Array
(
[0] => Array
(
[name] => {:en}Hemnagar Zamindar Bari{:}{:bn}হেমনগর জমিদার বাড়ি{:}
[post_id] => 5284
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/hemnagar-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Hemnagar-Zamindar-Bari2-LonelyTraveler1-300x225.jpg
[post_content] => {:en}
Hemnagar Zamindar Bari (হেমনগর জমিদার বাড়ি) is a less highlighted edifice from Bangladesh. Not that much tourists use to travel here despite of having everything to become a promising tourist attraction from Bangladesh. Only local people from around use to visit here. It was built by the prominent Hindu Zamindar (জমিদার) from Tangail (টাংগাঈল) district named Hemchandra Choudhury (হেমচন্দ্র চৌধুরী) at 1890.
The Main building at the front side has two small statues of angel at the top. That's why local people know this as Porir Dalan (পরীর দালান) which means a Palace of Angel. Main building of this Zamindar Bari (জমিদার বাড়ি) is currently using as an administrative building of Hemnagar (হেমনগর) Degree College, but the other buildings at the back side is empty right now. There it has approximately 25 rooms inside.
Front side of the building is having the best styles from the whole premise. It is highly ornate at the walls using colorful glasses. Every inches of the walls, pillars, and the archways are flourished with flowers, vines, stars, etc formed using those colorful glasses.
The Zamindar (জমিদার) was slight cruel and rude on the peasants. They were coerced to follow few rules. For example, if anyone wanted to pass this palace premise, he/she must had to continuously keep vowing and walking backwards with bare feet. Such things must have poured the heart of locals with hatred and grief. That's why the powerful Zamindar (জমিদার) had to escape from the place during the country's separation. Along with the buildings, the whole premise was having 7 massive ponds (only few are right now available). Local people say those 7 ponds are for the seven ladies (daughters and sisters of the Zamindar). Dhonbari Zamindar Bari is very near from this place.
{:}{:bn}
বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পটে পরিনত হওয়ার সকল যোগ্যতা থাকার পরও হেমনগর জমিদার বাড়ি খুব একটা সুনাম অর্জন করতে পারেনি এবং খুব বেশি পর্যটকও এখানে আসেন না। মূলত এখানকার আশেপাশে স্থানীয় বসবাসকারীরা এখানে আসেন। ১৮৯০ সালে টাঙ্গাইলের বিশিষ্ট হিন্দু জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেন।
জমিদারবাড়ির মূল ভবনের সামনে দুটি পরীর ছোট মূর্তি রয়েছে আর এ কারনেই স্থানীয়রা এই জমিদারবাড়িকে বলে থাকে পরীর দালান। এই জমিদারবাড়ির মূল ভবনটি বর্তমানে হেমনগর ডিগ্রী কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে এখানকার পেছনদিকে অবস্থিত ভবনটি বর্তমানে খালি পড়ে আছে। জমিদারবাড়ির অভ্যন্তরে প্রায় ২৫টি কক্ষ আছে।
জমিদারবাড়ির সামনের দিকটি সবচেয়ে দৃষ্টি নন্দন। রঙ্গিন কাচ দিয়ে ভবনের দেয়ালে নকশা করা হয়েছে। জমিদারবাড়ির দেয়াল, পিলার, ফটকের প্রতিটি ইঞ্চিতে রঙ্গিন কাঁচ ব্যবহার করে ফুল, তারা, গাছ ইত্যাদি সৃষ্টি করা হয়েছে।
জমিদার তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন এবং তাঁদের কিছু নিয়ম মানতে বাধ্য করা হত যেমনঃ কাউকে জমিদারবাড়ির মধ্যে দিয়ে অতিক্রম করতে হলে তাঁকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাটতে হত এবং এ কারনে স্থানীয়দের মনে জমিদারের উপর চরম ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণা এবং অসন্তোষের পরিপ্রেক্ষিতে জমিদার দেশবিভাগের সময় জমিদারবাড়ি থেকে পালিয়ে যান।
মূল জমিদারবাড়ির পাশাপাশি এখানে সাতটি বিশালাকারের পুকুর ছিল যেগুলোর মধ্যে মাত্র কয়েকটি বর্তমানে টিকে রয়েছে। স্থানীয়রা বলে থাকে যে সাতটি পুকুর ছিল জমিদারের সাত ছেলে মেয়ের জন্য। ধনবাড়ি জমিদারবাড়ি এখান থেকে বেশ নিকটে অবস্থিত।
{:}
)
[1] => Array
(
[name] => Tajhat Zamindar Palace
[post_id] => 1923
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/tajhat-zamindar-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/IMG_50442-300x225.jpg
[post_content] =>
Few of the attractions in Bangladesh are as stately, large and beautiful as the Tajhat Zamindar Palace. This historical palace was built near the beginning of the 20th century. It is situated roughly three kilometers south east of Rangpur’s city center and currently serves as a museum for the public.
The front of this impressive edifice is about 76 meters long and two stories high. A ribbed conical dome supported by a tall octagonal neck is located in the center of the roof and crowns the palace. These are just some of the extraordinary features that continue to attract visitors from around the world to this small corner of the globe. The incredible architectural skill that went into the building and design of this 100-year-old palace is truly something special and visitors often find themselves stunned by the craftsmanship that is found in this amazing structure. It is hard to believe that all this, and the surrounding city, all started as a simple bit of trade involving hats.
Sometime during the 18th century a man by the name of Manna Lal Roy traveled from Punjab in India as a cap or hat merchant.There was a massive cap bazaar where trade was regularly conducted about half a kilometer southwest of Mahiganj and this was where he set up shop. The area was known appropriately as taj (cap) hat (bazaar) and the name has always stuck. Manna Lal Roy was a shrewd businessman who managed to amass quite a bit of wealth through his cap sales. In fact he became so rich that he was able to loan many of the viceroys in the region money during the famine of 1770-1790. This gave him immense power and influence and eventually led to him becoming the founder of the Tajhat dynasty. In the 1900s, one of his indirect heirs, GobindaLal Roy, became the last viceroy and Raja of Tajhat. GobindaLal Roy was the most educated viceroy to ever take his position and under his authority Tajhat flourished. It is thought that the Tajhat Palace was built under his rule.
There are a number of features of the palace that testify to the incredible wealth of the Lal Roy viceroy. Apart from the building’s immense size, the wide stairs that climb to the second story on the front of the building are made of marble. Beautiful pictures can be found on doors and windows.
)
[2] => Array
(
[name] => {:en}Rayerkati Zamindar Bari{:}{:bn}রায়েরকাঠি জমিদার বাড়ি{:}
[post_id] => 1102
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/rayerkati-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Rayerkathi-jomidar-bari-012-300x225.jpg
[post_content] => {:en}
Around 300 years ago, a landlord family established this Zamindar bari by their name. Parliament, ball-room, guest house and many Hindu temples were constructed near that landlord house. The number of places were amounting to almost 200. Among them, 40-50 were large. In 1658, Kaali (Hindu God) Mandir or temples were established here and The biggest Shiva Linga is also located here, weight is around 1000 kg.
Though this is a Zamindar Bari, but these days there is nothing left behind. Only few temples around (or probably there were few remnants). These are old temples which are in ruin, probably carrying the mark of 300 years or more. As per the reference, it should have the largest phallus of lord Shiva. There is a newly temple built beside the old ones and few people go there for the prayer. As per their information, it is an Iskon Temple (ইস্কন মন্দির).
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}৩৫০ বছর পূর্বে এখানে একটি জমিদার পরিবার বাস করত। এখানে আইনসভা, বলরুম, অতিথিশালা, বেশকিছু হিন্দু মন্দিরসহ প্রায় দুইশর অধিক স্থাপনা নির্মাণ করা হয়েছিল। যেগুলোর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটি স্থাপনা ছিল বিশালাকৃতির। ১৬৫৮ সালে এখানে কালী মন্দির নির্মাণ করা হয়। দেশের সবচেয়ে বৃহৎ শিবলিঙ্গটি এখানেই অবস্থিত, যার ওজন প্রায় ১০০০ কেজি।{:}
)
[3] => Array
(
[name] => {:en}Pailgaon Zamindar Bari{:}{:bn}পাইলগাঁও জমিদারবাড়ী{:}
[post_id] => 22961
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/pailgaon-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/11/P_20151014_130750_1_p-300x169.jpg
[post_content] => {:en}
Pailgaon Zamindar Bari is one of the remarkable old structures of Jagannathpur in Sunamganj. This 300 years old palace was established on 5.5 acres of land.
The last person of this Zamindar family was Brajendra Narayan Chowdhury. He was a famous politician at that time and a member of the congress of Sylhet too at that time.
The place is situated near the bank of Kushiara river in Sunamganj District. It is at Pailgaon Union under Jagannathpur Upazila.
History of this place: Thousand years ago, decedents of Pal Dynasty lived here. As time goes, "Das" family took their place. Pir Mohammad Badsha (Muslim Rulers) gave them the title - "Chowdhury". Ram and Sreeram were two descendants of this bloodline. One of their descendants Madhab Ram gained much popularity in his locality at that time. He did a lot of social welfare.
Their descendants Brojnath had two sons. Their named were Roshomoy Chowdhury and Sukhumoy Chowdhury. The place is locally known by the name after of Zamindar Roshomoy Chowdhury. The last ruler of the family was famous Brajendra Narayan Chowdhury.
{:}{:bn}প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদারবাড়ী। প্রায় সাড়ে ৫ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত তিন শত বছরেরও বেশী পুরানো এ জমিদার বাড়ীটি এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের নিদর্শন ।এ জমিদার পরিবারের শেষ জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধু রী ছিলেন প্র খ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি ছিলেন সিলেট বিভাগের কংগ্রেস সভাপতি এবং আসাম আইন পরিষদের সদস্য। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জগন্নাথপুর উপজেলার অধীন ৯ নম্বার পাইলগাও ইউনিয়নের পাইলগাও গ্রামে ঐতিহ্যবাহি এ জমিদারীর অবস্থান। জমিদার বাড়ী দক্ষিণ দিকে সিলেটের কুশিয়ারা নদী বহমান। প্রখ্যাত ঐতিহাসিক অচ্যূতচরণ চৌধুরী পাইলগাও জমিদার বংশের রসময় বা রাসমোহন চৌধুরী হতে প্রাপ্ত সূত্রেলিখেছেন যে; পাইলগাওয়ে বহুপূর্বকালে পাল বংশীয় লোক বসবাস করত। এ গোষ্টিয় পদ্মলোচন নামক ব্যক্তির এক কন্যার নাম ছিল রোহিণী। কোন এক কারণে রাঢ দেশের মঙ্গলকোট হতে আগত গৌতম গোত্রীয় কানাইলাল ধর রোহিণীকে বিবাহ করত গৃহ-জামাতা হয়ে এখানেই বসবাস শুরুকরেন। কানাইলাল ধরের আট পুরুষ পরে বালক দাস নামের এক ব্যক্তির উদ্ভব হয়। এ বালক দাস থেকে এ বংশ বিস্তৃত হয়। বালক দাসের কয়েক পুরুষ পর উমানন্দ ধর ওরফে বিনোদ রায় দিল-ীর মোহাম্মদ শাহ বাদশা কর্তৃ ক চৌধুরী সনদ প্রাপ্তহন। বিনোদ রায়ের মাধব রাম ও শ্রীরাম নামে দুই পুত্রের জন্মহয়। তার মধ্যেমাধব রামজনহিতকর কর্মপালনে নিজ গ্রাম পাইলগাঁও এ এক বিরাট দীঘি খনন করে সুনাম অর্জন করেন। তার দেয়া উক্তদীঘি আজও ঐ অঞ্চলে মাধব রামের তালাব হিসেবে পরিচিতহচ্ছে। মাধব রামের দুই পুত্র মদনরাম ও মোহনরাম । উক্ত মোহনরামের ঘরে দুর্লভরাম, রামজীবন, হুলাসরাম ও যোগজীবন নামে চার পুত্রের জন্ম হয়। এই চার ভাই দশসনা বন্দোবস্তের সময় কিসমত আতুয়াজানের ১থেকে ৪ নং তালুকের যতাক্রমে বন্দোবস্তগ্রহন করে তালুকদার নাম ধারণ করে। এদের মধ্যে হুলাসরাম বানিয়াচং রাজ্যের দেওয়ানি কার্যালয়ে উচ্চ পদের কর্মচারীনিযুক্ত হন। হুলাসরাম চৌধুরী বানিয়াচং রাজ্যের রাজা দেওযান উমেদ রাজারঅনুগ্রহে আতুয়াজান পরগণায় কিছু ভূমি দান প্রাপ্তহন। হুলাসরামের প্রাপ্তভূমির কিছু কিছু চাষযোগ্যও কিছু ভূমি চাষ অযোগ্যছিল। পরবর্তিতে হুলাসরাম চাষ অযোগ্য ভূমিগুলোকে চাষযোগ্যকরে তুললে এগুলোই এক বিরাট জমিদারীতে পরিণত হয়ে উঠে। হুলাস রামের ভাতুষ্পুত্রবিজয়নারায়ণের একমাত্রপুত্রব্র জনাথ চৌধুরীজমিদারি বর্ধিত করে এক প্রভাবশালী জমিদারে পরিণত হন। ব্রজনাথ চৌধুরীর দুইপুত্ররসময় ও সুখময় চৌধুরী। রসময় চৌধুরীর পুত্র ব্রজেন্দ্রনারায়নই ছিলেন এবংশের শেষ জমিদার।{:}
)
)