Array
(
[0] => Array
(
[name] => Handial Jagannath Temple
[post_id] => 9243
[post_link] => http://offroadbangladesh.com/places/handial-jogonnath-temple/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/handial-jogonnath-mondir-21-300x225.jpg
[post_content] =>
Handial Jagannath Temple (হান্ডিয়াল জগন্নাথ মন্দির) is an old temple located at Handial (হান্ডিয়াল) village of Chatmohor Upazila of Pabna district. As it is located at the Handial village, it is known as Handial Mandir too.
It is a single door small sized temple which was built using bricks. This temple gets narrower as it is progressing upwards. Only the front wall of the temple has some terracotta. The temple is placed over a high plinth.
From the inscription, it is found that the temple was reconstructed by someone named Bhobani Proshad during 1590. But scholars are assuming that the temple was built even another 100 years before from that time.
The whole temple premise is under a boundary. Another two newly temples are being constructed at the both side of the old temple. There is a small chariot (রথ) available inside the premise. Also, a Mondop (মন্ডপ) is available for the upcoming Hindu festival Durga Puja (দূর্গা পূজা).
)
[1] => Array
(
[name] => Temple of Bojrojogini (Kali Mondir)
[post_id] => 9068
[post_link] => http://offroadbangladesh.com/places/temple-of-bojrojogini-kali-mondir/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/bojrojogini-Old-kali-mondir-11-300x169.jpg
[post_content] =>
Nearly 100 years old Shiv-Kali Temple is situated at Bojrojogini Bazar in Munshiganj District. It was established in 1345 Bengali Year by a local merchant. Few years back the temple was attacked by some extremists and they occurred some damages. The main name plate was hit by a shovel and one of its corner was broken. Now one part of the temple is almost broken but the main part is repaired by the local Hindu community. There was a large shiva lingam was there which was taken by the government and now displayed in the National Museum in Shahbag.
The devotee Chandra Shil said, now the temple will receive some non-government funding to keep it running.
)
[2] => Array
(
[name] => {:en}Kobi Chondraboti Shib Mandir{:}{:bn}কবি চন্দ্রাবতী শিব মন্দির{:}
[post_id] => 5071
[post_link] => http://offroadbangladesh.com/places/kobi-chondraboti-shib-mandir/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Kobi-Chondraboti-Shib-Mondir-225x300.jpg
[post_content] => {:en}
Poet Chandrabati (চন্দ্রাবতী) is considered to be the first Female poet in Bengali literature. She was born in 1550. Her father's name was Bangshidas Bhattacharya (বংশীদাস ভট্টাচার্য) who is considered as one of the composers of Monosha mongol (মনসা মঙ্গল). She along with her father composed the Monosha Debir Bhashan (মনসা দেবীর ভাসান) during 1575. Poet Chondraboti (কবি চন্দ্রাবতী) started narrating the Ramayana (রামায়ন) from the Sita's (সীতা) point of view by criticizing Rama (রাম). But unfortunately, she couldn't finish her work.
There are two Shib Mandir (শিব মন্দির) available near the village Chandrabati (চন্দ্রাবতী) that is around 6 kilometer apart from the Kishoreganj (কিশোরগঞ্জ) town. One of those are shorter in size. These temples are related with many stories of Chandrabati (চন্দ্রাবতী) and her life. It is believed that the temples were built during the 16th century, contemporary to the poet's birth.
It was around 3:00 at the afternoon when I have reached there. So I was the only traveler or tourist there that time. There are few sitting places available near the temple. Authority built those for the visitors. Probably during the holidays or at afternoon lot of visitors use to gather here.
{:}{:bn}
কবি চন্দ্রাবতীকে বাংলা সাহিত্যর প্রথম মুসলিম কবি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তিনি জন্মেছিলেন ১৫৫০ সালে। কবি চন্দ্রাবতীর বাবার নাম বংশীদাস ভট্টাচার্য যাকে মনে করা হয়ে থাকে মনসা মঙ্গলের অন্যতম রচয়িতা। ১৫৭৫ সালে কবি চন্দ্রাবতী তাঁর বাবাকে সাথে নিয়ে মনসা দেবীর ভাসান রচনা করেন। কবি চন্দ্রাবতী রামের সমালোচনার মাধ্যমে সীতার দৃষ্টিকোন থেকে রামায়ন বর্ণনা করা শুরু করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এই কাজটি শেষ করতে পারেননি।
কিশোরগঞ্জ শহর থেকে ৬ কিলোমিটার দূরে চন্দ্রাবতী গ্রামে দুটি শিবমন্দির রয়েছে। এই দুটি মন্দিরের মধ্যে একটি অপেক্ষাকৃত ছোট। কবি চন্দ্রাবতী এবং তাঁর জীবনের অনেক ঘটনার সাথে এই মন্দিরগুলোর সম্পৃক্ততা রয়েছে। ধারনা করা হয়ে থাকে যে এই মন্দিরগুলো ১৬শ শতকে নির্মাণ করা হয়েছিল যেসময়টিতে কবি জন্ম নিয়েছিলেন। মন্দিরগুলোর কাছে দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা রয়েছে। বিকালবেলা অথবা ছুটির দিনে এখানে অনেক মানুষের সমাগম হয়ে থাকে।
ছবির জন্য ক্লিক করুন: http://www.panoramio.com/photo/92398981
http://www.panoramio.com/photo/92398990
http://www.panoramio.com/photo/92399001
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Jeshoreshwari Kali Temple{:}{:bn}যেশোরেশ্বরী কালীমন্দির{:}
[post_id] => 2012
[post_link] => http://offroadbangladesh.com/places/jeshoreshwari-kali-temple/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Jeshoreshwari-Kali-Temple2-300x268.jpg
[post_content] => {:en}Jeshoreshwari Kali Temple is a very popular Hindu temple in Bangladesh, dedicated to the goddess Kali. The name “Jeshoreshwari” means “Goddess of Jessore”. According to belief, it is said that people consider Jesoreshwari as one of 51 Peeths of Sati. It is where the various parts of Sati’s body are said to have fallen, in the course of Shiva’s Rudra Tandava. It is said by many that General of Maharaja Pratapaditya discovered a meditative ray of light which came from the bushes, and came upon a piece of stone carved in the form of a human palm.
Later, Pratapaditya started worshiping Kali and built the Jeshoreshwari Kali Temple. “Goddess of Jessore”, was named after Jessore. It is believed to have created by Anari who was a Brahman. A 100-door temple was created by him for the Jeshoreshwari Peeth. But the time is unknown. It was later modified by Laxman Sen and Pratapaditya in their time.
The temple is located in Ishwaripur, a village in Shyamnagar upazilla of Satkhira. The temple is visited by pilgrims from all over, irrespective of sectarian differences. Worship is done by the priest every Saturday and Tuesday at noon time. But before 1971, there was daily routine of worship. Every year on the day of Kali puja, the present Caretakers of the temple conduct a ceremony. There is also a
Mela taking place around the temple compound.{:}{:bn}
যেশোরেশ্বরী কালীমন্দির সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত। দেবী কালীকে উৎসর্গ করে নির্মাণ করা এই মন্দিরটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় হিন্দু মন্দির। ‘যেশোরেশ্বরী’ শব্দের অর্থ ‘যশোরের দেবী’। বলা হয়ে থাকে যে মানুষ যেশোরেশ্বরীকে স্বাতির ৫১টি পিঠের একটি বলে বিশ্বাস করে থাকে। বলা হয়ে থাকে যে শিবের রুদ্র তাণ্ডবের ফলে এই স্থানেই স্বাতির শরীরের বিভিন্ন অংশ পড়েছিল। কথায় আছে যে মহারাজা প্রতাপদিত্ত্যর সেনাপতি এখানকার জঙ্গল থেকে একটি আলৌকিক আলোর রেখা বের হয়ে মানুষের হাতুর তালুর আকারের একটি পাথরখণ্ডের উপর পড়তে দেখেন। পরবর্তীতে প্রতাপদিত্ত্য কালীর পূজা করতে আরম্ভ করেন এবং এই কালী মন্দিরটি নির্মাণ করেন।
যশোরের নামানুসারে ‘যেশোরেশ্বরী’ নামটি রাখা হয়েছে। মন্দিরটির নির্মাণ সম্পর্কে এও বিশ্বাস করা হয়ে থাকে যে আনারি নামক জনৈক ব্রাহ্মণ ‘যেশোরেশ্বরী’ পিঠের জন্য ১০০ দরজা বিশিষ্ট একটি মন্দির নির্মাণ করেন যেটি নির্মাণের সময়কাল জানা যায়নি। পরবর্তীতে রাজা লক্ষ্মণ সেন এবং মহারাজা প্রতাপদিত্ত্য নিজ নিজ শাসনকালে মন্দিরটি নির্মাণ করেন।
{:}
)
)