Array
(
[0] => Array
(
[name] => Dinajpur Sangeet College
[post_id] => 1973
[post_link] => http://offroadbangladesh.com/places/dinajpur-sangeet-maha-vidyalaya/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/sangeet-moha-bidyalaya1-300x240.jpg
[post_content] =>
"Dinajpur Sangeet Mohabidyaloy" a musical college located at Chakbazar of Dinajpur District. It is locatedat the opposite side of "Hotel al Rashid". The musical college was established in 1994. The college was built in British rule time. Its architecture tells so. The red colored building is looking nice. The total building iscombination of red color and white color. In Bangladesh there are two musical college it is one of them. Administrative building is the main attraction of the college. It has two domes which enriching it’saristocracy. At first look it is look like an old palace or Rajbari.
)
[1] => Array
(
[name] => {:en}Shahjalal University of Science and Technology{:}{:bn}শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়{:}
[post_id] => 4307
[post_link] => http://offroadbangladesh.com/places/shahjalal-university-of-science-and-technology/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/1st-Ladies_Hall_Rossi1011-300x183.jpg
[post_content] => {:en}
Shahjalal University of Science and Technology (Bengali: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) also known as SUST is a state supported not-for-profit research university located in Sylhet, Bangladesh. It is also one of the nine PhD granting research universities of Bangladesh.
The university was founded by the Government of Bangladesh according to a university act in 1986 to give special importance in science and technology education. It is the first specialized science & technology university of the country. After SUST, seven more science and technology universities have been established in Bangladesh.
SUST is traditionally known for research and education in the physical sciences and engineering. It is one of the most selective higher learning institutions, and received 40,881 undergraduate applicants for 2012-2013 session—only admitting 1,385, an acceptance rate of 3.39%.
Shahjalal University of Science and Technology was established in 1986. The campus is located in Kumargaon, approximately five kilometers away from the heart of Sylhet City Centre. The university started its academic programme with three departments: physics, chemistry and economics. The first convocation of SUST was held on 29 April 1998 and the second convocation held on 6 December 2007.
SUST is the first university in Bangladesh providing whole campus free Wi-Fi access for students & staffs. The university introduced an integrated honors course for the first time in Bangladesh and it introduced the semester system (American credit system) from the 1996-97 session. According to the masterplan for the university, within a few years Shahjalal University of Science and Technology will be one of the finest institutions of the region.
The university students invented and introduced the paperless 24/7 SMS Based Automated Registration of Admission Test procedure for the first time in Bangladesh. Interested students can complete the registration process through mobile phone messages. The contemporary government launched the system on 13 September 2009. For the invention, the University won an Ambillion Award in a competition of South Asian countries in 2010 and National Award for E-Content and ICT for Development Award 2010. Now, most of the public universities in Bangladesh have adopted this process of registration.
{:}{:bn}শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) হল বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি সরকারি অলাভজনক গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে পিএইচডি ডিগ্রী দানকারী ৯ টি বিশ্ববিদ্যালয়ের একটি হল এটি।
বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গুরুত্ব প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ সরকার ১৯৮৬ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। পদার্থ, রসায়ন ও অর্থনীতি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সমাবর্তন যথাক্রমে ২৯ এপ্রিল ১৯৯৮ এবং ৬ ডিসেম্বর ২০০৭ তারিখে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষায়িত দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হল এটি। শাবিপ্রবির পর দেশে আরও সাতটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
পদার্থ বিজ্ঞান ও প্রযুক্তির ওপর পড়াশোনা এবং গবেষণা করার সুযোগ প্রদানের কারনে শাবিপ্রবির রয়েছে আলাদা সুনাম। মেধার চুলচেরা বিশ্লেষণ এবং তীব্র প্রতিযোগিতার কারনে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া খুবই কষ্টসাধ্য। ২০১২-১৩ শিক্ষা বছরে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক মোট ৪০,৮৮১ জন দরখাস্তকারীর মধ্যে ১৩৮৫ জন ভর্তির সুযোগ লাভ করে।
বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবি ছাত্র, কর্মচারীদের জন্য পুরো ক্যাম্পাসে ওয়াইফাই প্রযুক্তি চালু করে। এছাড়াও দেশে প্রথমবারের মত এই বিশ্ববিদ্যালয় সমষ্টিগত অনার্স কোর্স চালু করে এবং ১৯৯৬-৭ শিক্ষাবছর থেকে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শুরু করে। বিশ্ববিদ্যালয়ের মহা পরিকল্পনা অনুযায়ী অচিরেই এই বিশ্ববিদ্যালয়টি অত্র অঞ্চলের সেরা বিদ্যাপীঠে পরিনত হবে।
এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সময় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের প্রক্রিয়া উদ্ভাবন করে। ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন সরকার এই প্রক্রিয়াটি চালু করেন। বর্তমানে বেশীর ভাগ সরকারি বিশ্ববিদ্যালয়তেই এই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় নিবন্ধন করা হয়ে থাকে। এই উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ শাবিপ্রবি ২০১০ সালে দেশে বিদেশে বিভিন্ন পুরস্কার অর্জন করেছে।{:}
)
[2] => Array
(
[name] => Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University
[post_id] => 2930
[post_link] => http://offroadbangladesh.com/places/bangabandhu-sheikh-mujibur-rahman-agricultural-university/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/BAU2-300x111.jpg
[post_content] =>
Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University (BSMRAU) is the premier seat of higher agricultural education and research in the country. The main task of the university is to tone up the quality and standard of higher agricultural education and to produce first-rate agriculturists, agricultural scientists and researchers for shouldering the responsibilities of agricultural development of the country. The missions of university have been to develop the art and science of agriculture for the well being of mankind, and to educate agriculturists of high standards of scientific, managerial and professional competence in harmony with the environment, and to share knowledge and skills with world partners.
)
[3] => Array
(
[name] => {:en}Hemnagar Zamindar Bari{:}{:bn}হেমনগর জমিদার বাড়ি{:}
[post_id] => 5284
[post_link] => http://offroadbangladesh.com/places/hemnagar-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Hemnagar-Zamindar-Bari2-LonelyTraveler1-300x225.jpg
[post_content] => {:en}
Hemnagar Zamindar Bari (হেমনগর জমিদার বাড়ি) is a less highlighted edifice from Bangladesh. Not that much tourists use to travel here despite of having everything to become a promising tourist attraction from Bangladesh. Only local people from around use to visit here. It was built by the prominent Hindu Zamindar (জমিদার) from Tangail (টাংগাঈল) district named Hemchandra Choudhury (হেমচন্দ্র চৌধুরী) at 1890.
The Main building at the front side has two small statues of angel at the top. That's why local people know this as Porir Dalan (পরীর দালান) which means a Palace of Angel. Main building of this Zamindar Bari (জমিদার বাড়ি) is currently using as an administrative building of Hemnagar (হেমনগর) Degree College, but the other buildings at the back side is empty right now. There it has approximately 25 rooms inside.
Front side of the building is having the best styles from the whole premise. It is highly ornate at the walls using colorful glasses. Every inches of the walls, pillars, and the archways are flourished with flowers, vines, stars, etc formed using those colorful glasses.
The Zamindar (জমিদার) was slight cruel and rude on the peasants. They were coerced to follow few rules. For example, if anyone wanted to pass this palace premise, he/she must had to continuously keep vowing and walking backwards with bare feet. Such things must have poured the heart of locals with hatred and grief. That's why the powerful Zamindar (জমিদার) had to escape from the place during the country's separation. Along with the buildings, the whole premise was having 7 massive ponds (only few are right now available). Local people say those 7 ponds are for the seven ladies (daughters and sisters of the Zamindar). Dhonbari Zamindar Bari is very near from this place.
{:}{:bn}
বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পটে পরিনত হওয়ার সকল যোগ্যতা থাকার পরও হেমনগর জমিদার বাড়ি খুব একটা সুনাম অর্জন করতে পারেনি এবং খুব বেশি পর্যটকও এখানে আসেন না। মূলত এখানকার আশেপাশে স্থানীয় বসবাসকারীরা এখানে আসেন। ১৮৯০ সালে টাঙ্গাইলের বিশিষ্ট হিন্দু জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেন।
জমিদারবাড়ির মূল ভবনের সামনে দুটি পরীর ছোট মূর্তি রয়েছে আর এ কারনেই স্থানীয়রা এই জমিদারবাড়িকে বলে থাকে পরীর দালান। এই জমিদারবাড়ির মূল ভবনটি বর্তমানে হেমনগর ডিগ্রী কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে এখানকার পেছনদিকে অবস্থিত ভবনটি বর্তমানে খালি পড়ে আছে। জমিদারবাড়ির অভ্যন্তরে প্রায় ২৫টি কক্ষ আছে।
জমিদারবাড়ির সামনের দিকটি সবচেয়ে দৃষ্টি নন্দন। রঙ্গিন কাচ দিয়ে ভবনের দেয়ালে নকশা করা হয়েছে। জমিদারবাড়ির দেয়াল, পিলার, ফটকের প্রতিটি ইঞ্চিতে রঙ্গিন কাঁচ ব্যবহার করে ফুল, তারা, গাছ ইত্যাদি সৃষ্টি করা হয়েছে।
জমিদার তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন এবং তাঁদের কিছু নিয়ম মানতে বাধ্য করা হত যেমনঃ কাউকে জমিদারবাড়ির মধ্যে দিয়ে অতিক্রম করতে হলে তাঁকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাটতে হত এবং এ কারনে স্থানীয়দের মনে জমিদারের উপর চরম ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণা এবং অসন্তোষের পরিপ্রেক্ষিতে জমিদার দেশবিভাগের সময় জমিদারবাড়ি থেকে পালিয়ে যান।
মূল জমিদারবাড়ির পাশাপাশি এখানে সাতটি বিশালাকারের পুকুর ছিল যেগুলোর মধ্যে মাত্র কয়েকটি বর্তমানে টিকে রয়েছে। স্থানীয়রা বলে থাকে যে সাতটি পুকুর ছিল জমিদারের সাত ছেলে মেয়ের জন্য। ধনবাড়ি জমিদারবাড়ি এখান থেকে বেশ নিকটে অবস্থিত।
{:}
)
)