Array
(
[0] => Array
(
[name] => Bardhan Kuthi
[post_id] => 4413
[post_link] => http://offroadbangladesh.com/places/bardhan-kuthi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/DSC08632-300x225.jpg
[post_content] =>
Bardhan Kuthi (বর্ধন কুঠি) is one of the historical places of Gaibandha district. It is situated near the Gobindaganj Upazila of Gaibandha. During the reign of British East-India company Raja Harinath (রাজা হরিনাথ) ruled the Bardhan Kuthi. During the separation of Indian subcontinent the last Ruler of Bardhan kuthi Raja Shoilesh Chandra (রাজা শৈলেশ চন্দ্র) Migrated to India from Bangladesh.
Due to the establishment of Gobindaganj college in this place, We can only observe the relics of Bardhan Kuthi. But it demands more research and discussion, By which we can discover the continuation of distinguish dynasty in Bardhan Kuthi. We may also reveal the valuable information of contemporary Zamindar’s and their lifestyle as well.
Sanjib Roy, grandson of Raja Shoilesh Chandra (রাজা শৈলেশ চন্দ্র), and his family are residing in the following address:
32-Keota Latbagan
Post Office:- Sahaganj
District :-Hooghly
West Bengal
India-712104
To know the original historical Scripture of Bardhan Kuthi,
Click Here
)
[1] => Array
(
[name] => {:en}Arpara Munshi Bari{:}{:bn}আড়পাড়া মুন্সীবাড়ি{:}
[post_id] => 5967
[post_link] => http://offroadbangladesh.com/places/arpara-munshi-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Arpara-Munshi-Bari-Gopalganj-011-300x225.jpg
[post_content] => {:en}
Arpara Munshi Bari (আড়পাড়া মুন্সীবাড়ী) is located near at Arpara (আড়পাড়া) of Gopalganj district. This is situated beside a man-made straight canal named 'Beel Route Canal'. This is mainly a two stored building and not that much older. But due to lack of care (and also the owner shifted to new place) it is a haunted house now a days.
The windows of this house are missing, doors are gone; trees have grown over this building and started covering it. You can hear lot of chirping sounds of birds; but it is actually a hideout for the bats. Thousands of bats you can see hanging upside down from the roof, and lot of them are flying randomly around and making the noise. It looked slight scary, but an amazing thing to watch.
Probably it’s around 50-60 years of old building and built by a rich family having family/surname Minshi (মুন্সী). They are still powerful, and prominent there by status and wealth. There are few other buildings available near this one and people are living there. Possibly they have shifted from here.
{:}{:bn}
আড়পাড়া মুন্সীবাড়ি গোপালগঞ্জ জেলার আড়পাড়ায় ‘বিল রুট ক্যানেল’ নামক খালের পাশে অবস্থিত। আড়পাড়া মুন্সীবাড়ি মূলত একটি দোতলা বাড়ি যেটি যত্নের অভাবে (বাড়িটির মালিকও অন্যত্র বাস করছে) বর্তমানে অনেকই জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
বাড়িটির দরজা জানালা খোয়া যাওয়ার পাশাপাশি এটির গায়ে গাছ গজিয়ে বর্তমানে বাড়িটিকে আবৃত করে ফেলছে। বাড়িটির অভ্যন্তরে কিচিরমিচির আওয়াজ শুনে পাখির উপস্থিতির কথা মনে হলেও প্রকৃতপক্ষে এটি বাদুড়দের সৃষ্ট আওয়াজ। হাজার হাজার বাদুড়ের বাড়িটির ছাদ থেকে ঝুলে থাকা এবং দ্রুতগতিতে ওড়ার সময় এসব বাদুড়ের সৃষ্ট আওয়াজ কিছুটা ভীতিকর হলেও আজকালকার দিনে এমন দৃশ্য চোখে পড়াও দুর্লভ বৈকি।
এই বাড়িটি প্রায় ৫০ বছর থেকে ৬০ বছর পুরাতন যেটি মুন্সী পরিবার নির্মাণ করেছিল। এই পরিবারটি স্থানীয়ভাবে এখনও মর্যাদাসম্পন্ন, বিত্তবান এবং প্রভাবশালি। এই ভবনে মুন্সী পরিবার আর বসবাস না করলেও আশেপাশের কিছু পুরাতন বাসাবাড়িতে এখনও মানুষজন বসবাস করে।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Pailgaon Zamindar Bari{:}{:bn}পাইলগাঁও জমিদারবাড়ী{:}
[post_id] => 22961
[post_link] => http://offroadbangladesh.com/places/pailgaon-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/11/P_20151014_130750_1_p-300x169.jpg
[post_content] => {:en}
Pailgaon Zamindar Bari is one of the remarkable old structures of Jagannathpur in Sunamganj. This 300 years old palace was established on 5.5 acres of land.
The last person of this Zamindar family was Brajendra Narayan Chowdhury. He was a famous politician at that time and a member of the congress of Sylhet too at that time.
The place is situated near the bank of Kushiara river in Sunamganj District. It is at Pailgaon Union under Jagannathpur Upazila.
History of this place: Thousand years ago, decedents of Pal Dynasty lived here. As time goes, "Das" family took their place. Pir Mohammad Badsha (Muslim Rulers) gave them the title - "Chowdhury". Ram and Sreeram were two descendants of this bloodline. One of their descendants Madhab Ram gained much popularity in his locality at that time. He did a lot of social welfare.
Their descendants Brojnath had two sons. Their named were Roshomoy Chowdhury and Sukhumoy Chowdhury. The place is locally known by the name after of Zamindar Roshomoy Chowdhury. The last ruler of the family was famous Brajendra Narayan Chowdhury.
{:}{:bn}প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদারবাড়ী। প্রায় সাড়ে ৫ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত তিন শত বছরেরও বেশী পুরানো এ জমিদার বাড়ীটি এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের নিদর্শন ।এ জমিদার পরিবারের শেষ জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধু রী ছিলেন প্র খ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি ছিলেন সিলেট বিভাগের কংগ্রেস সভাপতি এবং আসাম আইন পরিষদের সদস্য। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জগন্নাথপুর উপজেলার অধীন ৯ নম্বার পাইলগাও ইউনিয়নের পাইলগাও গ্রামে ঐতিহ্যবাহি এ জমিদারীর অবস্থান। জমিদার বাড়ী দক্ষিণ দিকে সিলেটের কুশিয়ারা নদী বহমান। প্রখ্যাত ঐতিহাসিক অচ্যূতচরণ চৌধুরী পাইলগাও জমিদার বংশের রসময় বা রাসমোহন চৌধুরী হতে প্রাপ্ত সূত্রেলিখেছেন যে; পাইলগাওয়ে বহুপূর্বকালে পাল বংশীয় লোক বসবাস করত। এ গোষ্টিয় পদ্মলোচন নামক ব্যক্তির এক কন্যার নাম ছিল রোহিণী। কোন এক কারণে রাঢ দেশের মঙ্গলকোট হতে আগত গৌতম গোত্রীয় কানাইলাল ধর রোহিণীকে বিবাহ করত গৃহ-জামাতা হয়ে এখানেই বসবাস শুরুকরেন। কানাইলাল ধরের আট পুরুষ পরে বালক দাস নামের এক ব্যক্তির উদ্ভব হয়। এ বালক দাস থেকে এ বংশ বিস্তৃত হয়। বালক দাসের কয়েক পুরুষ পর উমানন্দ ধর ওরফে বিনোদ রায় দিল-ীর মোহাম্মদ শাহ বাদশা কর্তৃ ক চৌধুরী সনদ প্রাপ্তহন। বিনোদ রায়ের মাধব রাম ও শ্রীরাম নামে দুই পুত্রের জন্মহয়। তার মধ্যেমাধব রামজনহিতকর কর্মপালনে নিজ গ্রাম পাইলগাঁও এ এক বিরাট দীঘি খনন করে সুনাম অর্জন করেন। তার দেয়া উক্তদীঘি আজও ঐ অঞ্চলে মাধব রামের তালাব হিসেবে পরিচিতহচ্ছে। মাধব রামের দুই পুত্র মদনরাম ও মোহনরাম । উক্ত মোহনরামের ঘরে দুর্লভরাম, রামজীবন, হুলাসরাম ও যোগজীবন নামে চার পুত্রের জন্ম হয়। এই চার ভাই দশসনা বন্দোবস্তের সময় কিসমত আতুয়াজানের ১থেকে ৪ নং তালুকের যতাক্রমে বন্দোবস্তগ্রহন করে তালুকদার নাম ধারণ করে। এদের মধ্যে হুলাসরাম বানিয়াচং রাজ্যের দেওয়ানি কার্যালয়ে উচ্চ পদের কর্মচারীনিযুক্ত হন। হুলাসরাম চৌধুরী বানিয়াচং রাজ্যের রাজা দেওযান উমেদ রাজারঅনুগ্রহে আতুয়াজান পরগণায় কিছু ভূমি দান প্রাপ্তহন। হুলাসরামের প্রাপ্তভূমির কিছু কিছু চাষযোগ্যও কিছু ভূমি চাষ অযোগ্যছিল। পরবর্তিতে হুলাসরাম চাষ অযোগ্য ভূমিগুলোকে চাষযোগ্যকরে তুললে এগুলোই এক বিরাট জমিদারীতে পরিণত হয়ে উঠে। হুলাস রামের ভাতুষ্পুত্রবিজয়নারায়ণের একমাত্রপুত্রব্র জনাথ চৌধুরীজমিদারি বর্ধিত করে এক প্রভাবশালী জমিদারে পরিণত হন। ব্রজনাথ চৌধুরীর দুইপুত্ররসময় ও সুখময় চৌধুরী। রসময় চৌধুরীর পুত্র ব্রজেন্দ্রনারায়নই ছিলেন এবংশের শেষ জমিদার।{:}
)
[3] => Array
(
[name] => Ulpur Zamindar Bari
[post_id] => 18413
[post_link] => http://offroadbangladesh.com/places/ulpur-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/09/Ulpur-Jomidarbari-1-300x169.jpg
[post_content] =>
During 1850, the greater Gopalganj area was ruled by the Zamindar. At that time, they made hundreds of buildings for their residence and official purposes. The buildings were made in the traditional Zamindar Bari look and style. In the last 150 years, most of the houses were destroyed by erosion. After being taken by the government, the authority turned some of these houses into government buildings. Now, most of the houses are abandoned or occupied by local people.
There is a cluster of old buildings in the Ulpur Area which is situated in the Gopalgonj - Takerhat highway, not so far from the Gopalgonj main town. As soon as you cross the Ulpur bridge from Ulpur bazar, the buildings start to appear. The first one was used as the Union Land Office (Government) but is now abandoned. The local people over there are now using it to stock fodder.
The second was probably used as a duplex residential complex but now is being used as the Sub Post Office. The surrounding environment is good and the building is covered by bamboo stocks. In the main road, there is a large old building, which was probably the main building. Outside this building the words "Dinesh Dham" in Bengali is carved in a white slate. This building is currently occupied by some local inhabitants.
If we go farther, then we will see another broken house formerly used as the Upazilla Registry office, now almost completely in ruins. "Din-Dham" in Bengali is also carved outside he building in white stone.
The overall environment of this village is very good and peaceful. Walking for an hour in the silence of this area will be relaxing. The most attractive structure is the Temple. The walls of the temple is decorated with colorful glass & ceramics. The temple looks good but it is also abandoned so the temple has shifted into a newly constructed building.
)
)