেরই জানা নেই যে মাধবকুণ্ড ইকো পার্কের অভ্যন্তরে আরেকটি ঝর্ণা রয়েছে। মাধবকুণ্ড জলপ্রপাতের ঠিক আগেই অবস্থিত পরিকুণ্ড ঝর্ণাটি তাই অনেকের কাছেই অচেনা। বর্ষাকাল ছাড়া অন্যান্য মৌসুমে এই ঝর্ণাটি শুকিয়ে যায়।
পরিকুণ্ড ঝর্ণা খুঁজে পেতে অসুবিধা হলে পার্কের অভ্যন্তরে কাউকে জিজ্ঞেস করুন, তারাই আপনাকে পথ চিনিয়ে দেবে। এই ঝর্ণায় পৌছাতে হলে আপনাকে প্রবাহিত পানির ওপর দিয়ে অমসৃণ পথে হাঁটতে হবে তাই এসময় আপনার জামা কাপড় ভিজতে বাধ্য। এছাড়া পিচ্ছিল পথে চলার সময় আপনাকে সাবধানে পা ফেলতে হবে অন্যথায় যেকোন মুহূর্তে পিছলে পড়ে আপনি আঘাত পেতে পারেন।
অনেকে মনে করেন যে এখানকার নীরবতার কারনে এই ঝর্ণাটি মাধবকুণ্ডের মূল জলপ্রপাতের চেয়ে বেশি সুন্দর। অজ্ঞতার কারনে এখানে মানুষজন খুব একটা না আশায় এই নীরবতা বজায় থাকে (মাধবকুণ্ডের জলপ্রপাতটি পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে)। প্রায় ১৫০ মিটার উঁচু এই ঝর্ণাটি নীচ থেকে উপরে বেশ খাড়া হওয়ায় এটিকে মাধবকুণ্ডের জলপ্রপাতের চাইতে উঁচু মনে হয়। এই ঝর্ণায় পানির পরিমান ও গভীরতা কম হলেও পাথরের ওপর পানি পরার পর অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় আর এ কারনেই এই ঝর্ণার সৌন্দর্য বহুগুন বেড়ে যায়।
এই ঝর্ণাটি মাধবকুণ্ডের জলপ্রপাতের কাছে অবস্থিত হওয়ায় মাধবকুণ্ড ইকো পার্ক ও জলপ্রপাতে কিভাবে যাবেন দেখে নিন। তবে মাধবকুণ্ডের জলপ্রপাত দেখতে যাওয়ার পূর্বে পরিকুণ্ড ঝর্ণা দেখে নিতে পারেন। মাধবকুণ্ডের জলপ্রপাতের যাবার পথে বামদিকে একটি শিব মন্দির পরবে। এই পথের ঠিক উল্টো দিকে একটি সিঁড়ি গিয়ে মিলেছে মাধবকুণ্ডের জলপ্রপাত থেকে সৃষ্ট একটি খালে। পরিকুণ্ড ঝর্ণায় যেতে হলে আপনাকে এই খালের রাস্তা দিয়ে ১০ মিনিট থেকে ১৫ মিনিট হাঁটতে হবে।
তবে, পরিকুণ্ড ঝর্ণা খুঁজে পেতে অসুবিধা হলে আপনি ইকো পার্কের অভ্যন্তরে কাউকে জিজ্ঞেস করলেই ঝর্ণায় যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। পরিকুণ্ড ঝর্ণায় পৌছানোর পথটি পাথরের হওয়াতে বেশ পিচ্ছিল তাই আপনাকে সাবধানে পা ফেলতে হবে।
You can reach to Moulvibazar from Dhaka only via bus directly. If you want to travel by train, you need to get off at Sreemangal station. Then you need to take a local bus or CNG to reach Moulvibazar. In case, you would like to fly to Moulvibazar, you have to reach sylhet first, then you can take a direct bus to Moulvibazar.
1. Hanif Paribahan
Arambagh: 01713-402671
Sayedabad: 01713-402673
2. Shyamoli Paribahan
Arambagh Counter, Dhaka. Phone-7102291, 0193626023
Sayedabad Counter, Dhaka. Phone-0171-8075541, 7511019, 7550071
3. Mamun Enterprise
First tip – 7:30am, last tip – 12:30am (bus in every 1 hour)
Sayadabad -01718438732, Jonopath mor-0191777061,
Fakirapul- 0191287467
You will find the above bus operators from Malibag Rail-gate, Razarbag or Sayedabad bus stand. These services are available from 6:30 am to 11:30 pm.
There are four train services from Dhaka to Sylhet. You can ride on these trains and get off at Sreemangal Station to head to Moulvibazar. They are Joyontika, Parabat and Upoban depart at morning, noon and evening. There is a new train named Kalini depart at afternoon from Dhaka. It takes 7-8 hours to reach sylhet. The ticket price to Sreemangal is around 225 for shovon-chair & it gets up to 512 taka for 1st class AC.
Moulvibazar has several good quality hotels in the town. There are some resorts too. Sreemangal, the nearby Upazila also has number of 5 star resorts around it. The list of hotels in Moulvibazar are given below:
1. Hotel Sonargaon
Address: Sreemangal Road, Moulvibazar Sadar
Phone: 0861-64607
2. Parjatan Rest House
Address: Kusumbagh, Moulvibazar Sadar
Phone:0861-52350
3. Sheraton Plaza
Address: Kusumbagh, Moulvibazar Sadar
Phone: 0861-52020
4. Hotel Helal
Address: Saifur Rahman Road, Moulvibazar.
Contact: 0861-52535
5. Grand Sultan Tea Resort and Golf
Address: Radhanagar, Sreemangal, Moulvibazar
Phone: +8801730793552-9
Email: reservations@grandsultanresort.com
6. Hotel Rezia
Contact no: 01716-086463
১। ঝর্ণার কাছে বসে এটির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পাথরের উপর ঝর্ণার পানি পরার মন্ত্রমুগ্ধকর শব্দে হারিয়ে যেতে পারেন কল্পনার রাজ্যে।
২। এই অপরূপ মনোরম দৃশ্যের ছবি তুলতে পারেন।
৩। প্রস্তুতি থাকলে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করে ঝর্ণার পানিতে গোসল করতে পারেন।
মাধবকুণ্ড ইকো পার্কে উল্ল্যেখিত খাওয়ার ব্যবস্থা দেখে নিন। এখানকার খাবার খেয়ে আপনার ক্ষুধা নিবৃত হলেও খাবারের মান আশানুরুপ নাও হতে পারে।
বর্ষাকাল পরিকুণ্ড ঝর্ণা দেখতে যাবার সবচেয়ে ভাল সময় কারন অন্যান্য মৌসুমে এখানে কোন পানি নাও থাকতে পারে।
Questions, issues or concerns? I'd love to help you!