Array
(
[0] => Array
(
[name] => {:en}Dhanbari Nawab Manzil{:}{:bn}ধনবাড়ি নবাব মনজিল{:}
[post_id] => 5262
[post_link] => http://offroadbangladesh.com/places/dhanbari-nawab-manzil/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/dhanbari-nawab-bai-Md.Rokanuzzaman1-300x240.jpg
[post_content] => {:en}
Dhanbari Nawab Manzil (ধনবাড়ি নবাব মনজিল) is locally known as Nawab Bari (নবাব বাড়ী). This is now owned by the descendants of Nawab Ali Chowdhury (নবাব আলী চৌধুরী). They have been taking a good care of this palace and also built several cottages inside the premise for the tourists for staying. This is the only heritage resort from our Bangladesh. This is also known as Dhanbari (ধনবাড়ী) Royal Resort. Inside the premise is very much neat and clean, adequate amount of stuffs and guards are around there to take care of everything.
Most of the Zamindar (জমিদার) mansions from Bangladesh were owned by the Hindu Zamindar (জমিদার). After the division of the country during 1947, and also later 1971, most of those powerful owners were coerced to leave the country, or cringed away to avoid the secular vandalism. Which results their mammoth mansions left unprotected. Later government has taken control of few of those buildings and used as their official purpose (which are still in a presentable state). But others are in total ruin by now a days for lack of care.
But this Nawab (নবাব) Palace is totally different from those. As it was owned by the Muslim landlords, they didn't have to leave the country or had nothing to fear. They were powerful during their ruling period. And yet still they are powerful on that region now a days. That's why this palace is still in a very good condition and has been taken proper care to maintain its state.
This palace was built by the Nawab Ali Chowdhury (নবাব আলী চৌধুরী) during 1919 to invite the British Lord Ronaldshay. He Came near Koyra (কয়ড়া) using the Steamer and had a reception with 30 elephants. [Reference: www.dctangail.gov.bd].
One of the decedents from the Nawab (নবাব) Family named Nawab Hasan Ali Chowdhury (নবাব হাসান আলী চৌধুরী) was the Industrial Minister during the reign of East Pakistan. Also he was a member of the Parliament during 1978. Later, after his death, his daughter Saiyeda Asheka Akbar (সৈয়দা আশেক আকবর) was the member of the Parliament during 1981. This information will give you an idea about their power and now you understand why the palace is still in a good condition.
You'll require to buy a ticket for 30 Taka to enter inside the palace premise. Each ticket is valid for 2 hours of visiting. The area is highly secured and the stuffs and guards around there are very much friendly. No unauthorized entries are entertained there. So no one will bother you while you are enjoying the surroundings.
{:}{:bn}
ধনবাড়ি নবাব মঞ্জিল স্থানীয়ভাবে নবাববাড়ি নামে পরিচিত। বর্তমানে নবাব আলী চৌধুরীর উত্তরসূরিরা এই রাজবাড়ির দেখাভাল করছেন এবং পর্যটকদের অবস্থানের জন্য তারা এখানে কয়েকটি কটেজও নির্মাণ করেছেন। বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী রিসোর্ট এটি। পরিষ্কার পরিচ্ছন্ন এই রাজবাড়িতে বেশ কয়েকজন কর্মচারী সবকিছুর দেখাশোনা করছে।
বাংলাদেশের বেশীরভাগ জমিদারবাড়ির মালিক ছিলেন হিন্দু জমিদারেরা। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর এদের মাঝে বেশীরভাগ প্রভাবশালী জমিদারেরাই দেশত্যাগ করতে বাধ্য হন অথবা ধর্মীয় গোঁড়ামির কারনে তাঁদের একঘরে করে দেওয়া হয়। এর ফলে এসব জমিদারবাড়ি অরক্ষিত অবস্থায় থেকে যায়। পরবর্তীতে কিছু জমিদারবাড়ি সরকার অধিগ্রহন করে তাঁদের দাপ্তরিক কাজে ব্যবহার করলেও বাদবাকি জমিদারবাড়িগুলো অযত্ন এবং অবহেলায় ধ্বংসের মুখে রয়েছে।
ধনবাড়ি নবাব মঞ্জিল অন্যান্য জমিদারবাড়ির চেয়ে ভিন্ন। মুসলিম জমিদার এই বাড়িটির মালিক হওয়াতে তাঁদের দেশত্যাগ করতে হয়নি। তাঁরা তাঁদের শাসনকালে যেমন ক্ষমতাধর ছিল তেমনি এখনও নিজ নিজ অঞ্চলে তাঁদের প্রভাব বিদ্যমান। আর এ কারনেই তাঁদের মালিকানার জমিদারবাড়িগুলোর অবস্থা এখনও বেশ ভাল এবং এসব জমিদারবাড়ির যথাযথ যত্ন ও রক্ষনাবেক্ষন করা হচ্ছে।
১৯১৯ সালে ইংরেজ লর্ড রোনাল্ডশ্যকে আমন্ত্রন জানাতে নবাব আলী চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেন। লর্ড রোনাল্ডশ্য স্টিমারে করে কয়ড়ার কাছে এসেছিলেন এবং তাঁকে ৩০টি হাতির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়েছিল। [সূত্র: www.dctangail.gov.bd];
নবাব পরিবারের একজন উত্তরসূরী নবাব হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্প মন্ত্রী ছিলেন। এছাড়া ১৯৭৮ সালে তিনি একজন সংসদ সদস্যও ছিলেন। নবাব হাসান আলী চৌধুরীর মৃত্যুর পর ১৯৮১ সালে তাঁর কন্যা সৈয়দা আশেক আকবর সংসদ সদস্য নির্বাচিত হন। উপরোক্ত তথ্য আপনাকে এই নবাব পরিবারের প্রভাব ও ক্ষমতা সম্পর্কে ধারনা দেবে এবং আপনি বুঝতে পারবেন আজও কিভাবে এই নবাবমঞ্জিল এতোটা ভাল অবস্থায় রয়েছে।
ধনবাড়ি নবাব মঞ্জিলে প্রবেশ করতে আপনাকে ৩০/- টাকা দামের টিকেট কাটতে হবে। প্রতিটি টিকেট নবাব মঞ্জিলে প্রবেশ করার দুই ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে। নবাব মঞ্জিলের নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর এবং এখানকার কর্মচারীরা বেশ সাহায্যপরায়ন। এখানে বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না তাই আপনি নির্বিঘ্নে নবাব মঞ্জিল ঘুরে দেখতে পারবেন।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Palace Of Queen Mainamati{:}{:bn}রানী ময়নামতির প্রাসাদ{:}
[post_id] => 1369
[post_link] => http://offroadbangladesh.com/places/palace-of-queen-mainamati/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/moynamoti-ranir-biharpalace2-300x225.jpg
[post_content] => {:en}
Locally the place is known as Moynamoti Ranir Kuthi or Moynamoti Ranir Banglo. According to Bengali textbook, the name is Moynamoti Ranir Bihar.
Mainamati’s Palace Mound is the largest and highest mound in the northern extremity of the ridge near Mainamati village, just east of Brahmanbaria road. The Gumti River, identified with the ancient river Ksiroda, has now shifted a few hundred yards to the east, but once flowed along its eastern edge, partly washing its northern and southern foot as well. Its old silted up bed is still very clearly traceable.
The site has been traditionally associated with the legendary Chandra Queen, Mainamati, mother of the last known Chandra King, Govinda Chandra, and is popularly regarded to have been the last seat of that dynasty.
Limited excavations here for a season or two have uncovered part of a massive defense wall round different parts of the site, probably a citadel, and the corner of a substantial structure, probably a palace at the center of the site. Scholars widely regard it as the center of Devaparvata, the capital of Samatata.
Written by-[M Harunur Rashid]
{:}{:bn}
স্থানীয়ভাবে এই রাজপ্রাসাদটি ময়নামতি রানীরকুঠি এবং ময়নামতি রানীর বাংলো নামেও পরিচিত। তবে, পাঠ্যবইয়ে এই প্রাসাদটির নাম হল ময়নামতি রানীর বিহার।
{:}
)
[2] => Array
(
[name] => Nawab Faizunnesa Chowdhurani and Nawab Bari
[post_id] => 5531
[post_link] => http://offroadbangladesh.com/places/nawab-faizunnesa-chowdhurani-and-nawab-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Choudhurani-Nawab-Faizunnesa11-201x300.jpg
[post_content] =>
Nawab Faizunnesa Choudhurani (1834–1903) was Zamindar of Homnabad-Pashchimgaon Estate in present-day Comilla District, Bangladesh. She is most famous for her campaign for female education and other social issues. In appreciation of her social work, in 1889 Queen Victoria awarded Faizunnesa the title of "Nawab", making her the first female Nawab in South Asia.
Early life and background: Nawab Faizunnesa Chowdhurani was born in 1834 in the village of Pashchimgaon under Laksham in the district of Comilla. Her father was Ahmed Ali Chowdhury, a descendent of the Mughal emperors and zamindar of Homnabad-Pashchimgaon estate. Faizunnessa was raised in a conservative Muslim family, where the women would maintain a strict purdah system. She received no formal education but she educated herself in her library during leisure time. She was proficient in Arabic, Persian, Sanskrit and Bengali language. In 1860, Faizunnesa was married to a distant cousin and neighboring Zamindar, Muhammad Gazi, becoming his second wife. But the couple became separated for an unknown reason and Faizunnesa began to live with her paternal family.
Career and philanthropy: After her mother's death in 1883, Faizunnesa inherited her property and became Zamindar of Pashchimgaon. She became increasingly involved in social work after becoming Zamindar. In 1873, Faizunnesa Choudhurani established a high school for girls in Comilla, which is one of the earliest female schools privately established in Indian subcontinent, which is now called Nawab Faizunnesa Government Girls' High School. She also founded a school at Pashchimgaon that was later upgraded to a college and now named as Nawab Faizunnesa Degree College.
In 1893, Faizunnesa established a charitable dispensary in her village for women in purdah, particularly destitute women. She also built a hospital for women, Faizunnesa Zenana Hospital in Comilla. In addition, she built mosques and contributed towards the development of roads and ponds. Faizunnesa patronized different newspapers and periodicals, including Bandhab, Dhaka Prakash, Musalman Bandhu, Sudhakar, and Islam Pracharak. Before her death in 1903 she donated her entire property to the nation.
)
[3] => Array
(
[name] => {:en}Rose Garden Palace{:}{:bn}রোজ গার্ডেন প্যালেস{:}
[post_id] => 1529
[post_link] => http://offroadbangladesh.com/places/rose-garden-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/rose-garden-1-300x225.jpg
[post_content] => {:en}
The Rose Garden Palace was built by a Hindu Zamindar Hrikesh Das in the late 19th century. Around that time jalsas (parties) held at Baldha Garden were an important part of the social life of the city's wealthier Hindu residents. The story goes that Hrishikesh, a Zamindar of lower caste background, being insulted on this account by someone at one of the jalsas at Baldha Garden, decided to create his own garden to outshine that of Baldha. Here he staged jalsas of his own. The centerpiece of the garden is an elegant pavilion. However, this was not created as a residence, but rather a setting for entertainment such as musical performances (although subsequent owners did use it as a house). This extravagant lifestyle caused Hrikesh to go bankrupt and he was forced to sell the property.
The palace was bought by Khan Bahadur Kazi Abdur Rashid from Hrikesh in 1936 and renamed the building Rashid Manzil. His eldest son Kazi Mohammed Bashir (Humayun) who carried his name and fame until this generation.
The building, which remains a private property to date, has been renovated by its owners keeping the original character fully maintained. At present it is owned by Qazi Abdur Raqib, Barrister, who has leased it out to the Bengal Motion Picture Studios Limited.
The building has Corinthian columns and has eight apartments including a central hall on its ground floor. The upper floor has a further five apartments including a large dance hall in the middle. In the front yard, there was a fountain originally, the structure of which still remains. There are several classical marble statues in the garden, although the rosegarden that gave the mansion its name does not exist anymore.
The lodge contains on the ground floor eight apartments including a central hall whilst the upper floor has a further five apartments including a large dance hall measuring in the middle. At the back of the building to the east there is a veranda triple-arched entrance porch which leads to a staircase for the upper storey. Originally there was an ornamental fountain in the garden and a number of classical marble statue.
{:}{:bn}
১৯ শতকের শেষের দিকে হিন্দু জমিদার হৃষিকেস দাস রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন। সেসময়, বলধা গার্ডেনে অনুষ্ঠিত হওয়া জলসাগুলো শহরের বিত্তবান হিন্দুদের সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বলধা গার্ডেনের এমনই এক জলসায় হৃষিকেস দাস নামক এক নিম্নবর্ণের জমিদারকে অপমান করা হয় এবং এর ফলে তিনি নিজেই বাগানবাড়ি স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেন। হৃষিকেস দাস তাঁর নিজস্ব বাগানবাড়িতে জলসার আয়োজন করতেন। তাঁর বাগানের মূল আকর্ষণ ছিল একটি নয়নাভিরাম সাজঘর। তবে বাগানবাড়িটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল (যদিও পরবর্তী মালিকরা এটি বসবাসের জন্যেও ব্যবহার করতেন)। বিলাসবহুল জীবনযাপনের কারনে হৃষিকেস দাস দেউলিয়া হয়ে যান এবং ফলশ্রুতিতে তাঁকে তাঁর সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছিল।
১৯৩৬ সালে খান বাহাদুর কাজী আব্দুর রশিদ এই প্রাসাদটি হৃষিকেস দাসের কাছ থেকে কিনে নেন এবং প্রাসাদটির নামকরণ করেন রশিদ মঞ্জিল। তাঁর বড় ছেলে কাজী মোহাম্মদ বশির (হুমায়ুন) আজ অবধি তাঁদের নাম ও খ্যাতিকে ধরে রেখেছেন।
আজ অবধি ব্যাক্তিগত সম্পত্তি এই ভবনটির মূল আবেদন ধরে রেখে ভবনটিকে রক্ষনাবেক্ষন করা হচ্ছে। বর্তমানে এই প্রাসাদটির মালিক ব্যারিস্টার কাজী আব্দুর রকিব প্রাসাদটি বেঙ্গল মোশন পিকচার স্টুডিও লিমিটেডের কাছে ভাড়া দিয়েছেন।
প্রাসাদটির নীচতলায় একটি হলরুম ছাড়াও করিনথিয়ান কলাম এবং আটটি কক্ষ রয়েছে। প্রাসাদের উপর তলার মাঝে নৃত্য করার জন্য হল ছাড়াও আরও পাঁচটি কক্ষ রয়েছে। প্রাসাদের সামনে একটি ঝর্ণা ছিল যেটির চিহ্ন আজও বিদ্যমান। প্রাসাদের বাগানে কয়েকটি মার্বেলের তৈরি মূর্তি রয়েছে যদিও স্থানটির নামকরণ যে গোলাপ বাগানের জন্য করা হয়েছে সেই গোলাপ বাগানটি এখন আর নেই।
প্রাসাদের পিছনে পূর্বদিকে একটি বারান্দা আছে যেখানে প্রবেশের জন্য ধনুকাকৃতির তিনস্তর বিশিষ্ট একটি প্রবেশপথ রয়েছে যেটি দিয়ে উপরে ওঠার সিঁড়িতে যাওয়া যায়।
{:}
)
)