Array
(
[0] => Array
(
[name] => Brahmaputra river
[post_id] => 22002
[post_link] => https://offroadbangladesh.com/places/brahmaputra-river/
[thumb_link] => https://offroadbangladesh.com/wp-content/uploads/2015/10/Brahmaputra-River-6-300x169.jpg
[post_content] =>
In Bangladesh, the Brahmaputra (ব্রহ্মপুত্র) river is joined by the Teesta (তিস্তা) river (or Tista), one of its largest tributaries. Below the Tista, the Brahmaputra splits into two distributary branches. The western branch, which contains the majority of the river's flow, continues due south as the Jamuna to merge with the lower Ganges called as Padma river. The eastern branch formerly the larger, but now much smaller is called the lower or old Brahmaputra.
Mymensingh (ময়মনসিংহ) district stands just beside the old Brahmaputra river. It curves southeast to join the Meghna River near Dhaka. The Padma and Meghna converge near Chandpur and flow out into the Bay of Bengal. This final part of the river is called Meghna.
The Brahmaputra enters the plains of Bangladesh after turning south around the Garo Hills below Dhuburi, India. After flowing past Chilmari, Bangladesh, it is joined on its right bank by the Tista river and then follows a 150 miles (240km) course due south as the Jamuna river. South of Gaibandha, the Old Brahmaputra leaves the left bank of the main stream and flows past Jamalpur and Mymensingh to join the Meghna river at Bhairab Bazar.
There are lot of bridges over this river at several districts. Near the Mymensingh town, you'll find two bridges. One is for the road transports, and other one is only for railway service. From one bridge other one can be seen and a traveler can enjoy the whole view of river while walking through a passage just beside the river.
)
[1] => Array
(
[name] => {:en}Sangu River{:}{:bn}সাঙ্গু নদী{:}
[post_id] => 5349
[post_link] => https://offroadbangladesh.com/places/sangu-river/
[thumb_link] => https://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/2Sangu-river1-300x200.jpg
[post_content] => {:en}
The Sangu River is a river in Myanmar and Bangladesh. Its source is in the North Arakan Hills of Myanmar, located at 21°13´N 92°37´E. The Arakan Hills form the boundary between Arakan and the Chittagong Hill Tracts. It follows a northerly circuitous course in the hill tracts and then enters Bangladesh near Remarki, Thanchi Upazila, Bandarban District, from the east. It flows north through Thanchi, Rowangchhari and Bandarban Sadar Upazilas of Bandarban District. It then flows west through Satkania and Banshkhali Upazilas in Chittagong District and flows into the Bay of Bengal near Chittagong, at 22°6´N 91°51´E, or about 16.09 kilometres (10.00 mi) south of the mouth of the Karnafuli River. The length of the river is 270 kilometres (170 mi); 173 kilometres (107 mi) are located within Bangladesh.
Sangu River is the complete part of the natural beauty of Bandarban. It follows a northerly circuitous course in the hill tracts up to Bandarban. It enters the district from the east and flows west across the district and finally falls into the Bay of Bengal at the end of a course of 270 km. This river is flowing through the hills thousands of years. It is an important route to communicate with Ruma and Thanchi Upazila. It has huge financial interests for the population of Bandarban. This river is widely used for transportation, agricultural and other necessary products for the people of remote community.
In the winter season the current of the river almost becomes stagnant but in the rainy season the current becomes aggressive. Visitor must be attract with the beautification scattered on the both sides of it. You can find here hills, forests, falls with a river together. All the way you will be thrilled only and it is simply amazing.
The major tributaries of the river are the Chand Khali Nadi and Dolukhal. The Chand Khali Nadi flows through the Patiya Plains, and the Dolukhal River drains into the Satkania Plains. Another tributary is the Kumira Khali, which drains into the Kutubdia Channel. There are seven Bangladesh Water Management Board hydrometric stations on this river, which have been recording data since 1965.
The Sangu drains off the waters of Patiya, Satkania, and Banshkhali Upazilas. It has a connection with the Karnafuli River through the Chand Khali River. The Sangu is a shallow river, but it becomes violent during rains and develops rapid currents. It is navigable up to 48.27 kilometres (29.99 mi) from the estuary. The Sangu gas field is located about 50 kilometres (31 mi) southwest of Chittagong and reaches a depth of 10 meters at its mouth.
{:}{:bn}
বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম অংশ সাঙ্গু নদী পার্বত্য চট্রগ্রামে উত্তরদিকে বৃত্তাকারে বান্দরবান পর্যন্ত প্রবাহিত হয়েছে। পূর্বদিক দিয়ে বান্দরবানে প্রবেশ করে নদীটি জেলার পশ্চিম দিক দিয়ে বের হয়েছে এবং প্রায় ২৭০ কিলোমিটার প্রবাহিত হওয়ার পর বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। পার্বত্য অঞ্চলে হাজার বছর ধরে প্রবাহিত এই নদীটি রুমা এবং থানচি উপজেলার সাথে যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বান্দরবানের জনগনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই নদীটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। দুর্গম এই অঞ্চলের মানুষেরা পরিবহন, কৃষি এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে নদীটিকে বহুভাবে ব্যবহার করে থাকে।
শীতকালে সাঙ্গুনদীর স্রোত অনেকাংশে ম্রিয়মাণ হয়ে গেলেও বর্ষাকালে নদীটির স্রোত তীব্র আকার ধারন করে। সাঙ্গু নদীর দুই তীরের পাহাড়, বন, নদী ও ঝর্ণার সৌন্দর্যে যেকোনো পর্যটকই বিমোহিত হবেন। এক কথায় সাঙ্গুনদী দেখে আপনি শুধু অবাকই হবেন না বরং মুগ্ধতা আপনাকে গ্রাস করবে।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Bisanakandi{:}{:bn}বিছানাকান্দি{:}
[post_id] => 7828
[post_link] => https://offroadbangladesh.com/places/bisanakandi/
[thumb_link] => https://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/10410793_10205865808218505_7613722895639363442_n-300x188.jpg
[post_content] => {:en}
Bisanakandi is situated at Bangladesh-India border in Sylhet. It is a landscape beauty among gardens and hills. Bichanakandi is a village situated in Rustompur Union under Guainghat Upazilla. This is where many layers of the Khasi mountain meet at a single point from both sides. Flowing from above is a high fall. Adding to its charm are dark clouds hugging the mountain in the rainy season. And flowing underneath towards Bholaganj is a branch of the Piyain. Along the stream flowing from high up in the mountain come huge boulders that are deposited and mined in Bisanakandi.
Much like Jaflong, Bichnakandi is mostly a quarry. Winter is not a suitable time to visit Bisnakandi due to mechanized mining and stone-laden boats and lorries. The absence of such nuisance makes the rainy season the perfect time to visit the beautiful Bisanakandi that coalesces the charms of high mountains, sinuous rivers, graceful falls and dancing clouds.
Source:
Visit Sylhet{:}{:bn}
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তম ইউনিয়নে বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত একটি গ্রামের নাম বিছানাকান্দি। বাগান এবং পাহাড়ের নজরকাড়া সৌন্দর্যের মাঝে অবস্থিত প্রকৃতির এই অপরূপ লীলাভূমির উভয় প্রান্ত থেকে খাসি পাহাড় এসে যুক্ত হয়েছে। এখানে ঝর্ণার পাশাপাশি বর্ষাকালে কালো মেঘ পাহাড়গুলোকে আচ্ছাদিত করে ফেলে। এছাড়া এখানে ভোলাগঞ্জ অভিমুখে বয়ে গিয়েছে পিইয়াইন নদীর একটি শাখা। পাহাড়ি ঢলের সাথে বয়ে আসা বিশাল পাথরখণ্ডগুলো বিছানাকান্দিতে এসে পড়ে এবং পরবর্তীতে এই পাথরখণ্ডগুলোকে এখানেই ভাঙ্গা হয়।
জাফলং এর মত বিছানাকান্দিও একটি খনি এলাকা। পাথর বোঝাই নৌকা, ট্রাকের আনাগোনা এবং পাথর উত্তোলনের কারনে শীতকাল বিছানাকান্দিতে আসার জন্য একেবারেই উপযুক্ত সময় নয়। তবে, বর্ষাকালে এখানে পাথর উত্তোলনের ফলে সৃষ্ট দূষণ না থাকায় আপনি এখানে এসে উঁচু পাহাড়, শান্ত নদী, মায়াবি ঝর্ণার সৌন্দর্যের পাশাপাশি রোদ ও মেঘের লুকোচুরি উপভোগ করতে পারবেন।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}River Madhumati{:}{:bn}মধুমতি নদী {:}
[post_id] => 5929
[post_link] => https://offroadbangladesh.com/places/river-madhumati/
[thumb_link] => https://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/river-madhumati2-300x240.jpg
[post_content] => {:en}
Madhumati River, distributary of the upper Padma River (Ganges [Ganga] River), flowing through southwestern Bangladesh. It leaves the Padma just north of Kushtia and flows 190 miles (306 km) southeast before turning south across the swampy Sundarbans region to empty into the Bay of Bengal. In its upper course it is called the Gorai; in its lower course it is known as the Baleswar; and its estuary mouth, which is some 9 miles (14 km) wide, is called the Haringhata. The Madhumati is one of the largest of the Padma distributaries in the southern part of the Gangetic Plain.
{:}{:bn}
একাধিক জেলা দিয়ে প্রবাহিত বাংলাদেশের চমৎকার এই নদীটির পানির রঙ সবুজ। বাংলাদেশের অন্যতম ছোট জেলা মাগুরা দিয়েও এই নদীটি প্রবাহিত হয়েছে। মধুমতি নদীটি বাংলাদেশের অন্যান্য নদীগুলোর মতো কারন বর্ষা মৌসুমের শুরুতে এই নদীটি যথেষ্ট প্রসারিত থাকে যা কিনা বর্ষা মৌসুমের শেষে আরও বেড়ে যায়। নদীর একপাড় থেকে অন্য পাড়ে মানুষকে পাড় করার জন্যে একটি খেয়া ঘাট আছে। এই নদীতে ট্রলারের মত ভারি নৌযান চলাচল না করায় নদীটির পানি তেল দিয়ে দুষিত হয়নি।
অন্যান্য নদীর তীরের চেয়ে এই নদীর তীরে অবস্থিত রাস্তাটি বেশ উঁচু। এছাড়া এখানে অবস্থিত একটি বটগাছ আছে যেটির ছায়াতলে ক্লান্ত পথিক, রিকশাচালকরা বিশ্রাম নিয়ে থাকেন।
{:}
)
)