Array
(
[0] => Array
(
[name] => {:en}Shah Mahmud Masjid{:}{:bn}শাহ মাহমুদ মসজিদ{:}
[post_id] => 5104
[post_link] => http://offroadbangladesh.com/places/shah-mahmud-masjid/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Shah-Mahmud-Masjid2-300x225.jpg
[post_content] => {:en}
Shah Mahmud Masjid is an attractive building at Egarosindur may be dated sometime around 1680 AD. The mosque stands at the back of a slightly raised platform, which is enclosed by a low wall with a gateway consists of an oblong structure with do-chala roof. The mosque proper is a square structure, 5.79m a side in the inside, and is emphasized with octagonal towers on the four exteriors angles. All these towers shooting high above the roof and terminating in solid kiosks with cupolas, were originally crowned with kalasa finials, still intact in the southern one. The western wall accommodates inside three mihrab –the central one semi –octagonal and the side ones rectangular. The central doorway and central mihrab are larger than their flanking counterparts. The mosque has four axially projected front ones, each corresponding to the centrally located doorways and the central mihrab. The parapets and cornices are horizontal in the usual Mughal fashion.
All the mihrabs are enriched with terracotta decoration. The mihrabs are arched having cuspings in their outer faces. The pilasters, supporting the mihrab arches, show a series of decorated bands topped by a frieze of petals. The spandrels of these arches, though now plain must have been originally enriched with terracotta plaques. Above the rectangular frame of the central mihrab there is a row of arched-niches filled with varieties of small trees containing flowers. The mosque should specially be noted for its four axially projected frontons with bordering ornamental turrets, a device which must have been borrowed from the four axial iwan-type gateways of the Persian influenced north Indian Mughal standard mosques of Fathpur, Agra and Delhi.
The mosque has a very large dome at the top. Four corners of the mosque are having octagonal columns and the middle of the walls are having eight small columns (each wall two). The Shah Mahmud mosque has stylish terracotta at the eastern wall. Also it has expensive (considering that period) decoration at the top of the walls, columns and mini-minarets.
{:}{:bn}
এগারোসিন্দুর গ্রামে অবস্থিত অন্যতম আকর্ষণীয় এই স্থাপনাটি সম্ভবত ১৬৮০ সালের দিকে নির্মিত হয়েছিল। একটি উঁচু প্লাটফর্মের পেছনে অবস্থিত এই মসজিদটি নিচু দেয়াল দিয়ে ঘেরাও করা হয়েছে। মসজিদে ঢোকার ফটকটি আয়াতক্ষেত্রাকার এবং এটিতে দোচালা ছাদ রয়েছে। ছাদের উপর চার কোণায় অষ্টভুজ চারটি টাওয়ারসহ বর্গাক্ষেত্রাকার এই মসজিদের ভেতরের প্রতিটি দিকের দৈর্ঘ্য ৫.৭৯ মিটার। মসজিদের টাওয়ারগুলোতে ছোট কক্ষ ছিল এবং টাওয়ারগুলো অলংকার দিয়ে সাজানো হয়েছিল। দক্ষিন দিকের টাওয়ারে এখনও সেসব অলংকারের দেখা মেলে। মসজিদের পশ্চিম দেয়ালে তিনটি মিহরাব আছে যেগুলোর মধ্যে মাঝের মিহরাবটি অষ্টভুজ আকারের এবং বাকি পাশের দুটি মিহরাব বর্গক্ষেত্রাকার। মসজিদের মাঝখানের মিহরাব এবং দরজাটি অন্যান্য মিহরাব ও দরজাগুলোর চেয়ে আকারে বড়। মসজিদের প্রাচীর এবং কার্নিশগুলো মুঘল স্থাপত্যের মত সমান্তরাল।
মসজিদের ধনুকাকারের মিহরাবসমূহে টেরাকোটার নকশা করা রয়েছে। মসজিদের মিহরাবের সাথেকার প্রতিটি কলামে পাতা এবং শৃঙ্খলের নকশা রয়েছে এবং ধনুকাকার মিহরাব এবং ছাদের সংযোগস্থলে একসময় টেরাকোটার ফলক ছিল বলে বোঝা যায়। এখানকার মাঝখানের মিহরাবের উপরে বিভিন্ন ফুল সমেত ছোট গাছের নকশা রয়েছে। মসজিদের সম্মুখভাগের চারটি চূড়ার নকশার উত্তর ভারতের ফতেহপুর, আগ্রা এবং দিল্লির মুঘল আমলের মসজিদগুলোর পারস্য নকশার সাথে মিল পাওয়া যায়।
মসজিদের উপরে একটি বিশালাকার গম্বুজ রয়েছে এবং এখানকার পূর্বদিকের দেয়ালে টেরাকোটার কাজ ছাড়াও দেয়ালের উপরে, কলামে এবং মিনি মিনারে সে আমলের ব্যয়বহুল নকশার কাজ রয়েছে।
ছবির জন্য এখানে ক্লিক করুন http://www.panoramio.com/photo/91597929
http://www.panoramio.com/photo/91597914
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Nine Dome Mosque{:}{:bn}নয় গম্বুজ মসজিদ{:}
[post_id] => 1532
[post_link] => http://offroadbangladesh.com/places/nine-dome-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/DSC02733-300x201.jpg
[post_content] => {:en}
Nine Dome Mosque is now a protected monument of the Department of Archaeology, Bangladesh. There are 3 pointed arched openings on the north, south and east sides adjoined within tall rectangular frames. The western wall is relieved with three semicircular mihrabs of which the central one is larger and is projected to the west.
The decorations of the multi-cusped mihrabs contains terracotta floral, scroll and foliage patterns within rectangular panels. Each Mihrabs center is decorated with chain and bell motif. Apexes of the arches have diaper designs and large rosettes at the spandrels. Rest three walls are relieved with only two niches in each.
The corner towers are round and are surfaced by eight bands of moldings. The exterior walls are eased with vertical panels. The curved cornice is very prominent.
{:}{:bn}
খান জাহান আলীর মাজারের অর্ধেক কিলোমিটারেরও কম দূরত্বে ঠাকুরদীঘির পশ্চিম তীরে নয় গম্বুজ মসজিদ অবস্থিত। এই মসজিদটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদফতরের অধীনে একটি সংরক্ষিত নিদর্শন। মসজিদটির উত্তর, দক্ষিন এবং পূর্বদিকে লম্বা আয়াতক্ষেত্রাকার কাঠামোর মধ্যে তিনটি ধনুকআকারের ফটক রয়েছে। নয়গম্বুজবিশিষ্ট মসজিদের পশ্চিম দিকের দেয়ালে তিনটি অর্ধ গোলাকার মিহরাব রয়েছে যেগুলোর মধ্যে মাঝখানের মিহরাবটি বড় এবং পশ্চিমদিকে হেলানো। খাঁজকাটা মিহরাবগুলোতে টেরাকোটার উপর আয়াতক্ষেত্রাকার কাঠামোর মধ্যে ফুল ও পাতার নকশা রয়েছে এবং মিহরাবের মাঝখানে শিকল ও ঘণ্টার নকশা রয়েছে। মসজিদের খিলানের শীর্ষে বুটির নকশা এবং খিলান, ছাদ ও দেয়ালের মধ্যবর্তী স্থানে গোলাপের নকশা রয়েছে। নয়গম্বুজবিশিষ্ট মসজিদের অবশিষ্ট তিনটি দেয়ালের প্রতিটিতে দুটি করে খিলান রয়েছে। মসজিদটির কোণায় অবস্থিত টাওয়ারগুলো গোলাকার এবং এগুলোতে আট স্তরের ঢালাই রয়েছে।
{:}
)
[2] => Array
(
[name] => Mosque of Kartalab Khan
[post_id] => 7301
[post_link] => http://offroadbangladesh.com/places/mosque-of-kartalab-khan/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Mosque-of-Kartalab-Khan1-300x225.jpg
[post_content] =>
Kartalab Khan Mashjid or Mosque of Kartalab Khan (কর্তালাব খান মসজিদ) is located at the Begum Bazar of Old Dhaka. It was built by the Dewan Murshid Quli Khan, also known as Kartalab Khan during 1701-1704, and the mosque named after him. For its location, people used to call this as Begum Bazar Mosque. Hardly very few people know this mosque as Kartalab Khan's Mosque now a days. The Google Map coordinate of the mosque is (23°43'2.03"N, 90°23'54.59"E), near to the Dhaka Central Jail.
Like any other mosques of that period, this one was built over a plinth like high vault. This mosque has five domes at the top of it, and an extended do-chala (দো চালা) like room at northern side. Though it was built around 300 years back, but now a days none of its antiquities are available.
Old Dhaka is already a congested area and there is hardly any space around the mosque for you to observe. Busy trading is going on around the mosque area. In fact it will be hard for you to stand beside the road and watch the top of the mosque.
There are buildings around the mosque those are using as market. So you can easily use any of those. This mosque could have been used as a token of our glorious past if it were handled with great care.
)
[3] => Array
(
[name] => {:en}Gutia Mosque{:}{:bn}গুটিয়া মসজিদ{:}
[post_id] => 899
[post_link] => http://offroadbangladesh.com/places/gutia-mosque-known-as-baitul-aman-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/01/Guthia-Mosque-Barisal-011-300x225.jpg
[post_content] => {:en}
Gutia Mosque is situated in Barisal, also known as Baitul Aman Mosque. The mosque was built 20 km away from Barisal in a place called Ujirpur. It is supposed that, it took 210 million BDT to build this mosque. This mosque is outstanding to look at as the best equipment’s have been used. It is well decorated with lights, frames, and has speakers of BOSE, so the Azan is very melodious. The area is huge with a Madrasa, Eidgah, pond and garden. It has 30 staffs to look after the mosque. This mosque has separate place for women to perform Salah.
Mr. Sharfuddin Ahmed Shantu established this mosque in 16th Dec, 2003. He spent 10 million dollars to build this Gutia Masjid. The designs and decorations used here are taken from Europe, Asia, and Middle East's most famous mosque.
{:}{:bn}
ইউরোপ, এশিয়া এবং মধ্য প্রাচ্যের নামকরা মসজিদগুলোর নকশা অনুকরনের প্রায় ২১ কোটি টাকা ব্যয় করে বরিশাল থেকে ২০ কিলোমিটার দূরে উজিরপুরে ১৬ ডিসেম্বর ২০০৩ তারিখে এই মসজিদটি নির্মাণ করেন জনাব শরফুদ্দিন আহমেদ সানটু। নয়নাভিরাম এই মসজিদটিতে ব্যাবহার করা হয়েছে উন্নমানের কাঁচ, ফ্রেম, এবং বোস স্পিকার, যেটির কারনে এই মসজিদের আজান বিশেষভাবে শ্রুতিমধুর হয়েছে। মসজিদটির বিশাল সীমানার মধ্যে আরও আছে মাদ্রাসা, ঈদগাহ, পুকুর এবং বাগান। এই মসজিদটির তত্ত্বাবধানে ৩০ জন কর্মচারী নিয়োজিত আছেন। মহিলাদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যাবস্থা রয়েছে মসজিদটিতে।
{:}
)
)