Array
(
[0] => Array
(
[name] => {:en}Nazimgarh Garden Resort{:}{:bn}নাজিমগড় গার্ডেন রিসোর্ট{:}
[post_id] => 4372
[post_link] => http://offroadbangladesh.com/places/nazimgarh-garden-resort/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/g5-300x125.jpg
[post_content] => {:en}
Nazimgarh Garden Resort is located on six acres of photographic hillside, it is an absolute island in midst of exuberant leafage. It processes Terrace, the Villa and Bungalow and fifty world class double room and suits. The balconies in rooms ensure individual privacy.
There is a ‘Hill Top Spa Complex’ which offers swimming pool, child pool, sauna and messaging facilities. In different eating places like cafe and restaurants food is prepared by quality chefs. Besides there are a lot of amenities for corporate such as room for meeting, conference. So we can say it’s a very good resort for knowledgeable tourists.
{:}{:bn}নাজিমগড় গার্ডেন রিসোর্ট সিলেট সদর উপজেলার খাদিমনগরে অবস্থিত। প্রায় ছয় একর জমির উপর অবস্থিত নাজিমগড় গার্ডেন রিসোর্টকে পাহাড়ের কোলে অবস্থিত একটি ছবির মত সুন্দর দ্বীপ হিসেবে বললে মোটেও ভুল হবে না। এখানকার ভিলা এবং বাংলোগুলোতে রয়েছে পৃথক বারান্দাসহ দুজনের থাকার মত বিশ্বমানের পঞ্চাশটি কক্ষ। এখানকার ‘হিলটপ স্পা কমপ্লেক্সে’ বড়দের সুইমিংপুল, বাচ্চাদের সুইমিংপুলের পাশাপাশি রয়েছে সোয়ানা এবং মাসাজের সুব্যবস্থা। এখানকার ক্যাফে এবং রেস্টুরেন্টগুলোতে অভিজ্ঞ বাবুর্চিদের দিয়ে রান্না করানো হয়। এছাড়াও মিটিং ও কনফারেন্সের জন্য এখানে রয়েছে পৃথক কক্ষ।{:}
)
[1] => Array
(
[name] => {:en}Dusai Resort{:}{:bn}দুসাই রিসোর্ট{:}
[post_id] => 4346
[post_link] => http://offroadbangladesh.com/places/dusai-resort/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/18_zpsd900b8251-300x200.png
[post_content] => {:en}
Dusai Resort is the first resort in Bangladesh to have an elegant 5 star standard boutique Villa Resort and Spa. It’s located within a steamy forest on hills with plentiful trees and it is surrounded by a 1000 feet recreational lake. It is 200 km to northeast of Dhaka. It’s a good cool place for tourists.
It has 30 rooms of admirable and rich quality in terraced main hotel. In main hotel they have 18 superior and 12 premium rooms. The Villa Deluxe rooms are of 3 different types. They have an overall of 24 deluxe rooms. The fourth category namely Suite Villas contains nice double bedrooms. They also offer Honeymoon Villa and Presidential Villa. This resort is furnished with all modern amenities like TV, Wi-Fi, private balcony, king size beds etc. There are separate policies of children and drivers and maids for accommodation.
{:}{:bn}দুসাই রিসোর্ট বাংলাদেশের প্রথম পাঁচতারকা মানের বুটিকভিলা রিসোর্ট ও স্পা। ঢাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত এই রিসোর্টটি প্রায় ১০০০ ফুট সমান একটি লেক দ্বারা পরিবেষ্টিত এবং পাহাড়ের ওপর সবুজ বনানীতে অবস্থিত। এক কোথায় এই রিসোর্টটিকে বলা যেতে পারে অবকাশযাপনের জন্য একটি আদর্শ স্থান।{:}
)
[2] => Array
(
[name] => {:en}Mozaffer Garden and Resort{:}{:bn}মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট{:}
[post_id] => 2014
[post_link] => http://offroadbangladesh.com/places/mozaffer-garden-and-resort/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/10394005_850572981645402_5697390657857464251_n-300x200.jpg
[post_content] => {:en}
The total area of Mozaffer Garden and Resort comprises of 40 acres of land. There are enough green foliage and you can enjoy fresh air. The resort is furnished with all modern amenities. They offer 50 rooms in total at a very reasonable price.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
ব্যাপারটা অবাক করার মতো হলেও এই রিসোর্টটি মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট নামে খুব একটা পরিচিত না হলেও মন্টু মিয়ার বাগান বাড়ি নামেই সর্বাধিক পরিচিত। সুন্দরবন থেকে মাত্র দুই ঘণ্টার দূরত্বে সাতক্ষীরা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত এই রিসোর্টটি প্রায় ১০০ একর জমির উপর স্থাপিত।
রিসোর্টটি বেশ খোলামেলা এবং বহু জাতের গাছপালায় পরিপূর্ণ হওয়ায় এখানে আগত অতিথিরা একদিকে যেমন প্রকৃতির সবুজের কাছাকাছি আসতে পারছেন আবার অন্যদিকে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ারও সুযোগ পাচ্ছেন। অতিথিদের থাকার জন্য এখানে চারটি ভবন রয়েছে যেগুলোর একটি লেকের উপরে অবস্থিত। এই রিসোর্টে ন্যায্য ভাড়ায় মোট ৩০টি কক্ষ রয়েছে। চমৎকার কারুকাজ সম্পন্ন এসব কক্ষে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে যেমনঃ শীতাতপ নিয়ন্ত্রক, টেলিভিশন, ইন্টারকম, গিজার ইত্যাদি। এই রিসোর্টের অভিজ্ঞ বাবুর্চিদের প্রস্তুতকৃত দেশী এবং চাইনিজ খাবার খেতে পারবেন।
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের সবুজ ভুমিতে যেমন হাঁটা ও বসার ব্যবস্থা আছে তেমনি এখানকার পুকুরে সাঁতার কাটতে পারবেন। এছাড়া এখানকার লেকে প্যাডেল বোটে করে ঘুরতে পারবেন এবং মাছ ধরে সময় কাটাতে পারবেন। এখানে আগত অল্প বয়সী অতিথিদের জন্য এখানে রয়েছে খেলার মাঠ, ত্রিমাত্রিক চিড়িয়াখানা এবং বিভিন্ন আকর্ষণীয় ভাস্কর্য। এছাড়া রিসোর্টের অতিথিদের জন্য ব্যাডমিণ্টন এবং টেবিল টেনিস খেলার ব্যবস্থা রয়েছে। মহিলা ও পুরুষদের জন্য পৃথক মসজিদ রয়েছে এই রিসোর্টে।
রিসোর্টে অবস্থিত চিড়িয়াখানাটিকে বলা যায় এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। দেশের সর্ববৃহৎ এই বেসরকারি চিড়িয়াখানায় রয়েছে নানা প্রজাতির প্রাণী ও পাখি যেগুলো দেখতে পারাটা এখানে আগতদের জন্য একটি অন্যতম বিনোদনের মাধ্যম।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Chitra Resort{:}{:bn}চিত্রা রিসোর্ট{:}
[post_id] => 1961
[post_link] => http://offroadbangladesh.com/places/chitra-resort/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Chitra-Resort-1-1-300x225.jpg
[post_content] => {:en}
Chitra Resort is one of the most beautiful places in South Bengal. Chitra Resort, Chitra Nodir Par,Narail is next to Bora Bādura. In winter season huge people gather here to enjoy this resort. Many rides and recreation items are available here.
Chitra Resort is situated like in an island, just other side of Narail town separated by Chitra River. A combination of luxury and natural beauty together which includes standard and deluxe lodging available, each offering a range of amenities, including air conditioning, television and wireless Internet connections. Facilities and services at the resort include souvenir shop, a restaurant and conference facilities. Numerous activities are offered, such as fishing, Jungle riding, billiard, tennis and River cruise. Its s a very family friendly place and the perfect way to get away from the hustle and bustle of busy life and have some fun with everyone, Where you would experience beautiful natural location and a small number of rooms to ensure exclusivity and privacy.
[embed]https://www.youtube.com/watch?v=LhoXB8GETU4[/embed]{:}{:bn}
দক্ষিনবঙ্গের অন্যতম সুন্দর চিত্রা রিসোর্টটি খুলনা বিভাগের নড়াইল জেলায় বড় বাদুরার পরই চিত্রা নদীর তীরে অবস্থিত। শীতকালে এই রিসোর্টে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। এই রিসোর্টে রয়েছে বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড এবং নানা আয়োজন।
খুলনা বিভাগে অবস্থিত নড়াইল জেলার উত্তরে মাগুরা জেলা, দক্ষিনে খুলনা জেলা, পূর্বে ফরিদপুর জেলা এবং গোপালগঞ্জ জেলা এবং পশ্চিমে যশোর জেলা অবস্থিত। নড়াইল জেলার প্রধান নদীগুলোর মধ্যে রয়েছেঃ মধুমতি নদী, নবগঙ্গা নদী, ভৈরব নদী, চিত্রা নদী, এবং কাজলা নদী। ঢাকা থেকে সড়কপথে বাসে করে প্রায় ৫ ঘণ্টায় আপনি নড়াইলে পৌছাতে পারবেন। সড়কের অবস্থা খুবই ভাল হওয়ায় যাত্রাপথে আপনার মোটেও কষ্ট হবে না বরং আপনি পুরো যাত্রাপথই উপভোগ করবেন। ঢাকা ছাড়াও খুলনা অথবা রাজশাহী থেকেও আপনি নড়াইলে আসতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে।
{:}
)
)