Array
(
[0] => Array
(
[name] => {:en}Tomb of Khan Jahan{:}{:bn}খান জাহানের দরগা{:}
[post_id] => 1519
[post_link] => https://offroadbangladesh.com/places/khan-jahans-tomb/
[thumb_link] => https://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Ulug-Khan-Jahans-Tomb-1-300x225.jpg
[post_content] => {:en}
Tomb of Khan Jahan stands on a high artificial mound, as mainly known as the Dargah complex of Khan Jahan. The complex consists of the square tomb building of Khan Jahan himself; a case of Muhammad Tahir, his diwan; a single-domed mosque and the so-called kitchen. It measures as 13.7 meters height and 9.1 meters width. The four exterior angles of the building are maintained with solid circular towers. There are four walls which have a thickness of 2.4 meter, have stone casings up to the height of about 0.9 meter for preventing the building from ground moisture. The ground moisture is common in the humid climate of south Bengal. It is located on the northern bank of the so-called Thakur dighi and is surrounded by an outer wall of 67.1 meter from east to west and 64.7 meter from north to south.
It was a rectangular structure of 12.2m by 8.5m with circular towers on the exterior angles. What the building was actually intended for, is unknown. A local tradition relates that in the last years of his life Khan Jahan dwelt in the building, where he now buried, and used the adjacent building as his kitchen. About a century ago, the building was known to have been used for the same purpose by two Faqirs, who then looked after the mosque and the tomb.
{:}{:bn}
কথিত ঠাকুরদীঘির উত্তর তীরে খান জাহানের দরগা অবস্থিত। এই দরগাটি পূর্ব থেকে পশ্চিমে ৬৭.১ মিটার এবং উত্তর থেকে দক্ষিনে ৬৪.৭ মিটার দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা। খান জাহানের দরগা কমপ্লেক্সটি উঁচু মাটির ঢিবির উপর অবস্থিত। এই কমপ্লেক্সে অবস্থিত একটি বর্গক্ষেত্র আকারের ভবনে খান জাহানের সমাধি, তাঁর দেওয়ান মুহাম্মাদ তাহিরের সমাধি, একটি এক গম্বুজবিশিষ্ট মসজিদ এবং একটি কথিত রান্নাঘর রয়েছে। খান জাহানের সমাধিটির প্রতিটি দিকের মাপ বাইরে থেকে ১৩.৭ মিটার এবং ভেতর থেকে ৯.১ মিটার। ইট দিয়ে নির্মিত এই ভবনটি দরগা কমপ্লেক্সের প্রাণকেন্দ্র। ভবনটির চার কোণায় চারটি গোলাকার টাওয়ার রয়েছে। এছাড়া ভবনটির চার দেয়ালের প্রতিটির পুরুত্ব ২.৪ মিটার এবং মাটির আদ্রতা থেকে রক্ষা করতে দেয়ালের ০.৯ মিটার উচ্চতা পর্যন্ত পাথরের আবরন ব্যবহার করা হয়েছে। দক্ষিনবঙ্গের আদ্র আবহাওয়ায় মাটির আদ্রতা একটি সাধারণ ব্যাপার।
কি উদ্দেশ্যে ভবনটি নির্মিত হয়েছিল সেটি জানা যায়নি। স্থানীয়দের কাছ থেকে জানা যায় জীবনের শেষ সময়ে খান জাহান আলী এই ভবনে বাস করতেন এবং পাশের ভবনটিকে রান্নাঘর হিসেবে ব্যবহার করতেন। মৃত্যুর পর খান জাহান আলীকে এই ভবনেই সমাহিত করা হয়। জানা যায় প্রায় শত বছর পূর্বে মসজিদ এবং দরগার দেখাশোনার কাজে নিয়োজিত দুজন ফকির একই উদ্দেশ্যে এই ভবনটিকে ব্যবহার করতেন।
{:}
)
[1] => Array
(
[name] => Baro Auliya Mazar
[post_id] => 2994
[post_link] => https://offroadbangladesh.com/places/baro-auliya-mazar/
[thumb_link] => https://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Qutbuddin_Bakhtiyar_Kakis_tomb11-300x225.jpg
[post_content] => Tomb of Baro Auliya (12 saints) is located at Baro Auliya Mouja, Mirzapur Union, Atwari Upazila in Panchagarh district. The total area of Baro Auliya Mouja is 47.73 acres. There is a Madrasah and an orphan house. It is known that 12 Muslim saint came from Middle east and start Live in for Spread Islam around this area. And it is the place to bury them, when they died. For this reason, it place was named as tomb of Baro Auliya Majar (12 saint's tomb).
)
[2] => Array
(
[name] => Shrine of Hazrat Shah Mokdum (Ra)
[post_id] => 2999
[post_link] => https://offroadbangladesh.com/places/shrine-of-hazrat-shah-mokdum-ra/
[thumb_link] => https://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/shah-makhdum-shrine2-300x224.jpg
[post_content] => Shrine of Hazrat Shah Mokdum (Ra) can be termed as a Mazar or Dorga which is situated around the grave of Hazrat Shah MokdumRuposh (Ra). He initiated Islam in the Rajshahi region. It is said that he came to Rajshahi by sitting on top of Crocodile. Many crocodile are stored in the famous Dighi which is next to the mazar of Shah Mokdum (Ra).
)
[3] => Array
(
[name] => {:en}Borobagha Mazar Sharif{:}{:bn}বড়বাঘা মাজার শরীফ{:}
[post_id] => 13859
[post_link] => https://offroadbangladesh.com/places/borobagha-mazar-sharif-2/
[thumb_link] => https://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/Borobagha-Mazar-Sharif4-300x225.jpg
[post_content] => {:en}
Borobagha Mazar Sharif is located in Nurpur Malanchi Village, 6 km West of Upazila Sadar. This Shrine is dedicated for Hazrat Shah Sufi Mawlana Mokarram Danismanda (R) and his few followers. Just beside this shrine, there is a relatively small tomb which is said to be popular as The Tiger’s Tomb (বাঘের কবর), which was his companion according to the locals.
There is a big Madrasa in Barabagha Mazar Sharif. Every year, around 20-25 students become Hafez-e-Quran from this madrasa. Every year, 10-day long exhibition is been celebrated during Eid-Ul-Fitr and thousands of people come here to attend and enjoy this celebration.
{:}{:bn}
বড়বাঘা মাজার শরীফ তমালতলা মোড় হইতে প্রায় ৭০০ মিটার পশ্চিমে পাকা রাস্থা সংলগ্ন, রাস্থার উত্তর পার্শে অবস্থিত। এখানে উপজেলা সদরের ৬ কিঃ মিঃ পশ্চিমে নুরপুর মালঞ্চি গ্রামে হযরত শাহ মোকাররম দানেশমান্দ (রঃ) সহ তার কয়েকজন আওলিয়ার মাজার শরীফ আছে। উক্ত মাজারের পাশেই একটি অপেক্ষাকৃত ছোট কবর আছে যা তার সঙ্গী বাঘের কবর বলে জনশ্রুতি আছে। এই স্থানটিই বড়বাঘা মাজার শরীফ নামেই পরিচিত।
এখানে একটি বড় মাদ্রাসা আছে। এই মাদ্রাসা থেকে প্রতি বছর ২০/২৫ জন ছাত্র/ছাত্রী কোরআন শিক্ষায় হাফেজ হয়ে বের হয়। প্রতি বছর রোজার ঈদে ১০দিন ব্যাপি প্রদর্শনী হয় এবং লক্ষ লক্ষ মানুষ এই প্রদর্শনী উপভোগ করতে আসেন।
{:}
)
)