Array
(
[0] => Array
(
[name] => {:en}Hoarshi Shahi Mosque{:}{:bn}হোরশী শাহী মসজিদ{:}
[post_id] => 5060
[post_link] => http://offroadbangladesh.com/places/hoarshi-shahi-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Hoarshi-Masjidpara-Mosque-01-300x225.jpg
[post_content] => {:en}
Hoarshi Shahi Mosque (হোরশী শাহী মসজিদ) is actually known as Masjidpara Mosque (মসজিদপারা মসজিদ). But now a days no one knows this name anymore. Also, the local people pronounce Hoarshi as Horshi (হোরশী), more precisely Orshi (ওরশী), Hosshi (হসশি). People from this particular area pronounce Bengali words in different tone. They will find the bookish words from your mouth so much funny.
This mosque was built during 675-76AD, according to a Persian inscription that is affixed permanently over the central doorway. It was mainly a square shaped mosque having a single dome over the roof which covers almost the overall roof.
Department of Archaeology announced this as a protected monument of the country. As it is a small mosque, to accommodate more people inside the mosque premise, local people built an extension at the three sides of the mosque. The extension is having tin shade roof, and for that it’s pretty hard to locate the original mosque.
{:}{:bn}
হোরশী শাহী মসজিদটি মসজিদপাড়া মসজিদ নামে অধিক পরিচিত। তবে আজকাল কেউ আর এই নামে মসজিদটিকে চেনেনা। তাঁরা মসজিদটিকে বিভিন্ন নামে ডেকে থাকে যেমনঃ হোরশী, ওরশী, হসসি ইত্যাদি। এই অঞ্চলের মানুষেরা বাংলা ভাষা ভিন্নভাবে উচ্চারণ করে থাকে তাই আপনার মুখে শুদ্ধ বাংলা শুনে তাঁরা হেসে দিতে পারে।
মসজিদের কেন্দ্রের ফটকের উপর পারস্য ভাষায় স্থাপিত শিলালিপি থেকে জানা যায় যে ৬৭৫ অথবা ৬৭৬ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। বর্গক্ষেত্রাকার এই মসজিদের ছাদ জুড়ে একটিমাত্র গম্বুজ রয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটিকে পুরাকীর্তি নিদর্শন হিসেবে ঘোষণা করেছে। ছোট এই মসজিদের ধারনক্ষমতা বৃদ্ধি করতে স্থানীয়রা মসজিদটি তিনদিক থেকে সম্প্রসারণ করেছে। মসজিদের সম্প্রসারিত অংশে টিনের ছাদ থাকায় মসজিদের প্রাচীন অংশটিকে সহজে দেখতে পাওয়া যায়।
{:}
)
[1] => Array
(
[name] => Chini Masjid
[post_id] => 6237
[post_link] => http://offroadbangladesh.com/places/chini-masjid/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Chini-mosque-300x225.jpg
[post_content] =>
Chini Masjid is located at Syedpur Upazila of Nilphamari district. Saidpur is the northern railway and industrial city of Bangladesh. Chini Masjid is one of the most fascinating and distinctive architect. Chini Masjid is also known as glass Mosque. Chini Masjid or Glass Mosque was established in 1883.
Glass mosque was built in only 1 year which seems unbelievable when we take our eyes to the design of external and internal part. To decorate Chini Masjid, 283 pieces of Cross Marble stones were used. Along with Cross Marble stones, 25 tons small chips of Chinaware-plate and pieces of glass (both color and non-color) porcelain were also used. This mosque has 27 towers from which 5 towers are still incomplete.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
)
[2] => Array
(
[name] => {:en}Golakata Mosque and Dighi{:}{:bn}গলাকাটা মসজিদ এবং দীঘি{:}
[post_id] => 1782
[post_link] => http://offroadbangladesh.com/places/golakata-mosque-and-dighi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Galakata-Mosque-and-Dighi-1.jpg
[post_content] => {:en}
Golakata Mosque and Dighi were built in 16th century AD. the mosque's gigantic structure makes it very special. It stands 150 feet tall. The steps were made by bricks. Recently it looks a bit distinct. It is mixed with some colors but white & reds are frequently used. There is a huge prayer space where many people say their prayer.
There is a very big Dighi known as Galakata Dighi. This place becomes very calm and relaxed in evening by the whining of birds. Many people come here to chill. This Dighi is filled with natural beauty.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
১৬শ শতকে নির্মিত গলাকাটা মসজিদটির বিশেষত্ব হল এটির বিশালাকৃতি। প্রায় ১৫০ ফুট উঁচু এই মসজিদটি অত্যন্ত যত্নের সাথে নির্মাণ করা হয় এমন একটি সময়ে যখন প্রযুক্তিগত দিক দিয়ে এই অঞ্চলের মানুষ পিছিয়ে ছিল। মসজিদের সিঁড়িগুলো ইটের তৈরি ছিল। তবে, বর্তমানে মসজিদটিকে সামান্য আলাদা দেখায়। মসজিদটিতে বিভিন্ন রঙ ব্যবহার করা হলেও লাল এবং সাদা রঙের প্রাধান্য চোখে পড়ে। গলাকাটা মসজিদের নামাজ আদায় করার স্থানটি বেশ বিশালাকারের।
এখানে গলাকাটা দীঘি নামে একটি বিশাল দীঘি রয়েছে। বিকালবেলা পাখিদের কিচিরমিচিরে দীঘির পাড়ে এক প্রশান্তিকর পরিবেশের সৃষ্টি হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দীঘিতে অনেকেই আসেন প্রশান্তি অর্জনের জন্য। দীঘিতে ভ্রমনের জন্য এবং এটির সৌন্দর্য উপভোগের জন্য এখানে বিভিন্ন আকারের নৌকা রয়েছে। এখানে আসলে আপনি বিশাল প্রকৃতিকে দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। প্রকৃতিকে দেখার পাশাপাশি আপনি দীঘিতে গোসলও করতে পারবেন।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Korotia Zamindar Bari and Mosque{:}{:bn} করটিয়া জমিদার বাড়ি ও মসজিদ {:}
[post_id] => 5300
[post_link] => http://offroadbangladesh.com/places/korotia-zamindar-bari-and-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Karatia-Zamindar-BariRokia-Mahal-BD-explorer1-300x192.jpg
[post_content] => {:en}
Korotia Zamindar Bari (করটিয়া জমিদার বাড়ি) is located at the Korotia of Tangail (করটিয়া, টাঙ্গাইল). The famous Zamindar (জমিদার) of Tangail, Wajed Ali Khan Panni (ওয়াজেদ আলী খান পান্নি) built that palace beside the Putia River (পুটিয়া নদী) at Korotia (করটিয়া). The whole Zamindar palace premise having 1000m x 500m dimension comprises of lot of old buildings and ponds.
The main gate of the building is currently locked and no outsiders are entertained to have an entry. So if you go there, make sure you can have an entry, or you have to return from there without visiting that archaic building. According to the local people, the palace is open for public at 1st and 12th boishak (বৈশাখ) of Bengali calendar, and the two Eid days.
Near the Zamindar Bari (জমিদার বাড়ি) an old mosque is available. The mosque is having eight domes in two rows. First row is having five equal sized smaller domes and the second one is having three domes where middle one is the largest. At the eastern side of the mosque, a 15 feet tall minaret is available with old stairs. I don't know the exact built date of the mosque. If you know, you can share as a comment at below.
{:}{:bn}
টাঙ্গাইলের করটিয়ায় পুটিয়া নদীর পাশে ওয়াজেদ আলী খান পন্নী এই বিখ্যাত জমিদারবাড়িটি নির্মাণ করেন। ১০০০ মিটার x ৫০০ মিটার এলাকায় অবস্থিত জমিদারবাড়ির আশেপাশে বেশকিছু প্রাচীন ভবন ও পুকুর রয়েছে।
জমিদারবাড়ির মূল ফটকটি বর্তমানে তালাবদ্ধ রাখা হয় এবং বাইরের কাউকে এখানে ঢুকতে দেওয়া হয়না। তাই এই জমিদারবাড়িটি দেখতে গেলে নিশ্চিত করে যাওয়া উচিত যে আপনি ভিতরে ঢুকতে পারবেন। অন্যথায় এই ঐতিহাসিক স্থাপনাটি আপনাকে না দেখেই ফিরতে হবে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে, বাংলা বৈশাখ মাসের এক এবং বারো তারিখে ছাড়াও দুই ঈদের দিন জমিদারবাড়িটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
জমিদারবাড়ির কাছেই রয়েছে একটি প্রাচীন মসজিদ। মসজিদটিতে দুই সারিতে আটটি গম্বুজ রয়েছে। প্রথম সারিতে পাঁচটি একই আকারের ছোট গম্বুজ রয়েছে এবং দ্বিতীয় সারির তিনটি গম্বুজের মধ্যে মাঝেরটি আকারে বড়। মসজিদের পূর্বদিকে পুরাতন সিঁড়ি বিশিষ্ট একটি ১৫ ফুট উঁচু মিনার রয়েছে। মসজিদটির নির্মাণের সময় সম্পর্কে জানা যায়নি।
{:}
)
)