Array
(
[0] => Array
(
[name] => {:en}Chondro Mohol{:}{:bn}চন্দ্রমহল{:}
[post_id] => 6479
[post_link] => http://offroadbangladesh.com/places/chondro-mohol/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Chondro-Mohol-Bagerhat-031-300x214.jpg
[post_content] => {:en}
There is a picnic spot located at the village near Ronojitpur (রণজিতপুর). It is based on a house named Chondro Mohol. It was probably built by someone named Saiyad Amanul Huda Selim, who was a naval officer. Chondra (চন্দ্রা) is the name of his wife and the name of the house is given after her. Lot of local visitors use to come here every day. It was free once upon a time, but now a days they have put an entry fee to enter. Its 20 Taka these days. Apart from the house, the area is nicely decorated with flowers. Also it has symbolic sculptures to depict the lost culture of our Bangladesh. It has a mini zoo at one corner, and has several ponds around.
The house Chondro Mohol (চন্দ্র মহল) is surrounded by water and to reach there you have to go through an underpass that goes under the water. Inside the house, they have placed few stuffs which probably are the collected things from several part of the world (as a hobby, or during their traveling).
{:}{:bn}
চন্দ্রমহল নামে একটি ভবনকে কেন্দ্র করে রঞ্জিতপুরের কাছে একটি পিকনিক স্পট রয়েছে। সম্ভবত সৈয়দ আমানুল হুদা সেলিম নামক এক ব্যাক্তি এই ভবনটি নির্মাণ করেন এবং তাঁর স্ত্রী চন্দ্রের নামে ভবনটির নামকরণ করেন। তিনি ছিলেন নৌ বাহিনীর একজন কর্মকর্তা। প্রতিদিন অসংখ্য স্থানীয় পর্যটক এখানে আসেন। পূর্বে এখানে ঢুকতে কোন প্রবেশ মূল্য না দিতে হলেও বর্তমানে ২০/- টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। চন্দ্র মহল ছাড়াও পুরো এলাকাটি ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে। এদেশের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে এখানে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। একটি মিনি চিড়িয়াখানা ছাড়াও এখানে বেশ কয়েকটি পুকুরও আছে।
পানি উপর স্থাপিত চন্দ্রমহলে আপনাকে পানির নীচে নির্মিত একটি আন্ডারপাস দিয়ে আসতে হবে। ভবনটির অভ্যন্তরে পৃথিবীর বিভিন্ন অংশে বেড়ানোর সময় সেখান থেকে শখের বশে সংগ্রহ করা বিভিন্ন জিনিসপত্র প্রদর্শিত হচ্ছে।
{:}
)
[1] => Array
(
[name] => Balia Zamindar House
[post_id] => 17418
[post_link] => http://offroadbangladesh.com/places/balia-zamindar-house/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/Balia-Zamindar-House-5-300x200.jpg
[post_content] =>
Balia Zamindar House or Palace is once known as a symbol of dignity in this region. Still some of the ancestors of this zamindari estate living in Kolkata. Interviewing local folks ORB team came to about its identity and partial history, which could be possibly will help to rebuild its actual history in near future.
So far we came to know from different sources that, this zamindari was founded by man named Zamindar Malik Muhammad Box (জমিদার মালিক মুহাম্মদ বক্স) who came to this region from Multan. His son Hazi Malik Karim Box (হাজি মালিক করিম বক্স) was chronologically the second successful famous zamindar of this estate who donated a big amount of money from ‘Kashmir & Kyed-E-Azam relief fund’.
According to the old people of Balia this building is more than 400 Years old. There is a little difference between this Zamindar house with others. It’s one of the few Zamindari estate in Bangladesh which was being founded by Muslim zamindars where as rest of others being established by Hindu zamindars.
This old house is on the way to ruin, most of its building material is being removed. Except its tall dome and a triangular pediment rest others element is lost in course of time.There is a three domed Mosque in front this old House which could be possibly built in some later time.
)
[2] => Array
(
[name] => Varendra Research Museum
[post_id] => 3022
[post_link] => http://offroadbangladesh.com/places/varendra-research-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/varendraresearchmuseumrajshahi15-300x225.jpg
[post_content] => Varendra Museum (Bengali:
বরেন্দ্র জাদুঘর) is a museum, research center and popular visitor attraction located at the heart ofRajshahi town and maintained by Rajshahi University in Bangladesh. It is considered the oldest museum in Bangladesh. Varendra museum was the first museum to be established in East Bengal in 1910. The museum started out as the collection for Varendra Anushandan Samiti or Varendra Investigation Society got its current name in 1919. The Rajahs of Rajshahi and Natore, notably prince Sharat Kumar Ray, donated their personal collections to Varendra Museum. Varendra refers to an ancient janapada roughly corresponding to modern northern Bangladesh.
)
[3] => Array
(
[name] => {:en}Hemnagar Zamindar Bari{:}{:bn}হেমনগর জমিদার বাড়ি{:}
[post_id] => 5284
[post_link] => http://offroadbangladesh.com/places/hemnagar-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Hemnagar-Zamindar-Bari2-LonelyTraveler1-300x225.jpg
[post_content] => {:en}
Hemnagar Zamindar Bari (হেমনগর জমিদার বাড়ি) is a less highlighted edifice from Bangladesh. Not that much tourists use to travel here despite of having everything to become a promising tourist attraction from Bangladesh. Only local people from around use to visit here. It was built by the prominent Hindu Zamindar (জমিদার) from Tangail (টাংগাঈল) district named Hemchandra Choudhury (হেমচন্দ্র চৌধুরী) at 1890.
The Main building at the front side has two small statues of angel at the top. That's why local people know this as Porir Dalan (পরীর দালান) which means a Palace of Angel. Main building of this Zamindar Bari (জমিদার বাড়ি) is currently using as an administrative building of Hemnagar (হেমনগর) Degree College, but the other buildings at the back side is empty right now. There it has approximately 25 rooms inside.
Front side of the building is having the best styles from the whole premise. It is highly ornate at the walls using colorful glasses. Every inches of the walls, pillars, and the archways are flourished with flowers, vines, stars, etc formed using those colorful glasses.
The Zamindar (জমিদার) was slight cruel and rude on the peasants. They were coerced to follow few rules. For example, if anyone wanted to pass this palace premise, he/she must had to continuously keep vowing and walking backwards with bare feet. Such things must have poured the heart of locals with hatred and grief. That's why the powerful Zamindar (জমিদার) had to escape from the place during the country's separation. Along with the buildings, the whole premise was having 7 massive ponds (only few are right now available). Local people say those 7 ponds are for the seven ladies (daughters and sisters of the Zamindar). Dhonbari Zamindar Bari is very near from this place.
{:}{:bn}
বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পটে পরিনত হওয়ার সকল যোগ্যতা থাকার পরও হেমনগর জমিদার বাড়ি খুব একটা সুনাম অর্জন করতে পারেনি এবং খুব বেশি পর্যটকও এখানে আসেন না। মূলত এখানকার আশেপাশে স্থানীয় বসবাসকারীরা এখানে আসেন। ১৮৯০ সালে টাঙ্গাইলের বিশিষ্ট হিন্দু জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেন।
জমিদারবাড়ির মূল ভবনের সামনে দুটি পরীর ছোট মূর্তি রয়েছে আর এ কারনেই স্থানীয়রা এই জমিদারবাড়িকে বলে থাকে পরীর দালান। এই জমিদারবাড়ির মূল ভবনটি বর্তমানে হেমনগর ডিগ্রী কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে এখানকার পেছনদিকে অবস্থিত ভবনটি বর্তমানে খালি পড়ে আছে। জমিদারবাড়ির অভ্যন্তরে প্রায় ২৫টি কক্ষ আছে।
জমিদারবাড়ির সামনের দিকটি সবচেয়ে দৃষ্টি নন্দন। রঙ্গিন কাচ দিয়ে ভবনের দেয়ালে নকশা করা হয়েছে। জমিদারবাড়ির দেয়াল, পিলার, ফটকের প্রতিটি ইঞ্চিতে রঙ্গিন কাঁচ ব্যবহার করে ফুল, তারা, গাছ ইত্যাদি সৃষ্টি করা হয়েছে।
জমিদার তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন এবং তাঁদের কিছু নিয়ম মানতে বাধ্য করা হত যেমনঃ কাউকে জমিদারবাড়ির মধ্যে দিয়ে অতিক্রম করতে হলে তাঁকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাটতে হত এবং এ কারনে স্থানীয়দের মনে জমিদারের উপর চরম ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণা এবং অসন্তোষের পরিপ্রেক্ষিতে জমিদার দেশবিভাগের সময় জমিদারবাড়ি থেকে পালিয়ে যান।
মূল জমিদারবাড়ির পাশাপাশি এখানে সাতটি বিশালাকারের পুকুর ছিল যেগুলোর মধ্যে মাত্র কয়েকটি বর্তমানে টিকে রয়েছে। স্থানীয়রা বলে থাকে যে সাতটি পুকুর ছিল জমিদারের সাত ছেলে মেয়ের জন্য। ধনবাড়ি জমিদারবাড়ি এখান থেকে বেশ নিকটে অবস্থিত।
{:}
)
)