Array
(
[0] => Array
(
[name] => {:en}Bibi Begni Mosque{:}{:bn}বিবি বেগনীর মসজিদ{:}
[post_id] => 6467
[post_link] => http://offroadbangladesh.com/places/bibi-begni-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Bibi-Begni-Mosque-bagerhat-011-300x225.jpg
[post_content] => {:en}
Bibi Begni Mosque (বিবি বেগনীর মসজিদ) is located at the western side of the famous Shat Gombuj Mosque of Bagerhat. The department of archaeology has renovated the mosque thoroughly, but couldn't restore the vicinity area that is occupied by the local villagers these days. Bibi Begni Mosque is yet another traditional singled dome mosque from Bangladesh. The original history behind the mosque is unknown. Some people believe that Bibi Begni was one of the wives of Khan Jahan Ali, and some believe that she was a concubine (a mistress) of him. And also, they doubt whether it is really a mosque or a grave. Some scholars represent this type of edifice as a funerary mosque.
This is a single dome mosque having entrances at the three sides other than West. At the Eastern side of the mosque it has three gates, whereas the middle one is larger. And at Northern and Southern side of the wall it has single door each. These days only the door from Northern side remains open to enter inside. The dome atop of the mosque is having a regular shape of other contemporary mosques (of 15th century). The area around the mosque is occupied by the villagers and only a few portion remained around it. It is probably not a good idea to preserve antiquity in such a way. Government should free some spaces from around so that visitors can move around the mosque freely.
{:}{:bn}
বাগেরহাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদের পশ্চিম দিকে বিবি বেগনীর মসজিদটি অবস্থিত। প্রত্নতত্ত্ব অধিদফতর মসজিদটির ব্যাপক মেরামতের কাজ করলেও স্থানীয়দের দখল করা মসজিদের এলাকা উদ্ধার করতে পারেনি। তারপরও বিবি বেগনীর মসজিদ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি একগম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদের প্রকৃত ইতিহাস জানা না গেলেও স্থানীয়রা মনে করেন বিবি বেগনী ছিলেন খান জাহান আলীর একজন স্ত্রী আবার অনেকে মনে করেন তিনি ছিলেন খান জাহান আলীর একজন দাসী। এছাড়া এটি প্রকৃতপক্ষে একটি মসজিদ নাকি কবর এ ব্যাপারেও সন্দেহ রয়েছে। কোন কোন ইতিহাসবিদ এ জাতীয় স্থাপনাকে মাজার ভিত্তিক মসজিদ হিসেবে গণ্য করে থাকে।
একগম্বুজ বিশিষ্ট এই মসজিদের পশ্চিম দিক ব্যাতিত অন্য তিন দিকেই প্রবেশের ফটক রয়েছে। মসজিদের পূর্বদিকের তিনটি ফটকের মধ্যে মাঝেরটি বড়। এছাড়া এই মসজিদে উত্তর এবং দক্ষিন দিকের দেয়ালে একটি করে ফটক রয়েছে। তবে আজকাল শুধুমাত্র মসজিদের উত্তর দিকের ফটকটি মসজিদে প্রবেশের জন্য উন্মুক্ত রাখা হয়। বিবি বেগনীর মসজিদের গম্বুজটির আকার সমসাময়িক (১৫শ শতকের) অন্যান্য মসজিদের গম্বুজের মতই। মসজিদের আশেপাশের বেশীরভাগ এলাকাই গ্রামবাসীরা দখল করে নিয়েছে আর এভাবে মসজিদের প্রাচীনতা ধরে রাখা কঠিন। সরকারের উচিত মসজিদের আশেপাশের জায়গা দখলমুক্ত করা যাতে করে পর্যটকরা মসজিদের আশেপাশে ঘুরে বেড়াতে পারে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Tetulia Shahi Mosque{:}{:bn}তেতুলিয়া জামে মসজিদ{:}
[post_id] => 2028
[post_link] => http://offroadbangladesh.com/places/tetulia-jami-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Tetulia-Shahi-Mosjid-satkhira-021-300x225.jpg
[post_content] => {:en}
Tetulia Shahi Mosque is also known as the Khan Bahadur Salamatullah Mosque. This mosque was found by Khan Bahadur Maulvi Qazi Salamatullah Khan, the then Zamindar (feudal-lord) from Qazi family of Tetulia. He was also the founder of the mansion named Salam Manzil (now in ruins) in the vicinity. The six-domed mosque was built similar to Mughal style in 1858-59. Their resembles were built by Tipu Sultan's descendants, as does the Salam Manzil, now in virtual decay.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}খান বাহাদুর সালামতউল্লাহ মসজিদ এবং তেতুলিয়া শাহী মসজিদ নামে পরিচিত তেতুলিয়া জামে মসজিদটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে অবস্থিত। তেতুলিয়ার কাজী পরিবারের জমিদার খান বাহাদুর মৌলভী কাজী সালামতউল্লাহ খান এই মসজিদটি নির্মাণ করেন। এছাড়া তিনি অত্র অঞ্চলে এক সময় অবস্থিত সালাম মঞ্জিলও প্রতিষ্ঠা করেন। ছয়গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্যশৈলীতে ১৮৫৮-৫৯ সালে নির্মাণ করা হয়। এই মসজিদটি এবং বর্তমানে ধ্বংসপ্রাপ্ত সালাম মঞ্জিলের সাথে টিপু সুলতানের উত্তরসূরিদের নির্মিত স্থাপনার মিল রয়েছে।{:}
)
[2] => Array
(
[name] => {:en}Shah Mahmud Masjid{:}{:bn}শাহ মাহমুদ মসজিদ{:}
[post_id] => 5104
[post_link] => http://offroadbangladesh.com/places/shah-mahmud-masjid/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Shah-Mahmud-Masjid2-300x225.jpg
[post_content] => {:en}
Shah Mahmud Masjid is an attractive building at Egarosindur may be dated sometime around 1680 AD. The mosque stands at the back of a slightly raised platform, which is enclosed by a low wall with a gateway consists of an oblong structure with do-chala roof. The mosque proper is a square structure, 5.79m a side in the inside, and is emphasized with octagonal towers on the four exteriors angles. All these towers shooting high above the roof and terminating in solid kiosks with cupolas, were originally crowned with kalasa finials, still intact in the southern one. The western wall accommodates inside three mihrab –the central one semi –octagonal and the side ones rectangular. The central doorway and central mihrab are larger than their flanking counterparts. The mosque has four axially projected front ones, each corresponding to the centrally located doorways and the central mihrab. The parapets and cornices are horizontal in the usual Mughal fashion.
All the mihrabs are enriched with terracotta decoration. The mihrabs are arched having cuspings in their outer faces. The pilasters, supporting the mihrab arches, show a series of decorated bands topped by a frieze of petals. The spandrels of these arches, though now plain must have been originally enriched with terracotta plaques. Above the rectangular frame of the central mihrab there is a row of arched-niches filled with varieties of small trees containing flowers. The mosque should specially be noted for its four axially projected frontons with bordering ornamental turrets, a device which must have been borrowed from the four axial iwan-type gateways of the Persian influenced north Indian Mughal standard mosques of Fathpur, Agra and Delhi.
The mosque has a very large dome at the top. Four corners of the mosque are having octagonal columns and the middle of the walls are having eight small columns (each wall two). The Shah Mahmud mosque has stylish terracotta at the eastern wall. Also it has expensive (considering that period) decoration at the top of the walls, columns and mini-minarets.
{:}{:bn}
এগারোসিন্দুর গ্রামে অবস্থিত অন্যতম আকর্ষণীয় এই স্থাপনাটি সম্ভবত ১৬৮০ সালের দিকে নির্মিত হয়েছিল। একটি উঁচু প্লাটফর্মের পেছনে অবস্থিত এই মসজিদটি নিচু দেয়াল দিয়ে ঘেরাও করা হয়েছে। মসজিদে ঢোকার ফটকটি আয়াতক্ষেত্রাকার এবং এটিতে দোচালা ছাদ রয়েছে। ছাদের উপর চার কোণায় অষ্টভুজ চারটি টাওয়ারসহ বর্গাক্ষেত্রাকার এই মসজিদের ভেতরের প্রতিটি দিকের দৈর্ঘ্য ৫.৭৯ মিটার। মসজিদের টাওয়ারগুলোতে ছোট কক্ষ ছিল এবং টাওয়ারগুলো অলংকার দিয়ে সাজানো হয়েছিল। দক্ষিন দিকের টাওয়ারে এখনও সেসব অলংকারের দেখা মেলে। মসজিদের পশ্চিম দেয়ালে তিনটি মিহরাব আছে যেগুলোর মধ্যে মাঝের মিহরাবটি অষ্টভুজ আকারের এবং বাকি পাশের দুটি মিহরাব বর্গক্ষেত্রাকার। মসজিদের মাঝখানের মিহরাব এবং দরজাটি অন্যান্য মিহরাব ও দরজাগুলোর চেয়ে আকারে বড়। মসজিদের প্রাচীর এবং কার্নিশগুলো মুঘল স্থাপত্যের মত সমান্তরাল।
মসজিদের ধনুকাকারের মিহরাবসমূহে টেরাকোটার নকশা করা রয়েছে। মসজিদের মিহরাবের সাথেকার প্রতিটি কলামে পাতা এবং শৃঙ্খলের নকশা রয়েছে এবং ধনুকাকার মিহরাব এবং ছাদের সংযোগস্থলে একসময় টেরাকোটার ফলক ছিল বলে বোঝা যায়। এখানকার মাঝখানের মিহরাবের উপরে বিভিন্ন ফুল সমেত ছোট গাছের নকশা রয়েছে। মসজিদের সম্মুখভাগের চারটি চূড়ার নকশার উত্তর ভারতের ফতেহপুর, আগ্রা এবং দিল্লির মুঘল আমলের মসজিদগুলোর পারস্য নকশার সাথে মিল পাওয়া যায়।
মসজিদের উপরে একটি বিশালাকার গম্বুজ রয়েছে এবং এখানকার পূর্বদিকের দেয়ালে টেরাকোটার কাজ ছাড়াও দেয়ালের উপরে, কলামে এবং মিনি মিনারে সে আমলের ব্যয়বহুল নকশার কাজ রয়েছে।
ছবির জন্য এখানে ক্লিক করুন http://www.panoramio.com/photo/91597929
http://www.panoramio.com/photo/91597914
{:}
)
[3] => Array
(
[name] => Musa Khan Mosque
[post_id] => 7326
[post_link] => http://offroadbangladesh.com/places/musa-khan-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Musa-Khan-Mosque1-300x225.jpg
[post_content] =>
Musa Khan Mosque (মুসা খাঁ মসজিদ) is yet another edifice inside the Dhaka University premise that was built during the Mughal era. Location of the antique mosque is at south of Doyel Chattar, beside the Karzon Hall, opposite of the Dhaka University swimming complex. Exact Google map coordinate is (23°43'36.33"N, 90°24'2.92"E). You can find another mosque (Shahbaz Khan Mosque) near that place contemporary to this one.
Probably this mosque was built by Musa Khan, son of Isha Khan who was a prominent Zamindar from Baro Bhuiyan. It was quite unsure about the original time when it was built. Musa Khan died during 1623, but the structure of the mosque is almost similar to the Khwaja Shahbaz's Mosque and it was built during 1679. So neither the date nor the builder of the mosque is confirmed. Some people believe this one was built by either Shaista Khan or even later by Dewan Manawar Khan.
The mosque has a vault platform, and over this plinth the main architecture of the mosque is planted. It is a small building just like any other mosques during that period. It has three domes over the top. Middle one is the larger than other twos. Both the inside and outside of the mosque is plastered with cement and washed white with lime. There is a grave of Musa Khan is available at the northeast side.
The mosque has gone through several renovations. Also from the first sight it seemed to me, it is currently not under proper care. The authority just placed a signboard beside the mosque and thought their works are done. It is not a good practice to color this building with yellow this year, and next year white(I have seen this mosque in several colors over the last few years), and finally let the color be disappeared. We are not in a position to do experiment on such a precious object.
)
)