Array
(
[0] => Array
(
[name] => {:en}Lalbagh Fort{:}{:bn}লালবাগ কেল্লা {:}
[post_id] => 4454
[post_link] => http://offroadbangladesh.com/places/lalbagh-fort/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Lalbag-Fort281-300x225.jpg
[post_content] => {:en}
Lalbagh Fort (also Fort Aurangabad) is an incomplete 17th century Mughal fort complex that stands proudly before the Buriganga River in the southwestern part of Dhaka, Bangladesh. The construction was started in 1678 AD by Mughal Subahdar Muhammad Azam Shah who was son of Emperor Aurangzeb and later emperor himself. His successor, Shaista Khan, did not continue the work, though he stayed in Dhaka up to 1688.
Mughal prince Muhammad Azam, third son of Aurangzeb started the work of the fort in 1678 during his vice-royalty in Bengal. He stayed in Bengal for 15 months. The fort remained incomplete when he was called away by his father Aurangzeb.
Shaista Khan was the new subahdar of Dhaka in that time, and he did not complete the fort. In 1684, the daughter of Shaista Khan named Iran Dukht Pari Bibi died there. After her death, he started to think the fort as unlucky, and left the structure incomplete. Among the three major parts of Lalbagh Fort, one is the tomb of Pari Bibi.
After Shaista Khan left Dhaka, it lost its popularity. The main cause was that the capital was moved from Dhaka to Murshidabad. After the end of the royal Mughal period, the fort became abandoned. In 1844, the area acquired its name as Lalbagh replacing Aurangabad, and the fort became Lalbagh Fort.
For long the fort was considered to be a combination of three buildings (the mosque, the tomb of Bibi Pari and the Diwan-i-Aam), with two gateways and a portion of the partly damaged fortification wall. Recent excavations carried out by the Department of Archaeology of Bangladesh have revealed the existence of other structures.
The southern fortification wall has a huge bastion in the southwestern corner. On the north of the south fortification wall were the utility buildings, stable, administration block, and its western part accommodated a beautiful roof-garden with arrangements for fountains and a water reservoir. The residential part was located on the east of the west fortification wall, mainly to the south-west of the mosque.
The fortification wall on the south had five bastions at regular intervals two stories in height, and the western wall had two bastions; the biggest one is near the main southern gate. The bastions had an underground tunnel. The central area of the fort is occupied by three buildings - the Diwan-i-Aam and the hammam on its east, the Mosque on the west and the Tomb of Pari Bibi in between the two - in one line, but not at equal distance. A water channel with fountains at regular intervals connects the three buildings from east to west and north to south.
Diwani-i-Aam: Diwan-i-Aam is a two stored building. A single stored hammam is attached on its west. The hammam portion has an underground room for boiling water. A long partition wall runs along the western facade of the hammam.
A water tank: A square shaped water tank (71.63m on each side) is placed to the east of the Diwan-i-Aam. There are four corner stairs to descend into the tank.
Tomb of Bibi Pari: The tomb of Bibi Pari, the daughter of Shaista Khan, is in the middle of the complex. There is a central square room. It contains the remains of Bibi Pari covered by a false octagonal dome and wrapped by brass plate. The entire inner wall is covered with white marble. Eight rooms surround the central one. There is another small grave in the southeastern corner room.
Lalbagh Fort Mosque: The Lalbagh Fort Mosque is a three-domed mosque with a water tank on the eastern side.
No trip to Dhaka city is fulfilled without a trip to the Lalbagh Fort or also known as the fort of Auranagabad which was built in 1678 AD by Prince Mohammad Azam who was the Viceroy back then. The fort represents the dream of the Mughal Prince which stayed unfinished. So the whole fort has a sense of history and mystery entwined in the very bricks of the foundation. The Lalbagh fort falls under the Dhaka Division/subdivision and Lalbagh Thana.
{:}{:bn}
রাজধানী ঢাকার দক্ষিনপশ্চিম অংশে বুড়িগঙ্গা নদীর তীরে গর্বের সাথে দাড়িয়ে আছে ১৭শ শতকের অসমাপ্ত মুঘল দুর্গ লালবাগ কেল্লা (আওরঙ্গবাদ দুর্গ নামেও পরিচিত)। ১৬৭৮ সালে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল সুবেদার মুহাম্মদ আজমশাহ কেল্লাটির নির্মাণকাজ আরম্ভ করেন। তিনি বাংলায় ১৫ মাস অবস্থান করেন। সম্রাট আওরঙ্গজেবের ডাকে বাংলা ত্যাগ করার সময় কেল্লার নির্মাণ সমাপ্ত হয়নি।
পরবর্তীতে আজমশাহর উত্তরসূরি শায়েস্তা খান ঢাকার নতুন সুবেদার নিযুক্ত হন। তবে তিনিও কেল্লাটির নির্মাণকাজ শেষ করতে পারেননি। ১৬৮৪ সালে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত পরীবিবি এখানেই মৃত্যুবরণ করেন। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খান কেল্লাটিকে অশুভ মনে করে এটির নির্মাণ অসমাপ্ত রাখেন। লালাবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার মধ্যে পরীবিবির মাজার অন্যতম।
শায়েস্তা খান ঢাকা ত্যাগের পর কেল্লাটির জনপ্রিয়তা কমে যায় কারন এসময় ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়। মুঘলদের রাজত্ব শেষ হলে কেল্লাটিকে পরিত্ত্যাক্ত করা হয়। ১৮৪৪ সালে আওরঙ্গবাদের বদলে এলাকাটির নামকরন করা হয় লালবাগ এবং সেই সাথে কেল্লাটির নামও হয়ে যায় লালবাগ কেল্লা।
দুটি ফটক এবং ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা দেয়ালের অংশসহ দীর্ঘদিন ধরে মনে করা হত যে কেল্লাটিতে তিনটি ভবন (মসজিদ, পরীবিবির মাজার এবং দিওয়ান-ই-আম) রয়েছে। তবে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদফতর সাম্প্রতিক সময়ে কেল্লায় খননকাজ করলে আরও নতুন স্থাপনার অস্তিত্ব সম্পর্কে জানা যায়।
কেল্লার দক্ষিনদিকের প্রতিরক্ষা দেয়ালের দক্ষিণপশ্চিম কোনায় একটি বিশাল বুরুজ রয়েছে। দক্ষিনদিকের প্রতিরক্ষা দেয়ালের উত্তরে কিছু ভবন ছিল এবং পশ্চিম অংশে ঝর্ণাসহ একটি চমৎকার বাগান ছিল। কেল্লার বাসিন্দাদের থাকার ব্যবস্থা ছিল পশ্চিমের প্রতিরক্ষা দেয়ালের পূর্বদিকে অর্থাৎ মসজিদের দক্ষিন-পশ্চিমে।
কেল্লার দক্ষিনের প্রতিরক্ষা দেয়ালে সমান দূরত্বে দোতলা উচ্চতার সমান পাঁচটি বুরুজ রয়েছে এবং পশ্চিমের প্রতিরক্ষা দেয়ালে দুটি বুরুজ রয়েছে। দক্ষিনদিকের মূল ফটকের কাছে সবচেয়ে বড় বুরুজটি অবস্থিত। প্রতিটি বুরুজের সাথে মাটির নীচে অবস্থিত সুরঙ্গের যোগাযোগ রয়েছে।
কেল্লার মাঝখানে অবস্থিত তিনটি ভবন হলঃ পূর্বে দিওয়ান-ই-আম এবং হাম্মাম, পশ্চিমে মসজিদ ও পরীবিবির মাজার। ঝর্ণাসমৃদ্ধ একটি পানির চ্যানেলের মাধ্যমে এই তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিনে সংযুক্ত করা হয়েছে।
দিওয়ান-ই-আমঃ দোতলা এই ভবনের নীচতলায় একটি হাম্মাম রয়েছে। হাম্মামের সাথে মাটির নীচে পানি গরম করার ব্যবস্থা রয়েছে। হাম্মামের পশ্চিমদিক একটি দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
পানির ট্যাংকঃ দিওান-ই-আমের পূর্বদিকে একটি বর্গক্ষেত্রাকার পানির ট্যাংক রয়েছে (যেটির প্রতিটি দিক ৭১.৬৩ মিটার দীর্ঘ। ট্যাংকের অভ্যন্তরে নামার জন্য এটির চারকোণায় চারটি সিঁড়ি রয়েছে।
পরীবিবির মাজারঃ শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজারটি কেল্লার মধ্যবর্তী স্থানে একটি চারকোণা কক্ষে অবস্থিত। এই মাজারটি একটি অষ্টভুজ গম্বুজ এবং পিতলের আবরনে আবৃত করা আছে। মাজারের ভিতর দিকের দেয়াল সাদা মার্বেলে মোড়ানো। এই কক্ষটিকে ঘিরে আরও আটটি কক্ষ রয়েছে যেগুলোর মধ্যে দক্ষিন পূর্ব কোনায় অবস্থিত কক্ষটিতে একটি ছোট কবর রয়েছে।
লালবাগ কেল্লা মসজিদ: তিনগম্বুজ বিশিষ্ট এই মসজিদটি একটি পানির ট্যাংকসহ পূর্বদিকে অবস্থিত।
এই কেল্লার সাথে একদিকে যেমন জড়িয়ে আছে মুঘল যুবরাজ মোহাম্মদ আজমের স্বপ্ন যেটি শেষ পর্যন্ত আর পুরন হয়নি অপরদিকে এই কেল্লার প্রতিটি ইটের সাথে জড়িয়ে রয়েছে ইতিহাস এবং রহস্য। সুতরাং নির্দ্বিধায় বলা চলে, লালবাগ কেল্লা (আওরঙ্গবাদ কেল্লা) না দেখলে ঢাকায় আপনার আসা সার্থক হবে না।
{:}
)
[1] => Array
(
[name] => Isha Kha Jongolbari and Mosque
[post_id] => 5067
[post_link] => http://offroadbangladesh.com/places/isha-kha-jongolbari-and-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Isha-Kha-Jongolbari-and-Mosque-300x225.jpg
[post_content] =>
Jungle-bari (জঙ্গলবাড়ী) is mainly a fort that is located at the Jungle-bari (জঙ্গলবাড়ী) of Karimganj Upazila (করিমগঞ্জ উপজেলা) of Kishoreganj (কিশোরগঞ্জ). It was the second capital of Isha Khan (ইশা খাঁ). He captured the fort from Lokkhon Shing Hajara (লক্ষন সিং হাজারা) during the battle of Egaro Shindur (এগারো সিন্দুর) with Man Singh (মান সিংহ).
This is known as Jungle-bari Durgo (জঙ্গলবাড়ী দুর্গ), Isha Khar Bari (ইশা খাঁর বাড়ী), etc. to the local people. There is a dilapidated building is still available there. A portion of that building is still being used by the decedents from Isha Kha (ইশা খাঁ).
An archaic mosque is available just beside the Jungle-bari (জঙ্গলবাড়ী) fort. It’s a small rectangular shaped mosque having three domes at the top and four minarets at the four corners. A large pond is available at the eastern side of the mosque.
Most of the Zamindar Bari (জমিদার বাড়ী) from Bangladesh are in a very poor condition. That time the owners were facing difficulties for religious upheaval and other adverse situations, thus they have sensed an urgency to leave this country for their own safety. But fortunately, here they are still living with pride, may be they were too much friendly with the peasants.
)
[2] => Array
(
[name] => Hajiganj Fort
[post_id] => 10780
[post_link] => http://offroadbangladesh.com/places/hajiganj-fort/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/Hajigonj-Fort-Narayanganj-011-300x225.jpg
[post_content] =>
Hajiganj Fort (হাজীগঞ্জ দুর্গ) also called Khizrpur Fort, situated at Hajiganj locality of Narayanganj on the western bank of the Sitalakshya (শীতলক্ষ্যা). Having the characteristics of a water fort, it was originally built just at the point where the old Buriganga (বুরিগঙ্গা) discharged into the Sitalakshya. It may have been built soon after Islam Khan established the Mughal capital at Dhaka, and was intended to countercept the raids of the Magh and Portuguese pirates.
The fort, quadrangular in size, consists of a pentagonal curtain wall machicolated for muskets with rounded corner bastions. On the inner side of the curtain wall there is 1.22 meter high rampart walkway from the base of the curtain wall which is itself pierced by several musketry holes. Each of the corner bastions has staircase inside up to the rampart level and its merlons have wider holes in between meant for gun firing. In a corner of the fort quadrangle there is a free tall square column of brickwork which seems to be a guard tower. The existence of this column links the fort with other water forts of the time. The existence of the elevated platform for the setting of cannons is an important feature of the fort.
The only small gateway of the fort towards the river side suggests that the means of communication was by the river. The pentagonal gateway is placed in a rectangular structure with engraved rectangular arches on the both sides. The top of the gateway is decorated with lotus finial. There having no other structure inside the fort, it seems that the fort was occupied only in the rainy season when the pirates were expected, and that the occupants used tents as their shades. The fort area is now being used as the Fire Brigade headquarters of Narayanganj.
)
[3] => Array
(
[name] => {:en}Gour Gobinda Fort{:}{:bn}গৌড় গোবিন্দ দুর্গ{:}
[post_id] => 4293
[post_link] => http://offroadbangladesh.com/places/gour-gobinda-fort/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Gour-Gobinda-Fort-Sylhet1-300x214.jpg
[post_content] => {:en}
Gour Gobinda Fort is one of the most recommended tourist spot in the hillside of Sylhet. The Gour Gobinda Fort stands as an evidence to the defiance of brave soldiers of the king Gour Gobinda.
History and Background: Gour Gobinda Fort is located in the hill side of sylhet. It stands as evidence to the defiance of brave soldiers of the king Gour Govinda. But Gour Govinda was an oppressive ruler and to save the people from this oppressive ruler the Saint Hazrat Shahajalal along with his companions fought with the king and destroyed the Gour Gobinda Fort to defeat him.

Major Attractions of the Spot: The place is very attractive for its ancient architectural beauty. Though you will find only the remnants in this tourist spot at present but they will surely fascinate you and take you thousands of years back. This fort bears memorable ancient history of the region. This landmark will remind you of ancient history of the region.
{:}{:bn}গৌড় গোবিন্দ দুর্গ সিলেট রেল স্টেশনের নিকটে বর্ত্খোলায় অবস্থিত। এই দুর্গটি সিলেটের অন্যতম দর্শনীয় স্থান। এই স্থানটি রাজা গৌড় গোবিন্দের সাহসী সৈনিকদের বিদ্রোহের সাক্ষ্য বহন করছে। সূফী সাধক হযরত শাহজালাল (রঃ) ইসলাম প্রচার করতে সিলেটে আসার সময় এই দুর্গটি ধ্বংস করে ফেলেন।{:}
)
)