রেমা-কালেঙ্গা রিজার্ভ ফরেস্ট

Type: বন
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

এই বনাঞ্চলটি বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত। এই বনের কাছে আদিবাসী টিপরা সম্প্রদায়ের একটি গ্রাম রয়েছে। এছাড়াও, এটির অভ্যন্তরে স্থানীয় কিছু বাসিন্দারা বসবাস করে। এদেশের কিছু দুর্লভ প্রাণীর ছাড়াও এ বনে রয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিত ও গাছপালা। বনের মধ্যে যারা রোমাঞ্চকর অভিযান করতে চান তাদের জন্য এই রিজার্ভ ফরেস্টটি যথার্থ স্থান।

১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই বনের আয়তন প্রায় ১৭৯৫.৫৪ হেক্টর। রেমা ফরেস্ট বিট এবং কালেঙ্গা ফরেস্ট বিটের সমন্বয়ে এই রিজার্ভ ফরেস্টটি গঠিত হয়েছে। আপনি এই বনের যেকোনো একটি অংশ দিয়ে প্রবেশ করে অপর অংশ দিয়ে বের হতে পারেন অথবা যেকোনো একটি অংশে ঘুরতে পারেন।


How to go

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় রেমা-কালেঙ্গা রিজার্ভ ফরেস্ট অবস্থিত। এই রিজার্ভ ফরেস্টটি ঢাকা থেকে প্রায় ১৫১ কিলোমিটার এবং হবিগঞ্জ থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত। হবিগঞ্জে পৌছানোর পর আপনি বাস অথবা সিএনজি অটোরিকশায় চড়ে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ধরে চুনারুঘাটে পৌছাতে পারেন।

How To Reach: হবিগঞ্জ জেলা

It is approximately 151 km away from Dhaka and 31 km away from Habiganj.

The following buses leave from Dhaka to Habiganj:

1. Diganta Paribahan
Departure time from Dhaka- from 9:10 AM-7:45 PM.
Departure time from Habiganj-From 5:30 AM to 3:00 PM.
Phone: 01711329944, 0831-52873 (Habiganj), 01718016963 (Dhaka)

2. Agradut Paribahan
Departure time from Dhaka 9:10 AM to 7:45 PM.
Departure time from Habiganj-7:10 AM to 6:30 PM.
Phone: 01718600551, 0831-52351 (Habiganj), 01716038961

3. Bismillah Paribahan
Departure time from Dhaka 6:30 AM to 7:10 PM.
Departure time from Habiganj-5:45 AM to 4:30 PM.
Phone: 01711908684, 0831-52371 (Habiganj)

There are trains heading towards Shayestaganj from Dhaka. Shayestaganj is 24km away from Habiganj. You can also reach Habiganj via train trough Shayestaganj. You need to take a bus or CNG auto rickshaw to reach Habiganj from Shayestaganj.

The trains are:
1. Parabat Express: Departure time from Dhaka-6:40 AM, Arrival time at Shayestaganj-10:05 PM.
Off day at Shayestaganj: Tuesday.

2. Kalini Express: Departure time from Shayestaganj-9:25 AM, Arrival time at Dhaka-1:25 PM.
Off day in Dhaka: Friday.

3. Jayantika Express: Departure time from Dhaka- 2:00 PM, Arrival time at Shayestaganj- 8:05 PM. No off days in Dhaka. Departure time from Shayestanganj-11:18 AM-4:00 PM.
Off day in Shayestaganj: Thursday.

4. Upabon: Departure time from Shayestaganj-10:00 PM, Arrival time at Dhaka-1:50 AM.
Off day in Dhaka: Wednesday.

Where to Stay

Accommodation facilities in Habiganj are as follows:
1. Hotel Al Jamil:
Address: Jamil Complex, Old Bus stand.
2. Hotel Sonar Tori:
Address: Ashraf Jahan Complex, Kali Bari Road.
3. Karim Rest House:
Address: Post office road.
4. Khaja Rest House:
Address: Tinkona Pukur Par.
5. Hotel Banani:
Address: Town Hall Road.
6. Bondhon Rest House:
Address: Cinema Hall Road.
7. Circuit House:
Phone no. 083152224

Things to do

1. বার্ড সাফারি- বার্ড সাফারিতে বেড়াতে এলে এখানকার বিভিন্ন প্রকারের পাখির সৌন্দর্যে আপনি নিঃসন্দেহে বিমোহিত হবেন।
2. জঙ্গল সাফারি- বিশাল আয়তনের এই জঙ্গলে আপনি রোমাঞ্চকর মনোভাব নিয়ে ঘুরে বেড়াতে পারবেন । যারা বনের মধ্যে দুর্গম যাত্রা করে আনন্দ পান তাদের জন্যও এই রিজার্ভ ফরেস্টটি একটি আদর্শ স্থান। ছবি তোলা যদি আপনার শখ হয়ে থাকে তবে এই ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তুলতে আপনাকে আসতে হবেই।

Eating Facilities

শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে খাওয়ার জন্য আপনি বেশকিছু রেস্টুরেন্ট পাবেন। এসব রেস্টুরেন্টে খাওয়ার জন্য আপনি অনেক পদের ও স্বাদের খাবার পাবেন।

Travel Tips

১। অক্টোবর থেকে এপ্রিল এখানে আসার সবচেয়ে ভাল সময়।
২। এই রিজার্ভ ফরেস্টের অভ্যন্তরে কোন রেস্টুরেন্ট না থাকায় আপনি সাথে করে খাবার ও পানি আনতে পারেন।

Map

More Stories

From Other Web

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat