Array
(
[0] => Array
(
[name] => Holy Cross Church at Lakkhibazar
[post_id] => 7423
[post_link] => http://offroadbangladesh.com/places/holy-cross-church-lakkhibazar/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Holy-Cross-Church1-240x300.jpg
[post_content] =>
Holy Cross Church is located is at Lakkhibazar (laxmibazar/lokkhibazar). It’s a small one but very easy to locate it. It’s exactly between the St Gregory's High School and St Francis Girls High School. You can enter the church from the both side of the school.
This is very small one, and it is written at the church gate "only Christians are allowed to enter". Anyway the gate was locked. But you can watch the church from outside. The style of the church is a bit older one. Don't know when it was built, but for sure it was built somewhere around the birth of the school.
)
[1] => Array
(
[name] => {:en}Patharghata Catholic Church{:}{:bn}পাথরঘাটা ক্যাথলিক গির্জা{:}
[post_id] => 7030
[post_link] => http://offroadbangladesh.com/places/patharghata-catholic-church/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Patharghata-Catholic-Church3-240x300.jpg
[post_content] => {:en}
Patharghata Catholic Church (also known as Portuguese Catholic Church) is situated at Patharghata in Chittagong district. This beautiful church was established around 500/600 years ago.
This church has a graveyard inside it. People left their beloved person at this grave, and each of the tomb is epitaph by the word from their heart. When you'll read those notes from the tomb, it will just touch your emotion.
Most interesting thing from the church is, it has a grave and where "Sir Henry Leland Harrison" lied. The grave was made by white Marble Stone. Local says, it is an exceptional grave of the church, as the tomb has stairs as passageway inside.
Henry Leland Harrison was a writer, and his book's name is "Bengal Embankment Manual, Containing an Account of the Action of the Government in Dealing with Embankments and Watercourses." It was first published from Calcutta, Bengal Secretariat Press in 1875. From the tomb of the Harrison, it was found that the fellow was died after suffering from a Cholera at 5th May 1892. Henry Harrison was born at February 5th 1837. He was only 55 years of old when He died.
{:}{:bn}
/chittagong-district#eatingfacilities
গির্জার অভ্যন্তরে একটি কবরস্থান রয়েছে যেখানে মানুষ তাঁদের আপনজনকে চিরনিদ্রায় শায়িত করেন এবং কবরের এপিটাফে তাঁদের হৃদয়ের অনুভুতি লিখে রাখেন। এপিটাফের উপর লেখা এসব অনুভুতি আপনার হৃদয় ছুঁয়ে যাবে।
গির্জায় অবস্থিত কবরস্থানে ‘স্যার হেনরি লিল্যান্ড হ্যারিসনের সমাধি রয়েছে। সাদা মার্বেল পাথরে সমাধিটি মোড়ানো হয়েছে। স্থানীয়দের মতে হেনরি লিল্যান্ড হ্যারিসনের সমাধিটি ব্যাতিক্রমধর্মী কারন এই সমাধিতে ভেতরে প্রবেশের জন্য সিঁড়ি রয়েছে। হেনরি লিল্যান্ড হ্যারিসন একজন লেখক ছিলেন। তাঁর লেখা বই বেঙ্গল ইমবেকমেণ্ট ম্যানুয়ালে বাঁধ এবং নদীর প্রবাহ সম্পর্কে সরকারের গৃহীত পদক্ষেপের বর্ণনা রয়েছে। ১৮৭৫ সালে কলকাতার বেঙ্গল সেক্রেটারিয়েট প্রেস থেকে এই বইটি সর্বপ্রথম প্রকাশিত হয়। হ্যারিসনের সমাধির এপিটাফ থেকে জানা যায় তিনি ১৮৩৭ সালের ৫ই ফেব্রুয়ারি জন্মগ্রহন করেন এবং ১৮৯২ সালের ৫ই মে মাত্র ৫৫ বছর বয়সে কলেরাতে ভোগার পর মৃত্যুবরন করেন।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Bonpara Catholic Church{:}{:bn}বনপাড়া ক্যাথলিক মিশন{:}
[post_id] => 17435
[post_link] => http://offroadbangladesh.com/places/bonpara-catholic-church-2/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/Bonpara-Catholic-Church-300x225.jpg
[post_content] => {:en}
Bonpara Catholic Church is located in just 1 km west of Bonpara Bazar. It is also called Mariabad Dharmapolli (মারিয়াবাদ ধর্মপল্লী) or Bonpara Catholic Mission. As the Christian authorities are called Khristamandali (খ্রিস্টমন্ডলী), the church authority’s center is the Vatican or the Rome. For the faith and spiritual attention, the local public/service donations made this area and dedicated to Mother Maria or Mary, the mother of Jesus Christ.
This Dharmapolli consists of the 7 villages in various Union in Boraigram Upazila, but it is situated near to the historical Boral River in Bonpara Village. In 1940, the heavenly Father Thomas kattanera (pime), an Italian priest, came to this place and established this church in 1958.
In these villages, around 7 thousand Christian believers live. Among them, 95 percent are Bangalis and 5 percent are Saotal (সাঁওতাল) and other indigenous people.
Now a days, two priests are taking care as the management of the church. They are Father Dino Jyakominelli (জ্যাকোমিনেল্লী), Pime, and Father Antani Hamsda.
{:}{:bn}এই ধর্মপল্লীকে বলা হয় লুর্দের রাণী মা মারীয়া ধর্মপল্লী তথা বনপাড়া ক্যাথলিক মিশন। খ্রিস্টধর্ম পরিচালনা কর্তৃপক্ষকে বলা হয় খ্রিস্টমন্ডলী বা সংক্ষিপ্তাকারে শুধু মন্ডলী। মন্ডলী কর্তৃপক্ষের মূল পরিচালনা কেন্দ্র ভাটিকান বা রোম। স্থানীয়ভাবে খিস্টধর্ম বিশ্বাসী জনসাধারনকে পরিচালনা ও আধ্যাত্মিক পরিচর্যা করা/সেবা দানের উদ্দেশ্যে গঠিত/পরিচালিত একটি সাংগঠনিক কর্মএলাকাকে ধর্মপল্লী বলা হয়। ‘লুর্দের রাণী মা মারিয়া ধর্মপল্লী’ ঈশ্বরপুত্র যীশু খ্রিস্টের জাগতিক জননী মারীয়া বা মরিয়ম-এর পূণ্য নামের স্মৃতিতে উৎসর্গিত।
ঐতিহ্যবাহী বড়াল নদীর দক্ষিনে বনপাড়া নামক একটি গ্রামে ধর্মপল্লীর জন্য নির্ধারিত র্গীজাটি অবস্থিত। যেখানে ১৯৪০ সালের দিকে প্রথম স্বর্গীয় ফাদার থমাস কাত্তানের(পিমে), একজন ইতালীয় ধর্মযাজক সর্ব প্রথম আসেন এবং ছবিতে দেওয়া গীর্জাঘরটি স্থাপিত হয় ১৯৫৮ সালে।
ধর্মপল্লীর অর্ন্তগত গ্রামগুলিতে প্রায় ৭ হাজার ক্যাথমিক খ্রিস্টধর্ম বিশ্বাসী মানুষ বসবাস করেন। খ্রিস্ট বিশ্বাসীগণের মধ্যে ৯৫ শতাংশ বাঙ্গালী এবং ৫ শতাংশ সাঁওতাল ও অন্যান্য আদিবাসী। সাধারণত, খ্রিস্ট বিশ্বাসীগণ এলাকার গ্রামগুলোতে অন্যান্য ধর্মাবলম্বীগণের সাথে (ইসলাম ধর্মাবলম্বী- মুসলমান ও সনাতন ধর্মাবলম্বী-হিন্দু) মিলেমিশে পাশাপাশি বসত করেন।
ধর্মপল্লী বা গির্জা প্রশাসনের অধিনে একটি হাই স্কুল (সেন্ট যোসেফস্ উচ্চ বিদ্যালয়) ও দুটি প্রাথমিক বিদ্যালয় (সেন্ট যোসেফস্ প্রাথমিক বিদ্যালয় ও সেন্ট জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়) পরিচালিত হয়। এছাড়া প্রায় ৪৫০ দরিদ্র আদিবাসী ছাত্র-ছাত্রীর অবস্থানের জন্য পৃথক ছাত্র ও ছাত্রীনিবাস পরিচালিত হয়। এলাকার হাজার হাজার দরিদ্র নারীর অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য একটি সেলাই কেন্দ্র পরিচালিত হয়। এছাড়া এলাকার প্রসূতি মায়েদের সেবা দানের জন্য উনিশ শ ষাটের দশকে এখানে স্থাপিত হয় দাতব্য চিকিৎসা কেন্দ্র যা এলাকার হাজার হাজার প্রসূতি মাকে নিরাপদ মাতৃত্বে সহায়তা প্রদান করেছে। ধর্মপল্লী কর্তৃপক্ষের ইচ্ছা, আন্তরিক প্রচেষ্টা ও সহযোগীতায় এখানে বহু ব্রীজ-কালভাট ও রাস্তাঘাট নির্মিত রয়েছে। মূলত এ এলাকার শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক, যোগাযোগ ও স্বাস্থ্য খাতে উন্নয়নে এখানকার গির্জা কর্তৃপক্ষ ও খ্রিস্ট বিশ্বাসীগণের রয়েছে বিরাট ভূমিকা।
বর্তমানে দুইজন পুরোহিত ধর্মপল্লী পরিচালনা ও পরিচর্চার দায়িত্বে নিয়োজিত আছেন। তারা হলেনঃ (১) ফাদার দিনো জ্যাকোমিনেল্লী, পিমে, (২) ফাদার আন্তনী হাঁসদা।{:}
)
[3] => Array
(
[name] => Saint Nicholas Church
[post_id] => 3540
[post_link] => http://offroadbangladesh.com/places/saint-nicholas-church/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/St.-Nicholas-Church-by-Abrar-Razzak-300x201.jpg
[post_content] =>
In 1695, Saint Nicholas Church of Tolentino was constructed at Nagori, 25 kilometres northeast of Dhaka. In 1764, Portuguese missionaries built a church at Padrishibpur in Barisal district. Another Portuguese church was built at Hashnabad, 30 kilometers southwest of Dhaka, in 1777. In 1682, there were 14,120 Roman Catholics in the Bangladesh territory.
As the Bangladeshi Muslims have Arabic and Persian surnames, so do the Portuguese-converted Catholics have Portuguese surnames, such as Gomes, Rozario, DRozario, Cruze, DCruze, Dores, DSilva, DSouza, Costa, DCosta, Palma, Pinheiro, Pereira Rego, Ribeiro, Rodrigues, Serrao, Gonsalves, Corraya, etc. To recognize Catholics by names, the missionaries used to give one Christian name and one of their surnames to the newly baptized person. The later Catholic missionaries from France, USA, Canada, and Italy did not follow the Portuguese in naming the new Christians. They gave one Christian name but did not change the surname of the newly convert.
Presently, the Catholic Church has six dioceses Dhaka, Chittagong, Dinajpur, Khulna, Mymensngh, and Rajshahi with a Catholic population of about 221,000, more than 70 parish churches, 200 priests, 50 Brothers, 700 nuns, 1,000 catechists, and many educational, healthcare, and welfare institutions and organizations.
)
)