Array
(
[0] => Array
(
[name] => {:en}Pailgaon Zamindar Bari{:}{:bn}পাইলগাঁও জমিদারবাড়ী{:}
[post_id] => 22961
[post_link] => http://offroadbangladesh.com/places/pailgaon-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/11/P_20151014_130750_1_p-300x169.jpg
[post_content] => {:en}
Pailgaon Zamindar Bari is one of the remarkable old structures of Jagannathpur in Sunamganj. This 300 years old palace was established on 5.5 acres of land.
The last person of this Zamindar family was Brajendra Narayan Chowdhury. He was a famous politician at that time and a member of the congress of Sylhet too at that time.
The place is situated near the bank of Kushiara river in Sunamganj District. It is at Pailgaon Union under Jagannathpur Upazila.
History of this place: Thousand years ago, decedents of Pal Dynasty lived here. As time goes, "Das" family took their place. Pir Mohammad Badsha (Muslim Rulers) gave them the title - "Chowdhury". Ram and Sreeram were two descendants of this bloodline. One of their descendants Madhab Ram gained much popularity in his locality at that time. He did a lot of social welfare.
Their descendants Brojnath had two sons. Their named were Roshomoy Chowdhury and Sukhumoy Chowdhury. The place is locally known by the name after of Zamindar Roshomoy Chowdhury. The last ruler of the family was famous Brajendra Narayan Chowdhury.
{:}{:bn}প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদারবাড়ী। প্রায় সাড়ে ৫ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত তিন শত বছরেরও বেশী পুরানো এ জমিদার বাড়ীটি এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের নিদর্শন ।এ জমিদার পরিবারের শেষ জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধু রী ছিলেন প্র খ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি ছিলেন সিলেট বিভাগের কংগ্রেস সভাপতি এবং আসাম আইন পরিষদের সদস্য। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জগন্নাথপুর উপজেলার অধীন ৯ নম্বার পাইলগাও ইউনিয়নের পাইলগাও গ্রামে ঐতিহ্যবাহি এ জমিদারীর অবস্থান। জমিদার বাড়ী দক্ষিণ দিকে সিলেটের কুশিয়ারা নদী বহমান। প্রখ্যাত ঐতিহাসিক অচ্যূতচরণ চৌধুরী পাইলগাও জমিদার বংশের রসময় বা রাসমোহন চৌধুরী হতে প্রাপ্ত সূত্রেলিখেছেন যে; পাইলগাওয়ে বহুপূর্বকালে পাল বংশীয় লোক বসবাস করত। এ গোষ্টিয় পদ্মলোচন নামক ব্যক্তির এক কন্যার নাম ছিল রোহিণী। কোন এক কারণে রাঢ দেশের মঙ্গলকোট হতে আগত গৌতম গোত্রীয় কানাইলাল ধর রোহিণীকে বিবাহ করত গৃহ-জামাতা হয়ে এখানেই বসবাস শুরুকরেন। কানাইলাল ধরের আট পুরুষ পরে বালক দাস নামের এক ব্যক্তির উদ্ভব হয়। এ বালক দাস থেকে এ বংশ বিস্তৃত হয়। বালক দাসের কয়েক পুরুষ পর উমানন্দ ধর ওরফে বিনোদ রায় দিল-ীর মোহাম্মদ শাহ বাদশা কর্তৃ ক চৌধুরী সনদ প্রাপ্তহন। বিনোদ রায়ের মাধব রাম ও শ্রীরাম নামে দুই পুত্রের জন্মহয়। তার মধ্যেমাধব রামজনহিতকর কর্মপালনে নিজ গ্রাম পাইলগাঁও এ এক বিরাট দীঘি খনন করে সুনাম অর্জন করেন। তার দেয়া উক্তদীঘি আজও ঐ অঞ্চলে মাধব রামের তালাব হিসেবে পরিচিতহচ্ছে। মাধব রামের দুই পুত্র মদনরাম ও মোহনরাম । উক্ত মোহনরামের ঘরে দুর্লভরাম, রামজীবন, হুলাসরাম ও যোগজীবন নামে চার পুত্রের জন্ম হয়। এই চার ভাই দশসনা বন্দোবস্তের সময় কিসমত আতুয়াজানের ১থেকে ৪ নং তালুকের যতাক্রমে বন্দোবস্তগ্রহন করে তালুকদার নাম ধারণ করে। এদের মধ্যে হুলাসরাম বানিয়াচং রাজ্যের দেওয়ানি কার্যালয়ে উচ্চ পদের কর্মচারীনিযুক্ত হন। হুলাসরাম চৌধুরী বানিয়াচং রাজ্যের রাজা দেওযান উমেদ রাজারঅনুগ্রহে আতুয়াজান পরগণায় কিছু ভূমি দান প্রাপ্তহন। হুলাসরামের প্রাপ্তভূমির কিছু কিছু চাষযোগ্যও কিছু ভূমি চাষ অযোগ্যছিল। পরবর্তিতে হুলাসরাম চাষ অযোগ্য ভূমিগুলোকে চাষযোগ্যকরে তুললে এগুলোই এক বিরাট জমিদারীতে পরিণত হয়ে উঠে। হুলাস রামের ভাতুষ্পুত্রবিজয়নারায়ণের একমাত্রপুত্রব্র জনাথ চৌধুরীজমিদারি বর্ধিত করে এক প্রভাবশালী জমিদারে পরিণত হন। ব্রজনাথ চৌধুরীর দুইপুত্ররসময় ও সুখময় চৌধুরী। রসময় চৌধুরীর পুত্র ব্রজেন্দ্রনারায়নই ছিলেন এবংশের শেষ জমিদার।{:}
)
[1] => Array
(
[name] => Tokani Pal House
[post_id] => 8643
[post_link] => http://offroadbangladesh.com/places/tokani-pal-house/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/TPP-12-300x200.jpg
[post_content] =>
Munshiganj, or Bikrampur as it was formerly known as home to a number of rich landlords and merchants, who lived in palatial houses, built on large estates. Most of these perished in course of time as the mighty Padma River devoured most of Bikrampur. Of all that remain in today’s Munshiganj, the largest is the house at Abdullahpur, known as Tokani Pal House (টোকানী পাল বাড়ি). There isn’t enough source to know about who built this house, but Tokani Pal, an elderly merchant from Barisal, bought this 7 acre estate and moved in here sometime in the early 1890s. His second wife Nabanga Sundary and all six sons from his two marriages accompanied him.
The estate now consists of 11 buildings and six ponds. The sprawling gardens have hundreds of trees – fruit bearing, medicinal, or for wood itself. And there were once several hundreds of flowering plants. But when Tokani arrived, the estate was in a mess. Kamini Pal, the eldest son of Tokani,took charge of cleaning up the estate. He chose a place to set up a temple, dedicated to Radha-Shyam, of whom they had been followers for generations. By this time, the masons of Abdullahpur had made a name in craftsmanship and expertise, and Arfan Ostagar was the most revered of all. He was hired, for a daily fee of five quarters and a pack of tobacco. His designer had to be paid an additional three quarters. A 15X6 feet room was planned to build, with a wide sprawling varanda, where followers could sing devotional songs every evening. The room would have a large platform, on which would rest a large metal statue of Radha-Shyam. The exterior wall would be decorated with fine ceramic designs. Once completed, the temple became a marvel, people from far and wide came over to see.
The Pal’s principal business was surrounded around the Kamala river port of Bikrampur, which was known as the Second Kolkata. Betelnuts, mustard, lentils etc would arrive from Barisal or Chandpur, and would be traded with Kolkata. Almost 20,000 laborers worked daily at this port, where the second largest wholesalers were the Pals. They set up warehouses at places as far as Barisal, Jhalokathhi or Shwarupkathhi, or Chandpur. Kamini Pal also became the most prominent money-lender. Dwarkanath became a prominent dealer in Kerosene oil. Other brothers also chipped in here and there. Business for the Pals was running well.
After the Partition of India, a large section of the family moved to Kolkata. Those who remained to protect the family businesses, soon found it difficult, as business with Kolkata became complicated. They had to explore new business avenues, but that wasn’t too easy.
In 1971, Hindus were being tortured or killed, their businesses were being shut down, their houses were being torched. The Pal estate being protected with a strong high boundary wall became a safe refuge, not only for members of this family, but for members of extended families, and also for friends and their families. About 500 people had found safe shelter here, until one dark night, when the Pakistani Army entered the compounds, killed several family members, and set the main houses of fire. The entire clan moved to India through Agartala.
Almost two years later, Shashadhar Pal, the second son of Dwarkanath Pal, who by then was head of the clan, returned with his family. But by this time major parts of the estate had been grabbed and taken over by others. He tried to revive some of the businesses, but did not quite succeed. His family members went back to Kolkata, but he decided to stay back, reminiscing his childhood memories, and gradually selling off part of their properties. He lived either in one of the houses within this estate, or in the other Pal House, which also was built by his uncle Kamini Pal several decades ago. He passed away in the late 1990s.
)
[2] => Array
(
[name] => {:en}Arpara Munshi Bari{:}{:bn}আড়পাড়া মুন্সীবাড়ি{:}
[post_id] => 5967
[post_link] => http://offroadbangladesh.com/places/arpara-munshi-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Arpara-Munshi-Bari-Gopalganj-011-300x225.jpg
[post_content] => {:en}
Arpara Munshi Bari (আড়পাড়া মুন্সীবাড়ী) is located near at Arpara (আড়পাড়া) of Gopalganj district. This is situated beside a man-made straight canal named 'Beel Route Canal'. This is mainly a two stored building and not that much older. But due to lack of care (and also the owner shifted to new place) it is a haunted house now a days.
The windows of this house are missing, doors are gone; trees have grown over this building and started covering it. You can hear lot of chirping sounds of birds; but it is actually a hideout for the bats. Thousands of bats you can see hanging upside down from the roof, and lot of them are flying randomly around and making the noise. It looked slight scary, but an amazing thing to watch.
Probably it’s around 50-60 years of old building and built by a rich family having family/surname Minshi (মুন্সী). They are still powerful, and prominent there by status and wealth. There are few other buildings available near this one and people are living there. Possibly they have shifted from here.
{:}{:bn}
আড়পাড়া মুন্সীবাড়ি গোপালগঞ্জ জেলার আড়পাড়ায় ‘বিল রুট ক্যানেল’ নামক খালের পাশে অবস্থিত। আড়পাড়া মুন্সীবাড়ি মূলত একটি দোতলা বাড়ি যেটি যত্নের অভাবে (বাড়িটির মালিকও অন্যত্র বাস করছে) বর্তমানে অনেকই জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
বাড়িটির দরজা জানালা খোয়া যাওয়ার পাশাপাশি এটির গায়ে গাছ গজিয়ে বর্তমানে বাড়িটিকে আবৃত করে ফেলছে। বাড়িটির অভ্যন্তরে কিচিরমিচির আওয়াজ শুনে পাখির উপস্থিতির কথা মনে হলেও প্রকৃতপক্ষে এটি বাদুড়দের সৃষ্ট আওয়াজ। হাজার হাজার বাদুড়ের বাড়িটির ছাদ থেকে ঝুলে থাকা এবং দ্রুতগতিতে ওড়ার সময় এসব বাদুড়ের সৃষ্ট আওয়াজ কিছুটা ভীতিকর হলেও আজকালকার দিনে এমন দৃশ্য চোখে পড়াও দুর্লভ বৈকি।
এই বাড়িটি প্রায় ৫০ বছর থেকে ৬০ বছর পুরাতন যেটি মুন্সী পরিবার নির্মাণ করেছিল। এই পরিবারটি স্থানীয়ভাবে এখনও মর্যাদাসম্পন্ন, বিত্তবান এবং প্রভাবশালি। এই ভবনে মুন্সী পরিবার আর বসবাস না করলেও আশেপাশের কিছু পুরাতন বাসাবাড়িতে এখনও মানুষজন বসবাস করে।
{:}
)
[3] => Array
(
[name] => Ghughudanga Zamindar Bari
[post_id] => 1977
[post_link] => http://offroadbangladesh.com/places/ghughudnga-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Ghu-Ghu-Danga-Zamindar-Bari1-300x186.jpg
[post_content] =>
Ghughudanga Zamindar Bari was the residential palace Ghughu-Danga Zamindar Family. It is located onthe side of the River Purnovoba in Dinajpur District. The Zamindar Bari or palace was now damaged byattacking the Pakistani army in 1971 War of Bangladesh. It was built in the Indo-Saracenic renaissance architecture.It is situated six mile away from Dinajpur sadar at Auliapur Union in Dinajpur.
)
)