Array
(
[0] => Array
(
[name] => Bangabandhu Jamuna Eco Park
[post_id] => 3113
[post_link] => http://offroadbangladesh.com/places/bangabandhu-jamuna-eco-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Bangabandhu-Jamuna-Eco-Park-13-300x201.jpg
[post_content] =>
The Bangabandhu Jamuna Eco Park in Sirajganj, which could become a lucrative spot pulling in local and foreign tourists, has been in a sorry state for years. The park, about 125 kilometres north-west of Dhaka, has over 50 varieties of timber, fruit and medicinal trees and a zoo, but fails to draw many tourists due to a lack of necessary facilities and publicity, said visitors and officials concerned.
The 600-acre park on the western end of Jamuna bridge at Soydabad in the district was opened to public in 2008, but the authorities have not taken any initiatives to attract tourists. During a recent visit, this correspondent found the park in a state of neglect, with only a handful of visitors. The park has a small zoo with only four cages that accommodate only two sick porcupines and a few monkeys and hares.
Seven spotted deer were released into the park when it was opened, and their numbers redoubled in five years. But the animals have been suffering due to a severe shortage of drinking water, with no ponds dug in the forest, sources said. Ibrahim Khalil, in-charge of the park’s wildlife and c, said there were two peacocks in the park, but they were shifted to Dhaka after they fell sick a few months ago. “Visitors, especially children, love to see animals and birds. Therefore, more of these creatures could be brought to the zoo,” Khalil said, adding the government could earn huge revenues from the park if it was taken care of.
Source: Mirza Shakil, The Daily Star, Tangail
Published: Saturday, August 3, 2013
)
[1] => Array
(
[name] => {:en}Nuhash Polli{:}{:bn}নুহাশ পল্লী{:}
[post_id] => 3144
[post_link] => http://offroadbangladesh.com/places/nuhash-polli/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Nuhash-Polli-by-Shameem-Bakhshi7-300x225.jpg
[post_content] => {:en}
Nuhash Polli was founded in 1997. Initially it covered 22 bigha of land. Now it covers around 40 bigha. Actor Dr. Ejaz helped procure the land. The heavenly 'village' was named after Nuhash, Humayun Ahmed and Gultekin Khan's (his first wife) son. Ahmed was very fond of music. He loved to live amidst nature and relished the date plantation, which he had set up inside Nuhash Polli.
Most paths in Pirozali (পিরুজালী) village, under Mirzapur union of Gazipur Sadar Upazila, are lined with thick Shal (শাল) forest. One path with its beautiful play of light and shadow, welcomes passers-by, leading them towards Nuhash Polli, 25 km from Gazipur Sadar. This was the heaven of Humayun Ahmed, a magician of words, who spent most of his time there after he started directing TV plays and films. Nuhash Polli was open to the public and visitors would traverse great distances to get a view of the picturesque estate.
There is a dighi (big pond) at the extreme north end of Nuhash Polli. A wooden bridge has been constructed over the pond. A tent was placed on an artificial island in the middle of the pond. Humayun Ahmed's wife, Meher Afroz Shaon, conceived a daughter who died before seeing the light of day. Ahmed called her Leelaboti, after whom the pond was named. Ahmed also wrote a multi-volume novel called “Leelaboti”.
A building called 'Bhutbilash' was constructed adjacent to the pond while Ahmed was receiving treatment in USA. The last time he visited Nuhash Polli, inaugurated 'Bhutbilash', hoping to behold a 'ghost', seated by the veranda of 'Bhutbilash' at midnight.
Nuhash Polli houses a large number of sculptures crafted by local sculptor Asaduzzaman Khan. Spectators cannot but be impressed by a sculpture, 'Ma O Shishu' (mother and child) at the entrance to Nuhash Polli. Ghost- shaped and frog-like sculptures have been made to amuse children. A tree house is a delight for children.
Ahmed enjoyed rainfall and moonlit nights. He created a room called “Brishti Bilash' from where he could observe the pattering rain. The green yard was always kept clean and tidy to indulge Ahmed's passion for watching the waxing and waning moon. The manager of Nuhash Polli, Bulbul, led a nine-member team in overseeing the overall management of the idyllic locale.
Whenever Humayun Ahmed travelled within and outside the country, he would collect various types of trees. About 300 species of medicinal and fruit trees can be found within the precincts of Nuhash Polli. The writer also had a tea plantation at Nuhash Polli, which still exists. Initially, Ahmed accompanied his guests while they wandered through the Nuhash Polli estate. He introduced the visitors to various species and would invite them to taste the leaves of a particular scented tree.
A swimming pool stands near the bedroom of the deceased writer. He would swim there at times with his dear ones. Once he swam with noted Indian litterateur Sunil Gangopadhyay. Nuhash Polli was Ahmed's favorite shooting spot for almost all the TV plays and films directed by him.
{:}{:bn}
গাজীপুরের পিরুজালী গ্রামের বেশীরভাগ পথই ঘন শালবনে আচ্ছাদিত। আলো আধারিতে ঢেকে থাকা এমনই একটি পথ আপনাকে নিয়ে যাবে গাজীপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত নুহাশপল্লীতে। কথার জাদুকর হুমায়ুন আহমেদের জন্য নুহাশপল্লী ছিল একটি স্বর্গ। টিভি নাটক এবং চলচ্চিত্র নির্মাণ শুরু করার পর তিনি তাঁর বেশীরভাগ সময় এখানেই কাটিয়েছেন। সকলের জন্য উন্মুক্ত নুহাশপল্লীতে আসলে ছবিরমত সুন্দর এই জায়গাটি ঘুরে দেখতে পারবেন।
১৯৮৭ সালে ২২ বিঘা জমির উপর স্থাপিত নুহাশপল্লীর বর্তমান আয়তন প্রায় ৪০ বিঘা। অভিনেতা ডাঃ ইজাজ এখানকার জমিটি কিনতে সহায়তা করেন। হুমায়ুন আহমেদ এবং তাঁর প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের একমাত্র পুত্র নুহাশের নামে নুহাশপল্লীর নামকরণ করা হয়েছে। গান এবং প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালবাসতেন হুমায়ুন আহমেদ।জীবদ্দশায় সর্বশেষ নুহাশ পল্লীতে আসার পর তিনি নুহাশ পল্লীতে হেঁটে বেড়িয়েছিলেন এবং একান্ত কিছু মুহূর্ত প্রকৃতির কাছে থেকে অতিবাহিত করেছিলেন।নুহাশ পল্লীর উত্তর প্রান্তে একটি বড় পুকর রয়েছে যেটির উপর একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। পুকুরের মাঝে কৃত্রিম দ্বীপ তৈরি করে একটি তাঁবু টানানো হত। হুমায়ুন আহমেদ ও তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওনের একটি কন্যা সন্তান পৃথিবীর আলো দেখার আগেই মারা যায়। হুমায়ুন আহমেদ তাঁর সেই কন্যার নাম দিয়েছিলেন লীলাবতি। এই পুকুরটির নামও রাখা হয়েছে লীলাবতি। হুমায়ুন আহমেদ লীলাবতি নামে একটি গ্রন্থও রচনা করেছেন।
হুমায়ুন আহমেদ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকার সময় এই পুকুরের পাশেই ‘ভুতবিলাস’ নামে একটি ভবন নির্মাণ করা হয়। জীবদ্দশায় সর্বশেষ নুহাশ পল্লীতে আসার পর হুমায়ুন আহমেদ ভুত বিলাসের উদ্বোধন করেছিলেন। তিনি মনে করতেন মধ্যরাতে ভুতবিলাসের বারান্দায় বসে থাকলে ভুতের দেখা পাওয়া যাবে।
স্থানীয় স্থপতি আসাদুজ্জামান খানের তৈরি করা বেশকিছু ভাস্কর্য রয়েছে নুহাশ পল্লীতে। এখানে প্রবেশের সময় ‘মা ও শিশু’ নামক ভাস্কর্যটি দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। শিশুদের আনন্দ দিতে এখানে ভুত এবং ব্যাঙের আকারের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এছাড়া এখানকার ট্রি হাউজটি শিশুদের আনন্দের অন্যতম উৎস।হুমায়ুন আহমেদ ভালবাসতেন বৃষ্টি এবং পূর্ণিমার রাত। বৃষ্টি দেখার জন্য তিনি ‘বৃষ্টি বিলাস’ নামে একটি কক্ষ নির্মাণ করেছিলেন। হুমায়ুন আহমেদ যেন চাঁদের ছায়া দেখতে পারেন এজন্য এখানকার সবুজ উঠান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হত। নুহাশ পল্লীর ম্যানেজার বুলবুল নয়জনের একটি দল নিয়ে এখানকার সবকিছু দেখাশোনা করেন।
হুমায়ুন আহমেদ যখনই দেশে ও বিদেশে ভ্রমন করতেন তিনি বিভিন্ন রকমের গাছ সংগ্রহ করতেন। নুহাশ পল্লীতে প্রায় ৩০০ প্রজাতির ফলের এবং ঔষধি গাছ রয়েছে। এছাড়া তিনি এখানে খেজুর গাছ এবং চা গাছ লাগিয়েছিলেন যা এখনও আছে।প্রথমদিকে হুমায়ুন আহমেদ নুহাশ পল্লীতে মেহমান নিয়ে আসতেন যারা নুহাশ পল্লী ঘুরে দেখত। তিনি অতিথিদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দিতেন এবং একটি বিশেষ সুগন্ধিযুক্ত গাছের পাতার স্বাদ গ্রহনের আমন্ত্রন জানাতেন।
বরেণ্য এই লেখকের শোবার ঘরের কাছেই রয়েছে একটি সুইমিংপুল। মাঝে মাঝে প্রিয়জনদের নিয়ে তিনি এখানে সাঁতার কাটতেন। একবার হুমায়ুন আহমেদ ভারতের প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় কে নিয়েও সাঁতার কেটেছিলেন। হুমায়ুন আহমেদের পরিচালিত বেশীরভাগ সফল নাটক ও সিনেমার শুটিং করা হয়েছিল এই নুহাশ পল্লীতেই।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Niribili Picnic Spot{:}{:bn}নিরিবিলি পিকনিক স্পট{:}
[post_id] => 1974
[post_link] => http://offroadbangladesh.com/places/niribili-picnic-spot/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Statue-of-Rabindranath-tagore-at-Niribili-Picnic-Spot-Lohagara-Narail-District-Greater-Jessore-1-300x225.jpg
[post_content] => {:en}
Niribili Picnic Spot is one of the most beautiful places in South Bengal. In winter season huge people gather here to enjoy picnic. Many rides and recreation facilities are available here.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় নিরিবিলি পিকনিক স্পট অবস্থিত। দক্ষিনবঙ্গের অন্যতম চমৎকার বিনোদন স্থান হল নিরিবিলি পিকনিক স্পট। এই পিকনিক স্পটটি গন্ডব গ্রাম থেকে ৫ কিলোমিটার দূরে নড়াইল জেলার লোহাগড়ায় অবস্থিত। শীতকালে এখানে অনেক মানুষ পিকনিক করতে আসেন। এখানে বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড এবং নানা আয়োজন।
{:}
)
[3] => Array
(
[name] => Saudia City Park
[post_id] => 3567
[post_link] => http://offroadbangladesh.com/places/saudia-city-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Saudia-CIty-Park9-300x201.jpg
[post_content] => Saudia City Park is an amusement park located in Sherpur. The park is decorated beautifully and is located 7m on south of Sherpur Upazila.
)
)