Array
(
[0] => Array
(
[name] => {:en}Jaflong{:}{:bn}জাফলং{:}
[post_id] => 4142
[post_link] => http://offroadbangladesh.com/places/jaflong/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/800-Jaflong_Sylhet_Shahnoor-Habib-Munmun1-300x225.jpg
[post_content] => {:en}
Jaflong is a union situated at Bangladesh-India border. Jaflong is a landscape beauty among gardens and hills. It is situated next to the river Peain round Hill Khashia. The Mari River originating from the great Himalayas brings tons of stone slabs with its stream. It’s a hilly area comprising of green forests.
Jaflong is a hill station and popular tourist destination in the Division of Sylhet, Bangladesh. It is located in Gowainghat Upazila of Sylhet District and situated at the border between Bangladesh and the Indian state of Meghalaya, overshadowed by subtropical mountains and rainforests. Jaflong is famous for its stone collections and is home of the Khasi (also known as Khasia) tribe.
Jaflong is one of the most attractive tourist spots in Sylhet division. It is about 60 km from Sylhet town and takes two hours drive to reach there. Jaflong is also a scenic spot nearby amidst tea gardens and rare beauty of rolling stones from hills. It is situated besides the river Mari in the lap of Hill Khashia.
{:}{:bn}
বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী খাসিয়া পাহাড়ের কোলে মারি নদীর পাশে অবস্থিত পাহাড়, সবুজ বন ও বাগানের সৌন্দর্য ঘেরা একটি পাহাড়ি অঞ্চলের নাম জাফলং। হিমালয় থেকে সৃষ্ট মারি নদী এখানে প্রচুর পরিমানে পাথরখণ্ড বয়ে নিয়ে আসে।
জাফলং হল সিলেট বিভাগের একটি হিল স্টেশন এবং অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সিলেট শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে সড়কপথে পৌছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। পাথর সংগ্রহ করা এবং আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের বসবাস এই দুটি কারনে জাফলং এর খ্যাতি রয়েছে। চা বাগান এবং পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের বিরল সৌন্দর্যের দেখা মিলবে এখানে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}China Clay Lake{:}{:bn}চিনামাটির পুকুর{:}
[post_id] => 5180
[post_link] => http://offroadbangladesh.com/places/china-clay-lake/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/china-clay-lake1-BD-Explorer1-300x262.jpg
[post_content] => {:en}
The blue water lake of Birisiri (বিরিশিরি) is located at the Kulagora Upazila (কুলাগরা উপজেলা) of Durgapur Thana (দুর্গাপুর থানা) from Netrakona district (নেত্রকোনা জেলা). People call this lake as China Matir Lake, China Clay Lake (চিনা মাটির লেক), Limestone Lake, Neel Pukur (নীল পুকুর), etc. Main attraction of the lake is the water which having blue color in winter.
This is a small lake, you can say this is a pond as well. Normally the water from a pond used to be muddy, or greenish during winter. But this one is having blue color just because the china clay. This blue pond is generated after digging out china clay. According to the local people, the depth of the small pond is somewhere around 60-80 feet.
China clay comprises of lot of chemical compounds. The taste of the water is kind of bitter. May be the lake water has plenty of copper sulphet which can make the water color blue.
During your way to the blue lake, you'll be enthralled by the picturesque view of the village and the beautiful shomeswari river (সমেস্বারী নদী). The ride was so exciting that anyone would love to do that again.
If you are a good swimmer, and confident enough over your ability, you can bring shorts to cool your body from the lake. I am sorry but there is no space for non-swimmer to take chance.
Possibly this is the only clay lake having blue water from Bangladesh (বাংলাদেশ). Mymensingh (ময়মনসিংহ) has one, but that one is not that much beautiful like this one. So don't make the place messy by dropping your crumbs around (or inside) the lake.
{:}{:bn}
বিরিসিরির নীল পানির লেকটিকে স্থানীয়রা চিনামাটির লেক, চুনাপাথরের লেক, নীল পুকুর প্রভৃতি নামে সম্বোধন করে থাকে। শীতকালে এই লেকের নীল পানি হল সবচেয়ে বড় আকর্ষণ।ছোট এই লেকটিকে আপনি পুকুরও বলতে পারেন। সাধারণত শীতকালে পুকুরের পানি কাদাটে সবুজ রঙের হয়ে থাকে। কিন্তু এই লেকের পানি চিনামাটির জন্য নীল রঙ ধারন করে। চিনা মাটি খনন করার পর পুকুরের পানি নীল রঙ ধারন করে। স্থানীয়দের মতে পুকুরটির গভীরতা প্রায় ৬০ ফুট থেকে ৮০ ফুট।
চিনামাটিতে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ থাকে। এই পুকুরের পানির স্বাদ তেতো। সম্ভবত প্রচুর পরিমানে কপার সালফেট থাকার কারনে এখানকার পানি নীল রঙ ধারন করেছে।
নীল এই লেকটিতে যাওয়ার পথে আশেপাশের ছবির মত দৃশ্যের পাশাপাশি সমেশ্বরী নদীর অপার সৌন্দর্যে আপনি বিমোহিত হবেন। পুরো যাত্রাপথটি এতটাই আনন্দদায়ক যে আপনার বারবার যেতে মন চাইবে। আপনি যদি একজন আত্মবিশ্বাসী সাঁতারু হয়ে থাকেন তবে লেকের পানিতে শরীরকে ঠাণ্ডা করতে সাথে করে শর্টস আনতে পারেন। তবে সাঁতার না জানলে ভুলেও লেকের পানিতে নামবেন না।
সম্ভবত এটি বাংলাদেশের একমাত্র নীল পানির চিনামাটির লেক। ময়মনসিংহে আরো একটি চিনা মাটির লেক থাকলেও সেটি এই লেকের মত এত সুন্দর নয়। তাই কোনকিছু ফেলে লেকের পানিকে দুষিত করবেন না।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Aachranga Dighi{:}{:bn}আচরাঙ্গা দীঘি{:}
[post_id] => 3626
[post_link] => http://offroadbangladesh.com/places/aachranga-dighi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/784536451-300x225.jpg
[post_content] => {:en}
Aachranga Dighi has an overall area of 25.5 acres. This Dighi was excavated 120 years ago and it is 100 feet in length and 1070 feet wide. It is said that a guy named Monuvut of Raj dynasty excavated this Dighi. This Dighi was excavated again in 1992. 12 statues were found while digging this Dighi which are preserved in different museums. There are many trees present surrounding the Dighi. The surrounding environment is very pleasant. It is visited my many tourist every year.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
আচরাঙ্গা দীঘির সর্বমোট আয়তন ২৫.৫ একর। ১০০ ফুট লম্বা এবং ১০৭০ ফুট প্রশস্ত এই দিঘীটি ১২০ বছর আগে খনন করা হয়। বলা হয় রাজ বংশের মনুভুত নামক এক ব্যাক্তি এই দিঘীটি খনন করেন। ১৯৯২ সালে দিঘীটি পুনঃখনন করা হয়। সেবার খননের সময় ১২টি মূর্তি উদ্ধার করা হয় যেসব বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে। এই দিঘিকে ঘিরে চারপাশে প্রচুর গাছপালা আছে। দিঘীটির চারপাশের পরিবেশ খুবই মনোরম। প্রতি বছর প্রচুর পর্যটক দিঘীটি দেখতে আসে।
{:}
)
[3] => Array
(
[name] => Balia Dighi
[post_id] => 3609
[post_link] => http://offroadbangladesh.com/places/balia-dighi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Balia-Dighi-300x225.jpg
[post_content] => Raja Ballal Sen excavated the Balia Dighi. Many say that since it is a sandy dighi so it is known as Balia Dighi. It is located on south of Kotowali gate. Its volume is 39.8 acre.
)
)