Array
(
[0] => Array
(
[name] => {:en}Chhoto Darogar Hat Waterfall{:}{:bn}ছোট দারোগার হাট ঝর্ণা{:}
[post_id] => 6807
[post_link] => http://offroadbangladesh.com/places/chhoto-darogar-hat-waterfall/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Chhoto-Darogar-Hat-Shohosro-Dhara-011-300x225.jpg
[post_content] => {:en}
This waterfall is known as Chhoto Darogar Hat Waterfall (ছোট দারোগার হাট ঝরনা), also known as Shohosro Dhara Waterfall-2 (সহস্র ধারা ঝরনা-২) as an irrigation project (the same name) was built using the water from the falls. Shohosro Dhara Waterfall-1 (সহস্র ধারা ঝরনা-১) is located inside the Sitakunda সীতাকুন্ড) Echo Park.
It is very easy village path for trekking and having lot of trees at both sides for the shades. It is around half an hour of walking to reach near a water dam named Shohosro Dhara (সহস্র ধারা) Irrigation Project. It uses to barrier the water from the waterfall.
The waterfall was very near from the irrigation project dam. You may not find the path to visit the top of the waterfall. You may find a view of another waterfall from that road and according to the local people, it may be very tough to access.
It is basically a tall but slim waterfall having very less amount of water during any season. It use to have water in a large amount (but not violent) only during the rainy days. As soon as the rain is gone, the waterfall starts to get less flow of water.
{:}{:bn}
ছোট দারোগার হাট ঝর্ণাটি সহস্র ধারা ঝরনা-২ নামেও পরিচিত। এই ঝর্ণার পানি একটি সেচ প্রকল্পে ব্যবহার করা হয়েছে। সহস্র ধারা-১ ঝর্ণাটি সীতাকুণ্ড ইকো পার্কের অভ্যন্তরে অবস্থিত।
এই ঝর্ণায় পৌঁছানোর পথে আশেপাশে প্রচুর গাছ থাকায় ছায়ার মধ্যে দিয়ে আপনি সহজেই পায়ে হেঁটে এখানে আসতে পারবেন। সহস্র ধারা সেচ প্রকল্পের বাঁধের কাছে পায়ে হেঁটে পৌছাতে প্রায় আধ ঘণ্টা সময় লাগবে আপনার। ঝর্ণার পানি আটকে রাখতে এই বাঁধটি ব্যবহার করা হয়েছে।
সেচ প্রকল্পের বাঁধের খুব কাছেই এই ঝর্ণাটি অবস্থিত। তবে, ঝর্ণার উপরে পৌছানো আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। তবে এই ঝর্ণার কাছে যাওয়ার পথে আপনার অন্য একটি ঝর্ণার দেখা মিলতে পারে। স্থানীয়দের মতে ঐ ঝর্ণার কাছে পৌঁছানো মোটেও সহজ হবে না।
ছোট দারোগার হাট ঝর্ণাটি মূলত একটি চিকন এবং লম্বা ঝর্ণা। এই ঝর্ণায় কোন মৌসুমেই পানি প্রবাহ খুব একটা দেখা যায় না। শুধুমাত্র বর্ষাকালে এই ঝর্ণার পানির প্রবাহ কিছুটা বেড়ে যায়। তবে, বর্ষাকাল শেষ হওয়া মাত্রই ঝর্ণায় পানির প্রবাহ আবারো কমে যায়।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Jaflong{:}{:bn}জাফলং{:}
[post_id] => 4142
[post_link] => http://offroadbangladesh.com/places/jaflong/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/800-Jaflong_Sylhet_Shahnoor-Habib-Munmun1-300x225.jpg
[post_content] => {:en}
Jaflong is a union situated at Bangladesh-India border. Jaflong is a landscape beauty among gardens and hills. It is situated next to the river Peain round Hill Khashia. The Mari River originating from the great Himalayas brings tons of stone slabs with its stream. It’s a hilly area comprising of green forests.
Jaflong is a hill station and popular tourist destination in the Division of Sylhet, Bangladesh. It is located in Gowainghat Upazila of Sylhet District and situated at the border between Bangladesh and the Indian state of Meghalaya, overshadowed by subtropical mountains and rainforests. Jaflong is famous for its stone collections and is home of the Khasi (also known as Khasia) tribe.
Jaflong is one of the most attractive tourist spots in Sylhet division. It is about 60 km from Sylhet town and takes two hours drive to reach there. Jaflong is also a scenic spot nearby amidst tea gardens and rare beauty of rolling stones from hills. It is situated besides the river Mari in the lap of Hill Khashia.
{:}{:bn}
বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী খাসিয়া পাহাড়ের কোলে মারি নদীর পাশে অবস্থিত পাহাড়, সবুজ বন ও বাগানের সৌন্দর্য ঘেরা একটি পাহাড়ি অঞ্চলের নাম জাফলং। হিমালয় থেকে সৃষ্ট মারি নদী এখানে প্রচুর পরিমানে পাথরখণ্ড বয়ে নিয়ে আসে।
জাফলং হল সিলেট বিভাগের একটি হিল স্টেশন এবং অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সিলেট শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে সড়কপথে পৌছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। পাথর সংগ্রহ করা এবং আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের বসবাস এই দুটি কারনে জাফলং এর খ্যাতি রয়েছে। চা বাগান এবং পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের বিরল সৌন্দর্যের দেখা মিলবে এখানে।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Richhang Waterfall{:}{:bn}রিছাং/রিসাং/টেরাংটইকালাই ঝর্ণা{:}
[post_id] => 1123
[post_link] => http://offroadbangladesh.com/places/richhang-waterfall/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/IMG_2684-225x300.jpg
[post_content] =>
Richhang is another natural waterfall and one of the most attractive tourist destinations in Khagrachhari District of Bangladesh. Not so wide and not as great as Jadepai or Nafakhum, but this beautiful waterfall successfully surprised the domestic and foreign travelers with its intrinsic natural beauty.
)
[3] => Array
(
[name] => {:en}Porikunda Waterfall{:}{:bn}পরিকুণ্ড ঝর্ণা{:}
[post_id] => 4010
[post_link] => http://offroadbangladesh.com/places/porikunda-waterfall/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/DSC_05841600x12001-300x225.jpg
[post_content] => {:en}
In Bangladesh, most of the people used to visit Porikunda Waterfall during the dry season, and they found this is of much interesting place for visiting. Few people know about Porikunda Waterfall. However, those who already have visited the Madhabkunda waterfall and still do not know that there is another waterfall inside the "Madhabkunda Echo Park". Porikunda falls is just before the Madhabkunda falls.
However, it is inside in the Eco Park towards the Madhabkunda falls, which is why people do not get it. During dry season, this falls used to keep dormant which can be another reason and it is only alive during Monsoon. Although the height is around 150 meter, Porikunda falls looks much taller because of gradual steepness from bottom to top. The depth of water is not that much great, but it used to spread its water over the stones when falling down.
If you find it difficult to locate the Porikunda falls, just ask someone who works inside the echo park. They will show you the path. You have to walk through the infertile path over the stream of the waterfalls. Also you cannot skip to get your dresses are wet. Finally be careful, because any moment you can get slipped, and get yourself hurt.
Some people think, this waterfall is more beautiful from the main one, the Madhabkunda falls for its silence (except drops of water). People don't used to come there (because they don't know). No chaos from the other tourists (which is available near the Madhabkunda falls). Porikunda falls is much taller, and the amount of water is not that much great, but it used to spread its water over the stones when falling down. And that just gave an outstanding beauty to the waterfalls.
{:}{:bn}পরিকুণ্ড ঝর্ণা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতের নিকটে অবস্থিত। যারা ইতিমধ্যেই মাধবকুণ্ডের জলপ্রপাত দেখতে গিয়েছেন তাদের অনেকেরই জানা নেই যে মাধবকুণ্ড ইকো পার্কের অভ্যন্তরে আরেকটি ঝর্ণা রয়েছে। মাধবকুণ্ড জলপ্রপাতের ঠিক আগেই অবস্থিত পরিকুণ্ড ঝর্ণাটি তাই অনেকের কাছেই অচেনা। বর্ষাকাল ছাড়া অন্যান্য মৌসুমে এই ঝর্ণাটি শুকিয়ে যায়।
পরিকুণ্ড ঝর্ণা খুঁজে পেতে অসুবিধা হলে পার্কের অভ্যন্তরে কাউকে জিজ্ঞেস করুন, তারাই আপনাকে পথ চিনিয়ে দেবে। এই ঝর্ণায় পৌছাতে হলে আপনাকে প্রবাহিত পানির ওপর দিয়ে অমসৃণ পথে হাঁটতে হবে তাই এসময় আপনার জামা কাপড় ভিজতে বাধ্য। এছাড়া পিচ্ছিল পথে চলার সময় আপনাকে সাবধানে পা ফেলতে হবে অন্যথায় যেকোন মুহূর্তে পিছলে পড়ে আপনি আঘাত পেতে পারেন।
অনেকে মনে করেন যে এখানকার নীরবতার কারনে এই ঝর্ণাটি মাধবকুণ্ডের মূল জলপ্রপাতের চেয়ে বেশি সুন্দর। অজ্ঞতার কারনে এখানে মানুষজন খুব একটা না আশায় এই নীরবতা বজায় থাকে (মাধবকুণ্ডের জলপ্রপাতটি পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে)। প্রায় ১৫০ মিটার উঁচু এই ঝর্ণাটি নীচ থেকে উপরে বেশ খাড়া হওয়ায় এটিকে মাধবকুণ্ডের জলপ্রপাতের চাইতে উঁচু মনে হয়। এই ঝর্ণায় পানির পরিমান ও গভীরতা কম হলেও পাথরের ওপর পানি পরার পর অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় আর এ কারনেই এই ঝর্ণার সৌন্দর্য বহুগুন বেড়ে যায়।{:}
)
)