Array
(
[0] => Array
(
[name] => Teota Zamindar Palace
[post_id] => 13757
[post_link] => http://offroadbangladesh.com/places/teota-zamindar-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/Teota-Zamindar-Palace-2-300x225.jpg
[post_content] =>
Teota Zamindar Palace (তেওতা জমিদার বাড়ী) is located at the Shibalaya (শিবালায়া) Upazila of Manikganj District. This palace is locally known as Teota Rajbari (তেওতা রাজবাড়ি) and Teota Zamindar Bari (তেওতা জমিদার বাড়ী). This palace is possibly over 300 years old. This old dilapidated palace was the home of two brothers named Babu Hemsankar Ray ( বাবু হেমসংকর রায়) and Babu Joy Sankar Ray (বাবু জয় সংকর রায়) who were the ruler of Teota. The whole premise has over 50 rooms. Currently those are occupied by the homeless people.
At the Western side of the building, there is a large pond and beside the pond a temple is located named as Noborotno Temple (নবরত্ন মন্দির). The temple is a four storied building having a glorious example of classical architecture.
The whole palace is situated just beside the bank of mighty river Jamuna. After a few miles from the palace premise, the river merged with another big river, Padma. The palace is a two storied building and from the roof you can easily see the Jamuna river.
This palace is the birth place of Promila Debi (প্রমীলা দেবী), the wife of our national poet Kazi Nazrul Islam (নজরুল ইসলাম). Poet first saw her in this palace when he came here to visit Promila's cousin-Dhiren Sen (ধীরেন সেন).
)
[1] => Array
(
[name] => {:en}Uttara Gonobhaban{:}{:bn}উত্তরা গনভবন{:}
[post_id] => 3731
[post_link] => http://offroadbangladesh.com/places/uttara-gonobhaban/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/IMG_20150716_145711-300x225.jpg
[post_content] => {:en}
Uttara Gonobhaban, often called Dighapatia Raj (sometimes called Dighapatia Raj Paribar literally Dighapatia Royal Family) was a zamindari in present day Rajshahi, which was ruled by this dynasty of 7 generations of Rajas from late 17th century till the mid-20th century; when the democratic government took power after the end of the British Monarchy’s rule in India, in 1950, the East Pakistan government abolished aristocracies and the zamindari system in present day Bangladesh. The family was seated at the Dighapatia Palace.
The family contributed largely to the development in education, infrastructure and culture of Rajshahi and North Bengal. They were especially famous for their generosity and public spirit. The Rajas built the Varendra Research Museum among other institutions of culture and education. The Rajas of Dighapatia were seated at the Dighapatia Palace. They received royal titles and titles of honor from the Mughal Empire such as Raja, Maharaja and Raja Bahadur and other titles from the British Crown, such as the Indian Orders of Knighthood.
It is also known as Maharajas palace. Raja of Dighpatia built it but it is used as residence for head of states in North Bengal. During regime of British Raj, East Pakistan many meetings took place. There is a marble front of late Raja Pramathanath Roy of Dighapatia.
The first Raja was Dayaram Roy who, at a very young age, received the help from Raja Ramjivan Roy, the first Raja of the Natore Raj family, and eventually became his dewan. Raja Dayaram led the army of Raja Ramjivan in aid of the Nawab of Bengal in 1716 and overthrew the rebellious Raja Sitaram Ray, who was a zamindar(and later king, or Raja) of neighboring Bhusna state. The sack of Muhammadpur, Raja Sitaram's capital, later enabled him to ultimately lay the foundation of the Dighapatia dynasty. For his loyalty, he received large tracts of land in Rajshahi and Jessore as grants and later acquired zamindari in Bogra and Mymensingh.
Nawab Murshid Quli Khan, who was the nawab of Bengal under Emperor Aurangzeb conferred on him the title of 'Rai-Raiyan' in recognition of his services. When the Earl Cornwallis introduced the Permanent Settlement Act, a large number of the old feudal lords and zamindars created during the time of the Nawab Murshid Quli Khan could not meet land revenue standards and thus became defaulters. Their estates were sold up to a new class of wealthy lords. The Dighapatia Raj was one of the few remnants of the old decaying 'jagirdars'. They were avidly following European dress, wine, horse race and various such other external glamour of life. The princely western influence is reflected not only in their palace architecture but also in their furniture and other interior decorations. However, during certain ceremonial occasions they donned extravagant robes, jeweled turbans and carried priceless inlaid swords in dainty scabbard tucked at their waists, following the bygone fashions of the Mughal nobility even when the Mughal dynasty and their imperial rule had faded. Pran Nath Roy and Pramada Nath Roy were some of the important zamindars of Dighapatia.
{:}{:bn}
১৭শ শতাব্দীর শেষ দিক থেকে ১৯শ শতকের মাঝামাঝি পর্যন্ত বর্তমান রাজশাহী শাসন করেছিল দিঘাপাতিয়া রাজ পরিবারের ৭ টি প্রজন্ম। এই রাজ পরিবারটি বসবাস করত উত্তরা গনভবনে যা দিঘাপাতিয়া রাজবাড়ি নামেও পরিচিত ছিল। এই বংশের প্রথম রাজা ছিলেন দয়ারাম রায় যিনি অল্প বয়সেই নাটোরের রাজ পরিবারের প্রথম রাজা রামজীবন রায়ের দেওয়ান নিযুক্ত হন। ১৭১৬ সালে বাংলার নবাবদের সহায়তা করতে রাজা দয়ারাম নেতৃত্ব দেন রাজা রাম জীবনের বাহিনীকে এবং পার্শ্ববর্তী ভূষনা রাজ্যের বিদ্রোহী রাজা শিতারাম রায়কে (যিনি জমিদার ছিলেন এবং পরবর্তীতে রাজা হন) উৎখাত করেন। রাজা শিতারাম রায়ের রাজধানী মুহাম্মাদপুরের পতনের ফলে রাজা দয়ারাম দিঘাপাতিয়া রাজবংশের গোড়াপত্তন করতে সমর্থ হন। বিশ্বস্ততা অর্জনের পরিপ্রেক্ষিতে তিনি রাজশাহী ও যশোরে দান হিসেবে অনেক জমি গ্রহন করেন এবং পরবর্তীতে বগুড়া ও ময়মনসিংহে জমিদার বাড়ি অধিগ্রহন করেন।
রাজা দয়ারামের কাজের স্বীকৃতি স্বরূপ সম্রাট আওরঙ্গজেবের অধীনে তৎকালীন বাংলার নবাব মুর্শিদ কুলি খান তাঁকে সম্মানসূচক ‘রায় রায়হান’ উপাধিতে ভূষিত করেন। লর্ড কর্নওয়ালিস যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন, নবাব মুর্শিদ কুলি খানের সময়কার অনেক জমিদাররা জমির খাজনা দিতে ব্যর্থ হন এবং খেলাপি হয়ে যান এবং তাঁদের এলাকা বিক্রি করে দেওয়া হয় ধনী ব্যাক্তিদের কাছে। দিঘাপাতিয়ার রাজা ছিলেন বিলুপ্তপ্রায় জগিরদারদের একজন। তাঁরা পশ্চিমা জীবনযাত্রা অনুসরণ করতেন যেমন ইউরোপিয়ান পোশাক, মদ, ঘোড়দৌড় ইত্যাদি। পশিমা প্রভাব শুধু যে তাঁদের ভবনের স্থাপত্তেই প্রতিফলিত হয়েছে তাই নয় বরং তা দেখা যেতো তাঁদের আসবাব এবং অন্দরমহলের সাজে। অবশ্য, মুঘল সাম্রাজ্যকালের শেষ প্রান্তেও কোন কোন অনুষ্ঠানে তাঁরা মুঘলদের অনুকরন করত যা তাদের পোশাক, পাগড়ি, তলোয়ার ও তলোয়ার রাখার খাপ থেকে প্রতিফলিত হত। দিঘাপাতিয়ার জমিদারদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রান নাথ রায় এবং প্রমোদ নাথ রায়।
রাজশাহী এবং উত্তরবঙ্গের শিক্ষা, স্থাপনা এবং সংস্কৃতির উন্নয়নে এই রাজ পরিবারের অবদান অনেক যেমন এই পরিবারের রাজারা নির্মাণ করেন বরেন্দ্র গবেষণা জাদুঘর। জনপ্রিয়তা এবং উদারতার জন্য তারা বিশেষভাবে বিখ্যাত ছিল। এই পরিবারের শাসকরা বিভিন্ন সম্মানসূচক খেতাব ও উপাধি লাভ করে যেমন মুঘলদের কাছ থেকে রাজা, মহারাজা, রাজ বাহাদুর উপাধি এবং ইংরজেদের কাছ থেকে নাইটহুড খেতাব।
মহারাজার রাজবাড়ি নামে পরিচিত এই ভবনটি দিঘাপতিয়ার রাজা নির্মাণ করলেও উত্তর বঙ্গের রাজ্য প্রধানদের বাসা হিসেবে এটি ব্যাবহার হয়েছে। ইংরেজ এবং পূর্ব পাকিস্তান আমলে অনেক সরকারি বৈঠক এখানে অনুষ্ঠিত হয়। এখানে দিঘাপতিয়ার রাজা প্রমথনাথ রায়ের মার্বেলের তৈরি ভাস্কর্য আছে।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Hemnagar Zamindar Bari{:}{:bn}হেমনগর জমিদার বাড়ি{:}
[post_id] => 5284
[post_link] => http://offroadbangladesh.com/places/hemnagar-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Hemnagar-Zamindar-Bari2-LonelyTraveler1-300x225.jpg
[post_content] => {:en}
Hemnagar Zamindar Bari (হেমনগর জমিদার বাড়ি) is a less highlighted edifice from Bangladesh. Not that much tourists use to travel here despite of having everything to become a promising tourist attraction from Bangladesh. Only local people from around use to visit here. It was built by the prominent Hindu Zamindar (জমিদার) from Tangail (টাংগাঈল) district named Hemchandra Choudhury (হেমচন্দ্র চৌধুরী) at 1890.
The Main building at the front side has two small statues of angel at the top. That's why local people know this as Porir Dalan (পরীর দালান) which means a Palace of Angel. Main building of this Zamindar Bari (জমিদার বাড়ি) is currently using as an administrative building of Hemnagar (হেমনগর) Degree College, but the other buildings at the back side is empty right now. There it has approximately 25 rooms inside.
Front side of the building is having the best styles from the whole premise. It is highly ornate at the walls using colorful glasses. Every inches of the walls, pillars, and the archways are flourished with flowers, vines, stars, etc formed using those colorful glasses.
The Zamindar (জমিদার) was slight cruel and rude on the peasants. They were coerced to follow few rules. For example, if anyone wanted to pass this palace premise, he/she must had to continuously keep vowing and walking backwards with bare feet. Such things must have poured the heart of locals with hatred and grief. That's why the powerful Zamindar (জমিদার) had to escape from the place during the country's separation. Along with the buildings, the whole premise was having 7 massive ponds (only few are right now available). Local people say those 7 ponds are for the seven ladies (daughters and sisters of the Zamindar). Dhonbari Zamindar Bari is very near from this place.
{:}{:bn}
বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পটে পরিনত হওয়ার সকল যোগ্যতা থাকার পরও হেমনগর জমিদার বাড়ি খুব একটা সুনাম অর্জন করতে পারেনি এবং খুব বেশি পর্যটকও এখানে আসেন না। মূলত এখানকার আশেপাশে স্থানীয় বসবাসকারীরা এখানে আসেন। ১৮৯০ সালে টাঙ্গাইলের বিশিষ্ট হিন্দু জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেন।
জমিদারবাড়ির মূল ভবনের সামনে দুটি পরীর ছোট মূর্তি রয়েছে আর এ কারনেই স্থানীয়রা এই জমিদারবাড়িকে বলে থাকে পরীর দালান। এই জমিদারবাড়ির মূল ভবনটি বর্তমানে হেমনগর ডিগ্রী কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে এখানকার পেছনদিকে অবস্থিত ভবনটি বর্তমানে খালি পড়ে আছে। জমিদারবাড়ির অভ্যন্তরে প্রায় ২৫টি কক্ষ আছে।
জমিদারবাড়ির সামনের দিকটি সবচেয়ে দৃষ্টি নন্দন। রঙ্গিন কাচ দিয়ে ভবনের দেয়ালে নকশা করা হয়েছে। জমিদারবাড়ির দেয়াল, পিলার, ফটকের প্রতিটি ইঞ্চিতে রঙ্গিন কাঁচ ব্যবহার করে ফুল, তারা, গাছ ইত্যাদি সৃষ্টি করা হয়েছে।
জমিদার তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন এবং তাঁদের কিছু নিয়ম মানতে বাধ্য করা হত যেমনঃ কাউকে জমিদারবাড়ির মধ্যে দিয়ে অতিক্রম করতে হলে তাঁকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাটতে হত এবং এ কারনে স্থানীয়দের মনে জমিদারের উপর চরম ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণা এবং অসন্তোষের পরিপ্রেক্ষিতে জমিদার দেশবিভাগের সময় জমিদারবাড়ি থেকে পালিয়ে যান।
মূল জমিদারবাড়ির পাশাপাশি এখানে সাতটি বিশালাকারের পুকুর ছিল যেগুলোর মধ্যে মাত্র কয়েকটি বর্তমানে টিকে রয়েছে। স্থানীয়রা বলে থাকে যে সাতটি পুকুর ছিল জমিদারের সাত ছেলে মেয়ের জন্য। ধনবাড়ি জমিদারবাড়ি এখান থেকে বেশ নিকটে অবস্থিত।
{:}
)
[3] => Array
(
[name] => Vaggokul Zamindarbari and Adjacent Old Temple
[post_id] => 9535
[post_link] => http://offroadbangladesh.com/places/vaggokul-zamindarbari-and-adjacent-old-temple/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/Vaggokul-Jomidarbari-1-300x169.jpg
[post_content] =>
Vaggokul Zamindarbari and Adjacent Old Temple has now turned into a RAB camp in Vaggokul, Munshiganj.
[We need more detail information of this spot. If you have more information and photos, please be advised to add and share in our website. Your name will be published as a Content Contributor]
)
)