Array
(
[0] => Array
(
[name] => {:en}Bio Gas Plant of IMPACT{:}{:bn}বায়োগ্যাস প্ল্যান্ট{:}
[post_id] => 13836
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/bio-gas-plant-of-impact/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/BiogasPlant1-300x169.jpg
[post_content] => {:en}
Around 397 households in Bagatipara are using biogas from Biogas Plant to fulfill their demand. The main purpose of the IMPACT project under the Department of Youth and Sports Ministry, is for youth development and to create employment opportunities for unemployed youth and socio-economic development, this project has been started by properly managing cattle-chicken farm expansion, using farm waste as an alternative fuel for the production of electricity and gas.
The main goal of the IMPACT project is to ensure the use of local resources by featuring innovative management and technical support for rural unemployed youth and vulnerable women by providing skill development training of rural youth and other family members in establishing commercial poultry-cattle farm, to increase production of fruit-vegetables namely meat, eggs, milk, fruits, vegetables, etc. to fulfill the food needs of the country.
In Bangladesh, the first biogas plant was set up by Dr. M A Karim, a professor of Bangladesh Agricultural University (BAU), Mymensingh, in the University campus in 1972. It was a floating dome type plant of 3m3 gas production capacity. Subsequently, seeing the success of the plant, 4-5 more plants were constructed in the surroundings. These plants did not last long due to leakage in the domes.
In 1974, the Bangladesh Academy for Rural Development (Bard) constructed one biogas plant following the same design. The Institute of Fuel Research and Development (IFRD) constructed another plant in the campus of the Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR) in 1976, followed by a plant at the KBM College in Dinajpur in 1980.
{:}{:bn}
বাগাতিপাড়া উপজেলায় প্রায় ৩৯৭ টি পরিবারে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে রান্না-বান্নার কাজে গ্যাস ব্যবহার করে চাহিদা মিটিয়ে যাচ্ছে।
ইমপ্যাক্ট প্রকল্পের মুল উদ্দেশ্যে:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ইমপ্যাক্ট প্রকল্প বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গবাদি পশু-মুরগীর খামার সম্প্রসারণ,খামার বর্জ যথাযথ ব্যবস্থাপনার দ্বারা বিকল্প জ্বালানী হিসাবে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে।
ইমপ্যাক্ট প্রকল্পের লক্ষ্য:
১। গ্রামের বেকার যুব ও দুঃস্থ মহিলাদেরকে উদ্ভাবনীমূলক ব্যবস্থাপনা ও সমন্বিত কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় সম্পদ ব্যবহার নিশ্চিত করা ;
২। গ্রামীণ যুব ও পরিবারের অন্যান্য সদস্যদেরকে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যম্যে পারিবারিক ও বাণিজ্যিক হাঁস-মুরগী-গরু-ছাগলের খামার স্থাপন,ফলজ-শাক সবজি চাষের মাধ্যমে দেশের খাদ্য চাহিদা যথা মাংস,ডিম,দুধ,ফল-শাক সবজি ইত্যাদির উৎপাদন বৃদ্ধি করা ;
৩। দেশজ ব্যবহারযোগ্য কাঁচা মাল চিহ্নিত করে তা কারিগরি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অর্থ সম্পদে রুপান্তর করা ;
৪। গ্রামীণ পরিসরে বিশেষ করে যুব মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা;
৫। সংসারের দৈনন্দিন কাজের উচ্ছিষ্ট,গরুর গবর,মুরগীর বিষ্ঠা,ইত্যাদি বায়োগ্যাস প্লান্টে ব্যবহার করে,বিকল্প জ্বালানী হিসাবে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করা ;
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Damaged Gas Field At Magurchara{:}{:bn}মাগুরছড়ার ক্ষতিগ্রস্ত গ্যাসক্ষেত্র{:}
[post_id] => 4062
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/damaged-gas-field-at-magurchara/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/GasField-300x191.jpg
[post_content] => {:en}
Back in 1997, a devastating accident occurred while the exploration in one of the wells in Magurchara gas field. An unimaginable catastrophe broke out in the 840 meter below of surface level in the said gas field on the 14th June 1997. The explosion cost too much for the environment, it denuded about 700-acre reserved forest, destroyed 10 tea gardens and hampered greatly the lives of numerous workers and tribal people living nearby. Though measures have been taken to improve the conditions, evident to this major accident are still seen in the location of the accident.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}সুরমা অববাহিকার ওপর অবস্থিত মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের আওতাধীন হাইড্রকার্বনের মজুদ সমৃদ্ধ একটি জনপদের নাম মাগুরছড়া। মাগুরছড়ার ক্ষতিগ্রস্ত গ্যাসক্ষেত্রটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের পরেই অবস্থিত। ১৯৯৭ সালের ১৪ই জুন মাগুরছড়া গ্যাসক্ষেত্রে একটি কূপ খননের সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে এবং এর ফলে মাটির ৮৪০ মিটার গভীরে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়। মানুষের অসাবধানতা এবং অবহেলার কারনে ঘটে যাওয়া দুর্ঘটনার দরুন পরিবেশকে দিতে হয়েছিল চরম মূল্য। এই দুর্ঘটনার কারনে সৃষ্ট অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৭০০ একর বন, ১০ টি চা বাগান শুধু পুড়ে গেছে তাই নয় পাশাপাশি এসব বনজ সম্পদের উপর নির্ভরশীল অসংখ্য মানুষ, আদিবাসী সম্প্রদায় এবং বনে বসবাসকারি প্রাণীকুলের জীবনেও নেমে এসেছিল চরম বিপর্যয়। দুর্ঘটনার ফলে সৃষ্ট পরিস্থিতির উন্নতির জন্য পদক্ষেপ নেওয়া হলেও আজও এই স্থানটিতে সেই ভয়াবহ দুর্ঘটনার চিহ্ন লক্ষ্য করা যায়।{:}
)
[2] => Array
(
[name] => Bangladesh Machine Tools Factory
[post_id] => 2872
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/bangladesh-machine-tools-factory/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/offroadbangladeshlogo2-300x178.png
[post_content] =>
Bangladesh Machine Tools Factory (BMTF) Ltd. is one of the largest company enterprise of its kind in Bangladesh.The factory has an area of 249.55 acres with a covered area of 60310sq meter. It was commissioned on 11th February 1979. BMTF is a state owned limited company under the management of Bangladesh Army. This factory has enormous prospects to open up new avenues with products and services for local & foreign markets. Under the management of Bangladesh Army, BMTF is now reshaping itself to respond to the new challenges.
)
[3] => Array
(
[name] => Bangladesh Ordnance Factories
[post_id] => 2982
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/arms-factory/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/BOF-Arms-Factory-by-S.-M.-Habibur-Rahman-300x225.jpg
[post_content] =>
Bangladesh Ordnance Factories (BOF), commonly known as Arms Factory, is an integrated and important base for indigenous production of defense equipment and form the backbone of the country’s defense production. It is one of the largest defense industrial complexes under the ministry of Defense, producing conventional arms and ammunition to international standards. It was inaugurated in 1970. BOF is situated about 50 km from Dhaka, the capital city of Bangladesh, at Gazipur Cantonment, a model township with most of the civic amenities available.
)
)