Array
(
[0] => Array
(
[name] => {:en}Poddo Beel of Ghagutia{:}{:bn}ঘাগুটিয়ার পদ্ম বিল{:}
[post_id] => 6669
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/poddo-beel-of-ghagutia/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/ghagutia-poddo-beel-011-300x225.jpg
[post_content] => {:en}
Poddo Beel of Ghagutia is located beside the Ghagutia BGB camp. Local people pronounce the name as Ghaguitta (ঘাগুইট্টা). As you require boat to explore the beel, you might find that in the house just near the camp. The owner's name of the boat is Mohammad Shohel.
As the water level decreases day by day, it is hard to push the boat through those dense leafs of lotus and lilies. The number of lotus flower is not few to count. Usually in the morning the flowers are being collected by the villagers. You may see the broken stalk of flowers everywhere. You can collect lot of flowers and Poddo fruits from the Beel during your ride. The whole Beel is covered with plants like Poddo, Shaluk, Chad Mala, and other aquatic flowers.
Beside the Beel, the Indian border is visible easily. In fact, 20 percent of that Beel are actually located inside India. But almost 80 percent is inside Bangladesh. In Summer, when the water dries up completely, villagers cultivate paddy there. Again in the Monsoon, the Beel gets flourished with Poddo (চাঁদ মালা) and other aquatic flowers.
{:}{:bn}
ঘাগুটিয়ার পদ্ম বিল বিজিবি ক্যাম্পের পাশেই অবস্থিত। স্থানীয়রা গ্রামের নাম ঘাগুইটটা বলেও উচ্চারণ করে থাকে। ক্যাম্পের কাছে অবস্থিত একটি ভবনে একটি নৌকা রাখা আছে। নৌকা ভ্রমন না করে আপনি এই বিলটি পুরোপুরি দেখতে পারবেন না।
মোহাম্মদ ইউনুস নামক জনৈক ব্যাক্তির পুত্র মোহাম্মদ সোহেল এই নৌকাটির মালিক এবং তাঁরা যথেষ্ট ধনী। দিন দিন বিলের পানি কমে যাওয়ায় পদ্ম ফুলের মধ্যে দিয়ে নৌকা চালানো কঠিন হয়ে পড়ছে।
বিলে পদ্ম ফুলের সংখ্যা মোটেও কম নয়। সাধারণত সকাল বেলা পদ্ম ফুলের সংখ্যা থাকে সবচেয়ে বেশি। গ্রামবাসীরা প্রচুর পদ্মফুল সংগ্রহ করে তাই আপনি চারপাশে পদ্ম ফুলের ভাঙ্গা ডাল ছড়িয়ে থাকতে দেখবেন। বিলে নৌকা ভ্রমনের সময় আপনি পদ্ম ফুল এবং পদ্ম ফল সংগ্রহ করতে পারেন। পুরো বিল বিভিন্ন ধরনের জলজ ফুলে ছেয়ে থাকে যেমনঃ পদ্ম ফুল, শালুক ফুল, চাঁদমালা ফুল।
বিলের পাশে অবস্থিত ভারতীয় সীমান্ত খুব সহজেই দেখা যায়। বিলের প্রায় ৮০ শতাংশ বাংলাদেশে থাকলেও বাকি অংশ ভারতের অংশে অবস্থিত। শুষ্ক মৌসুমে বিলের পানি পুরোপুরি শুকিয়ে যাবে এবং গ্রামবাসিরা এরপর এখানে ধান চাষ করবে। আবারো বর্ষাকালে এই বিলটি পদ্ম এবং অন্যান্য জলজ ফুলে ভরে যাবে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Raikhong Lake{:}{:bn}রাইখং লেক{:}
[post_id] => 6703
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/raikhong-lake/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Raikhong-Lake10-300x225.jpg
[post_content] => {:en}
Bangladesh has very few lakes enlisted under populous tourist spot. Apart from the list, there are few lakes available around the country those can be a supreme destination for any traveler. Raikhong lake is the most prominent from that promising list. The elevation of the lake has around 1165 ft.
This lake is situated at the Rangamati district, not at Bandarban. But, for its location, you have to go there through the Bandarban. That will be the easiest way among all other available, because Rangamati offers communication throw water path only, and also the lake is at the last corner of Rangamati district. No matter how you are going, it’s recommended to pick an expert or guide with you.
Around the lake, you'll find two villages, one is at the eastern bank of the lake, and other one is at western bank. Those villages are known as Pukur Para (পুকুর পারা). May be it’s because of having around the lake. Both the village denizens are Tripura, but religiously Christian. People from West side of the lake used to do uphill and downhill task to come at the lake, but at eastern side's villagers can access the lake easily being so close of it, and having almost at flatland.
People also call this lake as Pukur Para (পুকুর পারা) lake. Also from few local people I have heard them pronouncing the lake's name as Raichong (রাইচং). Not sure which one will be the correct one. No matter what they are saying, or what we are, the beauty of the lake is not going to decrease by that.
Local people used to catch fish from the lake. There is no prohibition about catching fish from that giant lake. Tilapia (তেলাপিয়া) is the first choice from those fishes to stick over the net of the fishermen. At the eastern corner of the lake, there is a tiny Jhiri (ঝিরি) generated from the lake water. Probably that was created to keep the level of the lake water under control. During the rainy season the abundant water from the lake used to pass through that channel and used to join with the Raikhong Canal.
Being many hills around the lake, and the mysterious behavior from the sky, you'll find different colorful scene at the lake water. Remember, half of the lake water is being untouched by the human. People don't used to go those portions normally. So you'll find that area of the lake more beautiful than the proximity of the locality. There is a helipad available at the Pukur Para Army Camp. From that high land, you'll probably get a picturesque aerial view of the lake.
{:}{:bn}
বাংলাদেশে খুব কম লেক রয়েছে যেগুলোকে নামকরা পর্যটন স্পট হিসেবে বলা যায়। সারাদেশে পর্যটকদের তীর্থস্থান বলা যায় এমন লেকের সংখ্যা খুবই কম। প্রায় ১১৬৫ ফুট উঁচুতে অবস্থিত রাইখং লেককে বলা চলে তেমনই একটি তীর্থস্থান। স্থানীয়রা অনেকে লেকটির নাম রাইচং বলে উচ্চারিত করে। তবে লেকটির নামের উচ্চারণ যাই হোক না কেন এতে করে লেকের সৌন্দর্য কোন অংশেই কমবে না।
রাঙ্গামাটিতে অবস্থিত হলেও ভৌগলিক অবস্থানের কারনে এই লেকে আপনাকে বান্দরবানের মধ্যে দিয়ে যেতে হবে। রাঙ্গামাটি জেলার শেষপ্রান্তে অবস্থিত এই লেকে রাঙ্গামাটি দিয়ে পৌছাতে হলে আপনাকে জলপথ পাড়ি দিতে হবে তাই বান্দরবান দিয়ে যাওয়াই হবে সবচেয়ে সহজ। তবে আপনি যেভাবেই যান না কেন সাথে করে অবশ্যই একজন গাইড রাখবেন।
লেকের পূর্বতীরে এবং পশ্চিমতীরে দুটি গ্রাম দেখতে পাবেন যেগুলো পুকুরপাড়া নামে পরিচিত। হয়তোবা চারপাশে লেকের উপস্থিতির কারনেই গ্রামের এমন নামকরণ। দুটি গ্রামের অধিবাসীরাই ত্রিপুরা গোত্রের এবং তাঁরা খ্রিষ্টান ধর্মের অনুসারী। লেকের পশ্চিম তীরের গ্রামবাসীদের পাহাড় বেয়ে উঠা নামা করে এই লেকে আসতে হয় তবে খুব কাছে সমতল ভুমিতে অবস্থিত হওয়ায় পূর্বপ্রান্তের গ্রামবাসীরা সহজেই লেকে আসতে পারেন।
বিশাল রাইখং লেক থেকে মাছ ধরতে নিষেধ না থাকায় স্থানীয়রা এখান থেকে মাছ ধরে থাকে। লেকের বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে তেলাপিয়া মাছ সবচেয়ে বেশি ধরা পড়ে। লেকের পূর্ব প্রান্তে লেকের পানি থেকে সৃষ্ট একটি ছোট ঝিরি রয়েছে। সম্ভবত লেকের পানির স্তর নিয়ন্ত্রনে রাখতে ঝিরিটি সৃষ্টি হয়। বর্ষাকালে লেক থেকে প্রচুর পানি এই ঝিরিটি দিয়ে রাইখং খালে যেয়ে পড়ে।
লেকের চারপাশে অনেক পাহাড় থাকাতে এবং আকাশের রহস্যময় আচরণের কারনে লেকের পানি বিভিন্ন বর্ণ ধারন করে। প্রায় অর্ধেক লেকের পানি মানুষ ব্যবহার করে না কারন লেকের সেই অংশে মানুষ যাতায়াত করে না। একারনে লেকের ঐ অংশ আপনার কাছে চারপাশের তুলনায় অনেক সুন্দর মনে হবে। পুকুরপাড়া সেনাক্যাম্পে একটি হেলিপ্যাড রয়েছে। এখানকার উঁচু স্থান থেকে আপনি পাখির চোখে ছবির মত সুন্দর এই লেকটিকে দেখতে পাবেন।
{:}
)
[2] => Array
(
[name] => Ramsagar lake and Ramsagar National Park
[post_id] => 2065
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/ramsagar-lake-ramsagar-national-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Aronnyak-Cafeteria-Ramsagor-Shameem-bakhshi1-300x200.jpg
[post_content] =>
Ramsagar is a largest man made lake of Bangladesh situated in the village Tejpur eight kilometer south of the Dinajpur town. The lake wide is about 1079 m north-south and length 192.6 m in East-West. Ramsagar was stablished in the mid-1750s by Raja Ram Nath. About 1.5 million worker took part to dig the lake and total cost is 30000 TK that time.
The total area of Ramsagar National Park about 60 square km. Forest Department of Bangladesh have planted different type of ornamental and fruit trees that have flourished and become forested areas. Around the Ramsagar it is a familiar picnic place for tourists. The Bangladesh Parjatan Corporation has improve some tourist facilities around the Ramsagar Lake, such as rest-rooms, picnic spots and kiosks to sell refreshments, as well as playgrounds for children to enjoy.
The lake is full of different type of fishes. There have some fresh water crocodiles. In national park there has some animals such as Deer, Wild Boar, Blue Bull, Sloth Bear and Hyena. There some birds such as White-Breasted Water Hen, Jacanas, Moorhen, River Tern, Sand Piper, Ringed Plover and Grey and Purple Herons are seen. Moreover, the lake is a safe place for migratory birds.
Whatever it is a place which is full of natural beauty. So government should give more concentration about the National park.
)
[3] => Array
(
[name] => Sindurmoti Dighi
[post_id] => 4751
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/sindurmoti-dighi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/offroadbangladeshlogo2-300x178.png
[post_content] =>
It is situated at Panchagram in Lanlmonirhat district. In the month of Chaitra the peoples of hindus do worship. People says that A Hindu landowner Narayan Chakrawarti dag this pond cause of draught. But cause of having no water in the pond he got a dream to worship by leaving two daughter of him in the middle of the pond named Sindur and Mati. But he failed to bring all the elements for the worship. When he went to take all the elements the pond fulfilled with water. The two daughter of the lanowner failed to reach in the bank and died. After that he saw a dream that his two daughter got immortality.
)
)