Array
(
[0] => Array
(
[name] => {:en}Chondro Mohol{:}{:bn}চন্দ্রমহল{:}
[post_id] => 6479
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/chondro-mohol/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Chondro-Mohol-Bagerhat-031-300x214.jpg
[post_content] => {:en}
There is a picnic spot located at the village near Ronojitpur (রণজিতপুর). It is based on a house named Chondro Mohol. It was probably built by someone named Saiyad Amanul Huda Selim, who was a naval officer. Chondra (চন্দ্রা) is the name of his wife and the name of the house is given after her. Lot of local visitors use to come here every day. It was free once upon a time, but now a days they have put an entry fee to enter. Its 20 Taka these days. Apart from the house, the area is nicely decorated with flowers. Also it has symbolic sculptures to depict the lost culture of our Bangladesh. It has a mini zoo at one corner, and has several ponds around.
The house Chondro Mohol (চন্দ্র মহল) is surrounded by water and to reach there you have to go through an underpass that goes under the water. Inside the house, they have placed few stuffs which probably are the collected things from several part of the world (as a hobby, or during their traveling).
{:}{:bn}
চন্দ্রমহল নামে একটি ভবনকে কেন্দ্র করে রঞ্জিতপুরের কাছে একটি পিকনিক স্পট রয়েছে। সম্ভবত সৈয়দ আমানুল হুদা সেলিম নামক এক ব্যাক্তি এই ভবনটি নির্মাণ করেন এবং তাঁর স্ত্রী চন্দ্রের নামে ভবনটির নামকরণ করেন। তিনি ছিলেন নৌ বাহিনীর একজন কর্মকর্তা। প্রতিদিন অসংখ্য স্থানীয় পর্যটক এখানে আসেন। পূর্বে এখানে ঢুকতে কোন প্রবেশ মূল্য না দিতে হলেও বর্তমানে ২০/- টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। চন্দ্র মহল ছাড়াও পুরো এলাকাটি ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে। এদেশের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে এখানে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। একটি মিনি চিড়িয়াখানা ছাড়াও এখানে বেশ কয়েকটি পুকুরও আছে।
পানি উপর স্থাপিত চন্দ্রমহলে আপনাকে পানির নীচে নির্মিত একটি আন্ডারপাস দিয়ে আসতে হবে। ভবনটির অভ্যন্তরে পৃথিবীর বিভিন্ন অংশে বেড়ানোর সময় সেখান থেকে শখের বশে সংগ্রহ করা বিভিন্ন জিনিসপত্র প্রদর্শিত হচ্ছে।
{:}
)
[1] => Array
(
[name] => Gouripur Lodge
[post_id] => 22266
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/gouripur-lodge/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/10/P_20151014_090510_1_p-300x169.jpg
[post_content] => Gouripur Lodge (গৌরীপুর লজ) is a signature of golden Zamindari period and an old edifice in Mymensingh town. This archaic building is located near the main town. One can go there using rickshaw easily. It is very near to the Boro Bazar. Though, the purpose and time of establishment is not known to all; however, it can be discovered if further research is conducted there.
It was made using iron, tin and wood. Structure of the building is similar to the Zamindar Mansion of that period. History tells that it was built by Brozendra Kishor Ray Chowdhury (ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী).
Now it is being used as Sonali Bank Corporate office of Mymensingh city. Government officers and few of their subordinates are currently living at that mansion. It has around 20 rooms inside. Anyone can visit there at anytime. You may not have the permission to enter inside, but easily can get access to the mansion premises.
)
[2] => Array
(
[name] => {:en}Gangatia Zamindar Bari{:}{:bn}গাংগাটিয়া জমিদার বাড়ি{:}
[post_id] => 5054
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/gangatia-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Gangatia-Jomidar-Bari-LonelyTraveler2-300x225.jpg
[post_content] => {:en}
This Zamindar Bari (জমিদার বাড়ী) is currently known as Manob Babur Bari (মানব বাবুর বাড়ী) as the current owner's name is Manab Babu (মানব বাবু) who is the last descendent of the Gangatia Zamindar (গাংগাটিয়া জমিদার). Manob Babu (মানব বাবু) has fisheries project near from his house. You can also visit the project with its owner if he is available.
According to the Manob Babu (মানব বাবু), they are the possible smallest Zamindar (জমিদার) from the Bangladesh. Their forefathers came here from India, a Brahmin family (very strictly following Brahmin). During the war of 1971, the Pakistani armies and their Bangladeshi allies have done lot of damage to their house. Right now he is living there with his wife and sister. Neither he nor his brothers (all his brothers are passed away) have any children.
Gangatia Zamindar Bari (গাংগাটিয়া জমিদার বাড়ী) is mainly a small house that is having an array of Roman styled columns at the front. The architecture and the style of the building from the front side is amazingly beautiful. Very few travelers use to visit here. This Zamindar Bari (জমিদার বাড়ী) is a small one, but it has a massive boundary. The front door is also decorated and stylish. (গাংগাটিয়া জমিদার বাড়ী).
{:}{:bn}
গাংগাটিয়ার জমিদারের সর্বশেষ বংশধর মানব বাবু বসবাস করার কারনে বর্তমানে এই জমিদার বাড়িটি মানব বাবুর বাড়ি নামে পরিচিত। জমিদার বাড়ির কাছেই মানব বাবু মাছ চাষ করেন। আপনি চাইলে তার সাথেই মাছের খামার ঘুরে দেখতে পারবেন।
মানব বাবুর ভাষ্যমতে তারা হলেন এদেশের সবচেয়ে ছোট জমিদার পরিবার। তারা হলেন ব্রাহ্মণ গোত্রের এবং তাঁদের পূর্বসূরীরা এখানে ভারত থেকে এসেছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জমিদার বাড়িটির ব্যপক ক্ষতিসাধন করে। বর্তমানে মানব বাবু এখানে তার স্ত্রী ও বোনকে নিয়ে বাস করছেন। মানব বাবু এবং তাঁর পরলোকগত কোন ভাইয়েরই কোন সন্তান নেই।
গাংগাটিয়া জমিদার বাড়ির সম্মুখভাগে রোমান স্থাপত্যের কলাম রয়েছে। সামনে থেকে এই জমিদার বাড়িটির স্থাপত্যশৈলী এক কথায় অসাধারণ। এখানে খুব কম পর্যটক বেড়াতে আসেন। ছোট এই জমিদার বাড়িটি বিশাল এলাকার উপর অবস্থিত। জমিদার বাড়ির সম্মুখ দরজাটি নকশায় পরিপূর্ণ।
বাংলাদেশের বেশীরভাগ হিন্দু জমিদার বাড়ি বেশ নাজুক অবস্থায় রয়েছে। বেশীরভাগ হিন্দু জমিদার ধর্মীয় অস্থিরতা এবং অন্যান্য প্রতিকুল পরিস্থিতির কারনে এদেশ ত্যাগ করতে বাধ্য হন। তবে, স্থানীয়দের বন্ধুত্বসুলভ আচরণ এবং সার্বিক সহযোগিতায় এখনও কিছু হিন্দু জমিদার পরিবার গর্বের সাথে বসবাস করছে।
{:}
)
[3] => Array
(
[name] => Ghoshal Bari Zamindar Palace
[post_id] => 11775
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/ghoshal-bari-zamindar-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/IMG_20150527_135541718-300x169.jpg
[post_content] =>
Ghoshal Bari Zamindar Palace, About 150 years old (now rebuilt) zamindar bari is located just nearby the Radha-Krisna temple with its outstanding view at Khilpara, South Betka village, Tongibari Upazila, Munshiganj District.
[This spot needs more information. If you have information, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
)
)