Array
(
[0] => Array
(
[name] => {:en}Modhutila Eco Park{:}{:bn}মধুটিলা ইকো পার্ক {:}
[post_id] => 5131
[post_link] => http://offroadbangladesh.com/places/modhutila-eco-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Deers-in-eco-park-gajniobakash1-300x225.jpg
[post_content] => {:en}
Modhutila Eco Park is at Nalitabari, Sherpur. Modhutila Eco Park is also situated in the border. In the Indian part, Tura hill is situated in the same place. It is in Jhinaigati Thana of Sherpur. It takes 30 mins to reach there from Sherpur. This is a nice place with lots of species of trees and animals. After visiting Gazni, you should visit Modhutila as you go to Sherpur. Visitor can see there Meghlay, plants, animals, waterfall, lake etc.
Modhutila Ecopark is unknown tourist place for maximum people of other districts. It has outstanding natural beauty and pleasant environment for recreation. My study was based on semi-structured questionnaire survey and informal discussion. Maximum tourist visit this place for pass their leisure period with friends & family. Main attraction of this place is its natural beauty and green environment. This Ecopark is much potential for the development of socioeconomic condition of surrounding people. About 12.5% people of this area are totally depending on this park, and 2/3 people are moderately affected by the park for their income generation.
After establishment of this park, percentage of unemployed people decrease from 21%to13%, percentage of poor people decrease from 46%to34% and percentage of education increase from 17% to 21.5% by three years. Park authority faces some problem to manage the park. Communication, security, manpower are the main problem of this park. Sudden attract of Indian elephant is another problem for local people, park authority and it hampered the development of infrastructure of park.
If sustained management strategies apply and take effective Government initiatives, then it can play an important role in the development of this area.
{:}{:bn}
শেরপুরের নলিতাবাড়িতে অবস্থিত মধুটিলা ইকো পার্কটি সীমান্তের ওপারে ভারতীয় অংশেও অবস্থিত। তুরা পাহাড় এখানেই অবস্থিত। শেরপুর শহর থেকে এখানে পৌছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে। এখানে নানা ধরনের গাছপালা ও জীবজন্তু রয়েছে। গাজনি দেখে শেরপুরে ফেরার পথে আপনি মধুটিলাতেও যেতে পারেন। এখান থেকে ভারতের মেঘালয়ের গাছ, প্রাণী, ঝর্ণা, পাহাড় ও লেক দেখা যায়।
অন্যান্য জেলার বেশীরভাগ মানুষের কাছেই মধুটিলা ইকো পার্ক অজানাই রয়ে আছে। এই ইকো পার্কে আছে বিনোদনের জন্য চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ। বেশীরভাগ পর্যটক এখানে আসেন তাদের বন্ধু ও পরিবারের সাথে অবসর সময় কাটাতে। এখানে বসবাসকারী মানুষের অর্থ সামাজিক অবস্থার উন্নয়নে এই ইকো পার্কটির রয়েছে অনেক অবদান কারন প্রায় ১২.৫% মানুষ জীবিকা নির্বাহের জন্য এই পার্কের উপর পুরোপুরি নির্ভরশীল। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঘন সবুজ পরিবেশকে বলা যেতে পারে এই ইকো পার্কের মূল আকর্ষণ। ইকো পার্কটি প্রতিষ্ঠার তিন বছরের মধ্যে এই এলাকায় বেকারত্বের সংখ্যা ২১% থেকে কমে দাড়ায় ১৩%, দরিদ্র মানুষের সংখ্যা ৪৬% থেকে কমে দাড়ায় ৩৪% এবং শিক্ষিত মানুষের সংখ্যা ১৭% থেকে বেড়ে দাড়ায় ২১.৫%। যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, জনবলের সংকট হল এই পার্কটির সবচেয়ে বড় সমস্যা। ভারত থেকে আসা বন্য হাতির অতর্কিত আক্রমন স্থানীয়দের কাছে একটি বড় সমস্যা যা পার্কের অবকাঠামোগত উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। যথাযথ সরকারি পদক্ষেপ এবং উন্নয়নের টেকসই কৌশল গ্রহন করলে এই পার্কটি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Niribili Picnic Spot{:}{:bn}নিরিবিলি পিকনিক স্পট{:}
[post_id] => 1974
[post_link] => http://offroadbangladesh.com/places/niribili-picnic-spot/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Statue-of-Rabindranath-tagore-at-Niribili-Picnic-Spot-Lohagara-Narail-District-Greater-Jessore-1-300x225.jpg
[post_content] => {:en}
Niribili Picnic Spot is one of the most beautiful places in South Bengal. In winter season huge people gather here to enjoy picnic. Many rides and recreation facilities are available here.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় নিরিবিলি পিকনিক স্পট অবস্থিত। দক্ষিনবঙ্গের অন্যতম চমৎকার বিনোদন স্থান হল নিরিবিলি পিকনিক স্পট। এই পিকনিক স্পটটি গন্ডব গ্রাম থেকে ৫ কিলোমিটার দূরে নড়াইল জেলার লোহাগড়ায় অবস্থিত। শীতকালে এখানে অনেক মানুষ পিকনিক করতে আসেন। এখানে বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড এবং নানা আয়োজন।
{:}
)
[2] => Array
(
[name] => Bahadur Shah Park
[post_id] => 7386
[post_link] => http://offroadbangladesh.com/places/bahadur-shah-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Bahadur-Shah-Park1-240x300.jpg
[post_content] =>
Bahadur Shah Park was known as Victoria Park initially. This is located at Lakkhibazar (laxmibazar or lokkhibazar) in old Dhaka. It has roads all-around of it. This is a small park and it may appear to you as a road circle to you.
The main history behind this park is, during the Sepoy's mutiny against British, hundreds of sepoys and their civil compatriots were publicly hanged, around the year 1857. Later on, at 1858, the Nawab Khwaja Abdul Ghani took an initiative to build a monument to commemorate the Sepoys.
This park was renowned as Victoria Park till 1947. But after that, it is renamed as Bahadur Shah Park after the name of "Bahadur Shah II", the last Mughal Emperor. But still now, local people used to call this park as Victoria Park. So keep this on your mind when you'll visit the place, otherwise you may find difficulties to locate the park.
)
[3] => Array
(
[name] => {:en}Arshinagar Park and Mini Zoo{:}{:bn}আরশিনগর উদ্যান এবং মিনি চিড়িয়াখানা{:}
[post_id] => 4380
[post_link] => http://offroadbangladesh.com/places/arshinagar-park-and-mini-zoo/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/AP-31-225x300.jpg
[post_content] => {:en}
Arshinagar Park and mini zoo is next to Narsingdi Railway Station. Literally, Situated in the east side of the Railway station which was founded by late M.P. Shamsuddin Ahmed Ishwaque. There is a big banyan tree outside the park and mini zoo. Where people used to take rest after a long walk or a tiring journey. Under the tree there is a nice place of public sitting. Under this banyan tree, Late M.P. used to sit every day and listened people ' Grievances’. And after his death, he was buried under this tree. His graveyard is nicely decorated with shiny tiles.
To the North of this graveyard, Arshinagar park and mini zoo is located, which was built by late M.P. Shamsuddin. The entry ticket will cost 10 BDT. There you can take a look of different kinds of wild animals, birds, parrots and peacocks etc.
There is a pond inside the park which is dispersed in majority area of this spot. On the edge of this pond, there are several brick built sitting places where the visitors can sit and take a look at the natural beauty of this park. There is also a kids' zone inside the park, where the children are entertained by different kinds of riding.
{:}{:bn}
নরসিংদী রেলওয়েস্টেশনের পূর্বদিকে অবস্থিত আরশিনগর উদ্যান এবং মিনিচিড়িয়াখানাটি প্রতিষ্ঠা করেন বিএনপির জনপ্রিয়নেতা এবং প্রাক্তন সংসদ সদস্য মরহুম শামসুদ্দিন আহমেদ ইসহাক (শামসু)। এই উদ্যান এবং মিনিচিড়িয়াখানার বাইরে রয়েছে একটি বড় বটগাছ। এই গাছটির নীচে চমৎকার বসার ব্যবস্থা রয়েছে যেখানে ক্লান্ত পরিশ্রান্ত মানুষজন বিশ্রাম নিয়ে থাকে। সংসদ সদস্য থাকাকালীন এই গাছের নীচে মরহুম শামসুদ্দিন আহমেদ ইসহাক প্রতিদিন বসতেন এবং মানুষের দুঃখ কষ্টের খোঁজ খবর নিতেন। মৃত্যুর পর তাকে এই বটগাছের নীচেই দাফন করা হয় এবং তার কবরটি চমৎকার টাইলস দিয়ে আবৃত করে রাখা হয়েছে। আরশিনগর উদ্যান এবং মিনিচিড়িয়াখানাটি তার কবরের উত্তরদিকে অবস্থিত।
এই উদ্যান এবং মিনি চিড়িয়াখানায় প্রবেশ করতে আপনাকে ১০/- টাকা প্রবেশমূল্য দিতে হবে। আপনি এখানকার মিনি চিড়িয়াখানায় বিভিন্ন রকমের পশুপাখির দেখা পাবেন। এই উদ্যানের অভ্যন্তর জুড়ে একটি পুকুর রয়েছে যেটির পাড়ে ইট দিয়ে বাঁধানো বসার ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীরা এখানে বসে উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
এই উদ্যানে শিশুদের জন্য একটি পৃথক স্থান রয়েছে যেখানে বিভিন্ন রকমের রাইডে চড়ে শিশুরা চমৎকার সময় উপভোগ করতে পারবে।
{:}
)
)