Array
(
[0] => Array
(
[name] => {:en}Nazrul Academy{:}{:bn}নজরুল একাডেমী{:}
[post_id] => 1505
[post_link] => http://offroadbangladesh.com/places/nazrul-academy/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Nazrul-Academy-300x150.jpg
[post_content] => {:en}
Poet Kazi Nazrul Islam is an ever memorable epoch-maker of the Bengali literature. He is the noble artist of our national literature, music and culture and this great poet is indeed the symbol of our human feeling. The Government of the People's Republic of Bangladesh established the Nazrul Institute in February, 1985 in accordance with the Nazrul Institute Ordinance 12 June 1984 at the 'Kabibhaban' (Road 28, House 330-B, Dhanmondi, Dhaka), a house connected with the ever living memory of the poet, with a view to preserving his immortal achievements, conducting research on his life, literature, music and his contribution in different fields, collecting his writings preserving and publication of his writings and its circulation and highlighting his image home and abroad properly.
Justice Abdul Moudud and Talim Hossain were elected president and secretary respectively. Khan-E-Sabur was at one time the chief patron of the Academy. In this initiative, the main purpose was to eshtablish Nazrul Islam as an Islamist poet and activist. On 24 May 1968 at the Engineers’ Institute, Dhaka, Kazi Anwarul Haq, Education Minister of Pakistan, formally inaugurated Nazrul Academy. The Chairman of the Nazrul Academy, Justice Abdul Moudud, presided over the meeting. The Academy was established with three primary objectives: (i) to highlight the role of Nazrul as a modern and progressive ideologies in consistency with the ideology of Pakistan, and (iii) to express solidarity with Pakistani culture and to develop it through Muslim traditions.
After the official formation of the executive committee in August 1967, a two-storied building, located at 117 Outer Circular Road, was hired for the Academy. It started implementing its programmes with a donation of about rupees fifteen thousand. Khan-e-Sabur, Communication Minister of Pakistan, took the initiative of raising the sum from private individuals and institutions. Within a few months, the government approved an annual grant of rupees twenty-five thousand to the Academy. In May 1968, Nazrul Jayanti (Nazrul’s birthday) was observed along with the official inauguration ceremony. Under the auspices of the Academy, a ceremony on the birth anniversary of the poet was held at Darirampur. Principal Ibrahim Khan presided over the function. Under the initiative of the Academy, a hamd-nat jalsha was held at the Engineers’ Institute, Dhaka, on 1 July 1968. In addition to Nazrul Jayanti, the Academy observed other national ceremonies including the birth and death anniversaries of Rabindranath Tagore. The Academy also started to collect songs, and write and publish notations.
After its formal inauguration in 1967, the Academy started two educational institutions: a kindergarten school and a music school All artists who sing Nazrul songs are attached to this music school. The Academy started publishing a journal, shortly after its inception called Nazrul Academy Patrika. Twelve volumes of the journal were published till 1971. In addition to research papers on Nazrul, the journal also included research articles on national literature and culture. The journal is still being published, though it has become irregular now. The cultural activities of the Academy are now mainly confined to giving music lessons. However, the collection of valuable documents, gramophone records, songs and notations is continuing. Some of these works are published periodically.
[Written by: Mohammad Abdul Hye]
{:}{:bn}
কবি নজরুলকে বলা যেতে পারে বাংলা সাহিত্যে নবযুগের সূচনাকারীদের একজন। আমাদের জাতির সাহিত্য, সঙ্গীত এবং সংস্কৃতির সাথে মহান এই কবি জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে এবং তাঁকে বলা যেতে পারে আমাদের জাতীয় চেতনার বাহক। কবি নজরুলের স্মৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি তাঁর অমর কীর্তিগুলোকে সংরক্ষণ করা, তাঁর জীবন, সাহিত্য, সঙ্গীত এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের ওপর গবেষণা করা, তাঁর লেখাগুলোকে সংরক্ষণ করার পাশাপাশি ছাপানো এবং দেশ বিদেশে তাঁর ভাবমূর্তিকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৮৪ সালের ১২ই জুনের নজরুল ইন্সটিটিউট অর্ডিন্যান্স এর অধীনে ঢাকার ধানমণ্ডির ২৮ নং সড়কের ৩৩০-বি নং বাড়িতে অবস্থিত ‘কবিভবনে’ নজরুল ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন।
বিচারপতি আব্দুল মওদুদ এবং তালিম হোসেন যথাক্রমে নজরুল একাডেমীর সভাপতি এবং সচিব নির্বাচিত হন। খান ই সবুর এক সময় এই একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। নজরুল একাডেমী প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল নজরুল ইসলামকে একজন ইসলামিক কবি এবং কর্মী হিসেবে প্রতিষ্ঠা করা। ১৯৬৮ সালের ২৪শে মে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে পাকিস্তানের শিক্ষামন্ত্রী কাজী আনোয়ারুল হক এক অনুষ্ঠানে নজরুল একাডেমী প্রতিষ্ঠা করেন। একাডেমীর চেয়ারম্যান বিচারপতি আব্দুল মওদুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন। যে প্রধান উদ্দেশ্যগুলো নিয়ে নজরুল একাডেমী প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো হলঃ পাকিস্তানের মতাদর্শের সাথে সঙ্গতি রেখে নজরুলের আধুনিক এবং প্রগতিশীল আদর্শকে তুলে ধরা, পাকিস্তানের সংস্কৃতির সাথে সংহতি প্রকাশ করা এবং এই সংস্কৃতিকে মুসলিম ঐতিহ্য অনুযায়ী গড়ে তোলা।
১৯৬৭ সালের আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে নজরুল একাডেমীর নির্বাহী কমিটি গঠনের পর ১১৭, আউটার সার্কুলার রোডে একটি দোতলা ভবন একাডেমীর জন্য ভাড়া নেওয়া হয়। দান হিসেবে পাওয়া প্রায় পনেরো হাজার রুপি পুঁজি নিয়ে নজরুল একাডেমী এটির লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করে। পাকিস্তানের তৎকালীন যোগাযোগ মন্ত্রী খান ই সবুর বিভিন্ন ব্যাক্তি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে একাডেমীর পুঁজি বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহন করেন। কয়েক মাসের মধ্যেই সরকার বার্ষিক অনুদান হিসেবে নজরুল একাডেমীকে পঁচিশ হাজার রুপি অনুদান দেন। ১৯৬৮ সালের মে মাসে নজরুল জয়ন্তী পালনের মাধ্যমে একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাডেমীর তত্ত্বাবধানে দরিরামপুরে নজরুল জয়ন্তীর অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে অধ্যক্ষ ইব্রাহিম খান সভাপতিত্ব করেন। এছাড়া ১৯৬৮ সালের ১লা জুলাই একাডেমীর উদ্যোগে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে একটি হামদ-নাতের জলসার আয়োজন করা হয়।নজরুল জয়ন্তী পালনের পাশাপাশি এই একাডেমী অন্যান্য জাতীয় অনুষ্ঠানগুলোও পালন করে যেমনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যুদিবস। এছাড়া নজরুল একাডেমী কবির গান সংগ্রহ করা ছাড়াও তাঁর বিভিন্ন স্বরলিপি লেখা ও ছাপানোর কাজ শুরু করে।
১৯৬৭ সালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই একাডেমীর অধীনে একটি কিণ্ডারগার্ডেন স্কুল এবং একটি সঙ্গীতের স্কুল যাত্রা শুরু করে। সকল নজরুল সঙ্গীত শিল্পীরা এই সঙ্গীত স্কুলটির সাথে যুক্ত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠার পরপরই এই একাডেমী থেকে ‘নজরুল একাডেমী পত্রিকা’ নামে একটি জার্নাল ছাপানোর কাজ শুরু করা হয়। ১৯৭১ সালে এই পত্রিকার ১২ টি ভলিউম প্রকাশ করা হয়। কবি নজরুলের উপর গবেষণা পত্রের পাশাপাশি এই পত্রিকায় জাতীয় সাহিত্য এবং সংস্কৃতির উপরও গবেষণাভিত্তিক লেখা প্রকাশ করা হত। অনিয়মিতভাবে হলেও এখনও এই পত্রিকাটি প্রকাশ করা হয়। নজরুল একাডেমীর সংস্কৃতিক কর্মকাণ্ড বর্তমানে সঙ্গীত শেখানোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে, মূল্যবান কাগজপত্রের পাশাপাশি গ্রামোফোনের রেকর্ড, গান ও স্বরলিপি সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব সংগ্রহের কিছু কিছু মাঝে মাঝে প্রকাশ করা হয়ে থাকে।
(মোহাম্মদ আব্দুল হাই){:}
)
[1] => Array
(
[name] => Comilla Victoria Government College
[post_id] => 5168
[post_link] => http://offroadbangladesh.com/places/comilla-victoria-government-college/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Comilla-Victoria-Government-College1-225x300.jpg
[post_content] =>
Comilla Victoria Government College (কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ) is a college in Comilla, Bangladesh. It is one of the oldest and renowned colleges in Comilla as well as in Chittagong division. The college is located on 29 acres of land including its intermediate and honors section. Landlord of that time, Roy Bahadur Anandra Chandra Roy, established the college on 24 September 1899. Anandra Chandra Roy was a renowned patron of promoting and developing education in the district. He was a contractor by profession and accordingly set aside a large amount of money to establish a college for the development of higher education in Comilla.
Comilla Victoria College was thus born to fulfill his long cherished dream. In recognition of his noble endeavor, the British Government awarded him the title “Roy Bahadur” after the establishment of the college. A white sculpture was built in front of the main gate of intermediate section of the college to keep the memory of Roy Bahadur alive. Queen Victoria was the empress of India from 1876 to 1901. At that time, Comilla was under the rule of the empire, hence the college was named as Comilla Victoria College.
Sattendranath Boshu was the first principal of the college. He was the headmaster of former Comilla Victoria School. He remained the principal of the college until his death. He was a scholar as well as a researcher of literature. He was also a professor of English and was awarded Rabindranath Prize for his outstanding contribution to literature. Prof. Fazlul Karim was the first Muslim teacher of this college in 1937. He later became the Vice Principal of the college in 1958 until his retirement in 1972 when the college was made a government college.
There are 129 teachers in this college against 150 posts. But this small number of teachers is not sufficient address such a huge number of students. The total number of departments of the college stands at 18. The departments are Accounting and Management department of Business faculty, Physics, Chemistry, Biology, Zoology, Botany, Mathematics, Statistics of Science faculty and English, Social Science, Social Welfare, History, Islamic History, Political Science, Economics, Philosophy and Arabic of Arts faculty. At present, the college has 15,000 students and 147 teachers, of whom 36 are women.
The college always stands first in Comilla Board on the basis of good result in HSC. Meritorious students try to get admission in this college because of its name and fame. Students of the Honors’ section also do very well in examinations. Most of the time students of this college get top positions in exams held under the national university.
Students of the college regularly take part in debate. They won many prizes from BTV and others debate competitions. Bangladesh National Cadet Core (BNCC), Rover Scouts are also working at the college. Sandhani and Badhon, two leading blood donation organizations of the country, regularly organize blood donation programs on the campus where students and teachers participate voluntarily.
Cultural programs are also organized. Victoria College Chhatra Sangshad played a vital role during the 1952 language movement and the 1962 movement against Ayub Khan. It was also actively involved in the Liberation War of 1971. The Memorial inside the campus commemorating the sacrifice of the freedom fighters who were students of the college.
Many students of Comilla Victoria College joined the Bangladesh liberation war in 1971. At least 334 students participated in the war of whom 35 sacrificed their lives for the noble cause. Major Rafiqul Islam, Saheed Khaza Nizam uddin got the recognition of "Bir Uttom" and Lieutenant Colonel Akbar Hossain, Saheed Abdul Momin got “Bir Protik” respectively who were the students of this college. Advocate Abdul Matin Khosru, Prof. Ali Asraf, AHM Mostafa Kamal (Lotus Kamal), AKM Baha Uddin Baher, who also participated in the war, were students of this college. A memorial has been built inside the campus commemorating the sublime contribution of the these freedom fighters. Comilla Victoria College has five dormitories: four for boys and one for girls. About 1,000 students reside in these dormitories.
Notable alumni:
1. Sachin Dev Burman, musician.
2. Abdul Awal Mintoo, passed HSC exam from this institute in 1966 in science group.
3. Kazi Shamsul Hoque, a journalist, editor of weekly Akhon Samoy, New York, USA passed B.A. from this college.
4. Professor Fazlul Halim Chowdhury (1 August 1930–9 April 1996) was the longest-serving (1976–1983) vice-chancellor of Dhaka University. He passed HSC exam from this college in science in 1947.
5. TV presenter Hanif Sanket
6. Rural development propagator and Ramon Magsaysay Award winner Dr. Akhtar Hameed Khan was a principal of the college in the 1950s.
7. Abdus Suttar Khan, a Bangladeshi Oxford Scholar and aerospace researcher.
8. Tapesh Chandra Bose (born. 1928 - died. 1985), S/O. Late Satish Chandra Bose,of( Bikrampur, Dacca )Ex- Finance Officer, PWD, Govt. Of Tripura, Vice president Of Biredra Club Agartala, Life Member Tripura Football association, Agartala, Tripura, present residence now at Dimsagar, Kunjaban Road, Agartala, Tripura & Inda Girls School Road, Inda, Kharagpur, Dist. Midnapore, and West Bengal was a student of Victoria College, Comilla, Bangladesh he was a Student of Economics and passed out from this college with highest distinction.
)
[2] => Array
(
[name] => Annoda Gobinda Public Library
[post_id] => 3107
[post_link] => http://offroadbangladesh.com/places/annoda-gobinda-public-library/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Annoda-Gobinda-Public-Library-1-300x225.jpg
[post_content] =>
This is a very popular library situated in the heart of Pabna Sadar Upazilla. It is a 100 years old public library.
)
[3] => Array
(
[name] => {:en}University of Dhaka{:}{:bn}ঢাকা বিশ্ববিদ্যালয়{:}
[post_id] => 4485
[post_link] => http://offroadbangladesh.com/places/university-of-dhaka/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Aparajeyo_Bangla_statue-Ranadipam-Basu1-300x225.jpg
[post_content] => {:en}
The University of Dhaka (ঢাকা বিশ্ববিদ্যালয়), also known as Dhaka University or simply DU, is the oldest university in modern Bangladesh. Established during the British Raj in 1921, it gained a reputation as the "Oxford of the East" during its early years and has been a significant contributor to the modern history of Bangladesh. After the partition of India, it became the focal point of progressive and democratic movements in Pakistan. Its students and teachers played a central role in the rise of Bengali nationalism and the independence of Bangladesh.
The university's distinguished alumni include Satyendra Nath Bose (pioneer of Bose–Einstein statistics), Fazlur Rahman Khan (pioneer of modern structural engineering), Muhammad Yunus (winner of the 2006 Nobel Peace Prize), Vijayaraghavan (co-discoverer of the PV number), Rehman Sobhan (social democratic economist), Buddhadeb Bose (20th century Bengali poet) and Sheikh Mujibur Rahman (the founding father of Bangladesh). It also enjoyed associations with Kazi Nazrul Islam, Rabindranath Tagore and Faiz Ahmed Faiz.
Before Dhaka University was established, near its grounds were the former buildings of Dhaka College. But in 1873 the university was relocated to Bahadur Shah Park. Later it shifted to Curzon Hall, which would later become the first institute of the University of Dhaka.
The establishment of the university was a compensation of the annulment of the 1905 Partition of Bengal. The partition had established East Bengal and Assam as a separate province, with Dhaka as its capital. However, the partition was abolished in 1911.
In 1913, public opinion was invited before the university scheme was given its final shape. The secretary of state approved it in December 1913. The first vice-chancellor of the university, Dr. Philip Joseph Hartog, formerly academic registrar of the University of London for 17 years was appointed.
During the opening of the University, Joseph Hartog made this speech in honour of the university:
"A man may be an excellent teacher of elementary subjects without the power to add to knowledge. But in advanced work I maintain that no one can really teach well unless he has the combination of imagination with critical power which leads to the original production (of knowledge), and for that if for no other reason, a university to be a true university must see that its teachers are men who are also capable of advancing knowledge."
Established in 1921 under the Dacca University Act 1920 of the Indian Legislative Council, it is modelled after British universities. Academic activities started on July 1, 1921 with 3 Faculties: Arts, Science and Law; 12 Departments: Sanskrit and Bengali, English, Education, History, Arabic and Islamic Studies, Persian and Urdu, Philosophy, Economics and Politics, Physics, Chemistry, Mathematics, and Law; 3 Dormitories for students: Salimullah Muslim Hall, Dacca Hall and Jagannath Hall.
The university later played a significant role in the Bengali Language Movement, when Bengalis joined together to fight against Urdu being the official language in East Pakistan. Dhaka University was the main place where the movement started with the students joining together and protesting against the Pakistan government. Later countless students were massacred in where the Shaheed Minar stands today. After the incident, Bengali was restored as official language.
{:}{:bn}
আধুনিক বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো ঢাবি নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়। একসময় ১৯২১ সালে ইংরেজ শাসনামলে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি শুরুর দিকে ‘প্রাচ্যর অক্সফোর্ড’ নামে পরিচিত ছিল। দেশবিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে সকল প্রগতিশীল এবং গনতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকারী এই বিশ্ববিদ্যালয়টি। বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা কেন্দ্রীয় ভুমিকা পালন করেছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি ফাইজ আহমেদ ফাইজের সান্নিধ্য ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের এলুমনিতে ছিলেনঃ সত্যন্দ্রনাথ বোস (বোস-আইনস্টাইন সূত্রের জনক), ফজলুর রহমান খান (আধুনিক স্থাপত্য প্রকৌশলের প্রবক্তা), ডঃ মুহাম্মদ ইউনুস (২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী), বিজয়রাঘবান (পিভি নাম্বারের যৌথ আবিষ্কারক), রেহমান সোবহান (সমাজকর্মী এবং অর্থনীতিবিদ), বুদ্ধদেব বসু ( জনপ্রিয় কবি), শেখ মুজিবর রহমান (বাংলাদেশের জাতির জনক)।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে ঢাকা কলেজের ভবনগুলোতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হত। ১৮৭৩ সালে বাহাদুর শাহ পার্কে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চললেও পরবর্তীতে তা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইন্সটিটিউট কার্জন হলে স্থানান্তর করা হয়।
১৯০৫ সালে বাংলার বিভক্তি বাতিলের ক্ষতিপূরণ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বাংলার বিভক্তির ফলে ঢাকাকে রাজধানী করে পূর্ব বাংলা এবং আসাম পৃথক রাজ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। তবে ১৯১১ সালে এই বিভক্তি বাতিল করা হয়। ১৯১৩ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবকে পূর্ণরূপ দেওয়ার পূর্বে জনমত আহবান করা হয়। সেই বছর ডিসেম্বরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবটি অনুমোদন করেন। ইউনিভারসিটি অফ লন্ডনে প্রায় ১৭ বছর একাডেমিক রেজিস্ত্রারের দায়িত্ব পালনকারী ডঃ ফিলিপ জোসেফ হারটগ কে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। বিশ্ববিদ্যালয় চালু হবার সময় জোসেফ হারটগ তাঁর ভাষণে বলেনঃ
"জ্ঞানবৃদ্ধির ক্ষমতা ছাড়াই একজন হয়তো প্রাথমিক বিষয়গুলোর খুব ভাল শিক্ষক হতে পারেন কিন্তু আমার মনে হয় আরও উচ্চতর পর্যায়ে কল্পনা এবং জটিল চিন্তাশক্তির সমষ্টি ব্যাতিত একজনের পক্ষে ভালভাবে পাঠদান করা সম্ভব নয়। কেননা কল্পনা এবং জটিল চিন্তাশক্তির সমন্বয়ে জ্ঞানের উদ্ভাবন হয়। আর এ কারনেই সত্যিকারের বিশ্ববিদ্যালয় হতে হলে এখানকার শিক্ষকদের নিজেদের জ্ঞান বৃদ্ধিতে সমর্থ হতে হবে”।
১৯২১ সালে ভারতীয় আইনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ১৯২১ এর অধীনে ইংরেজ বিশ্ববিদ্যালয়গুলোর আদলে এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা হয়। ১৯২১ সালের ১লা জুলাই আইন, বিজ্ঞান এবং কলাসহ ৩টি অনুষদ এবং সংস্কৃত ও বাংলা, ইংরেজি, শিক্ষা, ইতিহাস, আরবি ও ইসলামিক স্টাডিজ, পারস্য এবং উর্দু, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, এবং আইনসহ মোট ১২ টি বিভাগ নিয়ে এখানে পাঠদান শুরু হয়। সেসময় এখানকার ছাত্রদের জন্য তিনটি ডরমিটরি ছিল। এগুলো হলোঃ সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা হল এবং জগন্নাথ হল।
পরবর্তীতে উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে ভাষা আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়েই ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল এবং এখানেই ছাত্ররা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বর্তমানে অবস্থিত শহীদ মিনারের স্থানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করেছিল এবং এতে করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র শহীদ হন। পরবর্তীতে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়।
{:}
)
)